ETH Zurich Excellence Scholarship & Master Scholarship 2019

সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ইটিএইচ বিশ্ববিদ্যালয় ২০২২–২৩ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর প্রোগ্রামে বিদেশি শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে। এক্সিল্যান্স স্কলারশিপ অ্যান্ড অপরচুনিটি প্রোগ্রামের (ইএসওপি) আওতায় এই স্কলারশিপ পেতে বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

Best places to visit in Switzerland - Lonely Planet

ইটিএইচ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানানো হয়েছে, তিন থেকে চার সেমিস্টারের যেকোনো স্নাতকোত্তর প্রোগ্রামে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। ১ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে। আবেদনের শেষ সময় আগামী ১৫ ডিসেম্বর। ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রায় ৬০টি স্কলারশিপ রয়েছে।

Best Time to Visit Switzerland | PlanetWare

যোগ্যতা

  • আবেদনকারীর স্নাতকে খুব ভালো ফল থাকতে হবে।
  • ইটিএইচে স্নাতকোত্তর করেছেন এমন শিক্ষার্থীরা আবেদনের যোগ্য নয়।
  • ইটিএইচে স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে।
  • স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তির জন্য থিসিসের জন্য একটি প্রি–প্রপোজাল দিতে হবে।
7 Reasons to Visit Switzerland for Healthcare and Wellness – Medical Travel  Market

বৃত্তির সুবিধা

  • যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন।
  • টিউশন ফি মওকুফ।
  • আবাসন ও জীবনযাত্রার খরচ বাবদ প্রতি সেমিস্টারে ১২ হাজার সুইস ফ্রাঙ্ক (১১ লাখ ৯ হাজার ৮০০ টাকা প্রায়) দেওয়া হবে।
Best Time to Visit Switzerland | Bookmundi

যেভাবে আবেদন
এই বৃত্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে। এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার আগে বৃত্তির বিষয়ে বিস্তারিত এই লিংক থেকে জানা যাবে।

ইটিএইচ বিশ্ববিদ্যালয় সুইজারল্যান্ডের একটি পুরোনো সরকারি গবেষণা প্রতিষ্ঠান। ১৬৬ বছর আগে ১৮৫৫ সালে বিশ্ববিদ্যালয়টি যাত্রা শুরু করে। বিশ্বের সেরা ৩ থেকে ১০টি বিশ্ববিদ্যালয়গুলোর একটি হলো এই ইটিএইচ বিশ্ববিদ্যালয়।

Planning a trip to Switzerland: Tips & Checklist - tosomeplacenew