বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটির স্কলারশিপ ডেডলাইন পর্ব-১

বর্তমানে মেধাবী শিক্ষার্থীদের সিংহভাগই গ্রাজুয়েশন শেষ করার পর বিদেশে স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষা লাভের চেষ্টা করছেন। এসব ভার্সিটিতে আবেদন করার জন্য জিআরই (GRE), আইএলটিএস (IELTS), টোফেল (TOEFL), স্যাট (SAT) ইত্যাদি বেশ কিছু পরীক্ষা দেবার প্রয়োজন হয়। তবে স্কলারশিপের জন্য পরীক্ষাগুলোতে ভালো স্কোর পাওয়া যেমন জরুরি, তেমনি সময়মতো সকল কাগজপত্র সহ আবেদনপত্র জমা দেয়াও একটি গুরুত্বপূর্ণ কাজ।

২০১৯ শিক্ষাবর্ষে ভর্তির জন্য অধিকাংশ ইউনিভার্সিটিতে আবেদনের সময়সীমা পার হয়ে গেলেও যেগুলোতে এখনও আবেদনপত্র জমা নেয়া হচ্ছে তারই একটি তালিকা এখানে দেয়া হলো।

১. এমআইটি (MIT, US) স্কলারশিপ

Source: MIT News
  • যেসব ডিগ্রির জন্য আবেদন করা যাবে: স্নাতক (Undergraduate), এমএস (Masters), পিএইচডি (PhD)
  • আবেদনের সময়সীমা: বেশিরভাগ ডিপার্টমেন্টের জন্য জানুয়ারির ১ তারিখ আবেদনের শেষ দিন হলেও এখনো কিছু ডিপার্টমেন্ট এ আবেদন করা যাচ্ছে।
  • স্কলারশিপ সংক্রান্ত বিস্তারিত এই লিংকে
  • বিশ্ববিদ্যালয় রিভিউ: এমআইটি বিশ্বের শীর্ষস্থানীয় ইউনিভার্সিটি যা মূলত বৈজ্ঞানিক গবেষণার জন্য বিখ্যাত। এক শতাব্দীরও বেশি সময় ধরে এটি পদার্থবিজ্ঞান, প্রকৌশল সহ বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের উপর প্রায় দেড় লাখেরও বেশি জার্নাল প্রকাশ করেছে। তবে বর্তমানে এমআইটিতে বিজ্ঞান ছাড়াও অর্থনীতি, ভাষাবিজ্ঞান ইত্যাদি বিভাগও চালু করা হয়েছে।

২. কেমব্রিজ ইউনিভার্সিটি, ইউকে (Cambridge University, UK)

Source: Cambridge Careers Service – University of Cambridge
  • যেসব ডিগ্রির জন্য আবেদন করা যাবে: পিএইচডি (PhD)
  • আবেদনের সময়সীমা: ৪ জানুয়ারি
  • স্কলারশিপ সংক্রান্ত বিস্তারিত এই লিংকে
  • বিশ্ববিদ্যালয় রিভিউ: এমআইটি বিশ্বের শীর্ষস্থানীয় ইউনিভার্সিটি যা মূলত বৈজ্ঞানিক গবেষণার জন্য বিখ্যাত। এক শতাব্দীরও বেশি সময় ধরে এটি পদার্থবিজ্ঞান, প্রকৌশল সহ বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের উপর প্রায় দেড় লাখেরও বেশি জার্নাল প্রকাশ করেছে। তবে বর্তমানে এমআইটিতে বিজ্ঞান ছাড়াও অর্থনীতি, ভাষাবিজ্ঞান ইত্যাদি বিভাগও চালু করা হয়েছে। ইউকের ইউনিভার্সিটিগুলোর মধ্যে এর স্থান প্রায় ১৮তম। প্রতি বছর এখানে বিজ্ঞান, মেডিসিন এবং মানবিক শাখার বিভিন্ন বিভাগে দেশি ও বিদেশী ছাত্ররা ভর্তির সুযোগ পাচ্ছে। আরও জানতে এই লিংকে যান।

৩. ট্রয় ইউনিভার্সিটি, ইউএস (Troy University, US)

Source: WSFA.com
  • যেসব ডিগ্রির জন্য আবেদন করা যাবে: স্নাতক (Undergraduate)
  • আবেদনের সময়সীমা: যে কোনো সময় আবেদন করা যায়, তবে ১লা মার্চের মধ্যে আবেদন করা উত্তম বলে ইউনিভার্সিটির ওয়েবসাইটে বলা হয়েছে।
  • স্কলারশিপ সংক্রান্ত বিস্তারিত এই লিংকে
  • বিশ্ববিদ্যালয় রিভিউ: দেশি বিদেশী সব ধরণের ছাত্ররাই এখানে বর্তমান। এছাড়াও এখানকার প্রফেসরদের মেধা ও ক্যাম্পাসের সৌন্দর্য্যেরও অনেক খ্যাতি রয়েছে। ট্রয় ইউনিভার্সিটি ইউএসের আলাবামা স্টেটের একটি পাবলিক স্কুল। মূলত আন্ডারগ্রাজুয়েট ছাত্ররাই এখানে ভর্তির সুযোগ পায়। আরও জানতে এই লিংকে যান।

৪. ইউনিভার্সিটি অফ নটর ডেম, ইউএস (University of Notre Dame, US)

Source: theaustralian.com.au
  • যেসব ডিগ্রির জন্য আবেদন করা যাবে: স্নাতক (Undergraduate), এমএস (Masters), পিএইচডি (PhD)
  • আবেদনের সময়সীমা: আন্ডারগ্রাজুয়েটদের জন্য জানুয়ারির ১ তারিখেই আবেদনপত্র জমা নেয়া শেষ করা হলেও মাস্টার ও পিএইচডি ডিগ্রিতে ভর্তির আবেদনপত্র এখনও জমা নেয়া হচ্ছে। বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য আবেদনের সময়সীমা আলাদা হলেও জানুয়ারী বা ফেব্রুয়ারীর মধ্যেই আবেদনপত্র জমা নেয়া শেষ করা হয়।
  • স্কলারশিপ সংক্রান্ত বিস্তারিত এই লিংকে
  • বিশ্ববিদ্যালয় রিভিউ: এটি একটি ক্যাথলিক রিসার্চ ইউনিভার্সিটি যাদের মূল উদ্দেশ্য পৃথিবীর কল্যাণে কাজ করা। এটি ইউএসএর প্রথম সারির ইউনিভার্সিটির মধ্যে অন্যতম। ব্যবসা ও আইন বিভাগ এর দুইটি অন্যতম বৃহত্তম শাখা। আর্কিটেকচার বিভাগেও এটি বেশ সুনাম অর্জন করেছে। আরও জানতে এই লিংকে যান।

৫. ইউনিভার্সিটি অফ টরন্টো, কানাডা (University of Toronto, Canada)

Source: future.utoronto.ca – University of Toronto
  • যেসব ডিগ্রির জন্য আবেদন করা যাবে: স্নাতক (Undergraduate)
  • আবেদনের সময়সীমা: এক এক ডিপার্টমেন্টের জন্য আবেদনের সময়সীমাও আলাদা। এর জন্য ইউনিভার্সিটির ওয়েবসাইটে কাঙ্ক্ষিত ডিপার্টমেন্টের পেজে যেতে হবে।
  • স্কলারশিপ সংক্রান্ত বিস্তারিত এই লিংকে
  • বিশ্ববিদ্যালয় রিভিউ: ইউনিভার্সিটি অফ টরন্টো কানাডার শীর্ষস্থানীয় ইউনিভার্সিটি। এখানে শিক্ষক ও শিক্ষার্থী সকলেই অনেক পরিশ্রমী। এর ক্যাম্পাসটি যেমন অনেক বড় তেমনি এতে রয়েছে অসংখ্য বিভাগ ও প্রোগ্রাম। বিজ্ঞান, ব্যবসা ও চারুকলার প্রায় অধিকাংশ বিষয়ই এখানে রয়েছে। তবে এই ভার্সিটিতে কেবল আন্ডারগ্রাজুয়েটদের জন্য স্কলারশিপের ব্যবস্থা রয়েছে।  আরও জানতে এই লিংকে যান।

৬. ফুলব্রাইট স্কলারশিপ,ইউএস (Fulbright Scholarships, US)

  • যেসব ডিগ্রির জন্য আবেদন করা যাবে: এমএস (Masters) ও পিএইচডি (PhD)
  • আবেদনের সময়সীমা: জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত এর আবেদনের সময়সীমা ধার্য হলেও আপনি কোন দেশের নাগরিক তার উপর অনেকটাই নির্ভর করে আপনার আবেদনের যোগ্যতা। তাই যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করে রাখাই উত্তম। তবে প্রতি বছরই এই স্কলারশিপ দেয়া হয়ে থাকে। তাই সময়সীমা পার হলে পরবর্তী বছরে আবার এর জন্য আবেদন করা যেতে পারে।
  • স্কলারশিপ সংক্রান্ত বিস্তারিত এই লিংকে
  • স্কলারশিপ রিভিউ: বিভিন্ন দেশের সাথে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে ১৯৪৬ সাল থেকে এই বৃত্তি কার্যক্রম চালু করা হয়। এটি ইউএসএর একটি সরকারি বৃত্তি। সকল দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারে।

 

পরবর্তী পর্ব পড়ার জন্য এই লিংকে যান

Featured Image: Military.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *