আইইএলটিএস: শীর্ষ বিশ্ববিদ্যালয় ও দেশ গুলোর জন্য আবশ্যক আইইএলটিএস স্কোর

আইইএলটিএস সম্পর্কিত আগের লেখা গুলো থেকে জানতে পেরেছেন, আইইএলটিএস কেন দেওয়া প্রয়োজন? আইইএলটিএস দিতে হলে আপনাকে কী কী করতে হবে? জেনেছেন কীভাবে স্কোর হিসেব করা হয়। শুধু পরীক্ষা দেওয়ার নিয়ম জানলে কি আর আপনার লক্ষ্য অর্জন হবে?

আপনার মূল লক্ষ্য হচ্ছে নির্দিষ্ট কোনো দেশ কিংবা কোন্য বিশ্ববিদ্যালয় যেখানে আপনি পড়তে যেতে চান। সেখানে পড়তে যাবার জন্যই আইইএলটিএস পরীক্ষা দেওয়া প্রয়োজন। তাহলে চলুন জেনে নেওয়া যাক  কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় কিংবা দেশে পড়তে যেতে হলে সর্বনিন্ম কতো স্কোর গ্রহণযোগ্য।

এই লেখাটিতে শীর্ষ কিছু বিশ্ববিদ্যালয়ে ও দেশে আইইএলটিএস স্কোর কতো প্রয়োজন সে সম্পর্কে আলোচনা করা হলো।

শীর্ষ বিশ্ববিদ্যালয় গুলোর জন্য আবশ্যক আইইএলটিএস স্কোর

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

২০১৮ সালে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবশ্যক আইইএলটিএস স্কোর ছিল ৭.০। যার মধ্যে পরীক্ষার প্রতিটি অংশে আপনাকে কমপক্ষে ৭.০ পেতে হবে। অর্থাৎ লিসেনিং, রাইটিং, স্পিকিং এবং রিডিং প্রত্যেকটি অংশে আপনাকে আলাদা আলাদা করে ৭.০ পেতে হবে। এর মধ্যে কোনটিতে যদি ৬.৫ পান কিন্তু গড় থাকে ৭.০ তবে এখানে আবেদন করার কোনো সুযোগ থাকবে না আপনার জন্য।

২০১৯ সালে আবার এই নিয়মের পরিবর্তন হয়েছে। যারা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ইচ্ছা পোষণ করেন তাদের আইইএলটিএস এর যে কোনো একটি স্কোর জমা দিতে হবে, স্ট্যান্ডার্ড লেভেল স্কোর অথবা হায়ার লেভেল স্কোর। স্ট্যান্ডার্ড লেভেল স্কোরের জন্য সর্বনিন্ম স্কোর চাওয়া হয়েছে ৭.০। যার মধ্যে প্রতিটি অংশের ন্যুনতম স্কোর হতে পারবে ৬.৫। যদি বায়োমেডিক্যাল সাইন্স, কম্পিউটার সাইন্স, গণিত, গণিত ও কম্পিউটার সাইন্স, গণিত ও পরিসংখ্যান এই শাখা গুলোতে পড়তে যেতে চান তবে আপনাকে এই স্কোর অর্জন করতেই হবে।

Source: magoosh.com

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়

২০১৯ অ্যাকাডেমিক বছরে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে যদি ভর্তি হতে চান তবে আপনার আইইএলটিএস পরীক্ষার স্কোর হতে হবে কমপক্ষে ৭.৫। মোটামুটি প্রায় সব বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের জন্য আইইএলটিএস স্কোর ৭.০ অথবা এর বেশি চাওয়া হয়। গ্রাজুয়েট লেভেলের শিক্ষার্থীগণ যে বিশ্ববিদ্যালয়ে পড়তে যেতে চান ঐ সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের জন্য আইইএলটিএস স্কোর কতো চাওয়া হয় দেখে নিতে পারেন।

Source: magoosh.com

ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি (এমআইটি)

২০১৮ সালের তথ্য মতে এমআইটি আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে আইইএলটিএস স্কোর গ্রহণ করে না। আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি হতে চাইলে টোফেল স্কোর দিয়ে আবেদন করতে হবে। তবে গ্রাজুয়েট প্রোগ্রামের জন্য আইইএলটিএস স্কোর গ্রহণযোগ্য। গ্রাজুয়েটদের জন্য আইইএলটিএস স্কোর সর্বনিন্ম ৭.০ হতে হয় তবে আপনি কোন ডিপার্টমেন্টে ভর্তি হতে চান তার উপর নির্ভর করে স্কোরের তারতম্য হতে পারে।

Source: magoosh.com

দেশগুলোর জন্য আবশ্যক আইইএলটিএস স্কোর

অস্ট্রেলিয়া

কোন ধরণের ভিসার জন্য আবেদন করবেন সে হিসেবে আইইএলটিএস স্কোর ভালো নাকি খারাপ বুঝতে পারবেন। ভিন্ন ভিন্ন ক্যাটাগরির জন্য আইইএলটিএস স্কোর কতো হতে হবে সেটি নির্ধারিত হয়। কোনো ক্যাটাগরিতে ভিসার জন্য আবেদন করতে হলে স্কোর সর্বনিন্ম কতো হতে হবে তার তালিকা নিচে দেওয়া হলো,

ফাংশনাল: সব মিলিয়ে গড় আইইএলটিএস স্কোর হতে হবে ৪.৫।

ভোকেশনাল: প্রত্যেক ক্যাটাগরিতে ন্যূনতম স্কোর হতে হবে ৫.০ (অর্থাৎ রিডিং, লিসেনিং, স্পিকিং, রাইটিং প্রত্যেক অংশে কমপক্ষে ৫.০ পেতে হবে)।

কমপিটেন্ট: প্রত্যেক ক্যাটাগরিতে ন্যূনতম স্কোর হতে হবে ৬.০ (অর্থাৎ রিডিং, লিসেনিং, স্পিকিং, রাইটিং প্রত্যেক অংশে কমপক্ষে ৬.০ পেতে হবে)।

প্রফিসিয়েন্ট: প্রত্যেক ক্যাটাগরিতে ন্যূনতম স্কোর হতে হবে ৭.০ (অর্থাৎ রিডিং, লিসেনিং, স্পিকিং, রাইটিং প্রত্যেক অংশে কমপক্ষে ৭.০ পেতে হবে)।

সুপিরিওর: প্রত্যেক ক্যাটাগরিতে ন্যূনতম স্কোর হতে হবে ৮.০ (অর্থাৎ রিডিং, লিসেনিং, স্পিকিং, রাইটিং প্রত্যেক অংশে কমপক্ষে ৭.০ পেতে হবে) এবং যে কোনো হিসেবে এটি বেশ ভালো স্কোর।

অস্ট্রেলিয়ায় মাইগ্রেসনের গ্রহণযোগ্যতা হিসেব করা হয় পয়েন্ট সিস্টেমে। আপনার ইংরেজি যদি প্রফিসিয়েন্ট অথবা সুপিরিয়র লেভেলের হয় তবে এটি আপনার জন্য আলাদা পয়েন্ট যোগ করবে (প্রফিসিয়েন্ট লেভেলের জন্য ১০ এবং সুপিরিয়র লেভেলের জন্য ২০ পয়েন্ট)। এই অতিরিক্ত পয়েন্ট আবেদনের গ্রহণযোগ্যতার সম্ভাবনা বাড়িয়ে দিবে।

Source: thestudenthousingcompany.com

কানাডা

অস্ট্রেলিয়ার মতো কানাডাতেও ভিসার জন্য আবেদন করতে গিয়ে কতো স্কোর করতে হবে তা নির্ভর করে আপনি কোন ধরণের ভিসার জন্য আবেদন করছেন তার উপর। এখানে আবেদনের জন্য আপনার আইইএলটিএস স্কোর সিএলবি (কানাডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চ মার্ক) লিস্টে রেখে নির্ণয় করা হবে। সিএলবি ইংরেজি ও ফ্রেঞ্চ ভাষার দক্ষতার মাপকাঠি প্রকাশ করে। ক্যালকুলেটর টুল ব্যবহার করে আইইএলটিএস স্কোর ইমিগ্রেসনের সর্ত অনুযায়ী রূপান্তর করে আবেদন পত্রের সাথে জমা দিতে হয় কানাডা অভিবাসনের আবেদন করতে চাইলে।

নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডে যেতে চাইলে আইইএলটিএস স্কোর কতো হতে হবে সেটা যে বিশ্ববিদ্যালয়ে যেতে চাচ্ছেন তার উপর নির্ভর করে। উদাহরণ স্বরূপ বলা যায় আপনি যদি নিউজিল্যান্ডে ইউনিভার্সিটি অব অকল্যান্ডে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের জন্য যেতে চান তবে আপনার স্কোর সর্বনিন্ম হতে হবে ৬.০। আবার গ্রাজুয়েট প্রোগ্রামে যেতে চাইলে স্কোর দরকার হবে ৬.৫। তবে ভিসার ধরণের উপর নির্ভর করে স্কোর কতো লাগবে তার তারতম্য হয়ে থাকে।

বিনিয়োগকারী (Investor): গড় স্কোর ৩.০ বা তার বেশী হতে হবে।

উদ্যোক্তা (Entrepreneur): গড় স্কোর ৪.০ বা তার বেশী হতে হবে।

পিতা মাতা ক্যাটাগরি (Parents Category): দুটি ক্যাটাগরিতে কমপক্ষে ৪.০ থাকতে হবে।

দক্ষ অভিবাসী (Skilled Migrant): গড় স্কোর ৬.৫ বা তার বেশী হতে হবে।

বিস্তারিত জানতে ওয়েব সাইটে দেখে নিতে পারেন।

যুক্তরাজ্য (ইউকে)

ইউকে যেতে চাইলে স্কোর কাউন্সিল অব ইউরোপস কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক এর ফ্রেমের বর্ণনা অনুযায়ী পরিবর্তিত করে ভিসার জন্য আবেদন করতে হয়। আইইএলটিএস স্কোর তুলনা করার ক্যালকুলেটরে হিসেব করে কাউন্সিল অব ইউরোপস কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক এর ফরম্যাটে জমা দিতে হয় (এ-১ থেকে সি-২) আবেদন পত্রের সাথে।

Source: unitedkingdomtravelguide.com

অভিবাসনের জন্য স্কুল কিংবা প্রতিষ্ঠানও অনুদান দিতে পারে সে ক্ষেত্রে তাদের চাহিদা অনুযায়ী স্কোর করে আবেদন করতে হবে। তবে মোটামুটি ভাবে সর্বনিন্ম ৫.৫ স্কোর হলে আবেদন করতে পারেন। আগেই বলা হয়েছে প্রতিষ্ঠান ভেদে স্কোরের শর্ত পরিবর্তন হতে পারে।

যুক্তরাষ্ট্র (ইউএসএ)

ইউএসএ এমন একটি দেশ যেখানে আইইএলটিএস এর সর্বনিন্ম কতো স্কোর হলে আবেদন করতে পারবেন এ সম্পর্কে কিছুই স্পষ্ট করে বলা নেই। যে বিশ্ববিদ্যালয়ে যে ডিপার্টমেন্টে যেতে চাইছেন তার শর্ত অনুযায়ী স্কোর নিয়ে আবেদন করতে হবে আপনাকে। তবে মোটামুটি ভাবে কমপক্ষে ৬.৫ টার্গেট ঠিক করতে হবে যদি ইউএসএ যেতে চান আপনি।

এ পর্যন্ত অল্প বিস্তর ধারণা হয়েছে আইইএলটিএস টেস্ট দিয়ে বাইরে যেতে হলে মোটামুটি কতো স্কোর করতে হবে। আপনি যদি শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয় গুলোতে যেতে চান তবে আপনাকে কমপক্ষে ৭.০ পেতে হবে আইইএলটিএস এ। আর যদি শীর্ষ স্থানীয় প্রতিষ্ঠান গুলো আপনার উদ্দেশ্য না থাকে তবে ৬.০ কিংবা ৬.৫  স্কোর নিয়েও আবেদন করতে পারেন।

Feature Image: conects.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *