Image result for scholarship with Europe student

নন-ইইএ/নন-ইএফটিএ শিক্ষার্থীদের জন্য লিডেন ইউনিভার্সিটির মাস্টার্স ডিগ্রি প্রোগ্রামে ফুল-টাইম স্কলারশিপে যোগদানের সুযোগ এবং সব দেশের সেরা শিক্ষার্থীদের জন্য এলএলএম এডভান্স স্টাডিস প্রোগ্রাম অথবা মাস্টার্সে ইন্টারন্যাশনাল রিলেশন এন্ড ডিপ্লোমেসি প্রোগ্রামে যোগদানের সুযোগ দেওয়া হচ্ছে।

সময়সীমা

প্রোগ্রামটি ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ০১ অক্টোবর পর্যন্ত এবং আরেকটি প্রোগ্রাম সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ০১ ফেব্রুয়ারী পর্যন্ত চলতে থাকে। এলএলএম এডভান্স স্টাডিজ প্রোগ্রামের জন্য একটু ব্যাতিক্রম। এটি ০১ মার্চ থেকে শুরু হয়।

দেশ/জাতীয়তা

লিডেন ইউনিভার্সিটি স্কলারশিপ প্রোগ্রাম; Source: en.yeejo.rw

নন-ইইএ/নন-ইএফটিএ শিক্ষার্থীরা/ব্যতিক্রম- সব দেশের জন্য এলএলএম এডভান্স স্টাডিজ প্রোগ্রাম এবং এমএসসি ইন্টারন্যাশাল রিলেশন এন্ড ডিপ্লোমেসি।

  • কাঙ্ক্ষিত শ্রেণি: স্নাতকোত্তর
  • স্কালারশিপের ধরণ: পড়ালেখা

অনুষদ

প্রত্নতত্ত্ববিদ্যা, মানবিক, মেডিসিন/এলইউএমসি, সরকার এবং বৈশ্বিক সম্পর্ক, আইন, বিজ্ঞান, সামাজিক এবং আচরণগত বিজ্ঞান, বিজ্ঞান, ইন্টারফ্যাকাল্টি সেন্টার ফর টিচার ট্রেনিং, এডুকেশন ডেভেলপমেন্ট এন্ড ইন-সার্ভিস ট্রেনিং, আফ্রিকান স্টাডিজ সেন্টার, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এশিয়ান স্টাডিজ

Image result for scholarship with Europe student

১. জাতীয় প্রয়োজনীয়তা

লিডেন ইউনিভার্সিটির মাস্টার্স প্রোগ্রামের জন্য আবেদনকারী নন-ইইএ/নন-ইফটিএ শিক্ষার্থীদের জন্য-

  • এলএলএম (নন-এডভান্সড) প্রোগ্রামের শিক্ষার্থীরা ব্যতীত অন্যান্যরা LExS প্রোগ্রামে অংশগ্রহন করতে পারবে না।
  • সকল দেশের শিক্ষার্থীরা এলএলএম এডভান্সড রিসার্চ প্রোগ্রাম অথবা MSC (এমএসসি) তে ইন্টারন্যাশনাল রিলেশনস এন্ড ডিপ্লোমেসিতে আবেদন করতে পারবে।

ইইএ/ইফটিএ: আইসল্যান্ড, লিচেনস্টেইন, নরওয়ে এবং সুইজারল্যান্ড সহ ইউরোপের সকল দেশসমূহ।

যুক্তরাজ্যের শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত নোট-

যদি সেখানে নির্দিষ্ট কোনও চুক্তি না থাকে তবে ব্রেক্সিট দিনের পরে যুক্তরাষ্ট্রে নাগরিকরা নন-ইইএ/নন-ইএফটিএ এর শিক্ষার্থীদের জন্য একই টিউশন ফি প্রদান করতে হবে। যদি এমনটা হয় তবেই যুক্তরাজ্যের শিক্ষার্থীরা এলইএক্সএস (LExS) এর জন্য যোগ্য হয়ে উঠবে। মনে রাখবেন, যুক্তরাজ্যের নাগরিকদের ২০২০ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রিসার্চ প্রোগ্রামের জন্য এলইএক্সএস(LExS) প্রোগ্রামে আবেদন করার অনুমতি দেওয়া হয়েছে। তবে চুক্তির ক্ষেত্রে যুক্তরাজ্যের নাগরিকদের এলইএক্সএস (LExS) অ্যাপ্লিকেশন বাতিল করা হবে। ব্রেক্সিটের দলিল সমূহের মধ্যে ব্রেক্সিট সম্পর্কে আরও তথ্য খুঁজে পাবেন।

Image result for scholarship with Europe student

২. একাডেমিক প্রয়োজনীয়তা

শিক্ষার্থীদের অবশ্যই তাদের পূর্ববর্তী রিসার্চ প্রোগ্রামে খুব ভালো একাডেমিক ফলাফল অর্জন করতে হবে। যা মাস্টার্স প্রোগ্রামের সাথে প্রাসঙ্গিক হতে হবে। এমনকি শিক্ষার্থীকে তার আগের রিসার্চকৃত প্রোগ্রামে স্নাতকদের মধ্যে শীর্ষ 10% এর মধ্যে থাকতে হবে। উল্লেখ্য যে, র্যাংকিংয়ে প্রমাণে প্রয়োজন আবশ্যক নয় এই তথ্যটি সম্পূর্ণরূপে প্রতিযোগিতামূলক সমকক্ষ হিসেবে নির্দেশ করে।

৩. আবেদনের শর্তসমূহ

আবেদনকারীদের অবশ্যই একটি নন-ইইএ/ নন-ইএফটিএ পাসপোর্ট থাকতে হবে এবং তারা অনুদান ও ঋণের জন্য ডাচ পদ্ধতির (স্টাডিফিন্যানসিয়ারিং) অধীনে সমর্থনে যোগ্য নাও হতে পারে। নিম্নের তালিকাভুক্ত প্রোগ্রামগুলোর জন্য আবেদন করেছে এমন ব্যতিক্রমী শিক্ষার্থীদের জন্য কোনো নাগরিকত্বের সীমাবদ্ধতা প্রযোজ্য নয়-

স্কলারশিপের জন্য এপ্লিকেশন করুন; Source: Florida Students Achieve

~ অল এলএলএম স্টাডিজ প্রোগ্রাম
~ এমএসসি ইন ইন্টারন্যাশনাল রিলেশন্স এন্ড ডিপ্লোমেসি

বাধ্যবাধকতা

LExS এ যেসব শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়া হবে, তাদেরকে পূর্বেই স্কলারশিপের সাথে সংম্পৃক্ত সকল বিধি এবং আইনের সাথে চুক্তি অনুযায়ী মেনে চলার নিশ্চয়তা প্রদান করা হবে।

বর্জনীয় বিষয়

~লিডেন ইউনিভার্সিটিতে যারা ইতিমধ্যে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছে তারা যদি মাস্টার্স প্রোগ্রামের অন্য কোনো কোর্সের জন্য আবেদন করে থাকে তবে তাদের কোনো বৃত্তি দেওয়া হবে না। (উদাহরণ: এলএলএ এডভান্স স্টাডিজ প্রোগ্রাম)।

~ লিডেন বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে অন্য বৃত্তি দিয়ে LExS একত্রিত করা সম্ভব নয়।

~ বহিরাগত কোনো বৃত্তি প্রদানকারীদের কাছ থেকে পূর্ণ বৃত্তি নিয়ে LExS একত্রিত করা সম্ভব নয়। শিক্ষার্থীরা যদি অন্য কোনো জায়গা থেকে পূর্ণ বৃত্তি পায় তবে বৃত্তি বিভাগকে অবহিত করা বাধ্যতামূলক। কিছু পরিস্থিতিতে LExS একটি বহিরাগত প্রদানকারীর কাছ থেকে অর্ধ-বৃত্তি নিয়ে একত্রিত করে থাকে।

স্কলারশিপের মাধ্যমে উন্নত পড়াশোনা; Source: chm.edu.vn

এই বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য বৃত্তি প্রদানকারী বিভাগের সাথে যোগাযোগ করুন।

স্কলারশিপ অথবা লোনের পরিমাণ

প্রোগ্রাম চলাকালীন সময়কালে LExs শিক্ষার্থীদের গবেষণার জন্য পুরস্কৃত করে থাকে। যেটিকে তিনটি স্তরে ভাগ করা হয়-

~ শিক্ষানবিশ ফি € 10,000
~ শিক্ষানবিশ ফি € 15,000
~ মোট শিক্ষানবিশ ফি থেকে বিধিবদ্ধ শিক্ষানবিশ ফি বাদ দেওয়া।

LExS একটি পূর্ণ বৃত্তি নয়। Non-EEA LExS শিক্ষার্থীরা তাদের ভিসা/আবাসের অনুমতির আবেদনের জন্য পর্যাপ্ত পরিমাণ ফান্ডের ডকুমেন্টস কপি জমা দিতে হবে।

৪. আবেদন প্রক্রিয়া

~ লিডেন বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং প্রযোজ্য হলে অ্যাপ্লিকেশন ফি সহ প্রদান করতে হবে।

~ আপনার অনলাইন অ্যাপ্লিকেশনের স্কলারশিপ বিভাগে উল্লেখ করুন যে, আপনি LExS এর জন্য আবেদন করতে চান।

~ অনলাইন অ্যাপ্লিকেশনে LExS এর প্রণোদনা চিঠি আপলোড করুন। এটি সর্বোচ্চ ৫০০ শব্দের একটি পিডিএফ ফাইল হবে। যেটিতে আপনি ব্যাখ্যা করবেন, কেন আপনি এই বৃত্তির জন্য আবেদন করতে চান।

~আপনার অনলাইন অ্যাপ্লিকেশনটি জমা দিন। LExS অ্যাপ্লিকেশনের সময়সীমার আগেই আপনার LExS অ্যাপ্লিকেশনটি তৈরি করুন।

~আপনি যদি একাধিক স্টাডি প্রোগ্রামের জন্য আবেদন করেন এবং প্রত্যেকটি LExS বৃত্তির জন্য আবেদন করতে চান, তাহলে প্রতিটি অ্যাপ্লিকেশনে এটি স্পষ্টভাবে উল্লেখ করুন এবং প্রতিটি LExS বৃত্তির জন্য আলাদাভাবে প্রণোদনা চিঠি আপলোড করুন।

Image result for scholarship with Europe student

৫. নির্বাচন প্রক্রিয়া

~অনুষদ নির্বাচন কমিটি LExS গ্রহীতা মনোনীত করবে এবং LEXS নির্দিষ্ট সময়ের ৬ সপ্তাহের মধ্যে তা বৃত্তির দলকে অবহিত করবে।

~বৃত্তি দলগুলো নিজেদের মনোনীত সব LExS আবেদনকারীদের অবহিত করবে-

  • নভেম্বর শেষে – ফেব্রুয়ারী ভোজনের জন্য।
  • এপ্রিল শেষে – সেপ্টেম্বর ভোজনের জন্য।

সফল ও উন্নত জীবন গঠনে স্কলারশিপ; Source: Aviva Systems Biology

৬. দাবি পরিত্যাগ

উপরে বর্ণিত প্রতিটি ধাপ অনুসরণ করে এবং পূর্বে উল্লেখিত সময়সীমার আগেই একটি পরিপূর্ণ অ্যাপ্লিকেশন জমা দেওয়া আবশ্যক। নির্দিষ্ট সময়সীমা বা অসম্পূর্ণ অ্যাপ্লিকেশন জমা দিলে সেই আবেদন গ্রহণযোগ্য না হলে লিডেন ইউনিভার্সিটি তার জন্য দায়ী থাকবে না।

৭. কাগজপত্র

লিডেন ইউনিভার্সিটি এক্সিলেন্স স্কলারশিপ- আইন ও বিধিনিষেধ।

Featured Image Source: ebi-europa.eu