বেকারত্ব সত্যিই একটি অভিশাপ। কিন্তু এই অভিশাপ কেউ ইচ্ছা করে ডেকে আনে না। বিশ্বব্যাপী অসংখ্য মানুষ এখন বেকার। এই বেকারত্বের সংখ্যা কমিয়ে আনতে ব্যক্তি পর্যায়ে কার্যত কিছুই করার নেই। তাই বেকারত্বের দিনগুলোতে নিজেকে হতাশা এবং দুশ্চিন্তা থেকে বাঁচানোর জন্য কিছু একটা করতেই হবে। সাথে সাথে ক্রমান্বয়ে নিজেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে।
আমি ইতিপূর্বে একটি নিবন্ধে বেকারত্বের দিনগুলোতে করা উচিত এমন কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছি। আজ সেই নিবন্ধের দ্বিতীয় পর্বে আলোচনা করব আরও কয়েকটি বিষয়। আমার বিশ্বাস এই নিবন্ধটিও আপনাদের বেকার সময়কে অনুপ্রেরণায় রূপান্তরিত করতে সহযোগিতা করবে।
১. স্বেচ্ছাসেবী হোন
বেকারত্বের অতিরিক্ত সময়কে ব্যবহার করার একটি চমৎকার উপায় হলো স্বেচ্ছাসেবী হওয়া। আরও ভালো হয় যদি এই স্বেচ্ছাশ্রম আপনার শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্র বা আপনার কাঙ্খিত চাকরির ক্ষেত্রে হয়ে থাকে। এমনকি আপনি আপনার সিভিতে এই স্বেচ্ছাশ্রমের কথা একটি অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করতে পারবেন, যা আপনার চাকরি পাওয়ার সম্ভাব্যতা একটু হলেও বাড়িয়ে দিবে।
তাছাড়া ভালো কিছু কাজ নিজের আশাবাদী মনোভাব বিকশিত করে। নিজেকে ভবিষ্যৎমুখী এবং অনুপ্রাণিত রাখতে সাহায্য করে। এই কর্মতৎপরতা আপনার পরবর্তী চাকরি পাওয়ার সম্ভাব্যতা অনেকাংশে বাড়িয়ে দেয়।
২. দক্ষতা বাড়িয়ে নিন
বেকার থাকার দিনগুলোতে নিজ ক্ষেত্রের কর্মদক্ষতা বাড়িয়ে নেওয়ার উপায় অনুসন্ধান করা আরেকটি চমৎকার সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত আপনাকে সামনে এগিয়ে যেতে সহযোগিতা করবে। বেকার অবস্থায় আপনার কর্মদক্ষতা বাড়িয়ে নিতে বিভিন্ন সেমিনার এবং প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করুন। বিশেষ করে বিনামূল্যে এবং আন্তর্জাতিক সংস্থা কর্তৃক আয়োজিত সেমিনারগুলোতে।
এভাবে আপনার সদ্য ছেড়ে আসা চাকরির অথবা আপনার শিক্ষা জীবনে শেখা বিষয়ের দক্ষতা বাড়িয়ে নিতে পারেন। বেকার দিনগুলোতে অংশ নেওয়া এমন সব সেমিনার এবং প্রশিক্ষণ কোর্সের সারসংক্ষেপ আপনার সিভিতে সংযুক্ত করুন। তাহলে আপনার নিজ ক্ষেত্রের বাড়তি দক্ষতা আপনাকে নতুন চাকরি পেতে সহযোগিতা করবে।
৩. নিজেকে উৎসাহিত রাখুন
যত কথাই বলি না কেন বেকারত্ব সত্যিই জীবনের একটি ক্লান্তিকর এবং অভিশপ্ত অধ্যায়। কিন্তু তাই বলে কী বসে থাকলে চলবে?
আপনি কখনো কখনো নিজেকে অনুপ্রাণিত করেন! সামনে এগিয়ে যেতে নিজেই নিজের পিঠ চাপড়ে দেন। আসলে সবাই এটা করে, কিন্তু এতে ভালো ফল কী পাওয়া যায়? নিজেকে অনুপ্রাণিত করার এবং খুশি রাখার যৌক্তিক পদক্ষেপ আপনাকে নিতে হবে। তবে মাঝে মধ্যে নয়, বরং সপ্তাহের একটি নির্দিষ্ট সময় নতুন চাকরির অনুসন্ধানে ব্যয় করুন এবং সব সময় নিজেকে কাজের দিকে উৎসাহিত রাখুন।
সাথে সাথে বেকার বলে নিজেকে গুটিয়ে রাখবেন না। এতে আপনার মানসিক অসুস্থতা বাড়তে পারে। মানুষের সাথে মিশুন। চারদিক থেকে বিনোদিত হওয়ার চেষ্টা করুন। যদি বিনোদনের জন্য খরচ করার মতো সময় এবং অর্থ আপনার হাতে না থাকে, তবে অন্তত পার্কে গিয়ে হাঁটুন। মানুষের সাথে কথা বলুন। এইসব প্রচেষ্টা আপনাকে দুশ্চিন্তা এবং বিষন্নতা থেকে মুক্তি দিবে।
৪. উৎপাদনমুখী কিছু কাজ করুন এবং তা বিক্রি করুন
বেকার থাকার দিনগুলোতে উৎপাদনমুখী ছোট ছোট কাজ করা যায় এবং তা বিক্রি করে অর্থ উপার্জন করা যায়। যেমন আপনার দক্ষতা থাকলে কোনো হস্তশিল্প বা অন্য কোনো শিল্পসম্মত কাজ করে তা বিক্রি করতে পারেন। এতে সময়টা যেমন ব্যবহার হবে, তেমন কিছু বাড়তি রোজগারও হবে।
সৃজনশীল এমন কাজ ছাড়াও নিজের অব্যবহৃত জিনিসপত্র এসময় আপনি বিক্রি করতে পারেন। অসংখ্য অনলাইন শপ আছে, যেখানে বিনামূল্যে নিজের অব্যবহৃত পণ্যের বিক্রয় বিজ্ঞাপন দেওয়া যায়। যেমন আপনার অব্যবহৃত কিছু ইলেকট্রনিক্স সামগ্রী ও পুরনো কিছু জিনিসপত্র সহজেই বিক্রি করে আপনি এ সময় নিজের ঘর বাড়ি পরিষ্কার এবং কিছু বাড়তি অর্থ উপার্জন করতে পারেন। বেকারত্বের অবসর ঘোচানোর এটিও একটি চমৎকার উপায় হতে পারে।
৫. নতুন কোনো বিষয়ের কোর্স করতে পারেন
এটা অনেকটা ছোট ছোট সেমিনার এবং প্রশিক্ষণ কোর্সে অংশ নেয়ার মতো। তবে তার চেয়ে একটু দীর্ঘ। বেকার থাকার দিনগুলোতে আপনি চাইলে কোনো একটি নির্দিষ্ট বিষয়ে সংক্ষিপ্ত কোর্স করতে পারেন, যা আপনার দক্ষতা বাড়িয়ে তুলবে। অথবা সম্পূর্ণ নতুন একটি বিষয়ে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারেন।এক্ষেত্রে মূল বিবেচ্য বিষয় হলো খরচ। যেকোনো কোর্স করতেই অর্থের প্রয়োজন হয়। সুতরাং আপনি ফ্রি অনলাইন কোষগুলোর জন্য চেষ্টা করতে পারেন। নতুন কোর্স আপনার মস্তিষ্ককে শাণিত রাখতে এবং নিজ ক্ষেত্রে মনোযোগী থাকতে সহায়তা করবে, যা আপনাকে নতুনভাবে আরো দক্ষ ও উপযোগী করে তুলবে।
যেহেতু বেকারত্বের সংখ্যা এখন আকাশচুম্বী। তাই আপনি খুব দ্রুতই যে আরেকটি চাকরি পাবেন তার নিশ্চয়তা নেই। সুতরাং নিজেকে আরও এগিয়ে নিতে আপনাকে অন্য কিছু করতেই হবে। তাই সার্বিক ভাবে নিজেকে আরও দক্ষ, আরও যোগ্য এবং উৎপাদনমুখী করে তুলুন। এভাবে নিজেকে চাকরির বাজারে আরো বেশি শক্তিশালী করে তুলুন। এভাবে আপনার বেকারত্বের দিনগুলোতে নিজেকে অনুপ্রাণিত রাখতে পারেন।
আপনি চাইলে এই বেকারত্বের সময়ে নতুন কোনো একটি ব্যবসা শুরু করতে পারেন, যা আপনার জীবন সম্পূর্ণ পাল্টে দিতে পারে। চাকরি খোঁজার বদলে আপনি হয়তো অন্য কারো চাকরি দেয়ার ব্যবস্থা করতে পারবেন। যাই করুন না কেন, আপনার বেকারত্বের দিনগুলোকে ভবিষ্যতের জন্য প্রস্তুতিপর্ব হিসেবে কাজে লাগান।