ব্যাচেলর ও মাস্টার্স ডিগ্রিধারী শিক্ষার্থীর জন্য সুইজারল্যান্ডের জেনেভায় সম্পূর্ণ অর্থায়িত ইন্টার্নশিপ করার সুবিধা

ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ ২০১৯ সালের জন্য সিইআরএন প্রশাসনিক স্টুডেন্ট প্রোগ্রামের জন্য শিক্ষার্থী আহ্বান করেছে। সিইআরএন প্রশাসনিক স্টুডেন্ট প্রোগ্রামের প্রশিক্ষণ কাল ২-১২ মাস পর্যন্ত এবং এটি সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হবে।

সিইআরএন স্কলারশিপ পাওয়া শিক্ষার্থীরা; Source: oppourtunities.com

শুধুমাত্র সিইআরএন অন্তর্ভুক্ত সদস্য দেশগুলোর ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করা এবং মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করা ছাত্ররা সিইআরএন ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবে। আবেদনের প্রেক্ষিতে শুধুমাত্র নির্বাচিত শিক্ষার্থীরা বিশ্বখ্যাত এই সংস্থা এবং কেন্দ্রটিতে প্রশিক্ষণ করতে পারবে।

একটি ভালো ইন্টার্নশিপ হতে পারে আপনার জীবনের ভালো অর্জন; Source: capitalresearch.org

সিইআরএন প্রশাসনিক প্রোগ্রাম একটি সম্পূর্ণ অর্থায়িত ইন্টার্নশিপ প্রোগ্রাম। যা প্রত্যেক শিক্ষার্থীকে একটি মাসিক ভাতা প্রদান করে থাকে। মাসিক ভাতা ছাড়াও রয়েছে স্বাস্থ্য বীমা, ভ্রমণ ভাতা, যদি আপনি বিবাহিত হন তবে বৈবাহিক ভাতা এবং যদি আপনার সন্তান থাকে তাহলে সন্তান প্রতি ভাতা দেওয়া হয়।

স্কলারশিপ পেতে দক্ষতা ও অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ; Source: hec.com

এছাড়াও প্রতি মাসে ২ থেকে ৫ দিন ছুটি পাওয়া যায় এবং ছুটির দিনগুলোর জন্য ভাতা প্রদান করা হয়। এছাড়াও এই ইন্টার্নশিপ কাজের অভিজ্ঞতা থাকার চেয়েও অধিক গুরুত্বপূর্ণ একজন শিক্ষার্থীর জন্য।

সিইআরএন ইন্টার্নশিপ করার জন্য বিষয়সমূহ

  • ট্রান্সলেটর বা অনুবাদক
  • মানব সম্পদ
  • এডভান্স সেক্রেটেরিয়াল ওয়ার্ক বা উন্নত সাচিবিক কাজ
  • ব্যবসা প্রশাসন
  • লজিস্টিক
  • আইন
  • ফাইন্যান্স
  • একাউন্টিং বা হিসাবরক্ষণ
  • গ্রন্থাগার এবং তথ্য বিজ্ঞান
  • প্রকৌশল ব্যবস্থাপনা
  • সায়েন্স কমিউনিকেশন বা বৈজ্ঞানিক যোগাযোগ
  • শিক্ষা
  • অডিও ভিজ্যুয়াল
  • যোগাযোগ ও জনসংযোগ
  • মনোবিজ্ঞান
  • নিরীক্ষণ বা অডিট

ইন্টার্নশিপের সময়কাল

২ থেকে ১২ মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্স।

সিইআরএন প্রশাসনিক ছাত্র প্রোগ্রাম বা ইন্টার্নশিপের সুবিধাসমূহ

সিইআরএন আপনার কাজ ও দক্ষতা থেকে উপকৃত হতে চায়। আর সে কারণেই সিইআরএন প্রশিক্ষণকালীন সময়ে আপনাকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে।

  • এই ইন্টার্নশিপের জন্য সিইআরএন আপনার সাথে ২ থেকে ১২ মাস মেয়াদী একটি চুক্তি করে থাকে।
  • প্রশিক্ষণ কালীন সময়ে তারা শিক্ষার্থীকে ৩,৩০৫ সুইস ফ্রাঙ্ক ভাতা বাবদ প্রদান করে থাকে।
  • ট্রাভেল বা ভ্রমণের জন্য তারা একটি ভ্রমণ ভাতা প্রদান করে থাকে।
  • আপনার ব্যক্তিগত পরিস্থিতির উপর নির্ভর করে অর্থাৎ যদি আপনি বিবাহিত হন এবং যদি আপনার বাচ্চা থাকে, তাহলে সেই বাবদ সিইআরএন আপনাকে একটি ভাতা প্রদান করবে।
  • প্রশিক্ষণ চলাকালীন সময়ে প্রত্যেক শিক্ষার্থীর জন্য সিইআরএন স্বাস্থ্য বীমা দিয়ে থাকে। এই বীমা প্রশিক্ষণকালীন আপনার চিকিৎসার সকল খরচ বহন করবে।
  • প্রতি মাসে ২ থেকে ৫ দিন পর্যন্ত ছুটি পাওয়া যায় এবং ছুটিকালীন সময়ে অর্থ প্রদান করা হয়।

আবেদনের যোগ্যতা

  • আপনাকে অবশ্যই সিইআরএন অন্তর্ভুক্ত সদস্য দেশগুলোর নাগরিক হতে হবে।
  • আবেদন করার কমপক্ষে ১৮ মাস পূর্বে আপনার ব্যাচেলর বা স্নাতক ডিগ্রি সম্পন্ন হতে হবে।
  • আপনাকে কমপক্ষে ২ মাস এবং সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত একজন ফুলটাইম শিক্ষার্থী হিসেবে নিবন্ধিত হতে হবে।
  • ইংরেজি অথবা ফরাসি ভাষার উপর আপনার ভালো দক্ষতা থাকতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

  • একটি সিভি বা জীবন  বৃত্তান্ত।
  • সাম্প্রতিক সম্পন্ন করা ব্যাচেলর বা মাস্টার্স ডিগ্রির একটি একাডেমিক ট্রান্সক্রিপ্টের অনুলিপি। যেখানে আপনার একাডেমিক রেজাল্টের সমস্ত মার্ক বা নম্বর দেওয়া থাকবে।
  • আপনার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের নিকট থেকে একটি রেফারেন্স লেটার বাধ্যতামূলক। আপনার যদি পূর্ববর্তী কোন ইন্টার্নশিপ থেকে কোনো চিঠি বা রেফারেন্স লেটার থাকে, তবে আপনি তা দ্বিতীয় রেফারেন্স লেটার হিসেবে যুক্ত করতে পারেন।
  • ডেডলাইন শেষ হওয়ার পূর্বেই আবেদনের সাথে সকল কাগজপত্র জমা দিতে হবে।

আবেদনের জন্য গুরুত্বপূর্ণ বিষয় এই যে, আবেদনের সময় আপনি আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করেছেন কিনা, তা খেয়াল রাখতে হবে।

আবেদন করার পূর্বেই সকল প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহে রাখুন; Source: blog.openstreetmap.org

কেননা একবার আবেদন সম্পন্ন হয়ে গেলে আপনি আর কোনো কাগজপত্র বা ফাইল আপলোড করতে পারবেন না। এছাড়াও আপনি পুনরায় একই আবেদন করতে পারবেন না।

গুরুত্বপূর্ণ টিপস

আবেদন করার পূর্বে আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা।

  • আবেদন করার সময় কোনো প্রকার তাড়াহুড়ো করা যাবে না। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আবেদনকারীরা তাড়াহুড়োর কারণে তাদের আবেদন ভুল করে থাকেন।
  • এমনভাবে আপনার জীবন বৃত্তান্ত বা সিভি তৈরি করুন, যেটা দ্বারা প্রমাণ হবে আপনার দক্ষতা এবং অভিজ্ঞতার জন্য আপনি প্রার্থী হিসেবে যোগ্য। সাধারণত প্রফেশনাল লাইফে প্রবেশের জন্য একটি পরিপূর্ণ সিভি বা জীবন বৃত্তান্ত প্রস্তুত থাকা খুবই গুরুত্বপূর্ণ।
  • সাধারণত নির্দিষ্ট দক্ষতা এবং অভিজ্ঞতা আপনাকে নির্বাচিত হওয়ার সম্ভাবনা বাড়িয়ে তোলে। তাই যথাসম্ভব আপনি নির্দিষ্ট করুন যে, আপনি কোন বিষয়টির উপর দক্ষ এবং আপনার অভিজ্ঞতা রয়েছে।
  • আপনি যদি একাধিক বিষয়ের উপর ইন্টার্নশিপ করার জন্য আবেদন করতে চান, সেক্ষেত্রে প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদাভাবে আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে।
  • আবেদনের সবশেষে আপনি বর্ণনা করুন যে, কেন আপনি সিইআরএন স্কলারশিপের জন্য একজন যোগ্য প্রার্থী। অর্থাৎ, সিইআরএন কেন আপনাকে নির্বাচন করবে, সেজন্য আপনি প্রণোদনামূলক একটি লেখা লিখুন। আবেদনের সবশেষে আপনি মোটিভেশন সেকশনটি ব্যবহার করুন এই লেখাটির জন্য।

আবেদন করার শেষ সময়

সিইআরএন প্রশাসনিক স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য আবেদনের শেষ তারিখ ২১ অক্টোবর ২০১৯ ধার্য করা হয়েছে। ইন্টার্নশিপটি সুইজারল্যান্ডের জেনেভায় করানো হয়ে থাকে।

আবেদনের সময় সতর্ক থাকুন যেন কোনো প্রকার ভুল না হয়; Source: niche.com

তবে শেষ তারিখের জন্য অপেক্ষা না করে প্রার্থীরা যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করুন। কেননা এটি হচ্ছে ব্যাচেলর এবং মাস্টার্স করা শিক্ষার্থীদের জন্য বিশ্বের সেরা ইন্টার্নশিপ প্রোগ্রাম।

আবেদন করার পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা সিইআরএন প্রশাসনিক স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য সিইআরএন-এর অফিসিয়াল লিংক থেকে অনলাইনে আবেদন করতে পারবে।

প্রার্থীদের সুবিধার জন্য লিংকটি দিয়ে দেওয়া হলো https://www.smartrecruiters.com/CERN/743999691143884-administrative-student-programme

Feature image source: capitalresearch.org

Ariful Islam Jihad: