গুগল সার্চ হ্যাক: আপনার সার্চকে করুন আরো সহজ

পৃথিবীর সকল অজানা জিনিস জানার একমাত্র মাধ্যম যদি গুগলের সার্চ ইঞ্জিনকে বলা হয় তাহলে মনে হয় খুব একটা ভুল হবে না। কারণ প্রতিদিন গড়ে প্রায় ৩.৫ বিলিয়ন মানুষ গুগল সার্চ করেন। ধরুন, আপনি সার্চ বক্সে লিখলেন ‘রাশিয়া বিশ্বকাপ’। এখন গুগল সার্চ ইঞ্জিনের কাজ হলো পুরো ওয়েবে অবস্থিত যত রাশিয়া বিশ্বকাপ নামক কনটেন্ট বা বিষয়বস্তু আছে তা বিভিন্ন অ্যালগরিদমের মাধ্যমে খুঁজে আপনার সামনে উপস্থিত করা।

source: images.google.com

কিন্তু প্রশ্ন হলো যেভাবেই সার্চ দেই সেভাবেই তো কাঙ্খিত ফলাফল পাচ্ছি তাহলে আবার কৌশল কেন? যেসব কৌতূহলী মনে এসব বুদ্ধিমান প্রশ্ন আসে তাদের উদ্দেশ্য একটি উদাহরণ দেখে আসি চলুন, আপনাকে একটি ইংরেজি অবিধান বা ডিকশনারি দিয়ে বলা হলো একটি নির্দিষ্ট ইংরেজি শব্দের বাংলা অর্থ বের করতে। কিন্তু আপনি জানেন ডিকশনারিতে প্রত্যেকটি শব্দ খুব সুন্দর করে সাজানো থাকে যাতে খুব সহজে নির্ধারিত শব্দটি খুঁজে পাওয়া যায়। ঠিক এরকমই গুগল অ্যালগরিদমের দেওয়া কিছু নিয়মকানুন মেনে সার্চ করলে আপনার কাঙ্খিত ফলাফলটি পেতে আরও সহজ হবে। সহজ করে বললে খুব তাড়াতাড়ি নির্ধারিত বিষয়বস্তুটি খুঁজে পাবেন। তাহলে চলুন কিছু কৌশল সম্পর্কে জেনে নেই।

(“ “) অপারেটর

সার্চ অপারেটরগুলোর মধ্যে সবচেয়ে সহজ এবং সাধারণ সার্চ কৌশলগুলোর মধ্যে এটি অন্যতম। উদ্ধৃতি চিহ্নের মাঝে কোনো শব্দকে রেখে সার্চ করলে আপনি সেই সকল সাইট পাবেন যে সাইটগুলোতে ঐ নির্ধারিত শব্দটি রয়েছে। যেমন “youthcarnival”

source: google.com

রিলেটেড অপারেটর

ধরুন আপনি ভোজনরসিক মানুষ এখন পৃথিবীর সকল খাদ্য বিষয়ক ওয়েবসাইট সম্পর্কে জানতে চান তাহলে যেকোনো একটি খাদ্য বিষয়ক ওয়েবসাইটের সামনে লিখতে হবে রিলেটেট অপারেটরটি। যেমন related:myrecipes.com/extracrispy/। তাহলে দেখবেন সব একই ধরনের ওয়েবসাইট চলে এসেছে। সতর্কতা, কোলনের পরে কোন স্পেস বা ফাঁকা রাখা যাবে না।

source: google.com

সাইট অপারেটর

ধরুন, আপনার পছন্দের ব্লগিং কোনো ওয়েবসাইট থেকে প্রযুক্তিবিষয়ক কোনো আর্টিকেল পড়তে চান। তাহলে সার্চ বক্সে লিখুন site:wikipedia.org technology। এছাড়াও ধরুন আপনি শুধু .edu যুক্ত ওয়েবসাইটগুলো থেকে প্রযুক্তি তথা টেকনোলজি সম্পর্কে জানতে চান সার্চ বারে লিখতে হবে এভাবে – site:.edu technology

source: google.com

(-) মাইনাস অপারেটর

কোনো কোনো সময় এমন হয় যে, আপনি সার্চ বারে কিছু লিখে সার্চ দিলেই ইউটিউবের ভিডিও চলে আসে কিন্তু আপনি ইউটিউব থেকে কোনো তথ্য জানতে চান না। এজন্য গুগল সার্চ বারে লিখুন – fried chicken recipe -youtube । মূলত (-) মাইনাস অপারেটরটি অপ্রয়োজনীয় সার্চ রেজাল্ট দেখানো থেকে বিরত রাখার জন্য ব্যবহার করা হয়। এটিকে আপনি চাইলে fried chicken -rice -youtube মাল্টিপলভাবেও ব্যবহার করতে পারেন।

source: google.com

রেঞ্জ অপারেটর( .. )

এই অপারেটরটি নির্দিষ্ট কোনো নাম্বার রেঞ্জ এর মধ্যে সার্চ করতে সক্ষম। যেমন আপনি যদি ১০০ থেকে ২০০ ডালারের মধ্যে কোনো আইফোন কিনতে চান তাহলে নিচে দেখানো সার্চ কৌশলটি প্রয়োগ করুন iphone $100..$200।

ফাইল টাইপ

ধরুন, আপনি হুমায়ূন আহমেদ স্যারের PDF বই পড়তে চান অথবা বাংলাদেশ সম্পর্কে প্রেজেন্টেশন স্লাইড তথা pptx অথবা কোনো Doc ফাইল দেখতে চান। তাহলে সার্চবারে লিখুন filetype:PDF Humayun Ahmed অথবা filetype:pptx Bangladesh। শুধু filetype লিখে কোলন ( : ) এবং ফাইলের এক্সটেনশন যেমন PDF, pptx ইত্যাদি। তবে খেয়াল রাখতে হবে যেন কোলনের পর কোনো ফাঁকা বা স্পেস না থাকে।

source: google.com

টাইমার

বিভিন্ন কাজ করার সময় আমাদের টাইমার সেট করতে হয় বা স্টপওয়াচের প্রয়োজন পড়ে। বিশেষ করে কোনো ইভেন্টে বা  প্রোগ্রামে কাউন্টডাউনের সময় হয়তো কয়েক মিনিটের জন্য টাইমার সেট করা দরকার এক্ষেত্রে গুগল আপনাকে দিচ্ছে অসাধারণ সমাধান। এজন্য গুগল সার্চ বারে লিখতে হবে Set timer for 3 minutes. তবে এখানে আপনি ৩ এর জায়গায় যেকোন সংখ্যা বসাতে পারেন। এছাড়াও এই ফাংশনের মধ্যে স্টপওয়াচ সহ ফুল স্ক্রিনের সুবিধা তো থাকছেই।

source: google.com

হ্যাশ ট্যাগ

#(Hash) এই চিহ্নটি ব্যবহারের মাধ্যমে আপনি হ্যাশ ট্যাগ সম্বলিত যেকোনো তথ্য জানতে পারবেন।

source: google.com

intitle; inurl; intext

আমরা প্রায় সময়েই গুগলে সার্চ দিলে কাঙ্খিত রেজাল্ট দেখতে পাই না। মূলত সার্চ দেওয়ার পর  SERP (Search Engine Result Page) তে আমরা তিনটি জিনিস দেখতে পাই। প্রথমে টাইটেল এর নিচে লিংক বা ইউআরএল এবং শেষে বর্ণনা আকারে কিছু টেক্সট।

source: google.com

মূলত উপরের তিনটি অপারেটরের মাধ্যমে আপনি কাঙ্খিত রেজাল্ট পাবেন খুব সহজেই। আপনি যদি intitle:technology লিখে সার্চ দেন তাহলে টেকনোলজি টাইটেল সম্পর্কিত সব ওয়েবপেজ পেয়ে যাবেন। আবার inurl:technology লিখেন তাহলে টেকনোলজি ইউআরএল রিলেটেট সব ওয়েবপেজ দেখতে পাবেন। এছাড়াও intext:technology লিখে সার্চ করলে টেকনোলজি সম্বলিত যত টেক্সট আছে সব পেয়ে যাবেন আপনার চোখের সামনে।

source: google.com

সূর্যাস্ত এবং সূর্যোদয়

সূর্যোদয়ের এবং সূর্যাস্তের সঠিক সময় জানতে পারবেন গুগল সার্চের মাধ্যমে।

source: google.com

তাহলে আজ থেকেই শুরু করেদিন উপরের সার্চ কৌশলগুলো অনুশীলন করা। কারণ অনুশীলন ছাড়া ছোট ছোট এই কৌশলগুলো মনে থাকে না। এছাড়াও আরও অনেক সার্চ অপারেটর আছে যেগুলো আপনার সার্চ করার গতি বাড়াবে কয়েকগুণ। কিন্তু এগুলো উপরের সার্চ কৌশলের মাধ্যমে আপনাকে বের করে নিতে হবে। কেননা কোনো কিছু নিজে অর্জন করার মজাই আলাদা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *