আইইএলটিএস: যদি কাঙ্ক্ষিত স্কোর অর্জনে ব্যর্থ হন কী করবেন?

আইইএলটিএস পরীক্ষা দিয়েছেন, কিন্তু ফলাফল সন্তোষজনক হয়নি। যে প্রতিষ্ঠানে পড়ার কিংবা কাজ করার স্বপ্ন দেখছেন তাদের গ্রহণযোগ্যতা অনুসারে আপনার স্কোর খুবই কম। অথবা যে দেশে পড়তে যেতে চাইছেন তার জন্য আপনার স্কোর অপ্রতুল। কী করবেন সে ক্ষেত্রে? এতো দিনের ধৈর্য, পরিশ্রম যখন কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে আসতে ব্যর্থ হয়, তখন কী করা যায় উঠে দাঁড়ানোর জন্য?

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

হতাশ হওয়ার মতো কিছু হয়নি। আপনার সামনে এখনো অনেক পথ খোলা আছে স্বপ্নের পথে পাড়ি জমানোর জন্য।

Source: ieltscanadatest.com

পুনরায় আইইএলটিএস পরীক্ষা দিতে পারেন ভালো ফলাফলের জন্য

যখন কাঙ্ক্ষিত স্কোর অর্জন করতে ব্যর্থ হন, তাহলে আপনার জন্য প্রথম উপায় হচ্ছে পুনরায় পরীক্ষায় বসা। আইইএলটিএসএর নিয়মানুযায়ী পুনরায় পরীক্ষায় বসা খুব সহজ। ইংরেজি দক্ষতা যাচাইয়ের অন্য পরীক্ষাগুলোর মতো একবার পরীক্ষা দেওয়ার কতদিন পর পুনরায় পরীক্ষায় বসতে পারবেন, এরকম কোনো বাঁধা ধরা নিয়ম আইইএলটিএস পরীক্ষার জন্য নেই। একবার পরীক্ষা দেওয়ার পর পুনরায় যেকোনো সময় আবার পরীক্ষার জন্য নিবন্ধন করতে পারেন। তার জন্য নির্দিষ্ট কোনো সময় অপেক্ষা করতে হবে না। পরীক্ষার ফলাফল খারাপ হলে ঠিক পরের তারিখের জন্যই আবার আবেদন করতে পারেন, যদি নিজেকে প্রস্তুত মনে করেন।

যদিও আইইএলটিএস এর স্কোর খারাপ হলে এটা সবচেয়ে উপযুক্ত পথ, সামনে ভালো করার জন্য। কিন্তু এটাই একমাত্র পথ নয়। এমনকি এটা আপনার জন্য সবচেয়ে ভালো উপায় নাও হতে পারে। চলুন পুনরায় পরীক্ষায় না বসে কী করে আপনার ফলাফলের যথার্থ ব্যবহার করতে পারেন সে পথগুলো জেনে নেওয়া যাক।

{ "slotId": "", "unitType": "in-article", "pubId": "pub-6767816662210766" }
Source: www.wes.org

যে প্রতিষ্ঠানে যেতে চান তার জন্য যখন আপনার আইইএলটিএস স্কোর তুলনামূলক কম

যে প্রতিষ্ঠানে আবেদন করেছেন ঐ প্রতিষ্ঠানের অ্যাডমিশন অফিসে কথা বলুন

আপনার আইইএলটিএস স্কোর যদি কোনো প্রতিষ্ঠানের গ্রহণযোগ্য স্কোরের তুলনায় কম হয় তবে এমন নয় যে আপনার জন্য ঐ প্রতিষ্ঠানের দরজা বন্ধ হয়ে যাবে। অনেক সময় স্কোর কম হলেও আপনার একাডেমিক ও প্রফেশনাল পটভূমি আপনাকে সাহায্য করতে পারে পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে। কিছু শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডমিশন অফিস আইইএলটিএস স্কোরের ব্যাপারে নমনীয় হয়ে থাকে। তাই আগেই হতাশ না হয়ে প্রতিষ্ঠানের সাথে কথা বলুন।

অনেক ক্ষেত্রে কিছু বিশ্ববিদ্যালয় স্কোর কম হলে কিছু শর্ত আরোপ করে ভর্তি হবার অনুমতি দিয়ে থাকে। যেমন, আপনাকে হয়তো বাড়তি কোনো ইংরেজি কোর্স করতে হতে পারে।

Source: blog.abaenglish.com

অন্য বিশ্ববিদ্যালয় গুলোতে চেষ্টা করুন যেখানে গ্রহণযোগ্য আইইএলটিএস স্কোর কম চাওয়া হয়

যে  বিশ্ববিদ্যালয়ের কথা ভেবেছেন সেখানে আপনার স্কোর গ্রহণযোগ্য না হলেও, এমন অনেক বিশ্ববিদ্যালয় আছে যারা কম আইইএলটিএস স্কোর গ্রহণ করে। বিশ্ববিদ্যালয়ভেদে আইইএলটিএস স্কোরের গ্রহণযোগ্য মানদণ্ড পরিবর্তিত হয়। কোনো একটি বিশ্ববিদ্যালয়ের জন্য হয়তো আপনার স্কোর খারাপ, কিন্তু সব বিশ্ববিদ্যালয়ের জন্য নয়। আইইএলটিএস সম্পর্কিত ইতিপূর্বে প্রকাশিত “আইইএলটিএস (IELTS) স্কোর কতো হলে ভালো স্কোর বলবেন?” শিরোনামের লেখাটি থেকে নিশ্চয়ই ধারণা পেয়েছেন, খারাপ এবং ভালো স্কোরের মধ্যে পার্থক্য। এক্ষেত্রে খারাপ-ভালো বেশ আপেক্ষিক। বিশ্ববিদ্যালয় ও দেশ ভেদে এই মান পরিবর্তিত হয়ে থাকে। তাই একটি দরজা বন্ধ হলে বন্ধ দরজার সামনে কান্নাকাটি না করে যে দরজাগুলো খোলা আছে, সেগুলো দিয়ে প্রবেশ করার চেষ্টা করুন।

Source: www.udemy.com

ইংরেজি দক্ষতা যাচাইয়ের অন্য পরীক্ষাগুলো চেষ্টা করুন

বিশ্বব্যাপী ইংরেজি দক্ষতার মাপকাঠি হিসেবে আইইএলটিএস সর্বাধিক গ্রহণযোগ্য হলেও আরো বেশ কিছু পরীক্ষা আছে যেগুলো আইইএলটিএস এর পরিবর্তে ব্যবহার করতে পারেন। আইইএলটিএস হয়তো আপনার স্বাচ্ছন্দ্যের জায়গা নয়। আপনি স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং যে প্রতিষ্ঠানে যেতে চাইছেন তাদের জন্যও গ্রহণযোগ্য এরকম অন্য ইংরেজি দক্ষতার পরীক্ষা খুঁজে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসে যান। আইইএলটিএসএর পরেই সবচেয়ে গ্রহণযোগ্য ইংরেজি দক্ষতার পরীক্ষাগুলোর মধ্যে একটি হলো টোফেল। অনেক পরীক্ষার্থীর কাছে টোফেল, আইইএলটিএস পরীক্ষার চেয়ে অপেক্ষাকৃত সহজ মনে হতে পারে। এছাড়াও আরো বেশ কিছু পরীক্ষা আছে যেগুলো গ্রহণযোগ্যতা অনুসারে বাছাই করতে পারেন।

অভিবাসনের জন্য যখন আপনার স্কোর প্রকৃতপক্ষেই বেশ কম

অভিবাসনের নিয়ম অনুযায়ী আইইএলটিএস স্কোর কম হলে ভিসার জন্য আর তেমন কিছুই করার থাকে না। আর নিয়ম তো নিয়মই। তাই যদি স্কোর খুব বেশি কম এবং উপরে উল্লেখিত উপায় গুলো কাজে না লাগে, তবে নিন্মলিখিত উপায়গুলো কাজে লাগতে পারে।

ভিন্ন ক্যাটাগরির ভিসার জন্য আবেদন করুন

আইইএলটিএস সম্পর্কিত আগের লেখা গুলো পড়ে থাকলে “আইইএলটিএস: শীর্ষ বিশ্ববিদ্যালয় ও দেশ গুলোর জন্য আবশ্যক আইইএলটিএস স্কোর।” শিরোনামের লেখাটি থেকে ইতিমধ্যে জেনেছেন কিছু দেশে ভিসার ক্যাটাগরি অনুযায়ী গ্রহণযোগ্য আইইএলটিএস স্কোরে ভিন্নতা দেখা যায়। যেমন নিউজিল্যান্ডের জন্য যদি আপনি দক্ষ অভিবাসন ভিসার (Skilled Migrant Visa) জন্য আবেদন করতে চান, তবে তার জন্য আইইএলটিএস স্কোর প্রয়োজন হবে ৬.৫। আপনি এই স্কোর অর্জন করতে সক্ষম না হলে অন্য ক্যাটাগরিতে আবেদন করতে পারেন। কিংবা যদি এমন হয় যে আপনার স্ত্রী কিংবা স্বামী ৬.৫ স্কোর করতে পারে, তবে তার স্ত্রী কিংবা স্বামী হিসেবে ৫.০ স্কোর নিয়েও একই ভিসা ক্যাটাগরিতে আবেদন করতে পারেন। অথবা চাইলে দক্ষ অভিবাসন ভিসার (Skilled Migrant Visa) পরিবর্তে এসেন্সিয়াল স্কিলড ওয়ার্ক ভিসার (Essential Skills Work Visa) জন্য আবেদন করতে পারেন।

Source: canadaupdates.com

আইইএলটিএস এর সমকক্ষ অন্য পরীক্ষাগুলো চেষ্টা করুন

আগেই বলা হয়েছে আইইএলটিএস পরীক্ষার স্কোর যদি কম হয় তবে সমকক্ষ অন্য যে কোন ইংরেজি দক্ষতার পরীক্ষা দিতে পারেন। বিশ্ববিদ্যালয় গুলোর জন্য যেমন আইইএলটিএস এর পরিবর্তে ইংরেজি দক্ষতার অন্য পরীক্ষা গুলো গ্রহণযোগ্য তেমনি অভিবাসন অফিস গুলোর জন্যও একই ভাবে প্রযোজ্য।

মানুষ তার আশার সমান বড়। কিন্তু প্রত্যাশা পূরণের জন্য প্রয়োজন অনুশীলন, কঠোর শ্রম, চেষ্টা আর ধৈর্যের। আপনার স্কোর যদি ৫.০ কিংবা তার কম হয়ে থাকে তবে আপনি ঐ মুহূর্তে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি কিংবা অভিবাসনের জন্য প্রস্তুত নন। আবার তৎক্ষণাৎ পুনরায় পরীক্ষা দেওয়া আপনার জন্য সঠিক সিদ্ধান্ত হবে না। সে ক্ষেত্রে আপনার প্রয়োজন আরো ভালো করে প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসা

Feature Image: shutterstock.com

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *