সম্প্রতি বেশিরভাগ শিক্ষার্থীই বিদেশে পড়াশোনা করার প্রতি আগ্রহ প্রকাশ করছে। কিন্তু স্কলারশিপ সংক্রান্ত তথ্য জানা না থাকায় অনেকেই হারাচ্ছে সুবর্ণ সুযোগ। আগের পর্বে বেশ কিছু স্কলারশিপ সংক্রান্ত তথ্য দেয়া হয়েছিল। প্রথম পর্ব পড়ার জন্য এই লিংকে যান। এখানেও তেমন কিছু ইউনিভার্সিটি ও স্কলারশিপের বিস্তারিত দেওয়া হলো।
{
"slotId": "2452885053",
"unitType": "in-article"
}
চাইনিজ কনফিউকাস ইনস্টিটিউট স্কলারশিপ (Confucius Institute Scholarship, Chinese Government Scholarships)
- যেসব ডিগ্রির জন্য আবেদন করা যাবে: স্নাতক (Undergraduate) ও এমএস (Masters)
- আবেদনের সময়সীমা: ২০ এপ্রিল পর্যন্ত। তবে যেকোনো দেশের শিক্ষার্থীরাই এর জন্য আবেদন করতে পারে।
- স্কলারশিপ সংক্রান্ত বিস্তারিত এই লিংকে
- স্কলারশিপ রিভিউ: চায়নাতে যে ৩ ধরণের স্কলারশিপ রয়েছে তার মধ্যে এটা অন্যতম। বাকি দুটো হলো চাইনিজ গভার্নমেন্ট স্কলারশিপ (Chainese Government Scholarship) ও লোকাল গভার্নমেন্ট স্কলারশিপ (Local Government Scholarship city or province)। এই স্কলারশিপের জন্য একটি বিশেষ পরীক্ষা দিতে হয় যাকে বলা হয় এইচএসকেকে (HSKK) টেস্ট। স্কলারশিপটি নন-চাইনিজ শিক্ষার্থীদের জন্য। আরও জানতে এই লিংকে যান।
আইফেল স্কলারশিপ, ফ্রান্স (Eiffel Scholarship, France Government Scholarship)
- যেসব ডিগ্রির জন্য আবেদন করা যাবে: এমএস (Masters) ও পিএইচডি (PhD)
- আবেদনের সময়সীমা: জানুয়ারী ১১
- স্কলারশিপ সংক্রান্ত বিস্তারিত এই লিংকে
- স্কলারশিপ রিভিউ: এই স্কলারশিপটি কেবল ফ্রান্সের বাইরের শিক্ষার্থীদের জন্যই অনুমোদিত। ফ্রান্সের শিক্ষার্থীরা এর জন্য আবেদন করতে পারে না। মাস্টার্স ডিগ্রির স্কলারশিপের জন্য উন্নয়নশীল দেশের শিক্ষার্থীরা অগ্রাধিকার পেয়ে থাকে। তবে পিএইচডির জন্য সব দেশের শিক্ষার্থীরা সমানাধিকার পায়। এই স্কলারশিপের সাথে শিক্ষার্থীকে আরও অনেক সুবিধা দেয়া হয়ে থাকে। আরও জানতে এই লিংকে যান।
আডুলেড ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া (Adelaide University, Australia)
- যেসব ডিগ্রির জন্য আবেদন করা যাবে: এমএস (Masters) ও পিএইচডি (PhD)
- আবেদনের সময়সীমা: রাউন্ড ১: আগস্ট ৩১, রাউন্ড ২: জানুয়ারী ৩১ ও রাউন্ড ৩: এপ্রিল ৩০
- স্কলারশিপ সংক্রান্ত বিস্তারিত এই লিংকে
- বিশ্ববিদ্যালয় রিভিউ: এটি অস্ট্রেলিয়ার তৃতীয় প্রাচীনতম ইউনিভার্সিটি। এর পড়ালেখার মানও অত্যন্ত ভালো। সারা বিশ্বের ইউনিভার্সিটিগুলোর মধ্যে এটি ১২৫তম। এই ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের জন্য বেশ কয়েকটি এওয়ার্ড ও স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। আরও জানতে এই লিংকে যান।
ইমোরি ইউনিভার্সিটি, ইউএস (Emory University, US)
- যেসব ডিগ্রির জন্য আবেদন করা যাবে: স্নাতক (Undergraduate), এমএস (Masters) ও পিএইচডি (PhD)
- আবেদনের সময়সীমা: স্নাতক ডিগ্রির জন্য জানুয়ারি পর্যন্ত আবেদনের সময়সীমা ধার্য হলেও মাস্টার্স ও পিএইচডি ডিগ্রিতে ভর্তির জন্য ফেব্রুয়ারী পর্যন্ত আবেদনের সময় দেয়া হয়েছে।
- স্কলারশিপ সংক্রান্ত বিস্তারিত এই লিংকে
- বিশ্ববিদ্যালয় রিভিউ: এটি ইউএসএর নামকরা ইউনিভার্সিটিগুলোর মধ্যে অন্যতম। সারা বিশ্বের ইউনিভার্সিটিগুলোর মধ্যে এর অবস্থান ৭১তম এবং ইউএসএতে ২১তম। এর প্রায় ৪৫টি ডিপার্টমেন্টে প্রায় ১৪০০০ দেশি বিদেশী শিক্ষার্থী রয়েছে। আরও জানতে এই লিংকে যান।
সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট এওয়ার্ড, সিঙ্গাপুর (Singapore International Graduate Award,Singapore)
- যেসব ডিগ্রির জন্য আবেদন করা যাবে: পিএইচডি (PhD)
- আবেদনের সময়সীমা: বছরের যেকোনো সময় আবেদন করা যায়। আবেদনের জন্য কোনো ফি দেয়ার প্রয়োজন হয় না। ২০২০ সালে ভর্তির আবেদনের শেষ সীমা জানতে ওয়েবসাইটে চোখ রাখুন।
- স্কলারশিপ সংক্রান্ত বিস্তারিত এই লিংকে
- স্কলারশিপ রিভিউ: যদি কোনো শিক্ষার্থী পিএইচডি ডিগ্রি অর্জন করতে চায় তবে সে যে দেশেরই হোক না কেন নির্দ্বিধায় আবেদন করতে পারে। জরুরি অবস্থা ছাড়া সকল দেশের শিক্ষার্থীর আবেদনকে সমমর্যাদা দেয়া হয়। সিঙ্গাপুরের এজেন্সি ফর সাইন্স, টেকনোলজি এন্ড রিসার্চ (Agency for Science, Technology & Research), নানয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (Nanyang Technological University), ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর (National University of Singapore) এবং and সিঙ্গাপুর ইউনিভার্সিটি অফ টেকনোলজি এন্ড ডিজাইন (Singapore University of Technology and Design) সম্মিলিতভাবে এই স্কলারশিপটি প্রতিবছর প্রদান করে থাকে। এই স্কলারশিপটিতে একবারের জন্য বিমান ভাড়াও দেয়া হয়ে থাকে।
ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর (National University of Singapore, Singapore)
- যেসব ডিগ্রির জন্য আবেদন করা যাবে: স্নাতক (Undergraduate), এমএস (Masters) ও পিএইচডি (PhD)
- আবেদনের সময়সীমা: এই বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েক ধরণের স্কলারশিপ দেয়া হয়। প্রতিটিতে আবেদনের সময়সীমা আলাদা। আবেদনের সময়সীমা জানতে এই লিংকে যান।
- স্কলারশিপ সংক্রান্ত বিস্তারিত এই লিংকে
- বিশ্ববিদ্যালয় রিভিউ: ১৯০৫ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি বর্তমানে সিঙ্গাপুরের সবচেয়ে প্রাচীন ও সেরা বিশ্ববিদ্যালয় হলেও বর্তমানে সারা বিশ্বে এর অবস্থান ১৫তম। প্রতি বছর এতে প্রায় ২৮,০০০ স্নাতক ও প্রায় ১০,০০০ পিএইচডি শিক্ষার্থী শিক্ষারত থাকে। এখানে প্রায় ১৫টি বিভিন্ন বিভাগের অসংখ্য প্রোগ্রাম রয়েছে। শিক্ষার্থীদের প্রায় ১২টি ভাষা শেখার সুযোগও এখানে রয়েছে। আরও জানতে এই লিংকে যান।
ইউনিভার্সিটি অফ শিকাগো, ইউএসএ (University of Chicago, USA)
- যেসব ডিগ্রির জন্য আবেদন করা যাবে: স্নাতক (Undergraduate), এমএস (Masters) ও পিএইচডি (PhD)
- আবেদনের সময়সীমা: এই বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েক ধরণের স্কলারশিপ দেয়া হয়। প্রতিটিতে আবেদনের সময়সীমা আলাদা। আবেদনের সময়সীমা জানতে এই লিংকে যান।
- স্কলারশিপ সংক্রান্ত বিস্তারিত এই লিংকে
- বিশ্ববিদ্যালয় রিভিউ: ১৮৯০ সালে একজন ব্যাপ্টিস্ট কর্তৃক প্রতিষ্ঠিত হয় এই বিশ্ববিদ্যালয়টি। পরবর্তীতে বিভিন্ন অনুদান ও প্রভাবশালীদের পৃষ্ঠপোষকতায় এটি বেশ সমৃদ্ধি লাভ করে। বর্তমানে এটি ইউএসএর সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। এর বৃহৎ ও সুদৃশ্য ক্যাম্পাসটি দেশি-বিদেশী সব শিক্ষার্থীদের কাছেই যেমন আকর্ষণীয়, তেমনি এখানকার প্রফেসরদের পাঠদান পদ্ধতিও অত্যন্ত মানসম্মত। বর্তমানে এতে প্রায় ১৬০০০ শিক্ষার্থী রয়েছে যাদেরকে শিক্ষাদান করছেন প্রায় ২০০০ জন বিশ্বমানের প্রফেসর। এখানকার বহু শিক্ষার্থী বর্তমানে ইউএসএ সহ বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠিত কর্মস্থলে কর্মরত রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরব অর্জন করেছে। আরও জানতে এই লিংকে যান।
Featured Image: Anne Arundel Community College