ম্যান্ডেলা ওয়াশিংটন ফেলোশিপ – ২০১৬ তে আবেদনপত্র নেয়া শুরু

car3

ডেডলাইনঃ ১১ই নভেম্বর, ২০১৫

আজ হতে আফ্রিকান তরুণদের জন্য ম্যান্ডেলা ওয়াশিংটন ফেলোশিপ – ২০১৬ এর আবেদন শুরু হয়েছে। আগামী গ্রীষ্মে অর্থাৎ ২০১৬ সালে ম্যান্ডেলা ওয়াশিংটন ফেলোশিপ আমেরিকায় দ্বিগুণ পরিমাণে আফ্রিকান তরুণ নেতাদের ফেলোশিপের ব্যবস্থা করছে। ফেলোগণ ইউ এস ইউনিভারসিটি অ্যান্ড কলেজ এবং লিডারশিপ ইন্সটিটিউটে ছয় সপ্তাহের একটি ভ্রমণের সুযোগ পাবেন যার মাধ্যমে তারা ব্যবসা ও উদ্যোগ, নাগরিক নেতৃত্ব ও গণ ব্যবস্থাপনার ট্রেনিং পাবেন। এছাড়াও ইন্টেন্সিভ ইন্সটিটিউট মডেলের মধ্যে রয়েছে একাডেমিক সেশন, সাইট ভিজিট, প্রফেশনাল নেটওয়ার্কিং এর সুযোগ, সমাজসেবা এবং সাংগঠনিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ যা জানা ও সাংস্কৃতিক বিনিময়ের সহায়ক।

যোগ্যতাঃ

# বয়স অবশ্যই ২৫ থেকে ৩৫ এর মধ্যে হতে হবে। বিশেষক্ষেত্রে ২৫ এর কম হলেও হবে।

# ইউ এস নাগরিক কিংবা স্থায়ী অধিবাসীর অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য নয়।

# যারা আমেরিকার j-1 ভিসা গ্রহণ করতে পারবেন

# ইংরেজি পাঠ, লিখন এবং বলায় দক্ষতা থাকতে হবে

# আঙ্গোলা, বেনিন, বতসোয়ানা, বুরকিনা ফাসো, কঙ্গো, বুরুন্ডি, কেবো ভারদে, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, চাঁদ, কমরোস, ইরিত্রিয়া কোট ডি আইভোরি, ডিজিবুতি, গিনি, ইথিওপিয়া, গ্যাবন, গাম্বিয়া, ঘানা, গিনি-বিসাউ, কেনিয়া, লেসথো, লাইবেরিয়া, মাদাগাস্কার, মালাউ মালি, মৌরিতানিয়া, মরিশাস, মোজাম্বিক, নামিবিয়া, নাইজেরিয়া, রুয়ান্ডা, সাও টম অ্যান্ড প্রিন্সিপে, সেনেগাল,সেচিলিস, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ সুদান, সুদান, সোয়াজিল্যান্ড, তানজানিয়া, টঙ্গো, উগান্ডা, জাম্বিয়া এবং জিম্বাবুয়ের অধিবাসী হতে হবে।

# ইরিত্রিয়া এবং জিম্বাবুয়ের সত্রন্ত্র অধিবাসীগণের পাবলিক ম্যানেজমেন্টে আবেদন গ্রহণযোগ্য হবে না। ইউ এস স্টেট অনুষদ এবং IREX সকল ধরনের পরিবর্তনের ক্ষমতা রাখেন।

খরচঃ

ম্যান্ডেলা ওয়াশিংটন ফেলোশিপে আবেদন করতে কোনো প্রকারের ফি লাগে না। কেউ যদি ফেলোশিপের জন্য সিলেক্ট হন তবে ইউ এস গভর্নমেন্ট তার সকল ব্যয় ভার বহন করতে প্রস্তুত থাকে।

ইউ এস গভর্নমেন্ট কর্তৃক আর্থিক সহায়তাবলীঃ

# j-1 ভিসা প্রদান

# ফেলোর দেশ হতে আমেরিকা ভ্রমণ এবং গুরুত্বপূর্ণ ভ্রমনের সকল ব্যয় বহন

# ছয় সপ্তাহের একাডেমিক ও লিডারশীপ ইন্সটিটিউট

# ওয়াশিংটন ডি সি তে সম্মেলন এবং স্বাস্থ্যসেবা

# খাদ্য ও বাসস্থানের ব্যবস্থা

[বিশেষ দ্রষ্টব্যঃ ফেলোশিপ চলাকালীন সময়ে কোন বেতন প্রদান করা হবে না, সুতারাং ব্যক্তিগত খরচ ফেলোগণের বহন করতে হবে।]

আবেদনের নিয়মঃ

আবেদনপত্রে আবেদনকারীর মূল তথ্য যেমন আবেদনকারীর পেশা, শিক্ষাগত যোগ্যতা এবং বিশেষ কোন সম্মাননা (যদি থাকে)। এছাড়াও আবেদন ফরমে যে সব তথ্য চাওয়া হয়েছে যেমন মোবাইল, ই মেইল অ্যাড্রেস, নাগরিকত্ত ইত্যাদি। আবেদনকারীকে অবশ্যই সব তথ্য যথাযথভাবে পুরণ করতে হবে। অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

আবেদন পত্র

অফিসিয়াল ওয়েবসাইট 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *