জিআরই প্রস্তুতির জন্য জনপ্রিয় কিছু বই (পর্ব-১)

Manya Group

বাজারে জিআরই পরিক্ষার প্রস্তুতি নেয়ার জন্য অসংখ্য বই বিদ্যমান। তাই নতুন পরীক্ষার্থীরা ভালো বই বাছাই করতে গিয়ে সমস্যায় পড়তেই পারে।

তাছাড়া ২০১৮ সালে ইটিএস (ETS) থেকেই জিআরই পরীক্ষায় সামান্য পরিবর্তন আনা হয়েছে। তাই পূর্বে ইটিএস থেকেই যে দুটো পরীক্ষা অনুশীলন হিসেবে পরীক্ষার্থীদের জন্য তৈরি করা (PowerPrep1 & 2) হয়েছিল তার সাথে আরও দুটো নতুন অনলাইন পরীক্ষা (Powerprep Plus) পরীক্ষার্থীদের অনুশীলনের জন্য যোগ করা হয়েছে।

এসব বইগুলো অনলাইনে পিডিএফ আকারে কিংবা বাজারে সবজায়গায়ই পাওয়া যায়। কিন্তু প্রস্তুতি শুরুর আগে প্রতিটি বই সম্পর্কে পরীক্ষার্থীর জেনে রাখা প্রয়োজন।
এখানে জিআরই প্রস্তুতির জন্য বেশ কিছু ভালো মানের, ETS স্বীকৃত এবং জনপ্রিয় বইসমূহের নাম দেয়া হলো।

১. ইটিএস অফিসিয়াল গাইড (ETS’s The Official Guide to the GRE Revised General Test, 3rd Edition)

এটি জিআরই পরীক্ষার জন্য বাইবেল বলা যায়। এই বইয়েই পরীক্ষার যাবতীয় নিয়ম কানুন, প্রশ্নের ধরণ, উদাহরণ, সূচি ইত্যাদি বিস্তারিত বর্ণনা করা আছে।

Source: jumia.com.ng

যদি আপনি কেবল একটি বই পড়ে জিআরই পরীক্ষা দিতে চান, তবে এটিই সেই বই হওয়া উচিত। ইন্টারনেটেই এই বই পিডিএফ আকারে সহজেই পেয়ে যেতে পারেন।

২. ইটিএস অফিসিয়াল জিআরই ভার্বাল রিজনিং প্র্যাকটিস কোশ্চেন (ETS’s Official GRE Verbal Reasoning Practice Questions) এবং ইটিএস অফিসিয়াল জিআরই কোয়ান্টিটিভ রিজনিং প্র্যাকটিস কোশ্চেন (Official GRE Quantitative Reasoning Practice Questions)

২০১৪ সালে ইটিএস এই বই দুটো প্রকাশ করে এবং ২০১৭ সালে তার সংক্ষকরণ হয়। ভার্বাল বইটিতে প্রায় শ’খানেক নতুন প্রশ্ন ও তার যথাযথ ব্যাখ্যা সমাধান রয়েছে। সবচেয়ে বড় কথা এই প্রশ্ন ও সমাধানগুলো তাদেরই তৈরি করা, যারা কিনা স্বয়ং জিআরইর প্রশ্ন তৈরি করে থাকেন। তাই এই বইটি পুরোটা সমাধান করলে পরীক্ষায় প্রশ্নের মান ও ধরণ সম্পর্কে আপনি সঠিক ধারণা পাবেন।

Source: Amazon.com

একইভাবে কোয়ান্টিটিভ রিজনিং বইয়েও আছে অনুশীলনের জন্য অসংখ্য সমস্যা ও সমাধান এবং নতুন কিছু সূত্র ও কৌশল। আর প্রকৃতপক্ষে এই নতুন ধরণের গাণিতিক প্রশ্নগুলো সত্যিই জটিল। তাই ভালো ফলের জন্য এর সম্পর্কে আগে থেকে ধারণা রাখা ও সূত্রগুলো জেনে রাখা ভালো ফলের জন্য অতীব জরুরি।

৩. পাওয়ারপ্রেপ এবং পাওয়ারপ্রেপ প্লাস (PowerPrep and PowerPrep PLUS)

জিআরই পরীক্ষার্থীদের প্রস্তুতি নেবার সুবিধার কথা ভেবে ইটিএস কেবল বইই নয়, কিছু মডেল টেস্ট জাতীয় পরীক্ষার ব্যবস্থাও করেছে যা অনেকেরই অজানা। জিআরই মূল পরীক্ষা ছাড়াও ইটিএস থেকে প্রায় ৪টি অনুশীলনমূলক পরীক্ষার প্রশ্নপত্র তথা যথাযথ ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে ২টি পরীক্ষা বিনামূল্যে ঘরে বসেই দেয়া যায়। তবে বাকি ২টির জন্য নির্ধারিত মূল্য পরিশোধ করে পরীক্ষা দিতে হবে।

পাওয়ারপ্রেপ ১ (PowerPrep 1): বিনামূল্যে
পাওয়ারপ্রেপ ২ (PowerPrep 2): বিনামূল্যে
পাওয়ারপ্রেপ প্লাস ১ (PowerPrep PLUS 1): $৩৯.৯৯
পাওয়ারপ্রেপ প্লাস ২ (PowerPrep PLUS 2): $৩৯.৯৯

Source: RedBus2US

এই প্রতিটি পরীক্ষা অত্যন্ত মানসম্মত। এই পরীক্ষার ফল দেখে পরীক্ষার্থীরা নিজেকে যথাযথভাবে যাচাই করতে পারে যে মূল জিআরই পরীক্ষা দেবার জন্য তারা কতটা প্রস্তুত। তাই প্রতিটি পরীক্ষার্থীকে মূল পরীক্ষার আগে অন্তত বিনামূল্যে যে পরীক্ষাগুলো দেয়া যায় সেগুলোতে অংশ নেয়ার জন্য পরামর্শ দেয়া হয়। তবে এ ব্যাপারে একটি টিপস হলো এই পরীক্ষাগুলো দিতে হয় মূল পরীক্ষা দেবার কিছুদিন আগে, যেন এই পরীক্ষার ফল খারাপ হলেও মূল পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য হাতে কিছুটা সময় পাওয়া যায়।

৪. ম্যাগুশ জিআরই বুক (Magoosh GRE Book)

ম্যাগুশ কোম্পানি থেকে এই বইটি প্রকাশিত হয়েছে। প্রায় ৪৬৮ পৃষ্ঠার এই বইটিতে অনুশীলনের জন্য প্রায় ১০০ টিরও বেশি সমস্যা, তার সমাধান এবং যথাযথ ব্যাখ্যাও বর্ণনা করা আছে। এছাড়াও বইটিতে বিভিন্ন ক্যাটাগরির প্রশ্ন ও তাদের উত্তর কী রকম হবে সে সম্পর্কে অনেক টিপস দেয়া আছে। আর সেগুলোও বিশেষজ্ঞদের দ্বারা পরীক্ষিত ও স্বীকৃত। বর্তমানে অনলাইনে আমাজন (Amazon) এর মাধ্যমেও বইটি ক্রয় করা যেতে পারে।

Source: Amazon.com

এছাড়াও ম্যাগুশ কোম্পানির জিআরই সংক্রান্ত আরও কিছু বই অনলাইনে পিডিএফ আকারে পাওয়া যায়। এই বইগুলোও ম্যান সম্মত ও বিশেষজ্ঞ কর্তৃক পরীক্ষিত। তাই জিআরই প্রস্তুতির জন্য এই বইগুলো সংগ্রহে রাখতে পারেন। বইগুলো ডাউনলোড করতে নিচের লিংকে যান।

ম্যাগুশ জিআরই ইবুক।

৫. ম্যানহাটান ৫ পাউন্ড বুক অফ জিআরই প্র্যাকটিস প্রব্লেমস (Manhattan 5 lb. Book of GRE Practice Problems)

Source: Walmart

এটিও ম্যানহাটান কোম্পানি থেকে প্রকাশিত বেশ ভালো মানের বই যা জিআরই পরীক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। তবে ম্যানহাটান ৮ সিরিজের বইগুলোতে যেমন বিভিন্ন বিষয়ের উপর আগে বিষয়টি সম্পর্কে বিস্তারিত ধারণা দেয়া হয়েছে এই বইটি তেমন নয়। এতে সরাসরি জিআরইর অন্তর্গত প্রতিটি বিষয়ের উপর প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা দেয়া হয়েছে যা পরীক্ষার্থীদের অনুশীলন ও যথাযথ প্রস্তুতি নেয়ার জন্য অত্যন্ত উপযোগী।

তবে পাঠকদের মন্তব্য অনুযায়ী এই বইয়ে ভার্বাল অংশে অনুশীলনের জন্য যে প্রশ্ন দেয়া হয়েছে তা জিআরই পরীক্ষার সমমানের নয়। প্রশ্নের ধরণ ঠিক থাকলেও জিআরই পরীক্ষায় যে ধরণের ভোকাবুলারি আসে তা ম্যানহাটানের প্রশ্নে খুব কমই পাওয়া যায়। তাই তাদের মতে ভার্বাল অংশের প্রস্তুতির জন্য অন্য বই অনুশীলন শেষ করে সময় থাকলে পরবর্তীতে এটি অনুশীলন করা যেতে পারে।

পরবর্তী পর্ব পড়তে নিচের লিংকে যান।

জিআরই প্রস্তুতির জন্য জনপ্রিয় কিছু বই (পর্ব-২)

Featured Image: Manya Group

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *