আন্তর্জাতিক সংস্কৃতি, বৈজ্ঞানিক বিকাশ ও প্রযুক্তিগত সহযোগিতা জোরদার করার লক্ষ্যে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান এমএইসিআই (MAECI) প্রতি বছর বিদেশি শিক্ষার্থীদের জন্য ইতালির বিশ্ববিদ্যালয়গুলোতে বিনামূল্যে উচ্চ শিক্ষা লাভের লক্ষ্যে স্কলারশিপ সুবিধা দিয়ে থাকে।
ইতালির রোম শহর, পৃথিবীর অন্যতম সুন্দর এবং ঐতিহ্যবাহী শিক্ষানগরী; Image source: apiabroad.com
এছাড়াও স্কলারশিপ দেওয়ার পেছনে ইতালি সরকারের একটি মহৎ উদ্দেশ্য রয়েছে। যেমন, ইতালিয়ান ভাষাকে বিশ্ববাসীর নিকট পরিচিত করা এবং ইতালির অর্থনীতিতে মেধাবী শিক্ষার্থীদের অবদান রাখা। এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা শুধুমাত্র ইতালির একাডেমিক কোর্সগুলোতে অংশগ্রহণ করতে পারবে।
ভিসার ব্যাপারে জানতে ভিজিট করুন:
কীভাবে বাংলাদেশ থেকে ইতালির স্টুডেন্ট ভিসা পাবেন
নিবন্ধন পদ্ধতি
ইতালীয় বিশ্ববিদ্যালয় ব্যবস্থায় তালিকাভুক্তির জন্য আবেদন করার জন্য, শিক্ষার্থীদের কমপক্ষে 17 বছর বয়সী হতে হবে এবং ন্যূনতম 12 বছরের শিক্ষা সম্পন্ন করতে হবে।
ইতালীয় বা ইউরোপীয় ইউনিয়নের জাতীয়তা বা ইতালিতে বসবাসের পারমিট সহ শিক্ষার্থীরা সরাসরি নির্বাচিত বিশ্ববিদ্যালয় বা AFAM প্রতিষ্ঠানে তালিকাভুক্তির জন্য আবেদন করতে পারবেন।
তালিকাভুক্তি পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য অবশ্যই পৃথক বিশ্ববিদ্যালয়গুলিতে পাওয়া যাবে যার জন্য আপনি আবেদন করতে চান।
শিক্ষার্থীরা অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতির মাধ্যমে ইতালীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে।
একবার তালিকাভুক্তি সম্পন্ন হলে, প্রতিটি শিক্ষার্থী একটি শনাক্তকরণ নম্বর (ম্যাট্রিকুলেশন নম্বর) পাবে, যা টিউশন ফি প্রদানের জন্য এবং পরীক্ষার জন্য নিবন্ধনের জন্য প্রয়োজনীয় হবে।
একবার ডিগ্রী কোর্স বাছাই করা হলে, ভর্তি পরীক্ষা আছে কিনা তা পরীক্ষা করতে হবে। তিন বছরের ডিগ্রী কোর্সে তালিকাভুক্তি সীমিত নথিভুক্তির সাথে বা একটি প্রবেশিকা পরীক্ষা বা প্রেরণামূলক পরীক্ষা সাপেক্ষে সকলের জন্য উন্মুক্ত হতে পারে।
ভর্তি পরীক্ষার ক্যালেন্ডার সরাসরি নির্বাচিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
যাইহোক, নিম্নলিখিত ডিগ্রি প্রোগ্রামগুলির জন্য একটি জাতীয় ভর্তি পরীক্ষা প্রয়োজন:
- Architecture
- Medicine and Surgery
- Dentistry
- Veterinary medicine
- Medical professions
- education Sciences
ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন পদ্ধতি নিম্নলিখিত পোর্টালে পাওয়া যাবে: https://www.universitaly.it/index.php/
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান এবং AFAM পূর্ববর্তী তালিকায় অন্তর্ভুক্ত নয় এমন কোর্সগুলির জন্যও ভর্তি পরীক্ষার অনুরোধ করতে সক্ষম হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টেশন:
দুটি কপি সহ মূল প্রাক-নিবন্ধন আবেদন;
প্রাক-নথিভুক্তির আবেদন অবশ্যই পাঠাতে হবে – সাধারণত ফেব্রুয়ারি এবং জুলাইয়ের শেষের মধ্যে – ছাত্রের জন্মস্থানে উপস্থিত ইতালীয় কূটনৈতিক মিশন/কনস্যুলেটের মাধ্যমে। আরও বিস্তারিত জানার জন্য, রেফারেন্সের দেশে ইতালীয় দূতাবাসের ওয়েবসাইটের সাথে পরামর্শ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
মূল হাই স্কুল ডিপ্লোমা বা স্নাতক (বা একটি ইতালীয় কূটনৈতিক/কনস্যুলার প্রতিনিধিত্ব দ্বারা প্রমাণিত একটি অনুলিপি);
মূল্য ঘোষণা
মূল্য ঘোষণা একটি নথি যা যোগ্যতার বৈধতা এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার অধিকারকে প্রত্যয়িত করে এবং ইতালীয় কূটনৈতিক প্রতিনিধিত্ব দ্বারা জারি করা হয়।
আরও তথ্যের জন্য অনুগ্রহ করে নিম্নলিখিত লিঙ্কগুলি দেখুন:
একাডেমী পুরস্কার
বিদেশী যোগ্যতার স্বীকৃতি এবং সমতা
সার্টিফিকেশন উল্লেখ করে যে আপনি প্রয়োজনে আপনার নিজ দেশে একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নের কোর্সে যোগ দিতে পারেন; (শিরোনামের স্বীকৃতি দেখুন)
দুটি ছবি, যার মধ্যে একটি উপযুক্ত ইতালীয় কূটনৈতিক/কনস্যুলার কর্তৃপক্ষ দ্বারা প্রমাণিত;
নির্বাচিত ডিগ্রি কোর্সের ভাষার উপর ভিত্তি করে ইতালীয়/ইংরেজি ভাষার জ্ঞানের শংসাপত্র
ইতালীয় ভাষার জ্ঞানের যাচাইকরণ একটি বাধ্যতামূলক প্রয়োজনীয়তা যা ইতালীয় ভাষায় ডিগ্রি কোর্স অফার করে এমন বিশ্ববিদ্যালয় এবং AFAM-এ নথিভুক্ত করার জন্য আবেদন করার জন্য।
ভাষা যাচাইকরণ পরীক্ষা তাদের জন্য বাধ্যতামূলক নয় যারা:
একটি ইতালীয় উচ্চ বিদ্যালয় ডিপ্লোমা আছে (ইতালি বা বিদেশে প্রাপ্ত);
আর্জেন্টিনায় প্রাপ্ত একটি সম্পূরক মাধ্যমিক স্কুল ডিপ্লোমা আছে, যদি তারা ইতালীয় ভাষায় শেখানো কমপক্ষে 5 বছরের একটি প্রশিক্ষণ কোর্স অনুসরণ করে থাকে;
পেরুজিয়া এবং সিয়েনার বিদেশীদের জন্য বিশ্ববিদ্যালয় দ্বারা জারি করা ইতালীয় ভাষা এবং সংস্কৃতিতে একটি ডিপ্লোমা আছে;
আমার কাছে CLIQ অ্যাসোসিয়েশনের (ইতালীয় গুণমান ভাষার সার্টিফিকেশন) সদস্যদের একজনের দ্বারা প্রত্যয়িত B2 বা উচ্চতর ভাষাগত জ্ঞানের স্তর রয়েছে।
কিছু বিশ্ববিদ্যালয় ইংরেজিতে অধ্যয়নের কোর্স অফার করে, যার জন্য কোন ইতালীয় ভাষার প্রবেশিকা পরীক্ষা নেই। একচেটিয়াভাবে ইংরেজিতে পড়ানো ডিগ্রি কোর্সের জন্য, ইংরেজি ভাষার জ্ঞানের সার্টিফিকেশন প্রয়োজন হবে।
যদি তালিকাভুক্তি একটি ব্যাচেলর ডিগ্রী (Laurea Magistrale, Master), বিশ্ববিদ্যালয় বা AFAM দ্বারা জারি করা ব্যাচেলর ডিগ্রী (বা পোস্ট-সেকেন্ডারি স্টাডিজ ডিপ্লোমা) এবং একটি ইতালীয় ব্যাচেলর ডিগ্রীর সমতুল্য অধ্যয়নের একটি চক্রের সাথে সম্পর্কিত হয়; এটি একটি ইতালীয় কূটনৈতিক মিশন/কনস্যুলেট দ্বারা প্রমাণীকৃত হতে হবে।
অনুদানের সুবিধাসমূহ
মাস্টার্স ডিগ্রির জন্য
মাস্টার্স ডিগ্রি কোর্সের জন্য সাধারণত অধ্যয়নের সময় ৬ থেকে ৯ মাস পর্যন্ত অনুদান প্রদান করা হয়। ইতালিতে স্নাতকোত্তর ডিগ্রির কোনো কোর্সের প্রথম বর্ষে ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীকে অবশ্যই অন্য দেশ থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করতে হবে। এছাড়াও যদি কেউ স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষে ভর্তি হতে চায়, সেক্ষেত্রে প্রথম বর্ষ সমাপ্ত করার সমস্ত কাগজপত্র প্রদর্শন করতে হবে।
আর্টস, সংগীত এবং নৃত্যকলায় উচ্চশিক্ষার কোর্সের জন্য
আর্টস, সঙ্গীত এবং নৃত্যকলায় উচ্চশিক্ষার কোর্সগুলোর জন্য ৬ মাস থেকে ৯ মাস পর্যন্ত অনুদান প্রদান করা হয়। ইতালির যেকোনো বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট কোর্সগুলোতে ভর্তি হওয়ার জন্য আবেদনকারীকে বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রয়োজনীয় একাডেমিক যোগ্যতাগুলো পূরণ করতে হয়। যেকোনো শিক্ষার্থী সংশ্লিষ্ট বিষয়গুলোতে ভর্তির জন্য ইতালিয়ান বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটগুলোতে ভিজিট করে ভর্তির জন্য যোগ্যতার মানদণ্ডগুলো দেখে নিতে পারে।
পিএইচডি ডিগ্রির জন্য
পিএইচডি প্রোগ্রামের জন্য ইতালি সরকারের পক্ষ থেকে সাধারণত অধ্যয়নকালীন সময় শিক্ষার্থীকে ৬ থেকে ৯ মাস পর্যন্ত অনুদান প্রদান করা হয়। ইতালিতে পিএইচডিতে ভর্তি হওয়ার জন্য আবেদনকারীকে বিশ্ববিদ্যালয় প্রদত্ত একাডেমিক যোগ্যতাগুলো পূরণ করতে হয়। পিএইচডিতে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ইতালিয়ান বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটে পাওয়া যাবে।
একাডেমিক তত্ত্বাবধানে গবেষণার জন্য
একাডেমিক তত্ত্বাবধানে গবেষণা করার জন্য অধ্যয়নকালীন সময় শিক্ষার্থীকে ৬ থেকে ৯ মাস পর্যন্ত অনুদান প্রদান করা হয়। এই ধরনের অনুদান ইতালিয়ান গবেষণা প্রতিষ্ঠানগুলোতে গবেষণার কাজের জন্য দেওয়া হয়ে থাকে।
উচ্চ শিক্ষা অর্জনের লক্ষ্যে প্রতিবছর প্রচুর বিদেশী শিক্ষার্থী ইতালিতে পড়তে আসে; Image source: istitutomarangoni.com
যেমন ইতালিয়ান রিসার্চ কাউন্সিল (সিএনআর), ইতালিয়ান জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট (আইএসএস), ইতালিয়ান ন্যাশনাল ইনস্টিটিউট ফর নিউক্লিয়ার ফিজিক্স (আইএনএফএন), ইতালিয়ান জাতীয় জ্যোতির্বিজ্ঞান ইনস্টিটিউট (আইএনএফ), পাবলিক বিশ্ববিদ্যালয়, জাদুঘর ও একাডেমিক সংরক্ষণাগারগুলোর তত্ত্বাবধানে ইতালীয় পরিবেশ সংরক্ষণ ও গবেষণা ইনস্টিটিউট (আইএসপিআরএ) ।
একটি ভালো স্কলারশিপ উচ্চ শিক্ষা লাভের জন্য গুরুত্বপূর্ণ সহায়ক হতে পারে; Image source: ef.com
গবেষণার ক্যাটাগরিতে স্কলারশিপ পেতে হলে আবেদনকারীকে গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি অফার লেটার ও রিসার্চ প্রজেক্ট প্রদর্শন করতে হবে। এছাড়াও আবেদনকারীর নাম, ইমেইল এবং যার তত্ত্বাবধায়নে আবেদনকারী গবেষণা করছে, তার সাথে যোগাযোগ করার জন্য বিস্তারিত তথ্য দিতে হবে।
ইতালিয়ান ভাষা ও সংস্কৃতি কোর্স
ইতালিয়ান ভাষা ও সংস্কৃতি কোর্সে অনুদান পাওয়ার জন্য শিক্ষার্থীকে অবশ্যই ইতালিয়ান কোনো একটি বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি ইনস্টিটিউটের কোনো একটি কোর্সে অংশ নেওয়া বাধ্যতামূলক। ভাষা ও সংষ্কৃতি কোর্সের শিক্ষার্থীদের তিন মাসের জন্য একটি অনুদান প্রদান করা হয়।
উচ্চ শিক্ষা অর্জনের জন্য সমস্ত আধুনিক সুযোগ সুবিধা দিয়ে থাকে ইতালির বিশ্ববিদ্যালয়গুলো; Image source: europassitalian.com
ভাষা ও সংস্কৃতি কোর্সের উপর স্কলারশিপের জন্য প্রার্থীকে অবশ্যই ভাষা ও সংস্কৃতি ইনস্টিটিউট থেকে একটি সার্টিফিকেট প্রদর্শন করতে হবে। এক্ষেত্রে প্রার্থীকে ইতালিয়ান ভাষার সর্বনিম্ন লেভেল (A2) সম্পন্ন করতে হবে।
আবেদনের যোগ্যতা
প্রাতিষ্ঠানিক যোগ্যতা
- শুধুমাত্র বিদেশি শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ শিক্ষার্থী যদি ইতালির নাগরিক হয় তাহলে আবেদনের জন্য অযোগ্য হবে।
- আবেদনকারীকে অবশ্যই ইতালিয়ান বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির জন্য প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক যোগ্যতাসম্পন্ন হতে হবে। অর্থাৎ ইতালিয়ান বিশ্ববিদ্যালয়গুলো বিদেশী শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে যে সকল যোগ্যতা চেয়ে থাকে, তার সবগুলো পূরণ করতে হবে। ইতালিয়ান বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির জন্য প্রাতিষ্ঠানিক যোগ্যতা সম্পর্কে শিক্ষার্থীরা আরও বিস্তারিত জানতে পারবেন এই লিংক থেকে- https://studyinitaly.esteri.it/en/Recognition-of-qualification
বয়স
- মাস্টার্স ডিগ্রি এবং আর্টস, সংগীত ও নৃত্যকলা কোর্সে আবেদনকারী শিক্ষার্থীদের এই স্কলারশিপের অনুদান পাওয়ার ক্ষেত্রে বয়স নির্ধারণ করা হয়েছে ২৮ বছর। অর্থাৎ, মাস্টার্স এবং আর্টস, সংগীত ও নৃত্যকলা কোর্সে ২৮ বছরের বেশি বয়সের কোনো শিক্ষার্থী এই অনুদান পাবে না।
- পিএইচডিতে আবেদনকারী শিক্ষার্থীর এমএইসিআই স্কলারশিপ পাওয়ার জন্য বয়স ৩০ বছরের বেশি হওয়া যাবে না।
- একাডেমিক তত্ত্বাবধানে প্রকল্পগুলোর গবেষণার জন্য আবেদনকারীর বয়স ৪০ বছরের বেশি হওয়া যাবে না।
স্কলারশিপ নবায়ন
এমএইসিআই স্কলারশিপ পাওয়া শিক্ষার্থীরা স্কলারশিপ নবায়ন করতে পারবে। এমএইসিআই স্কলারশিপ পাওয়া শিক্ষার্থী যদি এমন কোনো কোর্সে ভর্তি হয় যা সম্পন্ন করতে কয়েক বছর লাগবে, তবে তিনি প্রতি বছর স্কলারশিপ নবায়ন করতে পারবে।
ইতালিতে উচ্চশিক্ষা গ্রহণ করা কিছু এশিয়ান শিক্ষার্থী; Image source: gooverseas.com
তবে এক্ষেত্রে পরবর্তী বছরগুলোতে স্কলারশিপ নবায়ন করতে হলে শিক্ষার্থীকে অবশ্যই তার একাডেমিক রেজাল্ট ভালো করতে হবে। শুধুমাত্র রেজাল্টের ভিত্তিতে পরবর্তী বছরগুলোতে শিক্ষার্থী স্কলারশিপ নবায়ন করতে পারবে।
ভাষাগত দক্ষতা
- ইতালিয়ান ভাষায় উচ্চ শিক্ষা অর্জনের লক্ষ্যে ইতালিয়ান বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের অবশ্যই ইতালিয়ান ভাষায় দক্ষতার উপর একটি প্রশংসাপত্র এমএইসিআইকে প্রদান করতে হবে। এক্ষেত্রে শিক্ষার্থীকে সর্বনিম্ন (সিইএফআর) ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক রেফারেন্স ফর ল্যাঙ্গুয়েজ (B2) লেভেল ইতালিয়ান ল্যাংগুয়েজ কোর্স সম্পন্ন করতে হবে। এরপর শিক্ষার্থী চাইলেই বিশ্ববিদ্যালয়ের ভাষা শিক্ষা বিভাগের একজন শিক্ষক দ্বারা প্রশংসাপত্র এমএইসিআইয়ের নিকট জমা দিতে পারবে।
- ইতালিয়ান বিশ্ববিদ্যালয়গুলোতে ইংরেজি ভাষায় উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের স্কলারশিপ পাওয়ার জন্য আইইএলটিএস (IELTS) স্কোর (ওভারঅল স্কোর ৬.০ – ৭.৫) / ইংরেজি ভাষার দক্ষতা পরীক্ষার প্রমান পত্র জমা দিতে হবে। আইইএলটিএস স্কোরের প্রমান পত্র ভিসার ক্ষেত্রেও কাজে আসবে।
- ইতালিয়ান ভাষা ও সংস্কৃতি কোর্সের শিক্ষার্থীদের অবশ্যই ইতালিয়ান ভাষায় দক্ষতার একটি প্রশংসাপত্র সরবরাহ করতে হয়। এক্ষেত্রে শিক্ষার্থীকে সর্বনিম্ন (সিইএফআর) ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক রেফারেন্স ফর ল্যাঙ্গুয়েজ (A2) লেভেল ইতালিয়ান ল্যাংগুয়েজ কোর্স সম্পন্ন করতে হবে। এরপর শিক্ষার্থী চাইলেই বিশ্ববিদ্যালয়ের ভাষা শিক্ষা বিভাগের একজন শিক্ষক দ্বারা প্রশংসাপত্র এমএইসিআইয়ের নিকট জমা দিতে পারবে।
আবেদন করার পদ্ধতি
এমএইসিআই স্কলারশিপ পেতে আগ্রহী শিক্ষার্থীদের অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে শিক্ষার্থীরা এই লিংকটি ভিজিট করতে পারে- https://studyinitaly.esteri.it/en/home_borse
https://studyinitaly.esteri.it/Static/Bando
ইতালিয়ান সরকার প্রতিবছর বিদেশি শিক্ষার্থীদের জন্য এমএইসিআই স্কলারশিপ আহ্বান করে থাকে। 2024-2025 শিক্ষাবর্ষে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা এখন থেকেই ভর্তির জন্য প্রস্তুতি নিতে পারে।
https://studyinitaly.esteri.it/Static/Bando
https://studyinitaly.esteri.it/
Feature image source: spotahome.com