কীভাবে করবেন অলাভজনক ব্যবসায়িক অংশীদারিত্বের অবসান

মানবজীবনের কোনো কিছুই চিরস্থায়ী নয়। যেকোনো সম্পর্ক, কাজ, ঘটনা, অবস্থা সবকিছুর আছে একটি সময়সীমা। আর স্বল্পকালীন নানান উত্থান পতনের মধ্য দিয়ে গড়াতে থাকে জীবনের গল্প। আমাদের জীবনের অন্যতম একটি পর্ব হলো কর্মক্ষেত্র। হোক তা ব্যবসা কিংবা চাকরি- নানা ধরনের কাজের জন্য আমাদেরকে প্রায়ই বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করতে হয়। এর থেকে গড়ে ওঠে ব্যবসায়িক অংশীদারিত্বের মতো ঘটনা। কিন্তু ব্যবসায়িক সম্পর্কেও একসময় ইতি টানতে হতে পারে। যদিওবা যেকোনো সম্পর্কের শেষ করাটা সবসময়ই অস্বস্তির, তাও যতটা পরিপক্কতার সাহায্যে অলাভজনক ব্যবসায়িক অংশীদারিত্বের অবসান ঘটানো যায় তত ভালো। কিছু ব্যাপারে সতর্ক থাকলে লেনদেনের সম্পর্কেও ঠিক একটি সুন্দর পরিসমাপ্তি দেওয়া যায়।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

লেনদেনের সম্পর্কেও ঠিক একটি সুন্দর পরিসমাপ্তি দেওয়া যায়; Image source: formulaenlosnegocios.com

পার্টনারশিপের বা অংশীদারিত্বের উদ্দেশ্য‌ই হলো বাড়তি কিছু সুবিধা পাওয়া। তাই একজনের সাথে কাজের অবসান হলেও তার থেকে পাওয়া সাহায্য, সুযোগ সুবিধা আর অভিজ্ঞতা ভুলে না গিয়ে, নতুন করে সেগুলো কাজে লাগিয়ে নিন‌। আর পুরোনো বন্ধুকে জানান আপনার প্রয়োজনের সময় তার সাহায্য কতটা তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছিল আর আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে তার অবদান কতটা মহিমাপূর্ণ ছিল। এতে করে যেই তিক্ততার সৃষ্টি আপনি করতে যাচ্ছেন তা কিছুটা হলেও কমে যাবে।

পার্টনারশিপের উদ্দেশ্য‌ হলো বাড়তি কিছু সুবিধা পাওয়া; Image source: startupnation.com

{ "slotId": "", "unitType": "in-article", "pubId": "pub-6767816662210766" }

যখন‌ই বুঝতে পারবেন আপনাদের পার্টনারশিপের বা অংশীদারিত্বের মেয়াদ ঘনিয়ে এসেছে, তখন যথাসম্ভব স্বচ্ছ ধারণা আর দ্রুততার সাথে আপনার ব্যবসায়িক বন্ধুর সাথে বোঝাপড়া করুন। যতটা কালক্ষেপণ করবেন, তত‌ই বিষয়টিকে ঘিরে অসন্তোষের সৃষ্টি হবে। একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে পার্টনারশিপের যাবতীয় ফর্মালিটিজ শেষ করে সুন্দর ইতি টানুন। এই ভেঙ্গে ফেলা সম্পর্কে আপনি সহানুভূতিশীল আর পেশাদারি মনোভাব প্রদর্শন করুন। বিভ্রান্তি কমাতে বেশি বেশি যোগাযোগ করে বিষয়টি পরিষ্কার করে নিন। এতে কিছুটা হলেও সম্পর্কের প্রীতি বজায় থাকবে।

একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে পার্টনারশিপের যাবতীয় ফর্মালিটিজ শেষ করুন; image source: c.tadst.com

কারো সাথে হয়তো সম্পর্ক ছিন্ন করা আর ব্যবসায়িক সম্পর্কের অবসান ঘটানো এক‌ই কথা নয়। বরং এটি প্রোফেশনাল একটি কাজ। তাই একে আপনি যতটা প্রোফেশনালি পরিচালনা করতে পারেন তত‌ই ভালো। খেয়াল রাখুন আপনার পার্টনার‌ও এক‌ইভাবে বিষয়টিকে দেখে। কেননা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ব্যবসায়িক উদ্যোক্তারা এই সম্পর্কের অবসানকে এতটাই গুরুত্ব দিয়ে ফেলে যে তা ব্যবসায়িক পেশাদারি ছাপিয়ে ব্যক্তিগত রেষারেষির পর্যায়ে গিয়ে ঠেকে। এটি নিজে যখন অন্যের সাথে সম্পর্ক ছিন্ন করার সময় মনে রাখবেন; তেমনি অন্য কেউ করলেও ভুলে যাবেন না। লেনদেনের সম্পর্কে সবসময়ই প্রোফেশনালিজম বজায় রাখুন।

কারো সাথে হয়তো সম্পর্ক ছিন্ন করা আর ব্যবসায়িক সম্পর্কের অবসান ঘটানো এক‌ নয়; image source: hallpayne.com.au

পরিবর্তন সবসময়ই মানুষের জীবনে উন্নয়ন আর বৃদ্ধি নিয়ে আসে; অন্তত, সুযোগ করে দেয় নতুন করে বেড়ে ওঠার। কিন্তু এর সাথে জড়িত থাকে নানামুখী চ্যালেঞ্জ। তাই যখন‌ই এই অংশীদারিত্বের দায়ভার আপনার জন্য পীড়াদায়ক হয়ে উঠবে তখন‌ই নিজেকে মনে করিয়ে দিতে হবে যে ব্যাপারটি কেন করা হচ্ছে, এর পেছনে আপনার কাজের অগ্রগতি বা ক্ষতির সম্ভাবনা কেমন, আর এর সাথে আপনার এগিয়ে যাওয়ার সম্পর্ক আছে কি নেই। সব কিছুই চিন্তা ভাবনার মধ্যে রাখতে হবে। ইতস্তত বোধ নিয়ে কোনো কাজে সাফল্য আসে না।

প্রতিটি ভেঙ্গে যাওয়া সম্পর্ক থেকেই নতুন সম্ভাবনার দুয়ার খুলে যায়;
image source: cleanpng.com

যখন প্রয়োজন কারো সাথে কাজে অগ্রসর হোন আর যখন আর অগ্রগতি নেই তখন চেষ্টা করুন আর সামনে না এগুতো। এই ক্ষণিক স্বার্থপরতা আপনাকে ব্যাপক উন্নয়নের দিকে ধাবিত করতে পারে। মনে রাখবেন, ব্যবসায়িক সম্পর্কগুলো আন্তরিকতা আর আবেগ প্রদর্শনের জায়গা নয়‌। আপনার আবেগী ভুল সিদ্ধান্তের উপর নির্ভর করে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান, যার জন্য কাজ করে আরো অনেক মানুষ- আবেগপ্রবণ হয়ে তাদের প্রতি অবিচার করা থেকে বিরত থাকুন। সমস্যার সমাধান করতে সবসময় প্রস্তুত থাকুন। সবশেষে মনে রাখুন প্রতিটি ভেঙ্গে যাওয়া সম্পর্ক থেকেই নতুন সম্ভাবনার দুয়ার খুলে যায়।

Feature image source: helioshr.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *