মানুষের জীবন আসলে অসংখ্য দক্ষতার সমাহার। শিশুকালে হাটি হাটি পা পা করে উঠে দাঁড়ানো থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জীবন পরিচালনা করতে অসংখ্য দক্ষতার প্রয়োজন হয়। এমনকি আমরা শিশুদের স্কুলে পাঠায় দক্ষতা অর্জন করার জন্য। আমরা প্রতিনিয়ত এমন হাজারো দক্ষতা অর্জন করে চলি; খাইতে, উঠতে, বসতে, চলতে, চাকরি পেতে, ব্যবসা করতে, সঙ্গিনী খুঁজে পেতে, স্মার্ট হতে চাই নানান রকম দক্ষতা।
তেমনি আপনার যদি ব্যক্তিগত গাড়ি থাকে, অথবা অদূর ভবিষ্যতে গাড়ি কেনার ইচ্ছা থাকে তবে গাড়ি চালানোর জন্য আপনার কিছু বিশেষ দক্ষতা অর্জন করতে হবে। আজকের নিবন্ধ সুনির্দিষ্টভাবে ব্যক্তিগত গাড়ি থাকা মানুষদের জন্য কিছু বিশেষ দক্ষতা নিয়ে আলোচনা করব।
আপনি হয়তো ভাবতে পারেন, ব্যক্তিগত গাড়ি চালানোর জন্য ড্রাইভিং জানা এবং একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকাই যথেষ্ট। ব্যক্তিগত গাড়ি চালানোর ব্যাপারে আপনার ধারণা যদি এই হয় তবে গাড়ি চালাতে গিয়ে আপনি প্রতিনিয়ত নানান প্রতিবন্ধকতার সম্মুখীন হবেন। অর্থাৎ ব্যক্তিগত গাড়ি চালানোর জন্য শুধু ড্রাইভিং জানাই যথেষ্ট নয়। চলুন আরও বিস্তারিতভাবে জেনে নিন কী কী দক্ষতা প্রয়োজন।
১. বাইসাইকেল মেরামত করা
ব্যক্তিগত গাড়ি থাকার অর্থ শুধুমাত্র কার থাকা নয়। বাইসাইকেলও নিশ্চয়ই ব্যক্তিগত গাড়ির পর্যায়ে পড়ে। অসংখ্য তরুণ বাইসাইকেল চালাতে পছন্দ করে। এমনকি বিকালে বাইসাইকেল চালানো স্বাস্থ্যের জন্য ভালো। তাই অনেকে ব্যায়াম করার অংশ হিসেবে বাইসাইকেল চালায়।
কিন্তু হঠাৎ করে যদি পথের মধ্যে আপনার বাইসাইকেল নষ্ট হয়ে যায়, তখন কি করবেন? সাধারনত বাইসাইকেলে চেইন পড়ে যাওয়া, টায়ার পাংচার হওয়া, হাতল নড়বড়ে হয়ে যাওয়া, চাকার সাথে লতাপাতা জড়িয়ে যাওয়া, এ জাতীয় সমস্যার সৃষ্টি হয়।
সুতরাং বাইসাইকেল চালাতে হলে এই ধরনের সাধারন সমস্যার সমাধানের কৌশল আপনাকে জানতে হবে। প্রয়োজনে বাইসাইকেলের সাথে একটি ছোট্ট কাপড়ের টুল বক্স রাখতে পারেন, যার মধ্যে তাৎক্ষণিক বাইসাইকেল মেরামত করার উপযুক্ত কিছু সরঞ্জাম সংরক্ষণ করবেন। যখনই বাইসাইকেল নষ্ট হবে, এই টুলবক্স থেকে প্রয়োজনীয় সরঞ্জাম বের করে সাইকেলটি মেরামত করবেন।
২. ম্যানুয়াল ট্রান্সমিশন পদ্ধতিতে গাড়ি চালানোর দক্ষতা
ব্যক্তিগত গাড়ি কেনার ইচ্ছা থাকলে আপনাকে অবশ্যই ম্যানুয়াল ট্রান্সমিশন সিস্টেমের গাড়ি চালানো শিখতে হবে। কেননা ম্যানুয়াল ট্রান্সমিশন সিস্টেমের গাড়ি চালকরা স্বয়ংক্রিয় ট্রান্সমিশন সিস্টেমের গাড়ি চালকদের চেয়ে ইঞ্জিন সম্বন্ধে বেশি দক্ষ হয়ে থাকেন। এমনকি তারা গাড়ির সাধারণ সমস্যাগুলো সমাধান করতে পারেন।
তাছাড়া স্বয়ংক্রিয় ট্রান্সমিশন সিস্টেমের গাড়ির তুলনায় ম্যানুয়াল ট্রান্সমিশন সিস্টেমের গাড়ি অনেক বেশি জ্বালানি সাশ্রয়ী। ম্যানুয়াল ট্রান্সমিশন সিস্টেমের চালকরা গাড়ি ব্রেক করা, ড্রাইভিং করা, এবং সার্বিক তত্ত্বাবধানে অনেক বেশি দক্ষ হয়ে থাকে। যেকারণে তারা অন্যদের তুলনায় অধিক নিরাপদ থাকে।
তাছাড়া পৃথিবীর বেশিরভাগ গাড়ি ম্যানুয়াল ট্রান্সমিশন সিস্টেমের। সুতরাং আপনি যত দামি স্বয়ংক্রিয় গাড়ির মালিক হয়ে থাকেন না কেন, আপনাকে অবশ্যই ম্যানুয়াল ট্রান্সমিশন সিস্টেমের গাড়ি চালানো শিখতে হবে।
৩. কার মেরামতের সাধারণ দক্ষতা
ব্যক্তিগত কার থাকলে অবশ্যই তা মেরামতের সাধারণ দক্ষতা আপনার মধ্যে থাকতে হবে। কেননা কার নিয়ে দূরের যাত্রায় গেলে যে কোনো সময় আপনার গাড়ি বিকল হয়ে যেতে পারে। সাধারণত কারে যে ধরনের সমস্যা সৃষ্টি হয় তা অল্প পরিশ্রমেই সমাধানযোগ্য।
সুতরাং দূরের যাত্রায় নিরাপদ থাকতে হলে কার মেরামতের সাধারণ দক্ষতা গুলো আপনার মধ্যে থাকতে হবে। কেননা অচেনা কোনো রাস্তায় হঠাৎ গাড়ি বিকল হয়ে গেলে আপনি গাড়ি মেরামত করার মানুষ খুঁজে পাবেন না। তাছাড়া কাজ জানা থাকলে পথিমধ্যে অন্য কেউ এমন সমস্যায় পড়লে তাকেও সহযোগিতা করতে পারবেন। সুতরাং ব্যক্তিগত গাড়ি থাকলে তা মেরামতের সাধারণ দক্ষতা গুলো আপনার মধ্যে অবশ্যই থাকতে হবে।
৪. সমান্তরালভাবে গাড়ী পার্ক করা
সমান্তরালভাবে গাড়ি পার্ক করতে জানা কার চালকদের একটি সাধারণ দক্ষতা। ড্রাইভিং শেখানোর সময় এই দক্ষতাগুলো শেখানো হয়। কিন্তু আশ্চর্যজনকভাবে অসংখ্য মানুষ জানে না কিভাবে অন্য গাড়ির সমান্তরালে গাড়ি পার্ক করতে হয়!
আপনি যদি শহরের বাসিন্দা হয়ে থাকেন, এবং আপনার ব্যক্তিগত গাড়ি থাকে, তবে অবশ্যই আপনাকে জানতে হবে কিভাবে অন্য গাড়ির বাম্পার না ভেঙে অথবা রং নষ্ট না করে নিজের গাড়ি পার্ক করতে হয়। যদি আপনি সঠিকভাবে গাড়ি পার্ক করতে না জানেন তবে প্রতিনিয়ত বিভিন্ন জনের সাথে আপনার ঝগড়া সৃষ্টি হবে। এমনকি ব্যক্তিগত কার আপনার জন্য বিভীষিকাময় হয়ে উঠবে।
৫. চাবি ছাড়া গাড়ি স্টার্ট দেওয়া
আপনি নিশ্চয়ই অনেক হলিউড চলচ্চিত্রে এই দৃশ্যটি দেখে থাকবেন; সিনেমার নায়ক নায়িকাকে বাঁচানোর জন্য অন্য কারো গাড়ি চুরি করে চাবি ছাড়া গাড়ি স্টার্ট করে ছুটে যাচ্ছে। আপনার যদি ব্যক্তিগত গাড়ি থাকে তবে আপনাকেও এই দক্ষতা রপ্ত করতে হবে। তবে অন্য কারো গাড়ি চুরি করার জন্য নয়।
শুধু আপদকালীন অবস্থায়, যেমন চাবি হারিয়ে গেলে, অথবা চাবি ব্যবহার করে গাড়ি স্টার্ট করা না গেলে এই দক্ষতাটি কাজে লাগবে। তাছাড়া এই বিশেষ দক্ষতা অন্য কারো বিকল গাড়ি স্টার্ট করে দিতেও কাজে লাগে। অনেক সময় দূরের যাত্রায় গিয়ে গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়। এমনকি চাবিও কাজ করে না। এমন সময় আপনি যদি চাবি ছাড়া গাড়ি স্টার্ট করার সূত্র না জানেন তবে মহা বিপদে পড়বেন। সুতরাং ড্রাইভিং এবং সুন্দরভাবে গাড়ি পার্ক করতে জানার মত চাবি ছাড়া গাড়ি স্টার্ট করতে শিখুন।
এই দক্ষতাগুলো ছাড়াও ব্যক্তিগত গাড়ি চালানোর জন্য আরো অনেকগুলো দক্ষতার প্রয়োজন আছে। এমনকি উপরিউক্ত দক্ষতাগুলো ব্যক্তিগত গাড়ি না থাকলেও কখনো কখনো কাজে লাগে, বিশেষ করে বিপদের মুহূর্তে অন্য কাউকে সাহায্য করতে।