ইন্টারনেটের কল্যাণে তথ্য এখন সবার হাতের মুঠোয়। মুহূর্তেই যেকোনো প্রয়োজনীয় তথ্য আমরা ইন্টারনেট থেকে খুঁজে বের করতে পারি, যা আমাদের দৈনন্দিন জীবনকে পূর্বের যে কোন সময়ের তুলনায় অধিকতর সহজ এবং স্বাচ্ছন্দময় করেছে। শিক্ষাক্ষেত্রেও এই প্রযুক্তির হাওয়া লেগেছে সমানতালে। ইন্টারনেটের কল্যাণে গোটা বিশ্ব এখন শিক্ষার্থীর জন্য সত্যিকারের বিশ্ববিদ্যালয় হয়ে ধরা দিয়েছে শিক্ষার্থীর ল্যাপটপে। অনলাইনে এখন অসংখ্য ওয়েবসাইট এবং টুলস আছে, যা ব্যবহার করে শিক্ষার্থীরা খুব সহজেই নিজেদের প্রয়োজনীয় পাঠ সেরে নিতে পারে।
আমি ইতিপূর্বে একটি নিবন্ধ বিশ্বব্যাপী শিক্ষা কার্যক্রমে ব্যবহৃত এমন পাঁচটি ওয়েবসাইট ও অনলাইন টুলস নিয়ে আলোচনা করেছি। আজ দ্বিতীয় পর্বে আলোচনা করব এমন আরও কয়েকটি ওয়েবসাইট ও টুলস নিয়ে। আমার বিশ্বাস পূর্ববর্তী নিবন্ধের মত এই নিবন্ধটিও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে।
১. অ্যালিসন (Alison)
অ্যালিসন ডট কম খুব সহজ এবং মহৎ উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করে। শিক্ষার্থীদের সহজে ও বিনামূল্যে উচ্চ পর্যায়ের শিক্ষা, তথ্য এবং অনলাইন উপকরণ সরবরাহ করা এ ওয়েবসাইটের উদ্দেশ্য। আপনার যদি শেখার বা জানার তীব্র আকাঙ্ক্ষা থাকে তাহলে আজই অ্যালিসন ডট কম থেকে একবার ঢুঁ মেরে আসতে পারেন। আপনার তথ্যের আকাঙ্ক্ষা পূরণ করতে অ্যালিসন ডট কম সব সময় আপনাকে সহযোগিতা করবে।
২. ই-লার্নিং সেন্টার (E-Learning Center)
এখন তথ্য ওযোগাযোগ প্রযুক্তি বিপ্লবের যুগ। এই সময়ে এসে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কিন্তু এসব প্রযুক্তি ব্যবহারে সব মানুষের যথাযথ প্রশিক্ষণ থাকে না। সেই সব মানুষের জন্য অনলাইনে ই-লার্নিং সেন্টার একটি ব্যাপক বিস্তৃত শিক্ষা প্ল্যাটফর্ম। এই ওয়েবসাইটটি ওয়েব ডেভলপমেন্ট এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সকল শিক্ষা অনলাইনে দিয়ে থাকে।
তবে অন্যান্য ওয়েবসাইটের মতো এই ওয়েবসাইটটিকে সকল তথ্য জানার মাধ্যম মনে করলে ভুল হবে। এই ওয়েবসাইটটিতে শুধুমাত্র ওয়েবসাইট এবং যোগাযোগ প্রযুক্তি সম্পর্কিত সকল তথ্য, টিউটোরিয়াল এবং অনলাইন উপকরণ সরবরাহ করা হয়ে থাকে, যা ব্যবহার করে সহজেই আপনার প্রযুক্তি জ্ঞান বাড়িয়ে নিতে পারেন।
৩. ফাইন্ড টিউটোরিয়ালস ডট কম (FindTutorials.com)
যদি এমন হয়, গুগলের মতো একটি ওয়েবসাইট পাওয়া যায়, যেখানে সকল বিষয়ের প্রশিক্ষণ নেওয়া সম্ভব! হ্যাঁ, আপনার এই আকাঙ্ক্ষা পূরণ করতেই এমন একটি ওয়েবসাইট আছে, যার নাম ফাইন্ড টিউটোরিয়ালস ডট কম। আপনি যা চান তাই পাবেন এই ওয়েবসাইটে।
তারা ইন্টারনেট থেকে বিভিন্ন বিষয়ের টিউটোরিয়াল সংগ্রহ করে এবং আপনার চাহিদামত সরবরাহ করে। বিভিন্ন ব্যবহারকারী এখানে বিদ্যমান প্রতিটি টিউটোরিয়ালে রেটিং দিয়ে থাকে, যে রেটিং দেখে আপনি খুব সহজেই অনুধাবন করতে পারবেন কোন টিউটোরিয়ালটি বেশি উপকারী। সুতরাং আপনার সকল বিষয় টিউটোরিয়াল খোঁজার আদর্শ ওয়েবসাইট হতে পারে ফাইন্ড টিউটোরিয়ালস ডট কম।
৪. কোর্স বুফে (Course Buffet)
এই ওয়েবসাইটটিও ফাইন্ড টিউটোরিয়ালস ডট কমের মতো। তবে ফাইন্ড টিউটোরিয়ালস ডট কমের সাথে এর একটি মৌলিক তফাৎ আছে। তা হলো ফাইন্ড টিউটোরিয়ালস ডট কম থেকে আপনি শুধুমাত্র টিউটোরিয়াল খুঁজে পাবেন, কিন্তু এই কোর্স বুফে থেকে আপনি যা চান তাই খুঁজে পাবেন। একটি সুনির্দিষ্ট বিষয়ের তথ্য খুঁজতে আপনাকে এক ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে ঢুঁ মেরে বেড়ানোর প্রয়োজন হবে না, যদি কিনা আপনি কোর্স বুফে ওয়েবসাইটটি ব্যবহার করেন।
৫. গেটিং স্মার্ট (Getting Smart)
নাম শুনেই বোঝা যায় এই ওয়েবসাইটটি শিক্ষার্থীদের স্মার্ট হতে সহযোগিতা করে। এই ওয়েবসাইট আপনার দৈনন্দিন পড়ার রুটিন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিয়ে আপনার শিক্ষা গ্রহণের কার্যকারিতা বাড়িয়ে তুলবে।
আপনাকে সেই সব কৌশল এবং উপায় শেখাবে, যা আপনার বুদ্ধিবৃত্তিক চর্চা বৃদ্ধি করবে, আপনার ধারণক্ষমতা বৃদ্ধি করবে এবং আপনার যথাযথ মেধার বিকাশ ঘটাবে।
উপরে উল্লেখিত ওয়েবসাইটগুলো নিঃসন্দেহে শিক্ষাবান্ধব। তরুণ শিক্ষার্থীরা ইন্টারনেটে অপ্রয়োজনীয় ওয়েবসাইটগুলোতে ঘোরাফেরা না করে এই ওয়েবসাইটগুলো ব্যবহার করে খুব সহজেই শিক্ষা গ্রহণের আরও চমৎকার সব কৌশল আয়ত্ত করতে পারে, যা তাদের শিক্ষা জীবনকে আরও সহজ ও গতিময় করবে।