বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং ১৪ মার্চ ২০১৮ সালে, ৭৬ বছর বয়সে পরলোকগমন করেন। তিনি মৃত্যুবরণ করলেও রেখে গেছেন অনেক অবদান এবং জীবন বদলানোর মতো অনেক উক্তি। মাত্র ২১ বছর বয়স থেকেই এই বিজ্ঞানী দুরারোগ্য মোটর নিউরণ রোগে ভুগছিলেন। এই দুরারোগ্য ব্যাধি তাকে হুইলচেয়ারে আবদ্ধ করে ফেলে, বাকশক্তি হারিয়ে ফেলেন তিনি। কিন্তু তিনি থেমে থাকেননি। তার জগৎ বিখ্যাত বেশীরভাগ উক্তিই ভয়েস সিন্থেসাইজারের মাধ্যমে সংগ্রহ করা। এই স্পিচ জেনারেটিং যন্ত্রের সাহায্যেই তিনি অন্যের সাথে যোগাযোগ করতেন। তিনি আজকে আমাদের মাঝে নেই কিন্তু তার অবদানের জন্য তিনি সবসময় আমাদের মাঝে বেঁচে থাকবেন।
মহাবিশ্বের অস্তিত্বের কারণ থেকে শুরু করে ধ্বংসের কারণ কী কী হতে পারে সবকিছু নিয়েই তিনি বলে গিয়েছেন। চলুন জেনে নেওয়া যাক স্টিফেন হকিং এর বিখ্যাত সেসব উক্তিসমূহ।
মহাবিশ্বের অস্তিত্ব সম্পর্কে
“If we find the answer to that, it would be the ultimate triumph of human reason – for then we would know the mind of God”
“আমরা যদি এর কারণ জানতে পারতাম তবে তা মানবজাতির সবচেয়ে বড় জয় হবে- এরপর আমরা সৃষ্টিকর্তার মন সম্পর্কেও জানতে পারবো।” – A Brief History Of Time, ১৯৮৮ সালে প্রকাশিত।
মানবতা নিয়ে
“We are just an advanced breed of monkeys on a minor planet of a very average star. But we can understand the Universe. That makes us something very special”
“আমরা মনুষ্যজাতি বানরের চেয়ে কিছুটা উন্নত প্রজাতির যারা কিনা খুবই ছোট একটি গ্রহে বসবাস করছে, যে গ্রহের তারকাপুঞ্জি অতি নগণ্য। তবে আমরা মহাজগৎ সম্পর্কে জানি আর এটিই আমাদেরকে বিশেষ করে তোলে।” – ১৯৮৮ সালের অক্টোবরে Der Spiegel এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন।
জীবন নিয়ে
“One, remember to look up at the stars and not down at your feet. Two, never give up work. Work gives you meaning and purpose and life is empty without it. Three, if you are lucky enough to find love, remember it is there and don’t throw it away.”
“সবসময় ৩টি জিনিস মনে রাখবে। প্রথমত, সবসময় তারার দিকে তাকাবা, নিজের পায়ের দিকে নয়। দ্বিতীয়ত, কখনোই হাল ছেড়ে দিবেন না, কাজের মাধ্যমেই আপনি আপনার জীবনের অর্থ খুঁজে পাবেন। তৃতীয়ত, যদি তুমি ভাগ্যবান হও এবং নিজের ভালোবাসা খুঁজে পাও। তবে তার যত্ন নাও, ছুঁড়ে ফেলে দিও না।”- জুন ২০১০ এ ABC’s Diane Sawyer কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন।
ব্যবসায়িক সাফল্য নিয়ে
“I want my books sold on airport bookstalls.”
“আমি চাই আমার বইগুলো বিমানবন্দরের বইয়ের দোকানে যাতে বিক্রি করা হয়।”- New York Times এ দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন।
অক্ষমতাকে সঙ্গী করে বেঁচে থাকা নিয়ে
“My advice to other disabled people would be, concentrate on things your disability doesn’t prevent you doing well, and don’t regret the things it interferes with. Don’t be disabled in spirit, as well as physically.”
“অন্যান্য অক্ষম ব্যক্তিদের জন্য আমার উপদেশ, সেসব দিকের উপর মনোনিবেশ করুন যেগুলোর উপর আপনার অক্ষম হওয়া কোনো প্রভাব ফেলবে না, আর যেসব ব্যাপারে অক্ষমতা বাঁধা হয়ে দাঁড়ায় সেগুলো নিয়ে কখনই আফসোস করবেন না। শারীরিকভাবে অক্ষম হলেও কখনও নিজের আত্মাকে অক্ষম হতে দিবেন না।”- মে ২০১১, New York Times এ দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন।
অপূর্ণ পৃথিবীকে নিয়ে
“Without imperfection, you or I would not exist.”
“অপূর্ণতা ছাড়া তুমি কিংবা আমি,কারোরই অস্তিত্ব থাকতো না।”- ২০১০ সালে ডিসকভারি চ্যানেলে On Into The Universe With Stephen Hawking নামক শো-তে এই কথা বলেছেন।
প্রফুল্ল থাকা নিয়ে
“Life would be tragic if it weren’t funny.”
“জীবন খুবই দুর্বিষহ হতো যদি এখানে কোন হাস্যরস না থাকতো।” – ডিসেম্বর ২০০৪, New York Times।
কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে
“The development of full artificial intelligence could spell the end of the human race. It would take off on its own, and re-design itself at an ever increasing rate… Humans, who are limited by slow biological evolution, couldn’t compete, and would be superseded.”
“পুরো কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ মানবজাতির শেষ পরিমাপ করতে পারে। একে নিজের উপর ছেড়ে দিতে হবে, এটি নিজেই নিজের বিকাশ ঘটাবে। মানবজাতি যাদের সীমা খুবই ছোট, এরা কেবল জৈবিক মাধ্যমেই বিকাশ ঘটায় এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না।”- ডিসেম্বর ২০১৪, বিবিসি।
মহাজগৎ ধ্বংস সম্পর্কে
“It will take about a thousand million million million million years for the Earth to run into the sun, so there’s no immediate cause for worry!”
“পৃথিবী সূর্যের সাথে ধাক্কা খেতে এখনও হাজার কোটি কোটি কোটি বছর রয়েছে, তাই চিন্তার কোনো কারণ নেই।”- ১৯৮৮ সালে প্রকাশিত A Brief History Of Time
মৃত্যু নিয়ে
“I have lived with the prospect of an early death for the last 49 years. I’m not afraid of death, but I’m in no hurry to die. I have so much I want to do first.”
“আমি মৃত্যুর সাথে গত ৪৯ বছর ধরে বসবাস করছি, কিন্তু আমি এখনই মারা যেতে চাই না। আমি এখনও অনেক কিছু করতে চাই।”- মে ২০১১, Guardian এ দেয়া এক সাক্ষাৎকারে এমনটি বলেছেন।