আইইএলটিএস স্পিকিং প্রস্তুতির A টু Z (১ম পর্ব)

আইইএলটিএস পরীক্ষার অন্য অংশগুলোর তুলনায় স্পিকিং হচ্ছে সবচেয়ে ছোট কিন্তু অপেক্ষাকৃত জটিল অংশ। এর দৈর্ঘ্য ১১ থেকে ১৫ মিনিট পর্যন্ত হতে পারে। অনেক পরীক্ষার্থীর কাছেই আইইএলটিএস স্পিকিং পরীক্ষা এক ভীতির নাম। ব্যক্তিগত সাক্ষাৎকারের ক্ষেত্রে আইইএলটিএস স্পিকিং খুব সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ একটি পর্ব। এর জন্য প্রয়োজন হয় গভীর মনোযোগ, সৃষ্টিশীলতা এবং ইংরেজি ভাষায় দক্ষতা।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

পরীক্ষার সময় মাথা ঠাণ্ডা রেখে আত্মবিশ্বাসের সাথে উত্তর করা খুব জরুরী। সতর্কতার সাথে শান্ত হয়ে প্রশ্ন বুঝে উত্তর করুন ভালো ফলাফলের জন্য। কিন্তু সতর্ক থাকা আবার মাথাও ঠাণ্ডা রেখে পরীক্ষা দেয়ার ব্যাপারটা কেমন যেন পৃথিবীর দুই মেরুর মতো শোনাচ্ছে তাই না? যখন পরীক্ষার নাম শুনলেই জ্বর আসতে শুরু করে আমাদের। কিন্তু জ্বর আসলে চলবে না। কারণ আত্মবিশ্বাস এ অংশে পরীক্ষায় ভালো ফলাফলের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে। আত্মবিশ্বাস রাখতে হবে, ঠিকঠাক উত্তর করতে হবে। কীভাবে এই কঠিন কাজটা সহজে অর্জন করা যায়, চলুন তা জেনে নেয়া যাক।

Source: ielts-toefl-tehran.com

মনে আছে, ছেলেবেলায় পরীক্ষার সময় বাবা, মা কিংবা পরিচিত কাউকে নিয়ে যেতেন পরীক্ষার কেন্দ্রে? চেনা মানুষজন দেখে আত্মবিশ্বাসে পূর্ণ হয়ে পরীক্ষার হলে ঢুকতেন। তারপর যদি সিট পড়তো বন্ধুর সাথে তাহলে তো আর খুশির সীমা নেই। তবে আইইএলটিএস পরীক্ষার কেন্দ্রে বন্ধু কিংবা পরিবারের কাউকে নিয়ে যেতে পারবেন না। তাই যেটা করতে হবে, পরীক্ষার প্রশ্নের ধরন আর সম্ভাব্য প্রশ্নগুলোর সাথে আপনাকে পরিচিতি বাড়িয়ে তুলতে হবে। বন্ধুত্ব করুন তাদের সাথে। যতো বেশী অনুশীলন করবেন, আপনার আত্মবিশ্বাস ততোটাই অটুট থাকবে।

এই লেখাটিতে আইইএলটিএস স্পিকিং এর যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে সেগুলো হলো,

{ "slotId": "", "unitType": "in-article", "pubId": "pub-6767816662210766" }
  • আইইএলটিএস স্পিকিং এর প্রাথমিক ধারনা।
  • আইইএলটিএস স্পিকিং এর বিষদ আলোচনা (পর্ব- ১, পর্ব- ২, পর্ব- ৩)।
  • আইইএলটিএস স্পিকিং এর প্র্যাকটিস টেস্ট ও তার বিভিন্ন উৎস।
  • আইইএলটিএস স্পিকিং স্কোরিং।
  • আইইএলটিএস স্পিকিং অনুশীলনের অন্যান্য উৎস।
Source: speaking-tips.com

আইইএলটিএস স্পিকিং: প্রাথমিক ধারণা

আগের লেখাগুলো থেকে আমরা জানি, আইইএলটিএস পরীক্ষা মূলত দুইটি অংশে বিভক্ত।

১। লিখিত পর্ব

২। ব্যক্তিগত সাক্ষাৎকার

লিখিত অংশে শুনে কিংবা পরে প্রশ্ন বুঝে প্রশ্নের উত্তর খাতায় লেখতে হয়। আর ব্যক্তিগত সাক্ষাৎকার অংশে পরীক্ষকের প্রশ্ন শুনে, বুঝে, মুখে উত্তর করতে হয়। লিসেনিং, রাইটিং, রিডিং এই অংশগুলোতে প্রশ্নের উত্তরের জন্য কাগজ ব্যবহার করতে হয়। শুধুমাত্র স্পিকিং অংশে পরীক্ষকের প্রশ্ন শুনে সরাসরি মৌখিক উত্তর করতে হয়।

লিসেনিং, রাইটিং, রিডিং টেস্ট এক সিটিং এ শেষ হয় আর স্পিকিং সাধারণত আলাদাভাবে নেয়া হয়। অধিকাংশ ক্ষেত্রে সবগুলো অংশের পরীক্ষা রাখা হয় একই দিনে। কিন্তু অনেক ক্ষেত্রে আবার এক সপ্তাহের গ্যাপ থাকতে পারে। আপনি যখন নিকটস্থ রেজিস্ট্রেশন কেন্দ্রে রেজিস্ট্রেশন করবেন তখনই আপনাকে এই সম্পর্কে জানিয়ে দেওয়া হবে।

Source: magoosh.com

স্পিকিং পরীক্ষার জন্য আপনি যখন নির্দিষ্ট রুমে প্রবেশ করবেন পরীক্ষক আপনাকে অভিবাদন জানানোর জন্য অপেক্ষা করবেন। তারপর তিনি আপনাকে আপনার নিজের সম্পর্কে বলতে বলবেন। এবং এর মাধ্যমেই শুরু হবে ইংরেজি ভাষায় কথা বলার দক্ষতা যাচাইয়ের পরীক্ষার স্পিকিং অংশ। এই অংশে প্রশ্নোত্তর পর্ব কেমন হতে পারে সে সম্পর্কে ধারণা পাবার জন্য ভিডিও লিংকে গিয়ে দেখে নিতে পারেন, কীভাবে প্রশ্নগুলো করা হয় এবং সেই অনুযায়ী উত্তর করতে হয়। এই ভিডিওটিতে ৭.৫ আইইএলটিএস স্কোর অর্জনকারী একজন পরীক্ষার্থীর স্পিকিং অংশে উত্তর করার ধরন দেখে সহজেই ধারণা করতে পারবেন, আপনার কাঙ্ক্ষিত ফলাফলের জন্য কতোটুকু দক্ষতা প্রয়োজন।

আইইএলটিএস স্পিকিং অংশের পরীক্ষায় তিনটি পার্ট থাকে।

Source: ieltsadvantage.com

আইইএলটিএস স্পিকিং পার্ট- ১

এই পার্টে আপনাকে আপনার নিজের পরিচয় দিতে হবে এবং নিজের সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর করতে হবে। এই অংশ ৪ থেকে ৫ মিনিট পর্যন্ত দীর্ঘ হয়ে থাকে সাধারণত। আইইএলটিএস স্পিকিং এর প্রস্তুতি সম্পর্কেও জানতে চাওয়া হতে পারে। এ সম্পর্কে আপনার অভিজ্ঞতা জানতে চাইতে পারেন পরীক্ষক। ছোট খাটো বিষয়ে সাধারণ প্রশ্ন উত্তরের মাধ্যমে আলোচনা হয়ে থাকে এই অংশে। মনে করুন এই মাত্র কারো সাথে আপনার পরিচয় হয়েছে সে ক্ষেত্রে যে ধরনের আলাপ হতে পারে সেই ধরনের কথা-বার্তা নিয়েই এই অংশটি।

আইইএলটিএস স্পিকিং পার্ট- ২

এই অংশটিকে “লং টার্ন” বলা হয়। এখানে আপনাকে একটা টপিক নিয়ে বলতে বলা হবে। কিছু প্রশ্ন ও কিছু সাব পয়েন্ট দিয়ে দেওয়া হবে। এক মিনিট সময় দেওয়া হবে প্রস্তুতি নেবার জন্য এবং আপনাকে দুই মিনিটের বক্তৃতা প্রস্তুত করতে হবে। দুই মিনিটের সংক্ষিপ্ত স্পিচ শেষ হলে স্পিচের পরিপ্রেক্ষিতে আপনি কিছু ফলো-আপ প্রশ্নের মুখোমুখি হতে পারেন।

Source: sayaeducationals.com

আইইএলটিএস স্পিকিং পার্ট- ৩

এই অংশে মূলত আলোচনার মাধ্যমে ইংরেজি বলতে পারার দক্ষতা যাচাই করা হয়। প্রথম পার্ট আর এই পার্টের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে আপনার নিজের চিন্তা-ভাবনা ও সাধারণ জ্ঞানের পরিধি আপনাকে সাহায্য করবে আপনার বিষয়ে পরীক্ষকের মনে ইতিবাচক ছাপ ফেলতে। দ্বিতীয় পার্টে যে বিষয়ে আপনাকে বলতে বলা হয়েছে, এই অংশে ঐ বিষয়ের বিষদ আলোচনা করা হবে প্রশ্ন উত্তরের মাধ্যমে। তবে এই অংশে প্রশ্নের ধরন আগের দুই ধাপ অপেক্ষা অপেক্ষাকৃত জটিল। কারন পরীক্ষক এই অংশে আপনার কাছ থেকে আপনার মতামত ও আপনার বিশ্লেষণী ক্ষমতা যাচাই করতে চাইবেন। যেমন মনে করুন, দ্বিতীয় পার্টে পরীক্ষক ছেলেবেলার সবচেয়ে প্রিয় স্মৃতি সম্পর্কে জানতে চাইলো। পার্ট- ৩ এ পরীক্ষক জানতে চাইতে পারে “একজন মানুষের সুখী হবার জন্য কী কী করা উচিৎ?” দুইটি প্রশ্নেই আনন্দ বিষয়টি প্রাধান্য পেয়েছে।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

উপরের আলোচনা থেকে স্পিকিং টেস্ট সম্পর্কে কিছুটা হলেও ধারণা পাওয়া গিয়েছে। আইইএলটিএস এর পরবর্তী অংশে কীভাবে স্পিকিং টেস্টের জন্য প্রস্তুতি নিতে পারেন এবং এর বিভিন্ন উৎস গুলো নিয়ে আলোচনা করা হবে।

Featured Image: magoosh.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *