ডেডলাইন – জুলাই ২৭, ২০১৬

স্থান: মিলান,ইতালি

পিএইচডি এবং পোস্ট ডক্টরেট ধারী Student

পুরস্কার: বিজয়ী ২০০০০ ইউরো পাবেন।

BCFN YES! (Young Earth Solution) বিশ্বব্যাপী তরুণ শিক্ষার্থী এবং গবেষকদের একটা আন্তর্জাতিক প্রতিযোগিতা। Food and Sustainability নিয়ে  সর্বোত্তম পরিকল্পনার স্বীকৃতি প্রদানের লক্ষ্যে ২০১২ সালে প্রথমবার প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

প্রকল্পগুলো আন্তর্জাতিক জুরি দ্বারা মুল্যায়িত হয় যেখানে বিবেচিত হয় সেগুলোর সামাজিক প্রভাব, নতুনত্ব, নিজস্বতা, সম্ভাব্যতা এবং সর্বোত্তম প্রকল্পটাকে বাস্তবায়নের উদ্দেশ্যে পুরস্কৃত করা হয়। প্রথম চার বারের সাফল্য ছিল ঈর্ষণীয় যেখানে ছিল বিভিন্ন মহাদেশ থেকে আগত হাজার হাজার অংশগ্রহণকারীর সাবলিল অংশগ্রহণ।

তারই ধারাবাহিকতায়  BCFN YES! আরেকটি নতুন প্রতিযোগিতা নিয়ে অগ্রসর হচ্ছে যেখানে পিএইচডি লেভেল পর্যন্ত শিক্ষা অনুদান প্রদানের মাধ্যমে তরুন গবেষকদের অনুপ্রাণিত করা হচ্ছে।

বিশ্বব্যাপী গবেষকদের নিত্যনতুন কার্যকরী প্রকল্প প্রদানের জন্য আমন্ত্রণ জানানো হয়। এগুলো যেন অবশ্যই বৈশ্বিক গবেষণার মাপকাঠির সাথে তাল মেলাতে পারে এবং BCFN ফাউন্ডেশনের মুল উদ্দেশ্য যেমন খাদ্য,পুষ্টি,স্বাস্থ্য এবং ধারণক্ষমতার সাথে মিল থাকে।

প্রতিবছর ২০০০০ ইউরোর অনুদান দেয়া হয়। বিশ্বব্যাপী গবেষকদের Food and Sustainability নিয়ে  প্রকল্প প্রদান এবং কার্যকর সমাধান প্রদানের জন্য আমন্ত্রিত করা হয়।

Submission Process :

প্রতিযোগিতার তথ্যাবলি এবং আবেদন ফর্ম ওয়েবসাইটে পাওয়া যাবে। অন্যান্য যেকোন জিজ্ঞাসায় যোগাযোগ করতে পারবেন ফ্রান্সেসকা এলিভির সাথে –

alumni@barillacfn.com , bcfnyes@barillacfn.com