ইদানিং দেশের একটা ট্রেন্ড হচ্ছে ওয়েব বা সফটওয়্যার ডেভেলপমেন্ট বা ডাটাবেজ বা মার্কেটিং বা অ্যাডভান্স কোনো টেকনোলজির কাজ আমরা জানলেই Entrepreneur / উদ্যোক্তা হয়ে যাচ্ছি! নিজেকে মার্কেট লিডার ভাবছি, নিজেকে Innovator ভাবছি। অনেকই খুবই ভালো করছে, এক কথায় there are incredible। কিন্তু তাদের সংখ্যা কত ?? দুঃক্ষজনক হলেই সত্য বেশির ভাগ উদ্যোক্তা ব্যর্থ হচ্ছে।
এই ব্যর্থতার অনেক কারণই থাকতে পারে, কারণ বিসনেস সফল হবার ফিক্সড কোনো মেথড নাই। কিন্তু বেস্ট প্রাকটিস বা বেসিক প্রিন্সিপলটা অন্তত আমাদের অনুসরণ করা উচিত! আমার ক্ষুদ্র জ্ঞানে বলতে পারি ৭০-৮০% উদ্যোক্তারা জানে না Entrepreneurship বা বিসনেস স্ট্রাটেজির বেসিক প্রিন্সিপল বা মূল বিবেচনাগুলো কি?? Specialized নলেজ বা ইনোভেশন বা R&D এইসবই Entrepreneurship এর অনেক গুরুত্বপূর্ণ অংশ কিন্তু সম্পূর্ণ কাঠামো নাহ !!!
Entrepreneurship এ সফল হবার বেস্ট প্রাকটিস ও এইসবের pros & cons নিয়ে আসবে ইউথ কার্নিভাল আর পরামর্শ ও নির্দেশিকা দিবে ইওরোপীয় প্রযুক্তি লিডার LANE – A Global Initiative for Leadership and Empowerment যারা এইসব নিউ টেকনোলজি নিয়ে কাজ করে!!!
সাথে থাকুন…………………….চলবে !!!!
tnx admin .. এ ধরনের পোষ্ট আর ও চাই। ।