কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ, মাসিক ভাতা–আবাসন–বিমানভাডার সঙ্গে সন্তান লালনপালনের ব্যয়

কমনওয়েলথভুক্ত দেশের শিক্ষার্থীদের বিনা মূল্যে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্য। কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা এক বছরের এই স্কলারশিপ পাবেন। আবেদন চলছে। কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ স্কিম হলো ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বার্মিংহামের একটি যৌথ উদ্যোগ। এ উদ্যোগের উদ্দেশ্য, যুক্তরাজ্যে অধ্যয়ন করতে সক্ষম নন—এমন কমনওয়েলথভুক্ত উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের স্কলারশিপ দেওয়া।

Eligible countries

Please note that only applicants from the eligible countries listed below can apply for Commonwealth Shared Scholarships.

Bangladesh

Completing the application form

In the application form, applicants are asked to:

  • List all undergraduate and postgraduate university qualifications obtained.
  • List up to 10 publications and prizes.
  • Provide details of employment history and explain how the experience gained supports and is relevant to the programme to be undertaken in the UK.
  • List names and positions of three referees who are qualified to comment on both their capacity to benefit from the proposed Scholarship in the UK and their ability to deliver development impact afterwards. One of the referees must be a current employer (if applicable).
  • Provide a Development Impact statement in four parts.

 In the first part applicants should explain how the proposed scholarship relates to:

  1. Development issues at the global, national, and local level.
  2. Development issues connected to the chosen CSC development theme and the wider sector.

The second part should explain how they intend to apply their new skills once the Scholarship ends.

The third part should outline what they expect will change in development terms following the Scholarship, including:

  1. The outcomes that they aim to achieve
  2. The timeframe for their implementation
  3. Who the beneficiaries will be

In the fourth part applicants should write about how the impact of their work could be best measured and evidenced.

Applicants are also asked to:

  • Confirm what their award objectives are and how each of them will be met by the Scholarship programme.
  • Confirm what their career plans are for the 5 years following the Scholarship.
  • Confirm their long-term career plans.
  • Provide a detailed plan of study.
  • Provide a personal statement to summarise the ways in which their personal background has encouraged them to want to make an impact in their home country. Applicants may wish to highlight any areas where they have already made significant contributions, including overcoming personal or community barriers in accessing higher education or within their field.
  • Summarise the ways in which they have engaged in voluntary activities and the opportunities they have had to demonstrate leadership.


Selection process

Each participating UK university will conduct its own recruitment process to select a specified number of candidates to be awarded Commonwealth Shared Scholarships and put these forward to the CSC. The CSC will then confirm that these candidates meet the eligibility criteria for the programme.

Applications will be considered according to the following selection criteria:

  • Academic merit
  • Quality of research proposal
  • Potential impact on the development of the candidate’s come country

For further details, see the Commonwealth Scholarships selection criteria.

Applicants should note the criteria carefully and link their answers in the application form to each point listed.

আবেদনের যোগ্যতা

  • কমনওয়েলথভুক্ত দেশের নাগরিক হতে হবে;
  • ২০২৪ সালের সেপ্টেম্বর সেশনে যুক্তরাজ্যে লেখাপড়া শুরু করার সক্ষমতা থাকতে হবে;
  • উচ্চ আয়ের দেশগুলোতে এক বছর বা তার বেশি লেখাপড়া অথবা কাজ করলে এ স্কলারশিপে আবেদন করা যাবে না;
  • যুক্তরাজ্যের কোনো বিশ্ববিদ্যালয়ে এই স্কলারশিপ ছাড়া লেখাপড়া করার সামর্থ্য থাকা যাবে না;
  • প্রয়োজনীয় সব ডকুমেন্ট নির্ধারিত ফরম্যাটে (যদি থাকে) জমা দিতে হবে।

    সুযোগ সুবিধা
  • সম্পূর্ণ টিউশন ফি মিলবে
  • যাতায়াতের জন্য বিমানভাড়া
  • মেট্রোপলিটন এলাকায় বসবাসকারীদের জন্য ১ হাজার ৬৫২ ব্রিটিশ পাউন্ড
  • জীবনযাপন ভাতা হিসেবে মাসে£১ হাজার ৩৪৭ ব্রিটিশ পাউন্ড মিলবে
  • থিসিস গ্র্যান্ট হিসেবে ২২৫ ব্রিটিশ পাউন্ড অনুদান মিলবে
  • বিধবা, তালাকপ্রাপ্ত অথবা একক পিতা বা মাতা হলে প্রথম সন্তানের জন্য প্রতি মাসে ৫৭৬ ব্রিটিশ পাউন্ড। ১৬ বছরের কম বয়সী দ্বিতীয় এবং তৃতীয় সন্তানের জন্য প্রতি মাসে ১৪৩ ব্রিটিশ পাউন্ড মিলবে।

  • আবেদনের শেষ সময়
  • আগামী ১৪ ডিসেম্বর ২০২৩।

আবেদনের প্রক্রিয়া

  • একাধিক কোর্স অথবা বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন করতে পারবেন আগ্রহী শিক্ষার্থীরা। তবে কেবল একটি স্কলারশিপের প্রস্তাবই গ্রহণ করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *