Job Interview এবং CV লেখার খুঁটিনাটি

সময়ের আরেক নাম টাকাও বলতে পারেন। আপনি যখন একটি CV লিখবেন তখন আপনাকে অবশ্যই কম কথায় আপনার working experience এবং যা কিছু আপনার CV তে উল্লেখ করার মত তা সংক্ষেপে তুলে ধরবেন। মনে রাখবেন সময় আর টাকা পরস্পর পরস্পরের রুপান্তর। আপনার চাকুরীদাতাকে আপনি যত কম কথায় impress করতে পারেন ততটাই ভাল।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

 

Switch from passive to active

যেকোন বাক্য passive অপেক্ষা active voice এ বেশি গ্রহণযোগ্য। যেমন- “the accounts were maintained…” এই কথাটি থেকে “account maintenance” – এই বাক্যটি বেশি আবেদনের সৃষ্টি করে। আপনি যা বলতে চান তা খুব সংক্ষেপে সুন্দর কিছু শব্দ দিয়ে তুলে ধরবেন।

Switch weak verbs for strong ones

CV তে weak verb অপেক্ষা strong verb ব্যবহার করবেন বেশি।  একটা উদাহরণ দিলেই ব্যাপারটা ভাল বোঝা যাবে। আপনি যদি বলেন- “formulated a marketing programme that integrated new policies and launched the company as a top 10 performer in the province” , অপরদিকে আপনি যদি বাক্যটিকে “responsible for marketing” বলেন, তাহলে ব্যাপারটি আরো বেশি আকর্ষণীয় হবে।

উপরের বাক্যটিতে কিছু weak-sounding verb যেমন “managed”, “was responsible for” অথবা “did” এবং “made” এই verb গুলো ব্যবহার না করে আপনি যদি clarified, expanded, initiated, inspired, investigated, informed, monitored  এই verb গুলো ব্যবহার করে তবে আপনার CV টি নিঃসন্দেহে অত্যাধিক গ্রহণযোগ্য হবে।

{ "slotId": "", "unitType": "in-article", "pubId": "pub-6767816662210766" }

Switch out vague words for specific ones

CV তে যখন আপনি আপনার বিভিন্ন এক্সপেরিএন্সের কথা লিখবেন তখন খেয়াল রাখবেন তা যেন খুব informative হয়। ঐ কাজটি করার আগে আপার কী ধারণা ছিল এবং পরবর্তীতে কী শিখলেন তা সংক্ষেপে তুলে ধরবেন।

SWAP TIMID LANGUAGE FOR CONFIDENT LANGUAGE

একটা CV একজন মানুষের প্রতিফলন। সুতরাং আপনার CV র ভাষা হতে হবে strongly impressive. আপনি যে প্রতিষ্ঠানে কাজ করবেন তার মালিক কিংবা বস আপনার কাছ থেকে খুব ভাল কিছু আশা করবেন এটাই স্বাভাবিক। কিন্তু সেক্ষেত্রে আপনি যদি আপনাকে একজন আত্মবিশ্বাসী মানুষ হিসেবে তুলে না ধরতে পারেন তবে ক্যারিয়ার গঠনে সেটা খুব একটা ভরসার কথা নয়। আপনার প্রকাশভঙ্গি যথেষ্ট ভরসাপূর্ণ হতে হবে।

কিছু শব্দ যথাসম্ভব কম ব্যবহার করার চেষ্টা করবেন। যেমন “possibly”, “maybe” and “sorry”, আবার কিছু কথা যেমন “if you wouldn’t mind” , “I hope” and “I would really appreciate” এই কথাগুলো এড়িয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন এই কথাগুলো মানুষের মনে কী প্রতিক্রিয়ার সৃষ্টি করে। আপনি যা বলতে চান তা খুব directly বলবেন।

 

 

 

 

One Comment

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *