ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে যেভাবে কাজ করবেন

আপনি যদি কোনো বাঁধা ধরা নিয়মের মাঝে না থেকে স্বাধীনভাবে কাজ করতে চান, তাহলে ফ্রিল্যান্স সাংবাদিকতা আপনার জন্য উপযোগী। ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করলে কোনো নির্দিষ্ট অফিস, প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না থেকে আপনি আপনার দক্ষতা ও গুণাগুণ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজে লাগাতে পারবেন। ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে আপনি স্বাধীনভাবে বিভিন্ন টপিক নিয়ে কাজ করতে পারবেন।

তবে ভাববেন না ফ্রিল্যান্স সাংবাদিকদের কোনো দায়িত্ব থাকে না। বরং তাদের নিজ দায়িত্বে কাজ সম্পন্ন করতে হয় এবং কাজের প্রতি অনুগত ও শ্রদ্ধাশীল থাকতে হয়। আপনি যদি নিম্নোক্ত কৌশলগুলো মেনে নিতে পারেন, তাহলে ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করতে পারবেন। জেনে নিন ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে যেভাবে কাজ করবেন তা সম্পর্কে।

ফ্রিল্যান্স লেখার ওয়েবসাইট গুলোতে সাইন আপ করুন

চাকরি পাওয়া খুব সহজ নয়। ফ্রিল্যান্স সাংবাদিক হতে হলে আপনার অভিজ্ঞতা প্রয়োজন। প্রতিষ্ঠিত কোনো পত্রিকায় অভিজ্ঞতা ছাড়া প্রার্থী নির্বাচন করতে চায় না। আপনার যদি কাজের কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে ফ্রিল্যান্স লেখার ওয়েবসাইটগুলোতে সাইন আপ করুন। তাদের প্রকাশিত বিভিন্ন আর্টিকেল পড়ুন এবং নিজের লেখার টপিক নির্ধারণ করুন।

Photo: websitedesignhongkong.hk

তাদের দেয়া টপিক নিয়ে আপনি লেখা তৈরি করুন। তবে একটা বিষয় মাথায় রাখবেন, এমন কোনো ওয়েবসাইটে কাজ করবেন না যেখানে লেখার জন্য সম্মানী দেয়া হয় না। আগে নিশ্চিত হয়ে নিন উক্ত ওয়েবসাইট লেখার জন্য সম্মানী দেয় কিনা।

নেটওয়ার্ক তৈরি করুন

ফ্রিল্যান্সার হিসেবে চাকরি পাওয়ার জন্য প্রথমে আত্মীয়-স্বজন ও বন্ধুদের সাথে কথা বলুন, তাদের পরামর্শ নিন। ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে চাকরি করে এমন কারো সাথে যোগাযোগ করুন। দরকার হলে তাকে চা খাওয়ার দাওয়াত দিন কিংবা দুপুরের খাওয়ার জন্য দাওয়াত করুন।

Photo: fronteirasxxi.pt

তারপর তার সাথে বসে সাংবাদিকতার বিভিন্ন বিষয় যা আপনি জানতে চান, তা জেনে নিন। যেহেতু সে অভিজ্ঞ, আপনাকে চাকরির ব্যাপারে সাহায্য করতে পারবে।

অনলাইন সম্প্রদায়ের সাথে যোগদান করুন

অনলাইনে বিভিন্ন সম্প্রদায়ের সাথে যুক্ত হোন। এতে বিভিন্ন সাংবাদিকদের কাছ থেকে তথ্য নিতে পারবেন এবং জ্ঞান অর্জন করতে পারবেন। ফেসবুক, লিংডইন কিংবা অন্য যেকোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করুন। তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন। তাহলে তারা আপনাকে কাজের সন্ধান দিতে পারবে, কোথাও সাংবাদিক প্রয়োজন হলে জানাতে পারবে।

আপনি লিখতে পারবেন এমন প্রকাশনা প্রতিষ্ঠান নিয়ে গবেষণা করুন

বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান, পত্রিকা নিয়ে গবেষণা করুন। আপনি ভালো করে তাদের সম্পর্কে জানুন। তারা কোন কোন টপিক নিয়ে লেখে তা সম্পর্কে জানুন। সম্পাদকের সাথে যোগাযোগ করুন, আপনার লেখা যেকোনো একটি আর্টিকেল তাকে মেইল করুন।

Photo: videohive.net

আপনি যদি সিনেমা কিংবা বিনোদন জগৎ নিয়ে লিখতে ভালোবাসেন, তাহলে তা লিখুন। যদি খেলাধুলা নিয়ে লিখতে পছন্দ করেন, তাহলে তা লিখুন।

ওয়েবসাইট তৈরি করুন

আপনি লেখালেখি ভিত্তিক একটি ওয়েবসাইট তৈরি করুন। এই ওয়েবসাইট থেকে অন্যরা আপনার গুণাগুণ ও লেখার মান সম্পর্কে সম্যক ধারণা পাবে। আপনি যদি নিজে ওয়েবসাইট তৈরি করতে না পারেন, তাহলে কাউকে অর্থ প্রদান করে হলেও ওয়েবসাইট তৈরি করুন। আর অবশ্যই ওয়েবসাইটে আপনার সাথে যোগাযোগের ঠিকানা উল্লেখ করে দিবেন, মোবাইল নম্বর যেন উল্লেখ থাকে।

Photo: How to Make a Website

তাহলে অন্যরা সহজে আপনার সাথে যোগাযোগ করতে পারবে। যোগাযোগের ঠিকানা ছাড়াও আপনার সংক্ষিপ্ত জীবনী, পরিচয়, অভিজ্ঞতা ইত্যাদি উল্লেখ করুন। অপ্রাসঙ্গিক ও অগুরুত্বপূর্ণ ইমেজ ওয়েবসাইটে রাখবেন না।

আর্টিকেল লেখার জন্য ব্যতিক্রম টপিক বাছাই করুন

পত্রিকার জন্য আপনি এমন কোনো ব্যতিক্রম টপিক খুঁজে বের করুন, যেগুলো আগে কেউ লিখেনি। আপনি যদি স্থানীয় বা আঞ্চলিক কোনো পত্রিকার লেখক হন, তাহলে আঞ্চলিক ঘটনা, মেলা, রাজনীতি, দ্বন্দ্ব ইত্যাদি নিয়ে লিখুন। যদি অতি সাম্প্রতিক কোনো ঘটনা ঘটে, তাহলে আপনি প্রথমে তা লেখার চেষ্টা করুন। মূলত অন্য সবার চেয়ে আলাদা বিষয়ে লিখুন, অথবা একই টপিক ভিন্ন ভাবে লিখুন। তাহলে অন্যরা আপনার লেখা পড়ে জ্ঞান লাভ করতে পারবে, আনন্দ পাবে।

আপনার নিবন্ধটি দুইবার চেক করুন

কোনো আর্টিকেল লিখলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। লেখার পরে অনেক ভুল থাকতে পারে। আর্টিকেলে ভুল তথ্য আছে কিনা, বানান ভুল আছে কিনা, বাক্যে ভুল আছে কিনা তা দুইবার দেখে নিন। তাছাড়া দাঁড়ি, কমা, সেমিকোলন, স্পেস ঠিক আছে কিনা তা ভালো করে দেখে নিন।

Photo: ayol.uz

তারপর তা সম্পাদকের কাছে পাঠান। মনে রাখবেন লেখায় যদি অনেক ভুল থাকে তাহলে সম্পাদক আপনার সম্পর্কে ভালো ধারণা পাবে না। তাই যথাসম্ভব নির্ভুল লেখার চেষ্টা করুন।

আকর্ষণীয় শিরোনাম নির্বাচন করুন

অন্যের মনোযোগ আকর্ষণের জন্য আপনার নিবন্ধের একটি আকর্ষণীয় শিরোনাম দিন। আকর্ষণীয় শিরোনাম দেখলে সম্পাদক লেখাটি পড়ার জন্য আগ্রহ পাবে। তাছাড়া একটি আকর্ষণীয় শিরোনাম যেকোনো মানুষের মনোযোগ আকর্ষণ করতে পারে।

অন্যান্য দক্ষতা অর্জন করুন

ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে দক্ষতার সাথে কাজ করার জন্য গ্রাফিক্স, ফটোগ্রাফি, কোডিং ইত্যাদি শিখে নিন। এই বিষয়গুলো জানা থাকলে আপনি অন্যদের তুলনায় বেশি দক্ষ হয়ে ওঠবেন। সম্পাদকের কাছেও বেশ মর্যাদা পাবেন। আপনি ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করতে চাইলে সম্পাদককে বলুন লেখালেখি ছাড়াও আপনার কোডিং, ফটোগ্রাফি সহ অন্যান্য গুণাগুণ রয়েছে।

সময় নির্ধারণ করুন এবং ইতিবাচক থাকুন

আপনি যদি সত্যিকার অর্থে সাংবাদিক হতে চান, তাহলে নির্দিষ্ট সময় অনুযায়ী কাজ করুন। নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে যা যা করা প্রয়োজন তা করুন। সকাল সকাল ঘুম থেকে উঠুন এবং কাজে নেমে পড়ুন।

Photo: Collection of short speeches

সকল প্রতিবন্ধকতাকে জয় করুন এবং সর্বদা ইতিবাচক থাকুন। মোট কথা সবসময় মনোযোগী, অনুসন্ধিৎসু ও কাজের প্রতি অনুগত থাকুন।

ফিচার ইমেজ সোর্সঃ The Globe and Mail

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *