ইংরেজি দক্ষতার মাপকাঠি হিসেবে পৃথিবীব্যাপী আইইএলটিএস স্কোর গণ্য হয়ে থাকে। আপনি ইংরেজিতে কতোখানি দক্ষ তার উপর অনেকটাই নির্ভর করে শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র এবং অভিবাসনে সুযোগ পাওয়ার সম্ভাব্যতা।
অভিবাসনের উদ্দেশ্যে যদি আইইএলটিএস দিয়ে থাকেন তবে কী ধরণের ভিসার জন্য আবেদন করবেন তার উপর নির্ভর করে ভালো খারাপ স্কোর হিসাব করতে হবে। যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে কোনো দেশে পড়তে যেতে চান, তবে যে দেশে যেতে চান ঐ দেশের সরকার এবং যে বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবেন ঐ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের উপর নির্ভর করে সর্বনিন্ম কতো স্কোর তারা গ্রহণ করবে।
এই লেখায় চেষ্টা করা হবে আপনি যাতে সহজেই বুঝতে পারেন আপনার আইইএলটিএস স্কোর, ভালো? মোটামুটি? নাকি খারাপ?
ভালো আইইএলটিএস স্কোর বলতে কী বোঝায়?
এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আগে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ব্যান্ড স্কোর সম্পর্কে ব্রিটিশ কাউন্সিলের অফিসিয়াল মানদণ্ড জেনে নেওয়া।
আইইএলটিএস (IELTS) ব্যান্ড স্কোর | দক্ষতার পর্যায় |
৯ | দক্ষ (Expert) |
৮ | খুব ভালো (Very good) |
৭ | ভালো (Good) |
৬ | উপযুক্ত (Competent) |
৫ | পরিমিত (Modest) |
৪ | সীমিত (Limited) |
৩ | অত্যন্ত সীমিত (Extremely limited) |
২ | অনিয়মিত (Intermittent) |
১ | ব্যবহারকারী নয় (Non-user) |
ব্রিটিশ কাউন্সিলের নিয়ম অনুসারে কারো স্কোর যদি ৯ হয়ে থাকে তবে আপনার ইংরেজির দক্ষতা এক্সপার্ট পর্যায়ের; ৮ হলে খুব ভালো; ৭ হলে ভাল এবং পর্যায়ক্রমে এভাবেই দক্ষতার লেভেল ধরা হবে।
আইইএলটিএস স্কোর হিসাবের স্কেলের পরিসর ০ থেকে ৯ পর্যন্ত। তবে ০.৫ আকারের স্কোরও হতে পারে। যেমন- ৬.৫, ৭.৫, ৮.৫ ইত্যাদি। আইইএলটিএস দক্ষতার পরীক্ষায় যে বিষয় গুলো যাচাই করা হয় (রিডিং, রাইটিং, লিসেনিং এবং স্পিকিং) তাদের ব্যান্ড স্কোরের গড় করলে এই পরিসরে একটি মান পাওয়া যায় যেটা আইইএলটিএস স্কোর হিসেবে গণ্য হয়।
আইইএলটিএস ব্যান্ড স্কোর কী?
নির্দিষ্ট কোনো দেশ কিংবা ভার্সিটির জন্য ভালো স্কোর কতো, সেটা সম্পর্কে জানার আগে জানা প্রয়োজন আইইএলটিএস স্কোর কীভাবে হিসেব করা হয় কিংবা কোন প্যারামিটারের উপর ভিত্তি করে স্কোরিং করা হয়।
আইইএলটিএস ব্যান্ড স্কোর (সম্পূর্ণ পরীক্ষার জন্য)
ব্যান্ড স্কোর | স্কিল লেভেল | বর্ণনা |
৯ | দক্ষ (Expert) | পরীক্ষার্থী যোগাযোগের মাধ্যম হিসেবে ইংরেজিকে সম্পূর্ণরূপে এবং দক্ষতার সাথে ব্যবহার করতে পারেন। |
৮ | খুব ভালো (Very good) | মোটামুটি দক্ষতার সাথে ইংরেজি ব্যবহার করতে পারে, তবে অপরিচিত পরিস্থিতির ক্ষেত্রে ভুল করার প্রবণতা আছে। |
৭ | ভালো (Good) | ভাষা প্রয়োগ করার মতো দক্ষতা আছে, যদিও মাঝে মাঝে ভুল শব্দ ব্যবহার ও পরিস্থিতি ভেদে শব্দের ভুল প্রয়োগের মতো ঘটনা ঘটতে পারে। |
৬ | উপযুক্ত (Competent) | পরীক্ষার্থীর ইংরেজি ব্যবহারের দক্ষতা মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো। এর মধ্যে কিছু অসঙ্গতি থাকলেও থাকতে পারে কিন্তু কাজ চালিয়ে নেবার জন্য যথেষ্ট। |
৫ | পরিমিত (Modest) | ইংরেজি ব্যবহারে পরীক্ষার্থী আংশিকভাবে দক্ষ। যদিও অনেক ভুল হতে পারে কিন্তু সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ চালিয়ে নেবার যোগ্যতা রাখে। |
৪ | সীমিত (Limited) | পরীক্ষার্থীর দক্ষতা সীমিত পর্যায়ের। প্রাথমিক লেভেলের কিছু শব্দ ব্যবহার করে যোগাযোগ করতে পারে। |
৩ | অত্যন্ত সীমিত (Extremely limited) | একই ধরণের অবস্থায় পরীক্ষার্থী সাধারণ কিছু তথ্যের অর্থ বুঝতে ও পাঠাতে পারে ইংরেজি ব্যবহার করে। অর্থাৎ খুব সীমিত পর্যায়ে তথ্য আদান প্রদানের জন্য ইংরেজি ব্যবহার করতে পারে এবং যোগাযোগের সময় নিয়মিত বিরতিতে মনের ভাব আদান প্রদানে দুর্বোধ্যতা তৈরি হয়ে থাকে। |
২ | অনিয়মিত (Intermittent) | পরীক্ষার্থী শুনে এবং পড়ে ইংরেজি বোঝার ক্ষমতা খুবই কম। |
১ | ব্যবহারকারী নয় (Non-user) | পরীক্ষার্থীর ইংরেজি ব্যবহার করতে পারেন না। অর্থাৎ ইংরেজি ব্যবহারের কোন দক্ষতা নাই। শুধুমাত্র একটি দুইটি আলাদা শব্দ হয়তো ব্যবহার কিংবা চিনতে পারেন। |
০ | অনুপস্থিত | পরীক্ষার্থী প্রশ্নের উত্তর করেননি কিংবা পরীক্ষায় উপস্থিত ছিলেন না। |
আইইএলটিএস ব্যান্ড স্কোরের সাথে টোফেল ও সিইএফআর স্কোরের তুলনাঃ
উপরের অংশে আইইএলটিএস ব্যান্ড স্কোর সম্পর্কে সাধারণ ধারণা পাওয়া গেল। আইইএলটিএস স্কোর আসলে কী প্রকাশ করে। ভালো, মোটামুটি ,খারাপ এই বিশেষণ গুলো কীভাবে কখন ব্যবহার করবেন সেটা এখন ধারণা করতে পারবেন নিশ্চয়।
কিন্তু এই স্কোরকে অন্যান্য ইংরেজির দক্ষতা যাচাইয়ের পরীক্ষাগুলোর সাথে কীভাবে তুলনা করবেন সেটাও জেনে নেওয়া দরকার। কারণ ইংরেজি দক্ষতা নির্ণয়ের জন্য আইইএলটিএস’ই একমাত্র মানদণ্ড নয়। বাম পাশের কলামে আইইএলটিএস স্কোর ডানপাশে টোফেল ও কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক অব রেফারেন্স ফর ল্যাঙ্গুয়েজেস (সিইএফআর) এর তুলনামূলক স্কোর দেওয়া হলো। এই টেবিল থেকে সহজেই আইইএলটিএসএর স্কোরের সাথে অন্য পরীক্ষা গুলোর স্কোর তুলনা করতে পারবেন।
সিইএফআর লেভেল স্কোর অভিবাসনের জন্য খুব গুরুত্বপূর্ণ। আবার অনেক ইংরেজি কোর্সের জন্যই সিইএফআর এর স্কোর অন্যতম যোগ্যতা হিসেবে গণ্য করা হয়। সিইএফআর লেভেল শুরু হয় এ-১ ও এ-২ (সাধারণ মানের ইংরেজির দক্ষতা) দিয়ে এবং এর সর্বোচ্চ পর্যায় হচ্ছে সি-১ এবং সি-২ (দক্ষতার সাথে ইংরেজি ব্যবহারের যোগ্যতা)।
আইইএলটিএস (IELTS) স্কোর | টোফেল (TOEFL) স্কোর | সিইএফআর লেভেল |
৯ | ১১৮-১২০ | সি-২ |
৮.৫ | ১১৫-১১৭ | সি-২ |
৮ | ১১০-১১৪ | সি-১ |
৭.৫ | ১০২-১০৯ | সি-১ |
৭ | ৯৪-১০১ | বি-২ |
৬.৫ | ৭৩-৯৩ | বি-২ |
৬ | ৬০-৭২ | বি-২ |
৫.৫ | ৪৬-৫৯ | বি-২ |
৫ | ৩৫-৪৫ | বি-১ |
৪.৫ | ৩২-৩৪ | বি-১ |
০ থেকে ৪ | ০-৩১ | এ-২ (আইএলটস ব্যান্ড ৪) এ-১ (আইএলটস ব্যান্ড ৪ এর নিচে) |
এই অংশে আইইএলটিএস স্কোরের মাপকাঠি সম্পর্কে জানতে পারলাম এবং কোন পর্যায় কোন লেভেলের দক্ষতা প্রকাশ করে তার সম্পর্কে ধারণা পেলাম। পরের লেখাগুলোতে পর্যায়ক্রমে আইইএলটিএস পরীক্ষায় রিডিং, রাইটিং, স্পিকিং ও লিসেনিং অংশের স্কোর কীভাবে হিসাব করা হয়, বিভিন্ন দেশে ও বিশ্ববিদ্যালয় গুলোতে মোটামুটিভাবে সর্বনিন্ম কতো স্কোর গ্রহণযোগ্য, আইইএলটিএস পরীক্ষায় খারাপ স্কোর করলে কী করা যেতে পারে, কীভাবে আইইএলটিএস পরীক্ষায় ভাল করবেন ইত্যাদি বিষয়ে আলোচনা করা হবে।
Feature Image: magoosh.com
One Comment
Leave a ReplyOne Ping
Pingback:আইইএলটিএস (IELTS) ব্যান্ড: হিসাব করা হয় কীভাবে? – Youth Carnival