কোনো বিষয়ে গভীর জ্ঞান অর্জনের ক্ষেত্রে সেই বিষয়ক বই পড়ার বিকল্প নেই। বই পড়ার মাধ্যমে আপনি নির্ভুল ধারণা পেতে পারেন। বর্তমান সময়ে গ্রাফিক্স ডিজাইনের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ফলে গ্রাফিক্স ডিজাইনার হওয়ার প্রতি মানুষ আগ্রহী হয়ে উঠছে। আর গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়তে হলে দক্ষতা অর্জনের বিকল্প নেই। আপনি দক্ষ ডিজাইনার না হলে মার্কেটে নিজেকে টিকিয়ে রাখতে ব্যর্থ হবেন। হাতে কলমে ডিজাইন শিখে হয়তো আপনি দক্ষতা অর্জন করতে পারবেন, কিন্তু আপনি বৈচিত্র্যময় ও ব্যতিক্রমধর্মী ডিজাইন করতে পারবেন না, যদি গ্রাফিক্স ডিজাইনের উপর কোনো বই না পড়ে থাকেন। পৃথিবীতে গ্রাফিক্স ডিজাইনের এমন ৭টি বই রয়েছে যা গ্রাফিক্স ডিজাইনার হতে ইচ্ছুক একজন ছাত্রের অবশ্যই পড়া উচিত।
১. পল রান্ট: এ ডিজাইনার’স আর্ট
আমেরিকার আর্ট ডিরেক্টর, গ্রাফিক্স ডিজাইনার ও আধুনিক ব্রান্ডিং এর জনক হিসেবে খ্যাত হলেন পল রান্ড। আইবিএম, ইউ.পি.এস এবং নেক্সট এর মতো বিখ্যাত প্রতিষ্ঠানের লোগোর ডিজাইনার হিসেবেও তিনি সুপরিচিত। তিনি গ্রাফিক্স ডিজাইনের উপর বেশ কয়েকটি বই লিখেছেন। আার লেখা ডিজাইন, ফর্ম ও ক্যাওস এই বইগুলো এখন আর বাজারে নেই।
তবে তার যে বইটি বেশ আলোচিত সেটা হলো এ ডিজাইনার’স আর্ট। বইটি ১৯৮৫ সালে প্রকাশিত হয়। এই বইয়ে ২৭টি প্রবন্ধে গ্রাফিক্স ডিজাইন কেনো গুরুত্বপূর্ণ, সমাজের উপরে এর প্রভাব কতটুকু এবং গ্রাফিক্স ডিজাইনের কি কাজ এসব সাধারণ আলোচনার মাধ্যমে তিনি গ্রাফিক্স ডিজাইনকে গভীরভাবে ব্যাখ্যার চেষ্টা করেছেন।
২. দ্য আর্ট অব লুকিং সাইডওয়ে
পেন্টাগনের সহ প্রতিষ্ঠাতা অ্যালান ফ্লেচার বেশ কয়েকটি বই লিখেছেন, তার মধ্যে সবচেয়ে বিখ্যাত বই হলো দ্যা আর্ট অব লুকিং সাইডওয়ে। অ্যালান ফ্লেভার বইটিতে একজন ডিজাইনার কতভাবে চিন্তাভাবনা করতে পারে! তার একটি সামগ্রিক ধারণা প্রদান করেছেন। এছাড়াও কৌতুক, উক্তি, কৌতুহলপূর্ণ বিষয়, বিজ্ঞান, ছবি, স্মৃতিকথা, অহেতুক তথ্য ও গল্প ইত্যাদি বিষয় ৭২ অধ্যায়ের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। জ্ঞানমূলক, আনন্দময় ও শব্দ এবং ছবির যোগসূত্র মূলক লেখা পছন্দ করেন এমন ডিজাইনারদের জন্য এটা একটি চমৎকার বই।
৩. হাউ টু বি এ গ্রাফিক্স ডিজাইনার, উইদাউট লসিং ইউয়োর স্যোল
ডিজাইনারদের পরামর্শদাতা ও লেখক অ্যাড্রিয়ান শাওগেন্সের এই বইটি একদিকে যেমন নতুন ডিজাইনারদের জন্য পথনির্দেশনা মূলক বই, তেমনি যারা ডিজাইনকে অর্থপূর্ণ ও ফলপ্রসূ করে উপস্থাপন করতে চায় তাদের জন্যেও এটা একটি মৌলিক গ্রন্থ। আধুনিক ডিজাইন শিল্পের সুবিধা, কর্মসংস্থান লাভ, ফ্রিল্যান্সার হিসেবে প্রতিষ্ঠিত হওয়া, কোম্পানি গঠন করা, ক্লায়েন্টদের সাথে কেমন আচারণ করতে হয় ও কিছু বিখ্যাত ব্যক্তির আইডিয়া প্রভৃতি বিষয়ের সমাবেশ ঘটেছে এই বইটিতে। ২০১০ সালে প্রকাশিত সংশোধিত সংস্করণে পেশাদার দক্ষতা, সৃজনশীল কৌশল এবং নীতিশাস্ত্র ও ডিজিটাল সংস্কৃতির মতো বেশ কিছু বৈশ্বিক প্রবণতারও সন্নিবেশ ঘটেছে।
৪. এ স্মাইল ইন দ্য মাইন্ড
বার্লি ম্যাকঅ্যালোন ও ডেভিড স্টুয়ার্ট কর্তৃক ১৯৯৬ সালে এ স্মাইল ইন দ্যা মাইন্ড বইটি প্রকাশিত হয়। বইটি প্রকাশ পাওয়ার পর ডিজাইনের জগতে বেশ সাড়া ফেলে ছিলো। বইটাতে আমেরিকা, যুক্তরাজ্য, ইউরোপ, জাপানে প্রায় ৩০০ জন বিখ্যাত ডিজাইনারের কর্ম, পরামর্শ, মন্তব্য ও চিন্তাভাবনার সন্নিবেশ ঘটাতে সক্ষম হয়েছে লেখকেরা।
২০১৬ সালে গ্রেগ কুইন্টন ও নিক আসবারি বইটি কে আরও আপডেট করে প্রকাশ করেন। কোনো বিষয় নিয়ে একজন ডিজাইনার কে বিভিন্ন আঙ্গিকে ভাবতে হয়। এজন্য একজন ডিজাইনারের চিন্তার জগতকে প্রসারিত করার ক্ষেত্রে এই বই টি সহায়ক ভূমিকা পালন করবে।
৫. ব্র্যান্ডিং ইন ফাইভ- এ্যান্ড-এ- হাফ স্টেপস্
বিশ্বের বিখ্যাত গ্রাফিক্স ডিজাইনার ও ব্র্যান্ড বিশেষজ্ঞ মাইকেল জনসনের সাড়া জাগানো গ্রন্থ হলো ব্রান্ডিং ইন ফাইভ- এ্যান্ড-এ- হাফ স্টেপস্। এই বইয়ে লেখক দেখিয়েছেন, কিভাবে একটি ব্র্যান্ডের উন্মেষ ঘটে এবং কেনো আমরা এই প্রোডাক্ট টা পছন্দ করি! অন্যটা কেন করি না! একটা ব্র্যান্ড প্রতিষ্ঠিত করতে কি ধরণের পদক্ষেপ গ্রহণ করতে হয়।
তিনি ৫টি ধাপের কথা উল্লেখ করেছেন যেমন, তদন্ত, কৌশল, ডিজাইন, বাস্তবায়ন ও এনগেজমেন্ট। এই পদক্ষেপগুলো অনুসরণ করার দ্বারা কোনো ব্র্যান্ড কে গঠন করা সম্ভব। যারা ব্র্যান্ড শিল্পে আগ্রহী তাদের জন্য এটা একটি কার্যকর বই। আর নতুন ডিজাইনারদের তো এ বইটি পড়তেই হবে।
৬. হাউ টু
হাউ টু বইয়ের পূর্ণ নাম হলো হাউ টু ইউজ গ্রাফিক্স ডিজাইন টু সেল থিংস, এক্সপ্লেইন থিংস, মেক থিংস লুক বেটার, মেক পিপল লাফ, মেক পিপল ক্রাই এ্যান্ড চেঞ্জ দ্যা ওয়ার্ল্ড। হাউ টু বইটি গ্রাফিক্স ডিজাইনের জগতে একটি মনোগ্রাফ, ম্যানুয়েল ও ম্যানিফেস্টো। ২০১৫ সালে অভিজ্ঞ ডিজাইনার ও পেন্টাগন নিউইয়র্কের অংশীদার মাইকেল বিয়ারুট কর্তৃক এই অসাধারণ বইটি প্রকাশিত হয়।
বিয়ারুট দ্বারা প্রদত্ত এই গ্রন্থের সূচনা পর্বটি আধুনিক বিশ্বে গ্রাফিক্স ডিজাইনে বৈচিত্র্যময় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে অবহিত করেন কিংবদন্তী ডিজাইনার মেসিমো ভিজেলি।
৭. গ্রাফিক্স ডিজাইন রান্টস্ এ্যান্ড রাভিস
একজন গ্রাফিক্স ডিজাইনের স্টুডেন্টের জন্য আর যে বইটি পড়া উচিত সেটা হলো আর্ট ডিরেক্টর, লেখক এবং প্রভাষক স্টিভেন হেলার কর্তৃক লিখিত সাহিত্য সংকলন গ্রাফিক্স ডিজাইন রান্টস্ এ্যান্ড রাভিস। গ্রন্থটি বৈশ্বিক প্রেক্ষিতে ডিজাইনের বৈচিত্র্য আনতে অগ্রণী ভূমিকা পালন করবে। লেখক ৪০টি প্রবন্ধের মাধ্যমে গ্রাফিক্স ডিজাইন, শিল্প, সংস্কৃতি ইত্যাদি বিভিন্ন বিষয়ের এক সমন্বয় ঘটাতে সক্ষম হয়েছে। ফলে এই বই পড়ার মাধ্যমে একজন স্টুডেন্ট গ্রাফিক্স ডিজাইনে নিজেকে বেশ দক্ষ করে গড়ে তুলতে সক্ষম হবে।
উল্লেখিত প্রতিটি বইই গ্রাফিক্স ডিজাইনের মৌলিক গ্রন্থ যা পড়া ব্যতিত কেউ নিজেকে দক্ষ ডিজাইনার হিসেবে দাবি করতে পারবে না। তাই ডিজাইনার হিসেবে যদি নিজেকে বিশ্বের কাছে পরিচিত করতে চান, তবে আপনাকে এই বই ৭টি পড়তেই হবে। এই বইগুলো থেকে আপনি ডিজাইন জগতের কৌশল ও বৈচিত্র্যময়তা সম্পর্কে ধারণা পাবেন ও আপনার চিন্তার জগত প্রসারিত হবে যা ব্যতিক্রমধর্মী ডিজাইন করতে আপনাকে সহায়তা করবে।