ব্লগিং কঠিন! হ্যাঁ, সত্যিই তাই। আমি এই হতাশাজনক কথাটি দিয়েই এই নিবন্ধ শুরু করতে চাই এবং শুরুতেই ব্লগিং নিয়ে আপনার হতাশা আরও উস্কে দিতে চাই। নিশ্চয়ই প্রশ্ন জেগেছে, কেন? কারণ আমার বিশ্বাস ব্লগিং সবার জন্য নয়, ব্লগিং ধৈর্যশীলদের জন্য। আপনি যদি ধৈর্য ধরে ব্লগিং করতে পারেন, তাহলে সত্যিই আপনার জীবন বদলে যাবে!
বেশিরভাগ ব্লগার মহা উৎসাহে অনেক আইডিয়া ও পরিকল্পনা নিয়ে যাত্রা শুরু করে। কিন্তু নিদারুণভাবে সব উৎসাহের বেলুন অচিরেই চুপসে যায়। কিন্তু কেন এমন হয়? কেন বেশিরভাগ ব্লগার ব্যর্থ হয়? আমি ব্লগিংয়ে হতাশার কয়েকটি কারণ এবং সম্ভাব্য সমাধান নিয়ে দুই পর্বে বিস্তারিতভাবে আলোচনা করবো। আজ প্রথম পর্বে থাকছে অন্যতম প্রধান ৪টি কারণ।
১. শান্ত থাকুন এবং অন্য ডোমেইন কিনুন
আপনি নিজের ব্লগ সাইটের জন্য পছন্দের অনেকগুলো ডোমেইন নামের তালিকা তৈরি করেছেন এবং স্থির করেছেন এখান থেকে যে ডোমেইনটি খালি পাবেন সেটাই কিনে নিবেন। কিন্তু যখন কিনতে গেলেন সার্চ করে দেখলেন আপনার তালিকার সবগুলো ডোমেইন ইতিমধ্যে কেনা হয়ে গেছে। আপনার বিরক্তি আরও মাত্রা ছাড়াবে যখন দেখবেন এই সবগুলো ডোমেইনের বেশির ভাগে এখন পর্যন্ত কোনো ওয়েবসাইট নেই। তাহলে মানুষ কী অকারণেই ডোমেইন কেনে? আপনার এখন কী করা উচিত? আপনিও কী ইচ্ছামত এমন অনেকগুলো ডোমেইন নাম কিনে প্রতিশোধ নিবেন? কিন্তু প্রতিশোধ নিবেন কার প্রতি? নিশ্চয়ই বন্ধুর সাথে প্রতিযোগিতা করার জন্য নিজের দখলে থাকা ডোমেইনের সংখ্যা কেউ বাড়ায় না। তাহলে কেন এমন হয়?
আসলে মানুষ নানান কারণে ডোমেইন কেনে। আপনি নির্দিষ্ট নামের ডোমেইনে ব্লগ সাইট করবেন বলে অন্য কেউ যে ব্লগ সাইট করার জন্য সেই ডোমেইনটি কিনেছে এমন নয়। সুতরাং এতে আপনার বিচলিত হওয়ার কিছু নেই। আপনি কাছাকাছি অন্য কোনো নাম নির্বাচন করতে পারেন। আমি নিশ্চিত, কাঙ্ক্ষিত নামের সাথে আরও কয়েকটি শব্দ যোগে যেসব ডোমেইন নাম হতে পারে তার সবগুলো নিশ্চয়ই কেনা হয়ে যায়নি।
তাছাড়া আপনি চাইলে বানানও পাল্টে নিতে পারেন। অনেক বিখ্যাত ব্লগার আছেন যারা ভুল বানানের ডোমেইন কিনে সাইট তৈরি করেছেন। সুতরাং, পছন্দের ডোমেইন নাম না পেলে তা নিয়ে অযথা বিচলিত হওয়ার কিছু নেই, এখানে আপনাকে সৃজনশীলতার পরিচয় দিতে হবে।
২. নিজের মতো করে ডিজাইন করুন
আপনি যদি ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন তবে নিশ্চয়ই জানেন যে, ওয়েবসাইটের জন্য পছন্দ মতো মৌলিক কোনো থিম নির্বাচন করা কত কঠিন। ওয়ার্ডপ্রেস ও ওয়েবসাইট সম্বন্ধে সম্যক জ্ঞান থাকা মানুষ মাত্রই জানেন যে, একই ওয়ার্ডপ্রেস থিম অসংখ্য ওয়েবসাইটে ব্যবহার করা হয়ে থাকে।
সুতরাং ব্লগের ইউনিক ডিজাইন যতই গুরুত্বপূর্ণ হোক তবুও এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। আপনি পছন্দ মতো যেকোন থিম নিয়ে শুরু করতে পারেন, তবে চেষ্টা করুন যতটা সম্ভব কাস্টমাইজ করে নিতে। এরপর ইন্টারনেটে অনেক বড় বড় ব্লগ ও ওয়েবসাইট পাবেন যারা ফ্রি লোগো, ফটো, আইকন দিয়ে থাকে। সেখান থেকে নিজের সাইটের জন্য পছন্দমত নির্বাচন করে নিন।
তাছাড়া যেকোন সময় আপানর ওয়েবসাইটের ডিজাইন আপনি পরিবর্তন করতে পারেন। তার জন্য সহজে কাজ করার মত কোনো ওয়েবসাইট বিল্ডার নির্বাচন করে নিন। আর প্রয়োজন মত নানান ফিচার যোগ করুন। যদিও শতভাগ মনের মত হবে না, তবুও যতটা হবে তাতে আপনার কাজ চলে যাবে।
৩. সাইট টেস্ট
শুরু করার আগে সাইট পরীক্ষা করে দেখা অপরিহার্য একটি কাজ। আপনার ধ্যান ধারণা যত অসাধারণই হোক, কনটেন্ট যত ভাল হোক সাইটে ভুল থাকলে আপনার পাঠক বিরক্ত হবেই। তাই ব্লগ সাইটের অনেক কিছু পরীক্ষা করে দেখা জরুরী।
প্রথমত সাইটের ডিজাইনের দৃশ্যমান অবস্থা পরীক্ষা করুন। তারপর একে একে নিখুঁতভাবে দেখুন বিভিন্ন জায়গার জন্য নির্বাচিত রঙ, কল-টু-অ্যাকশন বোতাম, ছবি, লোগো – এভাবে সবকিছু।
এভাবে সবকিছু ভালভাবে পর্যবেক্ষণ করে আপনার ব্লগ সাইট নিয়ে মনের মধ্যে থাকা সব ধরণের দ্বিধা ও হতাশার অবসান ঘটান। মনে রাখবেন আপনি যতই ভাল ডিজাইন করেন, অন্যের চোখে সবসময় শতভাগ সুন্দর মনে হবে না। সুতরাং এ নিয়ে আর দ্বিধা নয়।
৪. এমন কনটেন্ট তৈরি করুন যা আপনি পড়তে পছন্দ করেন
কনটেন্টই ব্লগের কিং। সুতরাং কনটেন্ট তৈরি করুন হয় রাজার জন্য না হয় নিজের জন্য। কেননা রাজা বা নিজের জন্য কনটেন্ট তৈরি করলে নিশ্চয় ভাল কনটেন্ট তৈরি করবেন। যদিও আপনিই আপনার ব্লগ সাম্রাজ্যের রাজা। তবুও কথাগুলো বলা এই কারনে যে, অনেক ব্লগার আছে যারা শুধুমাত্র বাণিজ্যিক এবং সাম্প্রতিক বিষয় নিয়ে লিখে থাকেন, যা একবার চোখ বুলিয়ে পড়ে ফেলা যায়। শুধু এমন ধ্যান ধারণা নিয়ে খুব ভাল করা যায় ন।
সুতরাং আপনি অন্যদের আকর্ষণ করার জন্য কনটেন্ট তৈরি করলেও মনে করবেন এটা তৈরি করছেন নিজের জন্য। কেন? কারণ আপনি সন্তষ্ট হবেন সেরাটা পেলে। কাজেই এই চিন্তা থেকে তৈরি কনটেন্ট সেরা হতে বাধ্য!
হতাশ হবেন না, কেননা হতাশ হলে ব্লগিং হবে না। অন্য কোথাও আলোচিত হয়নি এমন বিষয় নিয়ে ব্লগ লিখতে অনেকে দ্বিধাবোধ করে, কেননা এমন নতুন বিষয় সার্চ হওয়ার সম্ভাবনা খুবই কম। এটি কতিপয় ব্লগারের ভুল ধারণা, বরং কিছুদিন পর যখন এ বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু হবে তখন কিন্তু আপনিই এগিয়ে থাকবেন। আপনি কেন অনেক পাঠক পাচ্ছেন না, কি করলে অধিক পাঠক পাবেন এ দিয়ে মাথায় অযথা চাপ নিবেন না। শুধু লিখে যান। আমি আগেই বলেছি, তাই লিখুন যা নিজে পড়তে পছন্দ করেন। সাফল্য এমনিতেই আসবে।