906546_10152058975979780_1487966420_o

জার্মানি: স্বপ্ন যখন কড়া নাড়ে !

*****************************

Niloy Rahman

MSc. in Energy Science & Technology

University of Ulm, Germany

*****************************

adventures-by-disney-europe-germany-hero-01-neuschwanstein-castle

প্রকৌশলীদের জন্য তীর্থ স্থান বলা হয় জার্মানীকে! এই উপলব্ধি আরও ব্যাপকভাবে মাথা চাড়া দেয় যখন জব করতাম কাতারে, জার্মান প্রযুক্তি ছিল কাতার প্লান্টের যত্রতত্র ৷ খুব ছোটকাল থেকেই বাবার মুখে শুনতাম এদের প্রকৌশল আর প্রযুক্তিযজ্ঞ নিয়ে নানা কাহিনী , বিস্ময়ে শুনতাম বাবার সেই সব কথা ৷ কাতারে একসাথে জার্মান প্রকৌশলীদের হাতে হাত রেখে কাজ করার অন্যরকম সব অনুভূতিই আজ টেনে এনেছে আমাকে জার্মানীতে ৷

উচ্চ শিক্ষা নিয়ে আমার আগ্রহ ডানা মেলে যখন আমার প্রিয় বন্ধু লিমন ,লিটন ,রিয়াদ, মুনিম,দ্বীপ তাদের স্ব স্ব উচ্চ শিক্ষার ক্ষেত্রে এগিয়ে চলেছে ৷বন্ধুরা আমাকে প্রায় উৎসাহিত করতে থাকে উচ্চ শিক্ষার জন্য ! বেশ ভালো সিজিপিএ ধারি বেশ কিছু বন্ধু  যেমন তুলি,দেলওয়ার ইতিমধ্যে জার্মানী চলে গেছে ,আরও বেশি উৎসাহিত হতে থাকি ৷ দেশে চলে আসলাম ছুটি নিয়ে,প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করলাম ,সেসময় ডীন স্যার ছিলেন প্রফেসর ডঃ আশরাফুল গনি ভূঁইয়া ৷ স্যারের কাছ থাইকা Recommendation letter এর জন্য এক সপ্তাহ ঘুরাঘুরি করার পর অবশেষে  সফল হইলাম ; ঐদিন স্যার আমাকে অনেক পরিতোষপূর্ণ কথা বলেছিলেন , আর অনেক উৎসাহিতও করেছিলেন উচ্চশিক্ষার সিদ্ধান্ত গ্রহণের জন্য ৷

ইদানীং দেখছি অনেক বাঙ্গালি আসছেন জার্মানিতে , আমার এই উল্ম শহরে সেই পরিক্রমায় এসেছেন বেশ কিছু  প্রিয় বাঙ্গালি মুখ ৷ এছাড়া  অনেক বিদেশি ছাত্ররা পড়াশুনা শেষ করার পর জার্মানিতে চাকরি নিয়েও আসছেন এবং তারা যে এখানে চাকরি পাচ্ছে, তার মূল কারণ হল, জার্মানিতে উচ্চশিক্ষার সঙ্গে সেই সব দেশের শিক্ষা ব্যবস্থার  সংযোগ ৷ কোলোনের জার্মান অর্থনীতি গবেষণা প্রতিষ্ঠান আইডাবলিউ-র একটি সাম্প্রতিক জরিপের ফলাফল থেকে দেখা যাচ্ছে যে, যে সব বিদেশি-বহিরাগত জার্মানিতে পড়াশোনা করেছেন, তাদের ভালো বেতনের চাকরি পাবার সম্ভাবনা অনেক বেশি ৷  “শিক্ষিত বিদেশি’-রা সাধারনত জার্মানিতে আসার আগেই জার্মান ল্যাঙ্গুয়েজ শিখে আসছেন এবং সাথে সাথে কিছু কাজের অভিজ্ঞতা অথবা ইনটার্ন করে আসছে্ন ৷ ইঞ্জিনিয়ারিং, গণিতশাস্ত্র ও বিজ্ঞানের অন্যান্য বিষয় – জার্মানির মাঝারি মাপের শিল্পসংস্থাগুলি এই সব বিষয়ে দক্ষ কর্মীদেরই খোঁজ করে থাকে ৷ জার্মানিতে দক্ষ কর্মীদের চাহিদা যে ভাবে বেড়ে চলেছে, তার তুলনায় কলেজ-বিশ্ববিদ্যালয়গুলি থেকে স্নাতকের সরবরাহ পর্যাপ্ত নয় ৷ এ ক্ষেত্রে যে সব বিদেশিরা এ দেশে পড়াশোনা সমাপ্ত করছেন, তারা একটা সমাধান হতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷

Famous European landmark The Brandenburg Gate on Pariser Platz in Berlin, Germany

Famous European landmark The Brandenburg Gate on Pariser Platz in Berlin, Germany

পরিপাটি জীবন  যাপন , টিউশনি ফী না থাকা, আর উন্নততর শিক্ষাকার্যক্রমের জন্য জার্মানির কলেজ- ইউনিভার্সিটিগুলি বিদেশি ছাত্রদের কাছে খুবই আকর্ষণীয় ৷  জার্মানিতে যারা পড়াশুনা করেছেন, এমন বিদেশিদের ৮০ শতাংশের জার্মানিতে থাকতে ও বাস করতে কোনো আপত্তি নেই – বরং সেটাই তাদের কাম্য ৷ তাদের এক-তৃতীয়াংশ তিন বছর কিংবা তার বেশি সময়ের জন্য জার্মানিতে থেকে যাওয়ার কথা ভাবেন ৷ যার ফলশ্রুতি বাস্তবেও পরিলক্ষণ করা যাচ্ছে যে সব ‘শিক্ষিত বিদেশিরা’ জার্মান কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, তাদের অর্ধেকেই এখানে থেকে যান ৷ এই সব বিদেশিদের স্থানীয় কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার ফলে রাজ্যকে যে ব্যয় বহন করতে হচ্ছে, সে বিষয়ে রাজ্য সরকার উচ্চবাচ্য করে না ৷

এখন ধরেন আপনি আগ্রহী উচ্চশিক্ষার জন্য, আর উচ্চ শিক্ষার জন্য জার্মানিতে যেতে চান ,এটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ । তবে এ উদ্যোগটিকে কার্যকর ও ফলপ্রুসূ করতে বাস্তবসম্মত ও নিখুঁত পরিকল্পনা কোনো বিকল্প নেই। জার্মানিতে উচ্চশিক্ষা গ্রহণের ইচ্ছা বাস্তবায়নের সম্ভাবনা দিনদিন বেড়েই চলেছে । যদি এই বিষয়টির কিছু পূর্বশর্ত এবং প্রতিবন্ধকতা সম্পর্কে আপনার স্বচ্ছ ধারণা থাকে ,তবে এ ধরনের সম্ভাবনা আপনার জন্য নিঃসন্দেহে সফলতা বয়ে আনবে। মনে রাখবেন, এটা একটি উদ্যোগ। যে কোন উদ্যোগের মতই এখানে জড়িত আছে আপনার বা আপনার পরিবারের কষ্টার্জিত অর্থ, আপনার মেধা ও মনন, দক্ষতা ও নিষ্ঠা এবং এ সম্পদগুলো আপনি ব্যবহার করেছেন এমন একটি ক্ষেত্রে যেখানে সম্ভাবনার পাশাপাশি কিছু প্রতিবন্ধকতাও বিদ্যমান। উদ্যোগটি সফল করার জন্য প্রথমেই প্রয়োজন কিছু পরিকল্পনা প্রণয়ন, নিজের সম্পর্কে পর্যালোচনা ও মূল্যায়ন, সর্বোপরি পরিকল্পনা বাস্তবায়নে সঠিক ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ। জার্মানিতে উচ্চশিক্ষার জন্য যেতে চাইলে প্রথমেই ভেবে দেখুন, কেন জার্মানিতে পড়তে যেতে চান? আপনি এ কোর্সটি জার্মানিতে সম্পন্ন করতে আগ্রহী তাহলে দেশে না করে জার্মানিতে করার ক্ষেত্রে কি কি সুবিধা ও অসুবিধার সম্মুখীন হতে হবে, এর ইতিবাচক-নেতিবাচক দিকগুলোই বা কী কী?

images (3)

কেন জার্মানিতে পড়তে যাবেন?

১) আত্মসমৃদ্ধিঃ যারা জার্মানিতে লেখাপড়া করেন তারা বিচিত্র অভিজ্ঞতার কারণে বুদ্ধিমাত্রা ও মননশীলতার দিক থেকে অধিকতর সমৃদ্ধ হয়ে ওঠেন।

২) বিশ্ব সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গিঃ জার্মানিতে অবস্থানের ফলে আন্তর্জাতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ইস্যুগুলো সম্পর্কে আপনার জ্ঞান-ভান্ডার অধিকতর সমৃদ্ধ হবে। জার্মানিতে বসবাস করতে গিয়ে জার্মান ভাষা শিখতে হবে। ফলে নতুন ভাষা শিক্ষা এবং এর গুরত্ব আপনি উপলব্ধি করবেন।

৩) পেশাগত দক্ষতা বৃদ্ধিঃ জার্মানিতে উচ্চশিক্ষা শুধুমাত্র শিক্ষা এবং ব্যক্তিত্বকেই সমৃদ্ধ করবেনা, আপনার পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে। বিশেষত ব্যবসা, আন্তর্জাতিক বিষয়াবলি এবং চাকরির ক্ষেত্রে আপনার পেশাগত দক্ষতা খুবই মূল্যবান ভূমিকা

images (1)

সব শেষে বলতে চাই ; আরও যে বিষয়টি  লক্ষ্য রাখা উচিত ,তা হল সঠিক কোর্স নির্ধারণঃ পেশাগত উন্নতি ও লক্ষে পৌছানোর জন্য কি ধরণের পেশা আপনার জন্য উপযুক্ত তা খুঁজে বের করা যেমন গুরুত্বপূর্ণ তেমনি পেশাগত সফলতা বা আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়নে সেই পেশার সাথে সামঞ্জস্যপূর্ণ কোর্সে উচ্চশিক্ষা গ্রহণও কম তাৎপর্যপূর্ন নয়। তাই বর্তমান গ্লোবালাইজেশনের যুগে উচ্চশিক্ষার অনেক কোর্সের মধ্যে আপনাকে এমন একটি কোর্স বেছে নিতে হবে , যা আপনার ভবিষ্যৎ পেশাগত দক্ষতার পূর্ব প্রস্তুতি হিসাবে গণ্য হবে । তবে জার্মানিতে পাশাপাশি আমাদের দেশেও যথেষ্ট চাহিদা আছে এরকম কোন কোর্সই জার্মানিতে উচ্চশিক্ষার জন্য নির্বাচন করা শ্রেয়।

শুভকামনা রইল সবার জন্য

নিলয়