পরামর্শদাতাদের যে ৭টি ওয়েবসাইট সম্পর্কে ধারণা রাখা জরুরি

যেকোনো একজন দক্ষ পরামর্শদাতার অন্যতম প্রধান একটি যোগ্যতা হলো তীক্ষ্ণ মেধাসম্পন্ন হওয়া। আর দ্রুত কোনো সমস্যা সমাধান করার ও কাজের গুনগত মান বজায় রাখার দক্ষতা থাকতে হবে। তবে আপনি সবকিছু একদিনে অর্জন করে ফেলবেন, এমনটা ভাবাও ঠিক না। বরং  প্রতিনিয়ত শেখার মাধ্যমে আপনাকে নিজের দক্ষতা বাড়াতে হবে। কারণ আপনি কোনো বিষয়ে যথাযথ জ্ঞান ব্যতীত সে বিষয়ে উপযুক্ত পরামর্শ দিতে পারবেন না। তাই দক্ষ পরামর্শক হতে হলে জ্ঞান অর্জনের বিকল্প নেই।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }
Source: creativebloq.com

বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে বিভিন্ন ধরনের ওয়েবসাইট গড়ে উঠেছে, যেগুলো থেকে আপনি সহজেই বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে ও শিখতে পারবেন। এ আর্টিকেলটিতে থাকছে এমন ৭টি ওয়েবসাইট সম্পর্কে আলোচনা, যে সাইটগুলো সম্পর্কে প্রত্যেক পরামর্শদাতার ধারণা রাখা দরকার।

১. চান্দো (Chandoo)

হাতুড়ি যদি হয় থাকে নির্মাণ শ্রমিকের প্রধান হাতিয়ার, তবে এক্সেলের কাজ হলো একজন পরামর্শদাতার অন্যতম প্রধান দক্ষতা। আর চান্দো.সাইটটির অন্যতম প্রধান উদ্দেশ্য, মানুষকে এক্সেলে দক্ষ করে তোলা। এখানে আপনি একদম মৌলিক পর্যায় থেকে শুরু করে উচ্চতর পর্যায়ের এক্সেল সম্পর্কে ধারণা নিতে পারবেন।

Source: tsavoneal.com

এ সাইটকে পরামর্শদাতার জন্য বেশ সহায়ক  হিসেবে গণ্য করা হয়। চান্দো এক্সেলের উপর বিভিন্ন অনলাইনভিত্তিক কোর্স পরিচালনা করে। এছাড়াও এখানে প্রচুর টিউটোরিয়াল, টিপস ও ট্রিক্স রয়েছে।

{ "slotId": "", "unitType": "in-article", "pubId": "pub-6767816662210766" }

২.  কেসইন্টারভিউ ডট কম ( CaseInterview)

ব্যবস্থাপনা পরামর্শদাতাদের জন্য প্রয়োজনীয় সব ধরণের কার্যক্রম পরিচালনা করে থাকেন ভিক্টর চেং। তিনি এই সাইটে  ভিডিও টিপস ও সাক্ষাৎকার প্রদানের পাশাপাশি আর্টিকেল ও কোচিংয়ের মাধ্যমে নবীন ব্যবস্থাপনা পরামর্শদাতাদের তাদের কাজের উপযুক্ত করে তোলেন।

Source: extension.her vard.edu

অনেক ব্যবস্থাপনা পরামর্শকই মনে করেন যে, কেইসইন্টারভিউ পরামর্শদাতাদের জন্য একটি কার্যকর ওয়েবসাইট। কারণ তারা নিজেরাও এ সাইট থেকে উপকার লাভ করেছেন। কনসালটিংয়ে নতুনদের জন্য এটি একটা অসাধারণ প্লাটফর্মও বটে।

৩. মাইন্ড টুলস (Mind Tools)

আপনি হয়তো আপনার একাডেমিক শিক্ষাজীবনে এসডব্লিউওটি বা পর্টারসের ন্যায় কিছু কৌশলগত মডেল ও সমস্যা সমাধানে এগুলোর ব্যবহার  শিখেছেন। কিন্তু এছাড়াও আরো অনেক মডেল ও কৌশল রয়েছে, যা প্রতিনিয়ত আপনার কোনো প্রজেক্টে দরকার হচ্ছে বা হবে। এগুলো কীভাবে শিখবেন, তা নিয়ে দুশ্চিন্তা হতেই পারে। আপনার এই দুশ্চিন্তা দূর করার জন্যই পাশে আছে মাইন্ড টুলস নামের ওয়েবসাইটটি।

Source: shopify.com

এ সাইটটিতে প্রচুর কৌশল ও মডেল এবং এগুলোর ব্যবহার পদ্ধতি সম্পর্কে যাবতীয় তথ্য রয়েছে। এখান থেকে শিখে তা  আপনার বিভিন্ন প্রজেক্টে সহজেই কাজে লাগাতে পারেন।

৪. কনসালটিং ম্যাগ (ConsultingMag)

কনসালটিং ম্যাগ হলো একটি অনলাইন পত্রিকা ও ওয়েবসাইট, যা কেবল কনসালটিং শিল্পের যাবতীয় তথ্যাদি সরবরাহ করে থাকে। বিভিন্ন কনসালটিং ফার্ম ও তাদের চাকরির বিজ্ঞপ্তি, পোস্টিং ও কোম্পানির প্রোফাইল ইত্যাদি বিষয়ক তথ্যগুলো এ ওয়েবসাইটে পাবেন।

একজন পরামর্শদাতার অবশ্যই বিভিন্ন খবরাখবর সম্পর্কে ধারণা রাখতে হয়। তাই আপনি যদি দক্ষ পরামর্শক হতে চান, তাহলে অবশ্যই কনসালটিং ম্যাগের সাথে যুক্ত থাকতে হবে। এতে আপনি নিজেকে প্রতিনিয়ত আপডেট রাখতে পারবেন। যা একজন পরামর্শদাতার জন্য বেশ জরুরী বিষয়।

৫. গো মাইলস (GoMiles)

গো মাইলস হলো এমন একটি ওয়েবসাইট, যেখানে ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন পরিষেবা প্রদান করা হয়ে থাকে। বিশেষ করে আকাশ পথে  অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে গো মাইলস সহায়ক ভূমিকা পালন করে থাকে।

Source: colorli

এ সাইটটি প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্রে কার্যক্রম পরিচালনা করলেও বর্তমানে বিশ্বব্যাপী তাদের কার্যক্রমের বিস্তার ঘটাতে সক্ষম হয়েছে। ভ্রমণ বিষয়ক পরামর্শদাতাকে অবশ্যই এই সাইটের সাথে যুক্ত থাকতে হবে।

৬. স্লাইড শেয়ার (SlideShare) এবং গ্রাফিক রিভার (Graphic River)

যেকোনো প্রতিষ্ঠান তাদের কর্মপন্থা তৈরির সময় ভালো মানের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের উপর বিশেষ গুরুত্ব প্রদান করে থাকে। পাওয়ার পয়েন্টের ওপর প্রশিক্ষণ প্রদানকারী তথাকথিত প্রতিষ্ঠানগুলো মানুষকে সাধারণত সাধারণ মানের পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করার মতো যোগ্য করে তোলে। কিন্তু স্লাইড শেয়ার হলো এমন একটি সাইট, যেখানে বিভিন্ন টপিকের উপর উন্নতমানের প্রেজেন্টেশন তৈরির কৌশল রয়েছে।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }
Source: jimdo.com

আর গ্রাফিক রিভারে পূর্বে তৈরিকৃত বিভিন্ন প্রেজেন্টেশন, টেমপ্লেট ও লেআউট রয়েছে। আপনি এ সাইট থেকে ভালোমানের পাওয়ারপয়েন্ট স্লাইড ডিজাইন করার নানা কলাকৌশল আয়ত্ত্ব করতে পারবেন।

৭. ফিডলি (Feedly)

ফিডলি এমন একটি সাইট যেখানে কোনো বিষয়ের উপর বিভিন্ন ওয়েবসাইট ও পত্রিকার সংবাদ একত্রিত করা হয়। ফলে কোনো বিষয় সম্পর্কে জানতে হলে বিভিন্ন পত্রিকা বা সাইটে খোঁজাখুঁজি করতে হবে না। আপনি সহজেই ফিডলি থেকে আপনার প্রয়োজনীয় তথ্য খুঁজে নিতে পারবেন।

যেমন ধরুন, কোনো বিষয়ে ওয়াল স্ট্রিট জার্নাল ও রয়টার্স উভয়েই সংবাদ প্রকাশ করছে। এখন আপনাকে পৃথক পৃথকভাবে দুটি পত্রিকা খোঁজার দরকার পড়বে না।  আপনি ফিডলিতে গিয়ে ঐ বিষয়ে খোঁজ করলেই  রয়টার্স ও ওয়াল স্ট্রিট জার্নাল উভয় পত্রিকার সংবাদ  একত্রে পেয়ে যাবেন। এ সাইটটি বিভিন্ন বিষয়ে প্রতিনিয়ত   আপডেটেড তথ্যও প্রদান করে থাকে। আর একজন পরামর্শদাতার জন্য এমন ধরনের সাইট বেশ উপকারি।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }
Source: bplans.com

একজন যোগ্য  পরামর্শদাতার উচিত, প্রতিনিয়ত নিজেকে দক্ষ করে তোলা। তাই সব পরামর্শদাতাদের প্রয়োজন অনুযায়ী এ ওয়েবসাইটগুলো অনুসরণ করা দরকার। আর্টিকেলে উল্লেখিত প্রতিটি সাইটই বিভিন্ন বিষয়ে দরকারী তথ্য, কৌশল ও প্রশিক্ষণ প্রদান করে থাকে।

Featured Image:Freecodecamp.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *