8 Don'ts For First-Time Travelers To The U.S.A. | HuffPost Life

এডিবি-জেএসপি স্কলারশিপ প্রোগ্রামের আওতায় জাপান সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) শিক্ষাবৃত্তি–সুবিধা হচ্ছে ‘এডিবি-জেএসপি স্কলারশিপ প্রোগ্রাম’। জাপান স্কলারশিপ প্রোগ্রামের (জেএসপি) আওতায় এডিবিভুক্ত উন্নয়নশীল দেশের শিক্ষার্থীরা স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি নেওয়ার জন্য এ বৃত্তির সুযোগ পেয়ে থাকেন। ১৯৮৮ সাল থেকে চালু হওয়া এই বৃত্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রতিবছরের মতো এবারও ৯টি দেশে বিশ্বের ৩০০ শিক্ষার্থী বৃত্তি নিয়ে পড়ার সুযোগ পাবেন। আমেরিকা, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, জাপান, হংকং, থাইল্যান্ড, ভারত, পাকিস্তান ও ফিলিপাইনের যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা পাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে পড়ালেখা করার সুবর্ণ সুযোগ। দুই বছর মেয়াদি মাস্টার্স কোর্সে শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারেন। কৃষি, বায়োলজিক্যাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স, প্রকৌশল, ফরেস্ট্রি, অ্যাকাউন্টিং, ডেভেলপমেন্ট স্টাডিজ, ইন্টার‌ন্যাশনাল বিজনেস ল, রাষ্ট্রবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে বৃত্তি নিয়ে পড়ার সুযোগ আছে।

এ বৃত্তি পেলে যে যে সুবিধা পাবেন একজন শিক্ষার্থী, তা হচ্ছে—
*সম্পূর্ণ বিনা বেতনে পড়ালেখার সুযোগ
*আবাসন ভাতা প্রাপ্তি
*শিক্ষাসামগ্রী ক্রয়ের জন্য অ্যালাউন্স প্রাপ্তি
*হেলথ ইনস্যুরেন্সের সুবিধা
*ইকোনমি ক্লাসে ফ্রি বিমান টিকিট
*ভিসা ফি
*রিসার্চ অ্যালাউন্সসহ অন্যান্য সুবিধাও রয়েছে এই স্কলারশিপের আওতায়।

Travel guide in New Zealand | Things to see and do in New Zealand

শিক্ষার্থীদের জন্য কিছু শর্ত—

*অবশ্যই স্নাতক ডিগ্রি সম্পন্ন থাকতে হবে
*স্নাতক–পরবর্তী দুই বছরের ফুল টাইম কাজের অভিজ্ঞতা থাকতে হবে
*সুস্বাস্থ্যের অধিকারী এবং বয়স অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে
*পড়ালেখা শেষে অবশ্যই নিজ দেশে ফেরত যেতে হবে

যেসব কাগজপত্রের প্রয়োজন—

*পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র এবং প্রার্থীর ছবি
*একাডেমিক পেপারস
*বার্ষিক ইনকাম ট্যাক্স সার্টিফিকেট
*ওয়ার্ক এক্সপেরিয়েন্স লেটার
* দুটি রেফারেন্স লেটার
*সিভি
*রিসার্চ প্রপোজাল (যদি থাকে)

**আবেদনের বিস্তারিত তথ্য এখানে পাবেন

Travel Insurance USA | Compare Quotes at GoCompare

কালেক্টেড