আমাদের দৈনন্দিন জীবনে নানান জিনিসের প্রয়োজন হয়। এসব নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে রোজ আমাদের ছুটতে হয় বিভিন্ন বাজার, শপিং মল এবং সুপার শপগুলোতে। কিন্তু শহরাঞ্চলে ক্রমবর্ধমান জনগোষ্ঠী এবং যানবাহনের ভিড়ে প্রতিদিন রাস্তাগুলোতে যানজট লেগেই থাকে। এই যানজট উপেক্ষা করে বাজার, শপিংমল বা সুপার শপ থেকে কেনাকাটা করতে প্রচুর সময় নষ্ট হয়, যা আমাদের চাকরি বা অন্যান্য কাজকে মারাত্মকভাবে প্রভাবিত করে।
এই সমস্যার সমাধান করতে সৃষ্টি হয়েছে অসংখ্য অনলাইন দোকান। এসব অনলাইন দোকানে পণ্য অর্ডার করলে নির্দিষ্ট সময় পর তা বাড়িতে এসে পৌঁছে যায়। সুতরাং শহুরে জীবনে অনলাইন দোকান এখন অতি প্রয়োজনীয় একটি অনুষঙ্গ।
কিন্তু এই অনলাইন থেকে কেনাকাটা করতে গিয়ে অনেক মানুষ না বুঝে বেশি খরচ করে ফেলে। আমি ইতিমধ্যে অনলাইন কেনাকাটায় খরচ কমানোর কৌশল নিয়ে একটি নিবন্ধ লিখেছি। আজ দ্বিতীয় পর্বে এমন আরও কিছু কৌশল জানাবো, যা ব্যবহার করে খুব সহজেই অনলাইন কেনাকাটায় আপনি খরচ বাঁচাতে পারেন।
১. নির্বাচিত কিছু পণ্য না কিনে কার্টে রেখে দিন
বেশিরভাগ অনলাইন শপে পাশাপাশি দুইটি অপশন থেকে, যেমন “Add to Cart” এবং “Buy Now”। “Add to Cart” করার অর্থ হলো আপনি কিছু পণ্য একটা ঝুড়িতে সংরক্ষণ করে রাখলেন, এগুলো আপনি ভবিষ্যতে কিনতে চান। আর “Buy Now” অর্থ হলো এখনই পছন্দ করে পণ্যটি এখনই কিনতে চান।
অনলাইন কেনাকাটায় টাকা বাঁচানোর একটি চমৎকার কৌশল হলো এই “Add to Cart”-এ কিছু পণ্য সংরক্ষণ করে রাখা। আপনি কোনো অনলাইন শপ থেকে কেনাকাটার সময় কিছু পণ্য কার্টে অ্যাড করে রাখুন, যেগুলো আপনি ভবিষ্যতে কিনতে আগ্রহী। আপনি যেহেতু একজন সত্যিকারের ক্রেতা, সুতরাং বিক্রয় প্রতিষ্ঠানটি আপনার কার্টে রাখা পণ্যটির ব্যাপারে আপনার আগ্রহ বুঝতে পারবেন এবং এমন ক্ষেত্রে বেশিরভাগ অনলাইন শপ তাদের বিক্রি কমানোর পরিবর্তে কয়েকদিনের মধ্যেই ক্রেতার জন্য সুনির্দিষ্ট ঐ পণ্যটিতে বিশেষ মূল্য ছাড়ের ব্যবস্থা করে থাকেন।
সুতরাং আশা করা যায়, কার্টে সংরক্ষণ করে রাখা বিশেষ পণ্যের ক্ষেত্রে আপনিও এমন বিশেষ মূল্যছাড় পাবেন, যা অনলাইন কেনাকাটায় আপনার অর্থ বাঁচাতে খুবই সহায়ক হবে।
২. মূল্য ফেরতের আবেদন করুন
অনলাইন শপ থেকে কেনাকাটায় অর্থ বাঁচানোর আরও একটি কার্যকর উপায় হলো নিজে থেকে বিক্রয় প্রতিষ্ঠানকে মূল্য ফেরতের আবেদন করা। অবশ্য এক্ষেত্রে আপনাকে একই নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে নিয়মিত এবং বেশি বেশি কেনাকাটা করতে হবে।
একসাথে অনেক পণ্য কেনার ক্ষেত্রে আপনি ফোনে অথবা ইমেইলে বিক্রয় প্রতিষ্ঠানকে মূল্য ফেরতের আবেদন করতে পারেন। এক্ষেত্রে সিংহভাগ ক্ষেত্রেই আপনি সফল হবেন এবং একটি নির্দিষ্ট পরিমাণে অথবা নির্দিষ্ট শতাংশে মূল্য ফেরত পাবেন। অনলাইন শপগুলো এটি করে থাকে তাদের বিশ্বস্ত এবং নিয়মিত ক্রেতাদের খুশি করার জন্য। আপনি এই সুযোগকে কাজে লাগিয়ে খুব সহজেই অনলাইন কেনাকাটায় আপনার খরচ কমাতে পারেন।
৩. গ্রাহক পরিষেবা কর্মীদের সাথে ফোনে কথা বলুন
অনেক অনলাইন শপ নির্দিষ্ট মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও বিশেষ মূল্যছাড় বা মূল্যছাড়ের কুপন ব্যবহারের সুযোগ দিয়ে থাকে। এক্ষেত্রে আপনি যদি মেয়াদ শেষ হয়ে গেছে ভেবে এ মূল্য ছাড় পাওয়ার কোনো চেষ্টা না করেই সরাসরি পণ্যটি ক্রয় করেন, তাহলে এই সুযোগ থেকে আপনি বঞ্চিত হবেন।
সুতরাং অনলাইন থেকে কোনো পণ্য কেনার আগে যদি ইতিপূর্বে সেই পণ্যটিতে বিশেষ মূল্যছাড় বা কুপন দেয়া হয়ে থাকে, তবে গ্রাহক পরিসেবা সেন্টারে কথা বলে মূল্য ছাড় পাওয়ার চেষ্টা করুন। তাতে আপনার অনলাইন কেনাকাটায় নিশ্চয়ই কিছু অর্থ বাঁচবে।
৪. কুপন কোড ব্যবহার করুন
দৈনিক পত্রিকা, ম্যাগাজিন, ফেসবুক ও ইউটিউব; এইসব মাধ্যমে বিক্রয় প্রতিষ্ঠান তাদের বিজ্ঞাপন করার সময় বিশেষ কুপন কোড দিয়ে থাকে। আপনি এসব বিজ্ঞাপন থেকে খুব সহজেই সে কুপন কোড সংগ্রহ করে তা কেনাকাটায় ব্যবহার করতে পারেন।
আবার অনলাইনে অনেক ওয়েবসাইট আছে যারা শুধুমাত্র বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন পণ্যের বিশেষ মূল্যছাড়ের কুপন সরবরাহ করে থাকে। আপনি এইসব ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে কুপন কোড সংগ্রহ করতে পারেন। এভাবে বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করা কুপন কোড ব্যবহার করে আপনি অনলাইন কেনাকাটায় খরচ কমাতে পারেন।
৫. দক্ষতার সাথে কুপন ব্যবহার করুন
আপনি যদি একই পণ্যে বিভিন্ন কোড ব্যবহার করে অর্থ বাঁচাতে চান তবে লক্ষ রাখুন একই সাথে সবগুলো কোড একটি নির্দিষ্ট পণ্যের ব্যবহারের অনুমতি আছে কিনা। সাথে সাথে মনে রাখুন, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সাশ্রয় কুপন ব্যবহারের পরিবর্তে সবসময় শতাংশ হারে মূল্য হ্রাসের কুপন ব্যবহার করা বেশি সুবিধাজনক, তাতে বেশি অর্থের সাশ্রয় হয়।
সুতরাং অনলাইন থেকে সংগ্রহ করা কুপন ব্যবহারে আরো বেশি দক্ষ হোন। সর্বোচ্চ সুবিধা পেতে যথার্থ উপায় আপনার সংগ্রহ করা কুপন ব্যবহার করুন।
৬. পছন্দের ক্রেডিট কার্ড বা ব্যাংক সার্ভিস ব্যবহার করুন
যদিও ব্যাংকগুলো সকল লেনদেন থেকে নির্দিষ্ট পরিমাণে চার্জ নিয়ে থাকে। তবে কিছু কিছু ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান তাদের কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে বিশেষ মূল্যছাড় বা অর্থ ফেরতের সুযোগ দিয়ে থাকে। বিশেষ করে ছুটির দিন, কোনো মেলা বা কোনো উৎসবকে সামনে রেখে প্রতিষ্ঠানগুলো এসব সুযোগ দিয়ে থাকে। আপনিও এই সুযোগগুলো ব্যবহার করে খুব সহজেই আপনার অনলাইন কেনাকাটায় খরচ বাঁচাতে পারেন।
আমার বিশ্বাস উপরের পরমর্শগুলো আপনাদের অনলাইন কেনাকাটায় খরচ বাঁচাতে এবং কেনাকাটা আরো বেশি স্বাচ্ছন্দময় করতে সহায়ক হবে। আপনাদের সহজ ও স্বাচ্ছন্দময় জীবনই আমাদের প্রত্যাশা।