ইন্টারভিউ বোর্ডে নিজের গল্পগুলো কার্যকরভাবে তুলে ধরার উপায়
by
চাকরির ইন্টারভিউ বোর্ডে আপনি অজস্র প্রশ্নের সম্মুখীন হবেন। তবে এই সব প্রশ্ন দিয়ে শুধু আপনার মেধাকে যাচাই করা হবে না, একই সাথে প্রশ্নগুলো শুনে আপনার ব্যক্তিত্ব কেমন, আপনি কেমন চটজলদি উত্তর দিতে পারেন সেই বিষয়টিও দেখা হয়। ‘নিজের সম্পর্কে কিছু বলুন’- এই প্রশ্নটি ইন্টারভিউ বোর্ডের সবচাইতে সাধারণ প্রশ্ন হলেও, বেশিরভাগ প্রার্থীই এই প্রশ্নের উত্তর দিতে পারেন না। কেননা এই প্রশ্নের মাধ্যমে প্রশ্নকর্তারা জানতে পারবেন যে, আপনার ব্যক্তিত্ব কেমন এবং কিভাবে অন্যের সামনে আপনি নিজেকে উপস্থাপন করেন।
ইন্টারভিউ বোর্ডে নিজের সেরাটা দিন; সূত্র: shutterstock.com
মনেকরুন,আপনিএকটিকোম্পানিতেইন্টারভিউদিতেযাচ্ছেনএবংপ্রশ্নকর্তাহলোসেইকোম্পানিরম্যানেজার।প্রশ্নকর্তাআপনাকেজিজ্ঞাসাকরলেন, “আপনার জীবনের কোনোআকর্ষণীয়ঘটনাবলুনযাএইকাজসম্পর্কিতনয়।
ধরাযাকআপনারউত্তরহবে,
“আমিব্যাঞ্জোবাজাই।এটি বাজাতে আমার খুব ভালো লাগে।আমারসহধর্মিণীএকজনগিটারবাদক।আরএইবাদ্যযন্ত্রেরসাথেসখ্যতাইআমাদেরকেকর্মজীবনেরবাইরেএকঅন্যজগতেএকসাথেরেখেছে।আমরাশখেরবসেইএকসাথেবাজাই, কিন্তুএটাকরতেআমারআসলেইঅনেকভাললাগে।আমরাডজনখানেকগানেরসাথেএগুলোবাজাতেপারি, এমনকিআমরাদু’জনেমিলেনিজেদেরগানওরচনাকরেফেলেছি!”
আপনি কি করতে পছন্দ করেন তা জানান; সূত্র: udacity.com
কেননা সব কোম্পানি শুধু মাত্র দক্ষ কর্মী নিতে চায় না, তাদের কাজ করার পাশাপাশি আর কী কী করতে ভাল লাগে; সেগুলো জানাও আবশ্যক মনে করে। তারা কোনো একঘেয়ে কর্মী নিতে চায় না। একঘেয়ে কর্মীরা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়ে এবং তাদের মধ্যে কোনো রসকষও থাকে না। কিন্তু কাজ ছাড়াও অন্যান্য আরো অনেক দিকে যেসব কর্মীর আকর্ষণ আছে, তাদেরকে খুব সহজেই আলাদা করে নেওয়া যায়। তারা সবসময় সাবলীল এবং ফুরফুরে থাকেন। নিত্যনতুন জিনিসের সাথে নিজেদেরকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন। আর এ কারণেই তারা অন্যদের থেকে দক্ষ হয়ে ওঠেন।
মনে করুন, আপনি একজন স্কুল শিক্ষক। একজন স্কুল শিক্ষক হওয়ার জন্য যেসকল গুণাবলী প্রয়োজন, তার সবটাই আপনার আছে। আপনার সাথে শিক্ষকের চাকরি নিতে আরো একজন প্রার্থী রয়েছে, আর তারও রয়েছে শিক্ষকতা করার যোগ্যতা। আপনাদের দুজনের সাথে বোর্ড কর্মকর্তারা কথা বলে জানতে পারলেন যে, আপনি অফিস ম্যানেজমেন্টের কাজ জানেন এবং সেই সাথে গ্রাফিক্সের কাজও পারেন। তাহলে অবশ্যই সেই প্রার্থীকে বাদ দিয়ে তারা আপনাকেই নিয়োগ দিবেন। তবে এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে, আপনাকে অবশ্যই আপনার এই দক্ষতার কথা ঘটনা ২ এর মতন তুলে ধরতে হবে।
বিখ্যাত লেখকসিমনস্নিকসতার ‘স্টার্টউইথহোয়াই’এবলেছেন:
“People don’t buy WHAT you do, they buy WHY you do it.”