প্রিয় মানুষকে বিশেষ দিনে উপহার দেওয়ার রেওয়াজ বহু পুরনো। বহু বছর আগে থেকেই মানুষ আপনজনদের উপহার দিয়ে খুশি করে থাকে। সময় পরিবর্তনের সাথে সাথে মানুষের দৈনন্দিন জীবনে এসেছে নানা পরিবর্তন। মানুষের চিন্তা ভাবনা এবং দিনযাপনে এসেছে অভিনবত্ব।
সুতরাং উপহার সবসময় ঐতিহ্যগত হতে হবে এমন কোনো কথা নেই। আধুনিক যুগে আধুনিক মানুষের জন্য এমন কিছু অভিনব উপহার আইডিয়া আছে যা প্রয়োগ করে আধুনিক যুগের মানুষকে খুব সহজেই খুশি করা যায়। আজকের নিবন্ধে এমন কিছু অভিনব উপহার আইডিয়া নিয়ে আলোচনা করব যা হয়তো ইতিপূর্বে আপনি কখনো ভাবেন নি।
১. ওয়েবসাইট ডোমেইন
নিশ্চয়ই নামটা শুনে খুব অভিনব লাগছে? কেননা এখন পর্যন্ত আপনি কাউকে ওয়েবসাইটের ডোমেইন উপহার দিতে শোনেননি। আপনি চাইলে আপনার প্রিয় মানুষকে একটি ওয়েবসাইটের ডোমেইন উপহার দিতে পারেন। তবে অবশ্যই আপনার প্রিয় মানুষের ব্যক্তিগত ওয়েবসাইটের ব্যাপারে আগ্রহ থাকতে হবে।
এ ব্যাপারে কয়েকটি বিষয় লক্ষণীয়। আপনি যাকে উপহার দিবেন সেই প্রিয় মানুষটি যদি কোনো সৃজনশীল মানুষ হয়ে থাকেন, যেমন চিত্রশিল্পী, সংগীতশিল্পী, নৃত্যশিল্পী, প্রশিক্ষক, বক্তা, মোটিভেশনাল স্পিকার, ইউটিউবার, লেখক, সাংবাদিক, কলামিস্ট, চলচ্চিত্র পরিচালক; ভবিষ্যতে কখনো যার ব্যক্তিগত ওয়েবসাইটের প্রয়োজন হবে। তবে তার জন্য একটি ব্যক্তিগত ওয়েবসাইটের ডোমেইন কেনা আপনার জন্য হবে সবচেয়ে অভিনব উপহার আইডিয়া।
ওয়েবসাইটের ডোমেইন বিক্রি করা যেকোনো প্রতিষ্ঠানের কাছ থেকে ১০ থেকে ১২ ডলার মূল্যে এক বছরের জন্য আপনি একটি ডোমেইন কিনতে পারবেন। সাথে সাথে আপনি চাইলে ডোমেইনটি এক বছরের জন্য হোস্ট করতে পারেন। সব মিলিয়ে এই উপহার আইডিয়াটি আপনার প্রিয় মানুষকে অনেক বেশি খুশি করবে। সুতরাং আজই আপনার প্রিয় মানুষকে উপহার দেয়ার জন্য একটি ওয়েবসাইট ডোমেইন কিনে ফেলুন।
২. ভ্রমণ প্যাকেজ
প্রিয় মানুষকে বিশেষ দিনে বিশেষ উপহার দিয়ে চমকে দিতে হয়। আপনি চাইলে কোনো দর্শনীয় জায়গায় ভ্রমণের যাবতীয় প্রস্তুতি নিয়ে তা প্রিয় মানুষকে উপহার দিতে পারেন।
এক্ষেত্রে আপনার যদি জানা থাকে আপনার প্রিয় মানুষটি পৃথিবীর কোথায় যেতে আগ্রহী, কিন্তু এখনো যেতে পারেনি, তাহলে বেশি ভালো হয়। ভ্রমণের সকল খরচ, হোটেল ভাড়া সহ যাবতীয় বিষয় প্রস্তুত করে একটি প্যাকেজ আকারে তার হাতে তুলে দিন। নিঃসন্দেহে এই উপহার তাকে অনেক বেশি খুশি করবে। সুতরাং আর দেরি নয়, প্রিয় মানুষকে উপহার হিসাবে বিশেষ জায়গায় ভ্রমণের আমন্ত্রণ জানিয়ে চমকে দিন।
৩. কার সিট কভার
আপনার প্রিয় মানুষটির যদি ব্যক্তিগত গাড়ি থাকে তবে তার গাড়ির জন্য আপনি একটি কার সিট কভার কিনতে পারেন। একটি কার সিট কভার উপহার হিসেবে পাওয়ার কথা নিশ্চয়ই কেউ কল্পনাও করবে না! এই অকল্পনীয় কাজটি করে আপনার প্রিয় মানুষকে অবাক করে দিন।
এমন অভিনব উপহার নিশ্চিত করে আপনি তার ব্যাপারে কতটা যত্নশীল, তার কত খুঁটিনাটি বিষয়ে আপনি নজর রাখেন। স্বভাবতই এই উপহার তার প্রতি আপনার বিশেষ ভালোবাসা প্রকাশ করে। সুতরাং ব্যক্তিগত কার থাকা বন্ধু বা আপন জনের জন্য এই উপহার আইডিয়াটি ব্যবহার করতে পারেন।
৪. উপহার সংস্থার উপহার
যত দিন যাচ্ছে মানুষজন তত বেশি উৎসবপ্রিয় হয়ে উঠছে। উৎসবের সাথে সাথে যেহেতু উপহারের একটা নিবিড় সম্পর্ক আছে, তাই মানুষের উৎসব আয়োজন আরো প্রাণবন্ত করে তুলতে অনলাইনে কিছু উপহার সরবরাহকারী প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছে, যারা বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন ধরনের উপহার বক্স তৈরি করে বিক্রি করে থাকে। আপনি চাইলে এসব প্রতিষ্ঠান থেকে পছন্দমত উপহার বক্স কিনে প্রিয় মানুষকে উপহার দিতে পারেন। উপহার সংস্থা আপনার উপহারটি যত্নসহকারে অভিনব উপায়ে মোড়ক করে দিবে।
সুতরাং উপহার নির্বাচন, কেনা, এবং তা মোড়ক করা নিয়ে আপনার আর কোনো ঝামেলাই রইলো না। এমনকি অনলাইনে কিছু কিছু প্রতিষ্ঠান আছে যারা আপনার প্রিয় মানুষের কাছে আপনার হয়ে উপহার পৌঁছে দিয়ে থাকে। আপনি যদি এমন কোনো প্রতিষ্ঠানের সহযোগিতা নেন তাহলে উপহার পৌঁছে দেয়ার ঝামেলা থেকেও মুক্তি পাবেন। সুতরাং আপনি যদি খুব ব্যস্ত মানুষ হয়ে থাকেন, তাহলে বিশেষ অনুষ্ঠান সামনে রেখে অনলাইন থেকে এমন কোনো উপহার অর্ডার করতে পারেন।
৫. প্রিন্ট করা মগ
প্রিয় মানুষকে মগ উপহার দেওয়ার আইডিয়া নিশ্চয়ই আপনারা জানেন। এই আইডিয়া নিঃসন্দেহে চমৎকার। কিন্তু কেমন হয় যদি এই চমৎকার আইডিয়াটি আরো একটু অভিনব করে তোলা যায়? আপনি চাইলে বাজার থেকে কেনা মগের গায়ে বিশেষ কিছু কথা বা ছবি প্রিন্ট করে আপনার প্রিয় মানুষকে উপহার দিতে পারেন।
অনলাইনে সার্চ করলে এমন অসংখ্য প্রতিষ্ঠান পেয়ে যাবেন যারা এই সেবা দিয়ে থাকে। অর্ডার করার দুই-একদিনের মধ্যেই আপনি সুদৃশ্য প্রিন্ট করা মগ পেয়ে যাবেন, যে মগের গায়ে আপনার প্রিয় মানুষের ছবি প্রিন্ট করা থাকবে। এছাড়া বর্তমান সময়ে এমন কিছু মগ আবিষ্কৃত হয়েছে যা শুধুমাত্র গরম পানি, চা, বা কফিতে পূর্ণ করলেই মগের গায়ে প্রিন্ট করা ছবি দৃশ্যমান হয়। এমন একটি মগ উপহার দেওয়া আরো অভিনব আইডিয়া।
সুতরাং মগ উপহার দেওয়ার আইডিয়াকে আরেকটু বিস্তৃত করে প্রিয় মানুষের ছবি প্রিন্ট করে তাকে উপহার দিন। নিঃসন্দেহে এই ছোট্ট উপহারটি আপনার প্রিয় মানুষকে অনেক বেশি খুশি করবে এবং তিনি দীর্ঘদিন আপনার এই উপহারটির সংরক্ষণ করবেন।
আধুনিককালে মানুষের যান্ত্রিক ব্যস্ততা ছাপিয়ে একটি ছোট্ট উপহার বিরাট সুখের কারণ হতে পারে। সুতরাং প্রিয় মানুষের জন্য এমন উপহার নির্বাচন করুন যা তার সুখের কারণ হয়।