কোম্পানির আকার, পরিধি ও বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে বিপণন ব্যবস্থাপকের দায়িত্ব ভিন্ন হয়। একজন বিপণন ব্যবস্থাপক হিসেবে আপনার মধ্যে অবশ্যই পরিকল্পনা, সংগঠন, পরিচালনা ও নেতৃত্বের গুণাবলী থাকতে হবে। বিভিন্ন কাজে ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করে শ্রেষ্ঠ ফলাফল অর্জন করা বিপণন ব্যবস্থাপকের কাজ। প্রতিষ্ঠানের বিপণন ব্যবস্থাপকগণের উপর প্রতিষ্ঠানের সফলতা ও ব্যর্থতা অনেকাংশে নির্ভর করে। দক্ষ বিপণন ব্যবস্থাপককে কৌশলী ও দৃঢ়প্রত্যয়ী হতে হয়। আপনি যদি ভবিষ্যতে বিপণন ব্যবস্থাপক হতে চান, তাহলে এর জন্য আগে থেকে নিজেকে প্রস্তুত করতে হবে। নিম্নোক্ত আলোচনা থেকে জেনে নিন যেভাবে বিপণন ব্যবস্থাপক হবেন তা সম্পর্কে।
শিক্ষাগত যোগ্যতা
যেকোনো চাকরির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগে। শিক্ষাগত যোগ্যতা ছাড়া চাকরি পাওয়া যায় না। কারণ উক্ত পেশা সম্পর্কে আপনার যদি ন্যুনতম ধারণা না থাকে, তাহলে আপনি কীভাবে চাকরি পাবেন?
মাধ্যমিকে বিপণন সম্পর্কিত বিষয় পড়ুন
মাধ্যমিকে পড়ার সময় আপনার যদি মনে হয়, বিপণন ব্যবস্থাপক হিসেবে ভবিষ্যতে চাকরি করবেন, তাহলে এই বিষয় নিয়ে পড়াশোনা করুন। আমাদের দেশে মাধ্যমিকে ব্যবসায় শিক্ষা শাখায় যারা পড়াশোনা করে, জ্ঞান অর্জন করে, তারা আগে থেকে বাজারজাতকরণ, বিপণন সম্পর্কে জ্ঞান অর্জন করে।
আর এর ফলে ভবিষ্যতে এই সংক্রান্ত কাজে যোগদান করলে তারা ভালো কিছু করতে পারে। প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করতে পারে। একাউন্টিং, ফিন্যান্স, ব্যবসায় পরিচিতি, ব্যবসায় উদ্যোগ, পরিসংখ্যান ইত্যাদি বিষয় নিয়ে পড়াশোনা করলে, ভবিষ্যতে বিপণন ব্যবস্থাপকের চাকরিতে আবেদন করা যায়।
কলেজে ব্যবসায় শিক্ষা শাখায় পড়াশুনা করুন
লক্ষ্য যদি থাকে বিপণন ব্যবস্থাপক হওয়া, তাহলে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখুন। মাধ্যমিক শেষ করে, উচ্চমাধ্যমিকেও ব্যবসায় শিক্ষা শাখায় পড়াশোনা করুন। এতে বিপণন, বাজারজাতকরণ, একাউন্টিং, অর্থায়ন, পরিসংখ্যান এসব সম্পর্কে অনেকটা ধারণা ও জ্ঞান অর্জন করা হয়ে যাবে।
যার ফলে বিশ্ববিদ্যালয়ের জ্ঞানার্জন আপনার জন্য সহজ হবে। অনেক থিউরি, সূত্র আপনার জানা থাকবে। তাই উচ্চ মাধ্যমিক এমন কলেজ থেকে করুন, সেখানে ব্যবসায় শিক্ষা শাখা রয়েছে এবং ভালোভাবে এ সম্পর্কিত পড়া শেখানো হয়।
ক্লাবে যুক্ত হোন এবং সেমিনারে অংশগ্রহণ করুন
অনেক বিদ্যালয় ও কলেজে এই সংক্রান্ত ক্লাব থাকে কিংবা মাঝে মাঝে বিপণন ব্যবস্থাপনার উপর সেমিনার হয়। আপনার কলেজে যদি সেমিনার হয় তাহলে তাতে অংশগ্রহণ করুন এবং জ্ঞানের পরিধি বাড়ান। এসব সেমিনারে অংশগ্রহণ করলে আপনার নেটওয়ার্কিং বাড়বে, পরিচিতি বাড়বে। তাছাড়া ভবিষ্যত বিপণন বিষয়ক চাকরি পেলে দক্ষতার সাথে করতে পারবেন।
বিএসসি সম্মান কিংবা বিবিএ করুন উক্ত বিষয়ে
বিপণন ব্যবস্থাপক হতে চাইলে উক্ত বিষয়ে বিবিএ করুন অথবা সম্মান ডিগ্রি অর্জন করুন।
কারণ যেকোনো প্রতিষ্ঠানের বিপণন ব্যবস্থাপক পদে আবেদন করতে গেলে, ন্যুনতম সম্মান ডিগ্রি চায় এবং অন্য বিষয়ের শিক্ষার্থীদের তুলনায় মার্কেটিং এর শিক্ষার্থীদের বেশি গুরুত্ব দেয়। তাই মার্কেটিং এ স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করুন।
প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করুন
স্নাতক শেষ হলে প্রতিষ্ঠিত কোনো প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করুন। ইন্টার্নশিপ করলে আপনি কাজ সম্পর্কিত অনেক ধারণা পাবেন। সেই সাথে চাকরির জন্য অভিজ্ঞতা সঞ্চয় হবে। ৯-৫ টা মোট আট ঘন্টা অফিস করে অফিসের কায়দা কানুন জানতে পারবেন এবং আপনার দক্ষতার প্রয়োগ ঘটাতে পারবেন।
বিভিন্ন প্রতিষ্ঠানে বছরে দুই তিনবার ইন্টার্নশিপের জন্য নতুনদের সুযোগ দেয়া হয়, কাজ শেখানো হয়। কোনো কোনো কোম্পানি অর্থ প্রদান করে আবার কোনো কোনো কোম্পানি অর্থ প্রদান করে না। তবে যেখানেই ইন্টার্নশিপ করেন না কেন কাজ সম্পর্কিত যাবতীয় ধারণা পাবেন এবং কাজ শিখতে পারবেন।
ক্যারিয়ার কৌশল উন্নয়ন
সফলভাবে নিজের দক্ষতা প্রমাণের জন্য আপনাকে ক্যারিয়ার কৌশলের উন্নয়ন ঘটাতে হবে। নিম্নোক্ত আলোচনা থেকে দেখে নিন কীভাবে ক্যারিয়ার কৌশলের উন্নয়ন ঘটাবেন তা সম্পর্কে।
যেকোনো একটি পথ বেছে নিন
বিপণনের উপর অনেকগুলো পদ রয়েছে। যেমন ব্রান্ড ম্যানেজমেন্ট, বিক্রয়, বাজার ব্যবস্থাপনা, বিজ্ঞাপন, ফার্মাসিউটিক্যাল মার্কেটিং, খুচরা বিপণন, ভোক্তা গবেষণা, বিপণণ পরামর্শক ইত্যাদি। সবগুলো পদে নিশ্চয় আপনি একা কাজ করতে পারবেন না। যেকোনো একটি পদ বেছে নিতে হবে। আপনি আপনার দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী পদ বেছে নিন।
কাছাকাছি প্রতিষ্ঠানে সুযোগ আছে কিনা তা যাচাই করুন
আপনার বাড়ির পাশে যেসব প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোতে বিপণন ব্যবস্থাপক লাগবে কিনা তা জানার চেষ্টা করুন। কাছাকাছি অফিস হলে যাতায়াতে অধিক ব্যয় হয় না এবং অতিরিক্ত সময় নষ্ট হয় না।
বিভিন্ন ব্যবস্থাপক বিভিন্ন দায়িত্ব পালন করে। কেউ কেউ বাজার নিয়ে গবেষণা করে, কেউ প্রযুক্তি, জনমত কিংবা খুচরা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে। আপনি কোন বিভাগে কাজ করতে চান তা স্পষ্ট করুন।
কেমন চরিত্রের ব্যবস্থাপক নিয়োগ দেবে তা জানুন
আপনি যে প্রতিষ্ঠানে সিভি জমা দিয়েছেন, অথবা যে প্রতিষ্ঠানে চাকরি করবেন বলে মনঃস্থির করেছেন, আগে দেখে নিন সে প্রতিষ্ঠানে কেমন চরিত্রের লোক নিয়োগ দেবে। কী কী দক্ষতা ও যোগ্যতা লাগবে তা জেনে নিন। বিপণন ব্যবস্থাপক হতে হলে যেসব গুণাবলী থাকা প্রয়োজন তা হলো কৌশলগত ক্ষমতা, নিয়ন্ত্রণ, নেতৃত্বদানের ক্ষমতা, যোগাযোগ দক্ষতা, সময় ব্যবস্থাপনা ইত্যাদি। যোগ্যতার কোনো শেষ নেই।
বিপণন ব্যবস্থাপক হিসেবে চাকরি খুঁজুন
নিম্নোক্ত আলোচনা থেকে জেনে নিন কীভাবে বিপণন ব্যবস্থাপক হিসেবে চাকরি খুঁজবেন তা সম্পর্কে।
অনলাইনে জব খুঁজুন
বিভিন্ন কোম্পানি অনলাইনে নিয়োগ দিয়ে থাকে। বিভিন্ন গ্রুপে ভ্যাকেন্সি সংক্রান্ত পোস্ট দেয় অনেকে। তাই সবসময় চোখ কান খোলা রাখুন এবং কোথায় নিয়োগ দেয় তা জেনে নিন।
সিভি পাঠান
কোথাও চাকরির অফার পেলে আপনার সিভি পাঠান। সিভিতে অবশ্যই সব তথ্য নির্ভুল রাখুন। ভালো ছবি ব্যবহার করুন। সকল অভিজ্ঞতা যোগ করুন।
সাক্ষাতকার
সিভি পাঠানোর পর যদি আপনাকে ডাকে, তাহলে নির্ভয়ে কথা বলুন। সকল প্রশ্নের উত্তর দিন নির্ভয়ে। আপনার নিজের সম্পর্কে, অভিজ্ঞতা সম্পর্কে তাদের জানান।
পরিপাটি পোশাক পরে সাক্ষাতকারে যান। আপনার বলার ভঙ্গি ও উপস্থাপন ভালো হলে নিশ্চয় চাকরি পাবেন।
ফিচার ইমেজ সোর্সঃ Guruvayoor Live