উচ্চশিক্ষা অর্জন, বিদেশে কর্মসংস্থান, নিজের কর্মদক্ষতা বাড়ানো, নিজেকে একটু সমৃদ্ধ করার চেষ্টা, নতুন নতুন বন্ধু বানানো ইত্যাদি নানাবিধ কারণে আমাদের নতুন নতুন ভাষা শেখা আবশ্যক হয়ে উঠে। কিন্তু নতুন একটি ভাষা শেখা মোটেই সহজ কোনো কাজ না। এটাতে যে পরিমাণে পরিশ্রম আর সময় দরকার হয়, তাতে অনেকেই হতাশ হয়ে যান। তবে সহজে ও দ্রুত যে কোনো ভাষা শেখার জন্য সিনেমা, নাটক বা সিরিয়াল দেখে শেখা একটি কার্যকর প্রক্রিয়া, কারন এতে আপনি বিনোদন উপভোগ করার পাশাপাশি ভাষার উচ্চারণ শুনতে ও দৃশ্য সরাসরি দেখতে পারেন।
কিন্তু সঠিক উপায়ে সিনেমা না দেখার ফলে, আমরা অনেকই প্রচুর সিনেমা দেখার পরও ভাষা আয়ত্ত করতে পারি না। প্রথমত, সিনেমা দেখে সহজে ভাষা শিখতে চাইলে প্রচলিত ১০টি ভুল পন্থা বা ফাঁদ আপনাকে এড়িয়ে চলতেই হবে। কী সে ১০টি ভুল পন্থা? তা জানতে এ আর্টিকেলটি পড়ুন।
১. সহায়ক ছাড়াই সিনেমা দেখা
আপনি যে ভাষা শিখতে চান, সে ভাষার সিনেমাগুলো যদি শুধু গতানুগতিকভাবে দেখেন, কিন্তু সিনেমাকে ব্যাখ্যা ও বিশ্লেষণ করে উপলব্ধি না করেন; তবে আপনার শুধু সিনেমা দেখাই হবে, আপনি ভাষা আয়ত্ত করতে পারবেন না। কোনো একটি সিনেমা দেখলে, সে সিনেমার উপরে লিখিত বিভিন্ন আর্টিকেল পড়তে হবে এবং সিনেমার অধিকাংশ শব্দগুলোর অর্থ জানতে হবে।
এক্ষেত্রে বিভিন্ন অ্যাপস, ইউটিউব ভিডিও, গুগল, ডিকশনারি ইত্যাদি আপনার সহায়ক হিসেবে ভূমিকা পালন করতে পারে।
২. ভুল সিনেমা নির্বাচন
সিনেমা দেখে ভাষা শেখার ক্ষেত্রে সিনেমা নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ। কারণ কোনো ভাষার সব সিনেমাই ভাষা শেখার জন্য সমান উপকারী না। আপনি ভাষা শিখবেন, এ বিষয়টি মাথায় রেখে সিনেমা নির্বাচন করতে হবে। আপনি যদি প্রথমেই কঠিন পর্যায়ের সিনেমা দেখা শুরু করেন, তবে কিছুই বুঝতে পারবেন না। এজন্য প্রথমে এমন সিনেমা দেখতে হবে, যেটার কথোপকথনের ভাষা কিছুটা সহজ প্রকৃতির। সাধারণত শিশুদের জন্য তৈরিকৃত মুভিগুলোর ভাষা সহজ হয়। আবার প্রথমেই সাবটাইটেল ছাড়া সিনেমা দেখা ঠিক হবে না। অনেক সিনেমাতেই সাবটাইটেল থাকে না, এ বিষয়টার প্রতিও খেয়াল রাখতে হবে।
আবার সিনেমা নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন, সিনেমাটি যেনো আনন্দময় ও বিনোদনমূলক হয়। কারণ বিরক্তিকর সিনেমা দেখে আপনি সিনেমা দেখার সময়, তেমন কোনো মনোযোগ রাখতে পারবেন না। এসব বিষয় খেয়াল রেখে সিনেমা নির্বাচন করে, তারপর সে সিনেমা দেখুন, এতে খুব দ্রুত ভাষা আয়ত্ত করতে সক্ষম হবেন।
৩. নীরবতা
সিনেমা দেখার সময় নীরব থাকবেন না; তার অর্থ এটা না যে, সিনেমা দেখার সময় হৈচৈ করবেন, বরং নীরবতা বলতে মস্তিষ্ককে চিন্তা ও গবেষণা থেকে নিষ্ক্রিয় রাখাকে বোঝানো হচ্ছে। আপনি যে সিনেমা দেখছেন, তার কথপোকথন লক্ষ্য করুন, চরিত্রগুলো বিশ্লেষণ করুন এবং বাস্তবতার নিরিখে ব্যাখা করার চেষ্টা করুন। এতে আপনার মস্তিষ্ক সক্রিয় থাকবে এবং ভাষা দ্রুত রপ্ত করতে সক্ষম হবেন।
৪. আচ্ছন্ন হওয়া
সিনেমা দেখার ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি যেনো কোনভাবেই সিনেমার প্রতি আচ্ছন্ন হয়ে না পড়েন। এতে আপনার যে আসল উদ্দেশ্য যে ভাষা শেখা, এটা ব্যর্থ হয়ে আনন্দ ও বিনোদনই মূখ্য হয়ে উঠতে পারে।
সিনেমার প্রতি বিহ্বলতা দূর করতে একনজরে সিনেমাটি দেখে পুরো ঘটনা সম্পর্কে আগেই জেনে নিন। সম্পূর্ণ সিনেমা একটানা না দেখে, বরং বিরতি দিয়ে দেখুন এবং এ বিরতির সময়ে স্পিকিং অনুশীলন করতে পারেন। এভাবে আপনি সহজেই সিনেমার প্রতি আচ্ছন্নতা কাটিয়ে, ভাষা শেখার প্রতি অধিক মনোনিবেশ করতে পারেন।
৫. দ্রুতগতিতে দেখা
ভাষা শেখার নিমিত্তে সিনেমা দেখলে শুধু দ্রুতগতিতে দেখে শেষ করলেই চলবে না, বরং ধীরস্থিরভাবে দেখতে হবে; যাতে সিনেমাটি সম্পর্কে পরিপূর্ণ ধারণা অর্জন করতে পারেন। এজন্য প্রয়োজন হলে বার বার একই দৃশ্য দেখে সিনেমাটিকে ভালোভাবে উপলব্ধি করুন। অল্পকিছু বা ভাসাভাসা বুঝে দ্রুতগতিতে মুভি দেখে শেষ করে, আপনি সিনেমা থেকে তেমন কোনো উপকার লাভ করতে পারবেন না।
৬. প্রাথমিকভাবেই বোঝার প্রত্যাশা
আপনি প্রাথমিকভাবেই সিনেমার ভাষা পরিপূর্ণভাবে বুঝতে পারবেন না। এখন আপনি যদি প্রত্যাশা করেন, প্রথমেই আপনি সব বুঝে ফেলবেন, তাহলে ভুল ভেবেছেন।
প্রাথমিক অবস্থায় আপনাকে আপনার সামর্থ্য অনুযায়ী অল্প অল্প করেই বোঝার চেষ্টা করতে হবে। অধিক বোঝার প্রত্যাশা করে লাভবান হতে পারবেন না এবং আপনার ভাষা শেখাও ফলপ্রসূ হবে না।
৭. পরোক্ষভাবে পর্যবেক্ষণ
আপনি যদি কোনো সিনেমা দেখার সময় তা পরোক্ষভাবে পর্যবেক্ষণ করেন, তবে আপনি শুধু বিনোদনই উপভোগ করতে পারবেন। কিন্তু ভাষা শেখা হবে না। ভাষা শিখতে হলে আপনাকে সিনেমা সাথে আন্তঃসম্পর্ক স্থাপন করতে হবে এবং প্রত্যক্ষ দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে। সিনেমা দেখার মাধ্যম দিয়েই রিডিং, রাইটিং ও স্পিকিং অনুশীলন করতে হবে। তবেই সিনেমা দেখে ভাষা আয়ত্ত করতে পারবেন।
৮. অধিক পরিমাণে শব্দের অর্থ অনুসন্ধান
ভাষা শেখার প্রথম দিকে, আপনি ইচ্ছা করলেই সিনেমা দেখে সব শব্দের অর্থ বুঝতে পারবেন না। তাই কোনো শব্দ বুঝতে ব্যর্থ হলেই হা-হুতাশ করার কিছু নেই।
আপনি প্রাথমিকভাবে শব্দের অর্থ জানার চেয়ে বাক্যের মর্মার্থ উপলব্ধি করার প্রতি অধিক মনোনিবেশ করুন।
৯. সাবটাইটেল প্রতি অধিক নির্ভরশীলতা
আপনি সিনেমা দেখার প্রথম দিকে সাবটাইটেলসহ দেখতে পারেন, তবে ধীরে ধীরে সাবটাইটেল না দেখে কথোপকথন বোঝার চেষ্টা করুন।
সব সময় সাবটাইটেল দেখে বাক্য বোঝার চেষ্টা করলে সহজে ভাষা আয়ত্ত করে পারবেন না। শ্রবণ করার মাধ্যমে কথোপকথন উপলব্ধি করতে পারলে খুব দ্রুত ভাষা শিখতে পারবেন।
১০. একাকী শেখা
ভাষা আপনি একাকী শিখতে চেষ্টা করলে ব্যর্থ হবেন। এজন্য যারা ভাষা শিখতে আগ্রহী তাদের নিয়ে একটি গ্রুপ করুন। তারপর দলগতভাবে ভাবে সিনেমা দেখুন এবং পরস্পর সিনেমা নিয়ে চর্চা করুন।
এতে পরস্পরের নিকট থেকেও শিখতে পারবেন এবং স্পিকিং অনুশীলন করতে পারবেন। এভাবে খুব দ্রুত আপনার পছন্দের ভাষা শিখে ফেলতে পারবেন।
এ ১০ টি ভুল পন্থা বর্জন করে, আপনি সিনেমা দেখুন। তাহলে অনেকটা নিশ্চিতভাবেই বলা যায়, আপনি খুবই দ্রুত ও সহজে আপনার টার্গেট ভাষা শিখতে পারবেন।
Featured Image: University.byu.edu