CV তে কিভাবে নিজেকে উপস্থাপন করবেন? কিছু সাধারণ প্রশ্ন-উত্তর…

কিভাবে CV তে নিজেকে তুলে ধরবেন? কিছু প্রশ্ন উত্তরের মাধ্যমে তা জেনে নিন।

-CV তে ছবি কিভাবে তুলব?

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

– একটা ছবি অনেক কথা বলে এবং একজন নিয়োগকারী যখন আপনার ছবি দেখেন আপনার appeareance তার কাছে ততটাই বাস্তবস্মমত ও গ্রহণযোগ্য হয়ে উঠে। ছবি চাওয়া না হলে ছবি দেয়ার কোন প্রয়োজন নেই। মডেলিং ছাড়া অন্য কাজের ক্ষেত্রে এটি অপ্রয়োজনীয়। একজন পেশাদার ফটোগ্রাফার দিয়েই ছবি তুলবেন নতুবা উজ্জল আলোতে, মাথা সামান্য বাঁকা করে বন্ধুসুলভ হাসি দিয়ে ছবি তোলা উচিত।

-আমি কী পরিমাণ প্রফেশনাল ইনফরম্যাশন দিব?

-কেউ কেউ CV তে ‘প্রোফাইল’ সেকশনে তাদের বয়স, জাতীয়তা, ধর্ম, নিজেদের আগ্রহের বিষয় অথবা বৈবাহিক অবস্থা উল্লেখ করতে পছন্দ করেন। যেহেতু এই ধরণের প্রোফাইল CV তে একদম উপরে ডান দিকে থাকে তাই খেয়াল রাখা উচিত যেন ইনফরম্যাশনগুলো প্রাসঙ্গিক হয়।যেমন- আপনি যদি ‘চাইল্ডকেয়ার পজিশন’ এর জন্য আবেদন করতে চান আপনার গাড়ী এবং ড্রাইভিং লাইসেন্স আছে কিনা তা জানতে চাইবে। আবার আপনি যদি বিদেশী কোনো কাজের জন্য আবেদন করেন তবে আপনাকে আপনার ভাষা দক্ষতা সম্পর্কে উল্লেখ করতে হবে। আপনি যদি ব্যক্তিগত ইনফরম্যাশন এর টুকিটাকি দেয়া যুক্তিসঙ্গত মনে না করেন তবে তা CV তে দিবেন না।

{ "slotId": "", "unitType": "in-article", "pubId": "pub-6767816662210766" }

-CV কতটা দীর্ঘ হওয়া উচিত?

– এক কথায় একটা স্ট্রিং এর সমান। CV’র ভাষা হবে সিম্পল কিন্তু নিয়োগকারী যেন আপনার ব্যাপারে বিস্তারিত ধারণা পায়। সেই রকম টেকনিক্যাল দক্ষতা না থাকলে CV ১-৩ পেজের বেশী হওয়া উচিত না।

-CV কী থার্ড পারসন এ লিখব?

-যেমন ‘জো ব্লগস কেপ টাউন,জোহান্সবাগ এ বেশ কিছু ল’ফার্মে কাজ করেছেন’।এটা থার্ড পারসনে লেখা যেন অন্য কেউ আপনার হয়ে লিখেছে।যদিও এটা ওল্ড ফ্যাশনড কিন্তু পুরোপুরি সঠিক। আপনি যদি ফার্স্ট পারসনে লিখতে চান যেমন ‘আমি বেশ কিছু ল’ ফার্মে কাজ করেছি…’।এই ধরণের লেখার ক্ষেত্রে ‘আমি’ শব্দের রিপিট হতে পারবে না। লেখা যেন ডায়েরী’র মত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

-আমি আমার দক্ষতা কীভাবে ফ্রেমবন্দী করব?

-CV লিখায় সব চেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে আকর্ষণীয় করে উপস্থাপন করা। আপনার কাজের দক্ষতাগুলো নিয়োগকারীর কাছে হাইলাইট করতে হবে। এছাড়া আপনার কাজের দক্ষতার যথাযথ উদাহরণ এবং প্রমাণ উল্লেখ করতে হবে। ভাল হয় যদি ‘সমস্যা-দক্ষতা-সমাধাণ’ ফরম্যাট ব্যাবহার করেন।

3 Comments

Leave a Reply

One Ping

  1. Pingback:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *