তাকে বলা হয় ইতিহাসের সেরা নাট্যকার। শব্দের পর শব্দ গেঁথে যিনি সৃষ্টি করেছেন হ্যামলেট, ওথেলো, ম্যাকবেথ, কিং লিয়ারের মত ধ্রুপদী সব চরিত্র। উন্মোচন করেছেন মানব চরিত্রের সাদা-কালো দু’দিকই। তৎকালীন সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে রচিত তার নাটকগুলোর বিষয় ও বক্তব্য আজকের পৃথিবীর সাথেও প্রাসঙ্গিক। মানব চরিত্রের গুণাবলী কিংবা দোষত্রুটি শেকসপিয়ারের ব্যক্তিগত দর্শনের সাথে মিলেমিশে এমন সব কালজয়ী রচনার জন্ম দিয়েছে যা তার মৃত্যুর চারশ’ বছর পরেও তাকে অমর করে রেখেছে। শেকসপিয়ারের বেশিরভাগ রচনাতেই ‘হ্যামার্শিয়া’র ব্যবহার দেখা যায়, যেখানে কেন্দ্রীয় চরিত্রের ছোটখাট ভুলের কারণে নাটকটি ট্রাজিকে রুপ নেয়। তার নাটকগুলোর বিখ্যাত চরিত্রগুলো বিশ্লেষণ করলে পাওয়া যায় নেতৃত্বের সীমাবদ্ধতা ও আদর্শ নেতৃত্বের গুণাবলী। চলুন জেনে নিই নেতৃত্বের জন্য আবশ্যক সেসব গুণাবলী ।
১. নীতিবান হতে হবে
হতে চান রাজনৈতিক নেতা? কিংবা গড়তে চান নিজের প্রতিষ্ঠান? প্রথমে আপনাকে আপনার নীতির প্রতি থাকতে হবে সৎ। পরিস্থিতি যেমনই হোক, আপনি যদি আপনার নীতি থেকে সরে আসেন, আপনার অধিনস্তরা এটাকে আপনার দুর্বলতা হিসেবে তো নেবেই, উপরন্তু তাদের কাছ থেকেও সততা আশা করতে পারবেন না।
লক্ষ্যের প্রতি আগাতে হবে সৎভাবে। নইলে যেকোনো মুহুর্তে পতন নিশ্চিত। যেমনটা আমরা দেখি শেকসপিয়রের ম্যাকবেথ নাটকে, লেডি ম্যাকবেথ ও তিন ডাইনির ছলনায় পড়ে বীর ম্যাকবেথ তার রাজাকে হত্যা করে ক্ষমতার লোভে। কিন্তু সময় না গড়াতেই তার বীরত্ব ও জীবন দুটোই বিসর্জন দিতে হয়েছিলো রাজার প্রতি এই বিশ্বাসঘাতকতা করার জন্য। নৈতিকভাবে কাজ করলে সফল হতে দেরি হলেও সেটা হবে দীর্ঘস্থায়ী।
২. থাকতে হবে বিচক্ষণতা
নেতৃত্বের অন্যতম প্রধান গুণ বিচক্ষণতা। যেকোনো পরিস্থিতিকে বিশ্লেষণ করে দ্রুততম সময়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণের ক্ষমতা থাকতে হবে নেতার। সিদ্ধান্ত নিতে গড়িমসি করলে পরিস্থিতি চলে যাবে নাগালের বাইরে। কোনো বিষয়ে বিভ্রান্তি থাকলে সেই বিভ্রান্তি আগে দূর করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিৎ।
সফল নেতারা সেটাই করেন, বিভ্রান্ত বা হুজুগের বশবর্তী হয়ে না। হ্যামলেট নাটকে প্রিন্স হ্যামলেট একদিকে যেমন বাস্তবে তার চাচা ও মায়ের সম্পর্ক মেনে নিতে পারেনি। অন্যদিকে বাবার ভুত থাকে তাড়াচ্ছে প্রতিশোধের নেশায়। উত্তেজনায় বশবর্তী হয়ে সে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। নিজের পিতৃহত্যার প্রতিশোধ নিতে পারলেও নিজের জীবন শেষ পর্যন্ত বিলোতেই হয়েছিলো, তার আগে নিজের বিভ্রান্তির জন্য হারাতে হয় প্রেমিকাকেও।
৩. চাটুকার নয়, স্পষ্টবাদীদের বিশ্বাস করা
কিং লিয়ার নাটকের রাজা লিয়ার তার বড় দুই কন্যার মিষ্টি কথায় ভুলে তাদের সব সম্পত্তি দান করেন। কিন্তু ছোট কন্যার স্পষ্ট কথার জন্য তাকে করেন নির্বাসিত। পরবর্তীতে বর দুই কন্যারা যখন তাকে ত্যাগ করে এবং ছোট কন্যাই যখন তার সেবা করে তখন সে বুঝতে পারেন তার ভুল।
নেতার সিদ্ধান্ত সবসময় ঠিক হবে এমনটা নাও হতে পারে, তবে ভুলকে ভুল হিসেবে স্বীকার করার মানসিকতাও থাকতে হবে তার। এতে ভবিষ্যৎ বিপর্যয় থেকে নিজেকে বাঁচানো যায় যেমন, তেমনি পাওয়া যায় নিজেকে উন্নয়নের সুযোগ। যারা সামনাসামনি সবসময় প্রশংসাই করে তাদের কথায় ভরসা করলে নিজেকে শুধরানোর কথা মনে থাকে না, পরবর্তীতে নিজের ভুল সিদ্ধান্তকেও ঠিক মনে হয়।
৪. বাকপটুতা
আরেকজন মানুষের সাথে যোগাযোগ ও ভাব বিনিময়ের জন্যই কথা বলে মানুষ। কিন্তু নেতৃত্ব দিতে গেলে কথা বলাকে নিয়ে যেতে হয় শিল্পের পর্যায়ে। কঠিনতর সময়ে সহকর্মীদের রক্তে আগুন জ্বালানো বক্তব্য, কিংবা যেকোনো পরিকল্পনা বাস্তবায়নের অনুপ্রেরণা, যেকোনো পরিস্থিতিকে সামাল দিতে হবে কথা বলে।
বক্তব্যকে গুছিয়ে ও কণ্ঠস্বরের সুনিয়ন্ত্রিত ব্যবহারে পরিস্থিতি বুঝে কথা বলতে হবে। যে নেতা যত বেশি হৃদয়গ্রাহী বক্তৃতা দিতে পারবেন, তিনি হবেন তত জনপ্রিয়। ঐতিহাসিক নাটকে রাজা হেনরি চরিত্রের বাকপটুতা বারবার দেখানো হয়েছে, যেখানে ৫ম হেনরি যুদ্ধে সৈন্যদের অনেকাংশে অনুপ্রেরণা ও মনোবল দিয়েছিলেন তুখোড় ভাষণের মাধ্যমে।
৫. গুজবে কান না দেওয়া
গুজবের সাথে নেতৃত্বের কী সম্পর্ক? তাই মনে হচ্ছে? অবশ্যই আছে। একজন নেতাকে থাকতে হয় তার অধীনস্থ কিংবা সহকর্মীদের নিয়েই। যেকোনো বিষয়ে তার কিংবা তার সহকর্মীদের কাছে আসা যেকোনো কথা, যেকোনো বার্তা বা যেকোনো ব্যাপার জানার সাথে সাথেই সেটার প্রতিক্রিয়া জানানো সফল নেতার বৈশিষ্ট্য নয়। প্রথমে তাকে খবরটির সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে হবে এবং তারপর সিদ্ধান্ত নিতে হবে পরের পদক্ষেপ সম্পর্কে।
ওথেলো তার প্রিয়তমা ডেসডেমোনাকে অবিশ্বাস করেছিলো বাইরের লোকের উড়ো কথায় কান দিয়ে। গুজবে কান দেওয়া মানে যে, একরকম ষড়যন্ত্রের কিংবা প্রতারণার স্বীকার হওয়া তা ডেসডেমোনাকে হারানোর মধ্য দিয়ে ওথেলো প্রমাণ রেখেছেন। একজন সফল নেতার কাছে যেকোনো তথ্যই গুরুত্বপূর্ণ, তাই আগে তাকে সেটির সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে হবে।
৬. নিজের সহজাত বোধকে প্রাধান্য দেওয়া
জুলিয়াস সিজার নাটকে সীজার ক্যাসিয়াসকে সন্দেহ করতেন প্রথম থেকেই। কিন্তু নিছক সন্দেহকে গুরুত্ব না দিয়ে বড্ড বেশি গুরুত্ব দিয়ে ফেলেছিলেন একসময়। সেই ক্যাসিয়াসই সিজারকে ষড়যন্ত্র করে হত্যা করায়। সিজার যদি তার সেই বোধকে প্রাধান্য দিতো, হয়তো ইতিহাস অন্যরকম হতো।
অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের ফলে যে বোধ জন্মায় সেই বোধ যোগ্য নেতৃত্বের অন্যতম গুণ। যাতে একজনের সক্ষমতা ও দুর্বলতা অনুমান করে কাজ করাতে পারেন একজন সফল নেতা।
৭. ক্ষমাশীল হতে হবে
কথায় আছে, হাতের পাঁচ আঙুল সমান হয় না। তেমনি আপনি যাদের সাথে কাজ করবেন তারা সবাই একরকম হবে এমন আশা করা ভুল। কেউ ভুল করতেই পারে, আবার কারোর শত্রুতার কারণে বাধাগ্রস্ত হতে পারে আপনার কাজ। এগুলো মনে রেখে নিজের মধ্যে হিংসা পোষণ না করাই ভালো।
আপনার প্রতিষ্ঠানে অনেকজন নিয়ে কাজ করতে গেলে যেকোনোভাবে ভুল বুঝাবুঝি হতেই পারে, আবার কেউ একজন আপনাকে আজ বাঁধা দিতে চাচ্ছে, কাল আপনার সফলতাকে থামাতে না পেরে আপনার সাথে কাজ করতে রাজি হতেও পারে। নেতৃত্ব দানের উদ্দেশ্য মানুষে মানুষে মিলন ঘটিয়ে কাজ সমাধা করা, বিভেদ বা বিচ্ছেদ না। তাই ক্ষমাশীল হতে হবে মানুষের প্রতি, তাদের কাজ ও আচরণের প্রতি। মার্চেন্ট অব ভেনিসে সুদখোর শাইলক এন্টোনিওকে ক্ষমা করতে না পারলেও পরবর্তীতে আদালতের সামনে ঠিকই নতি স্বীকার করতে বাধ্য হয়।