ইউটিউব ভিডিওর শিরোনাম, ট্যাগ, থাম্বনেইল এবং বিবরণ যেভাবে লিখবেন

photo: flashrouters

একটি ইউটিউব চ্যানেল সফল করে তুলতে হলে সম্ভাব্য সব রকম উপায়ের যথাযথ ব্যবহার করতে হয়। শুধু ভিডিও নির্মাণ ও আপলোড করলেই সফল হওয়া যায় না। ভিডিওটির যথাযথ শিরোনাম, সম্পর্কিত আকর্ষণীয় ট্যাগ ও বিবরণ লেখা যেমন শিখতে হয়, তেমনি জানতে হয় কীভাবে আকর্ষণীয় থাম্বনাইল ব্যবহার করে দর্শকদের আকৃষ্ট করতে হয়।

photo: 509 designs

আজকের নিবন্ধে ইউটিউব ভিডিওর শিরোনাম, ট্যাগ, বিবরণ লেখার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করব। একই সাথে জানাবো, কীভাবে আকর্ষণীয় ভিডিও থাম্বনেইল তৈরি করতে হয়।

শিরোনাম

বইয়ের দোকানে বই কিনতে গিয়ে শত শত বইয়ের মধ্য থেকে আপনি নিশ্চয়ই সবচেয়ে আকর্ষণীয় নামের বইটি প্রথমে হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখেন? ইউটিউবে ভিডিও প্রকাশের ক্ষেত্রেও ঠিক একই রকম কৌশল অবলম্বন করতে হয়। একটি ভিডিও দর্শকের কাছে আকর্ষণীয় এবং গ্রহণযোগ্য করে তুলতে যথাযথ শিরোনাম খুবই গুরুত্বপূর্ণ। সব সময় অল্প শব্দে যথাযথ শিরোনাম লেখার চেষ্টা করুন। একই সাথে শিরোনামটি আকর্ষণীয় করে তুলতে উপযুক্ত শব্দ ব্যবহার করুন।

photo: youtube

মনে রাখবেন আপনার ভিডিওর বিষয়বস্তু কখনো শিরোনামে স্পষ্ট করে তুলে ধরবেন না। সব সময় আপনার ভিডিও সম্পর্কিত বিষয়ে দর্শক ও শ্রোতাদের আগ্রহ এবং প্রশ্ন শিরোনামে তুলে ধরুন।

ধরা যাক, আপনি সাম্প্রতিক সময়ে আলোচিত কোনো গাণিতিক সূত্রের সমাধান নিয়ে একটি ভিডিও তৈরি করেছেন। এমন ভিডিওর শিরোনামে কখনই সমাধান উল্লেখ করবেন না। ভিডিওটি না দেখেই যদি আগ্রহের বিষয়টি জানা হয়ে যায়, তবে সময় অপচয় করে তারা আপনার ভিডিওটি দেখবে না।

কিওয়ার্ড অর্থাৎ ট্যাগ

আপনার ভিডিওতে পর্যাপ্তসংখ্যক কিওয়ার্ড অথবা ট্যাগ সংযুক্ত করুন। শুধু আকর্ষণীয় শিরোনাম সব সময় দর্শককে মুগ্ধ করে না। কখনো কখনো দর্শকদের আকর্ষণ করার ব্যবস্থাও করতে হয়। আর এই কাজটি নিজ দায়িত্বে পালন করে ইউটিউবের এলগরিদম। তবে এর জন্য আপনাকে যথাযথ কিওয়ার্ড এবং ট্যাগ লেখা শিখতে হবে। আপনার ভিডিওর শিরোনামের সাথে সামঞ্জস্য রেখে সম্পর্কিত শব্দ এবং বাক্য দিয়ে তৈরি বিভিন্ন ট্যাগ এবং কিওয়ার্ড খুঁজে বের করুন।

photo: youtube

আপনার ভিডিওর যথাযথ শিরোনাম থাকা সত্ত্বেও এই ভিডিওটি আরও কী কী লিখে ইউটিউবে সার্চ করলে পাওয়া উচিত বলে আপনি মনে করেন তার সবগুলো কীওয়ার্ড ট্যাগে যুক্ত করুন। সম্পর্কিত পর্যাপ্ত সংখ্যক ট্যাগ ব্যবহার করলে ইউটিউবের অ্যালগরিদম এই সম্পর্কিত অন্যান্য ভিডিওর পাশে আপনার ভিডিওটিকে স্থান করে দেবে। এবং আপনা থেকেই আগ্রহী দর্শক ও শ্রোতার টাইমলাইনে আপনার ভিডিও প্রদর্শন করবে। একই সাথে ইউটিউব সার্চ লিস্টে আপনার ভিডিওটি উপরের সারিতে অবস্থান করবে।

ইউটিউবের ব্যাপক সাফল্যের পর কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অসংখ্য কোম্পানি বিনামূল্যে অনলাইন টুলস সরবরাহ করা শুরু করেছে। ইউটিউব ভিডিওর শিরোনাম লেখার পর সম্পর্কিত বিষয়ে কিওয়ার্ড ও ট্যাগ খোঁজার জন্য অনেকগুলো অনলাইন টুলস পাওয়া যায়। এসব টুলস ব্যবহার করে আপনি খুব সহজেই সার্চ লিস্টে এগিয়ে থাকা ট্যাগগুলো খুঁজে বের করতে পারবেন। এই ট্যাগ ব্যবহার করে আপনার ভিডিওটি সার্চ লিস্টে এগিয়ে নিতে পারবেন।

থাম্বনেইল

কথায় বলে, “আগে দর্শনধারী পরে গুণবিচারী”। অর্থাৎ কোনো কিছু আগে চোখের দেখায় পছন্দ হতে হয়। তারপর মানুষ তার গুণ বিচার করে। ইউটিউবের ভিডিওর ক্ষেত্রেও এই কথাটি সমানভাবে প্রযোজ্য। আপনার ভিডিও একজন দর্শকের সামনে আগে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে হবে। তবেই আপনার ভিডিও মানুষ আগ্রহ নিয়ে দেখবে। এক্ষেত্রে থাম্বনেইল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ভিডিওটি প্রথম কারো দৃষ্টিগোচর হয় থাম্বনেইলের মাধ্যমে। সুতরাং ভিডিওটি আকর্ষণীয় করার প্রাথমিক দায়িত্ব এই থাম্বনেইলের উপর।

photo: youtube

সুতরাং সাফল্য পেতে আপনার ভিডিওতে স্বতন্ত্র থাম্বনেইল ব্যবহার করুন। বিশ্বের সকল সফল ইউটিউবার স্বতন্ত্র এবং অভিনব থাম্বনেইল ব্যবহার করেন। আপনার ভিডিওর থাম্বনেইলের উপর ভিডিওর বিষয়বস্তু, উল্লেখযোগ্য দু’একটি শব্দ, এবং আকর্ষণীয় করার অন্যান্য সব উপাদান ব্যবহার করুন। সার্বিকভাবে আপনার ভিডিওর একটি সম্পূর্ণ প্রিভিউ থাম্বনেইলের উপর ফুটিয়ে তুলুন। উদাহরণস্বরূপ: আপনার চেহারা, দু’একটি বিস্ফোরক শব্দ ও এই ভিডিও সম্পর্কে দর্শকদের প্রশ্ন ইত্যাদি থাম্বনেইলের উপর রাখুন।

তবে কোনোভাবেই মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য বা ছবি দিয়ে থাম্বনেইল তৈরি করবেন না। একই সাথে বিতর্কিত কোনো বিষয় উপস্থাপন করবেন না। এমনকি ভিডিওতে থাকা প্রধান সমাধানগুলো কিওয়ার্ড আকারে থাম্বনেইলের উপর লিখবেন না।

বিবরণ

আপনার ভিডিওর বিবরণী বক্সটি পূরণ করুন। একটি ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি হল বিবরণ। যদি বিবরণ গুরুত্বপূর্ণ নাই হতো, তবে প্রত্যেক স্বতন্ত্র ভিডিওর জন্য ইউটিউব কর্তৃপক্ষ ৫ হাজার শব্দে বিবরণ লেখার সুযোগ দিত না। সুতরাং এই বক্সটির যথাযথ ব্যবহার করুন।

আপনি হয়তো জেনে অবাক হবেন, এই বিবরণী বক্সটি আপনার ভিডিওর এসইওর ক্ষেত্রে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। সুতরাং ভিডিও সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ তথ্য, ভিডিওর বিস্তারিত বিবরণ, এবং আলোচিত বিষয়ের সুবিধা ও অসুবিধা, বিশেষ ফিচার সবকিছু এই বিবরণী বক্সে তুলে ধরুন। এছাড়া আপনার দর্শকদের জন্য বিশেষ বার্তা, আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমের লিংক ও অন্যান্য ভিডিও লিংক এখানে শেয়ার করতে পারবেন।

bufferapp

সুতরাং একটি ভিডিও সার্বিকভাবে সুন্দর করতে ভিডিওর বিবরণ বক্সটি যথাযথভাবে পূরণ করুন। নিয়মিত প্রত্যেকটি ভিডিওর বিস্তারিত বিবরণ লিখলে আপনার চ্যানেলটি খুব দ্রুত র‌্যাংকিংয়ের ওপরের সারিতে জায়গা করে নিতে পারে।

তাই আপনি যদি প্রতিটি ভিডিও আপলোডের সময় যথাযথ শিরোনাম, বিবরণ ও ট্যাগ লিখতে পারেন এবং সেই  সাথে ভিডিওর জন্য আকর্ষণীয় থাম্বনেইল তৈরি করতে পারেন, তবে অচিরেই আপনি সাফল্যের মুখ দেখবেন বলে আশা করা যায়। কেননা এই কাজগুলো ঠিকঠাক করতে পারলে আপনার ভিডিও অন্যদের চেয়ে বেশি  আকর্ষণীয় হয়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *