অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশীপ – ২০১৬/২০১৭

0

ডেডলাইনঃ সেপ্টেম্বর – নভেম্বর ২০১৬  

অস্ট্রেলিয়ান সরকারের প্রদত্ত বৃত্তি

ব্যাচেলর/ মাস্টার্স/ পি এইচ ডি ডিগ্রী

পড়াশোনাঃ অস্ট্রেলিয়ায়

 

সংক্ষিপ্ত বর্ণনাঃ

অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশীপস মূলত অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ থেকে দেয়া অস্ট্রেলিয়ান ডেভলপমেন্ট স্কলারশীপ(ADS) নামে পরিচিত। তারা উন্নয়নশীল দেশ বিশেষ করে ইন্দো-প্যাসিফিক অঞ্চলভূক্ত দেশগুলোর জন্য অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে (TAFE) আন্ডারগ্রাজুয়েট অথবা পোস্টগ্রাজুয়েট করার সুযোগ দিয়ে থাকে।

অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশীপসের ডেভেলপমেন্ট নিশ্চিত করার জন্য পড়াশোনা শেষ করার পর সকল অ্যাওয়ার্ডধারীকে অবশ্যই দেশে ফিরতে হবে যাতে তারা দেশের উন্নয়নে ভূমিকা পালন করতে পারে।

হোস্ট ইন্সটিটিউশনঃ

অস্ট্রেলিয়ার অংশগ্রহণকারী যেকোনো প্রতিষ্ঠান।

পড়াশোনার ক্ষেত্রঃ

পড়াশোনার ক্ষেত্র হল অংশগ্রহণকারী দেশগুলোর উন্নয়নে সহায়ক ক্ষেত্র। কিন্তু এখানে এয়ারক্রাফট উড়ানো, নিউক্লিয়ার প্রযুক্তি বা মিলিটারী ট্রেনিং অন্তর্ভুক্ত নয়।

স্কলারশীপের সংখ্যাঃ নির্দিষ্ট নয়

টার্গেট গ্রুপঃ এশিয়া, প্যাসিফিক, আফ্রিকা, মধ্যপ্রাচ্যের অন্তর্ভুক্ত যে কোনো দেশ। অংশগ্রহণকারী দেশগুলোর পূর্ণ তালিকা দেখুন।

স্কলারশীপের মূল্যঃ

স্কলারশীপ  সুবিধায় যেসব অন্তর্ভুক্ত তা হলঃ সম্পূর্ণ টিউশন ফি, ফেরার জন্য বিমানের টিকিট, থাকা-খাওয়ার ব্যাবস্থা, থাকার খরচ (CLE), চিকিৎসার খরচ (OSHC)ইত্যাদি। সুবিধার পূর্ণ তালিকা দেখার জন্য নিচের লিংকের মাধ্যমে অফিসিয়াল পেইজ ভিজিট করুন। এই স্কলারশীপের মাধ্যমে অস্ট্রেলিয়ার যেকোনো প্রতিষ্ঠানে পড়াশোনা বা প্রস্তুতিমূলক ট্রেনিং এর সুবিধা দেয়া হবে।

যোগ্যতাঃ

স্কলারশীপ পাবার জন্য আবেদনকারীদের অবশ্যই যেসব যোগ্যতা থাকতে হবে তা হল

১। স্কলারশীপের আবেদন করার সময় আবেদনকারীদের কমপক্ষে ১৮ বছর বয়স হতে হবে

২। অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস এর ওয়েবসাইটে দেয়া তালিকাভূক্ত দেশের নাগরিক

৩। বিবাহিত, বাগদানকৃত হতে পারবে না। অস্ট্রেলিয়ার নাগরিক বা নিউজিল্যান্ডের স্থায়ী বাসিন্দা হতে পারবে না (নোটঃ নিউজিল্যান্ডের সাথে Cook Islands, Niue, Tokelau এর নাগরিকরা আবেদন করতে পারবে কিন্তু এর জন্য বৈদেশিক বিষয়ক এবং প্রতিরক্ষা সেক্টরের ভিসা থাকতে হবে)(সাবস্কেল৫৭৬)।

৪। বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত হতে পারবে না

৫। অস্ট্রলিয়ার নাগরিক বা স্থায়ীভাবে বসবাসকারী বা অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদনকারী হতে পারবে না

৬। অস্ট্রেলিয়ায় অন্য কোনো দীর্ঘমেয়াদী অ্যাওয়ার্ড এর জন্য আবেদনকারী এবং এই সময়ে ২ বারের বেশী অস্ট্রেলিয়ার বাইরে না থাকা

৭। নিজ দেশের কোনো একটি নির্দিষ্ট সেক্টরে সুনাম অর্জনকারী কোনো কাজ করা (কোনো একটি নির্দিষ্ট জায়গায় একটি নির্দিষ্ট সময় কাজের অভিজ্ঞতা থাকা)

৮। যে প্রতিষ্ঠানের হয়ে অ্যাওয়ার্ড পাবে তার প্রয়োজনমাফিক তথ্য দিয়ে সন্তুষ্ট করা

৯। বৈদেশিক বিষয়ক এবং প্রতিরক্ষা সেক্টরের (সাবক্লাশ ৫৭৬) ভিসা দিয়ে ইমিগ্রেশন ও বর্ডার সুরক্ষা বিভাগকে সব তথ্য দিয়ে সন্তুষ্ট করা

আবেদনের নির্দেশনাঃ

আফ্রিকার জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। অংশগ্রহণকারী অন্যান্য দেশের জন্য ১ ফেব্রুয়ারী ২০১৬ থেকে শুরু হবে। আপনার দেশের জন্য আবেদন শুরু ও বন্ধ হওয়ার তারিখ জেনে আপনার দেশ অংশগ্রহণকারী দেশ থেকে নির্বাচন করে, যোগ্যতা জেনে নিয়ে আবেদন করুন। সর্বশেষ সময় বিভিন্ন হলেও মোটামুটি ফেব্রুয়ারী-এপ্রিল এর মধ্যে শেষ হবে।

এছাড়া ও কীভাবে আবেদন করতে হবে তা জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।

ওয়েবসাইটঃ

অফিসিয়াল স্কলারশীপ ওয়াবসাইটঃ :  http://www.dfat.gov.au/people-to-people/australia-awards/Pages/australia-awards-scholarships.aspx

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *