ডেডলাইন: ২৯ মে, ২০১৬
PLURAL+ Youth video প্রদর্শনী উৎসবটি জাতিসংঘের UNAOC এবং আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (IOM) এর একটি যৌথ পদক্ষেপ যা বিশ্বব্যাপী তরুণদের Migration, Diversity, Social Inclusion কে গুরুত্ব দিয়ে করা মৌলিক এবং সৃজনশীল ভিডিও প্রদান করতে আমন্ত্রণ জানানো হচ্ছে।
নবীনদের প্রযোজিত মাধ্যমকে সমর্থনের মাধ্যমে PLURAL+ তাদেরকে একটা সাংস্কৃতিক এবং ধর্মীয় ভেদাভেদসম্পন্ন পৃথিবীতে সামাজিক পরিবর্তনের আলোকিত প্রতিনিধি হিসেবে আবির্ভুত করে।
অনুপ্রেরণামুলক পদক্ষেপ হিসেবে প্রত্যেক PLURAL+ আন্তর্জাতিক জুরি পুরস্কার বিজয়ীকে যাতায়াতখরচ এবং থাকার সুব্যবস্থা সহ নিউইয়র্কে আমন্ত্রণ জানানো হবে যেখানে তারা ২০১৬ এর শরতে প্যালি সেন্টার ফর মিডিয়াতে আয়োজিত PLURAL+ ২০১৬ পুরস্কার উৎসবে তাদের কাজ প্রদর্শনের সুযোগ পাবে।
যোগ্যতা:
- PLURAL + এ ভিডিও প্রদানের সময়কালে অবশ্যই অংশগ্রহণকারীর বয়স সর্বোচ্চ ২৫ হতে হবে।
- ভিডিওচিত্রে অংশগ্রহণকারীকে ( অভিনয়কারী) অবশ্য তরুণ না হলেও চলবে।
- ভিডিওচিত্রগুলো যেন Migration, Diversity, Social Inclusion নিয়ে তরুণদের মতামত এবং চিন্তাধারাকে প্রতিবিম্বিত করে।
- কয়েকজন মিলিতভাবেও একটি ভিডিওচিত্র তৈরি করতে পারবেন যদি প্রত্যেক সদস্যের বয়স PLURAL+ এ ভিডিওচিত্র প্রদানের সময়কালে সর্বোচ্চ ২৫ বছর থাকে।
- তবে পচিশোর্ধ্ব কেউ যদি উপদেষ্টা, শিক্ষক, নির্দেশক হিসেবে ভিডিও নির্মাণে খুব অল্প পরিমাণে অবদান রাখেন ( যৌথ সমন্বয়, কারিগরি পৃষ্ঠপোষকতা, প্রয়োজনীয় যন্ত্রপাতি ভাড়া ইত্যাদি বিষয়ে) তবে সেটা গ্রহণযোগ্য।
- এটা খুব সহজেই বোধগম্য যে, সর্বোচ্চ ১২ বয়সশ্রেণি ক্যাটাগরিতে ভিডিও নির্মাণে সহযোগী শিক্ষকদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
- যদি যৌথভাবে কয়েকজন একটা ভিডিও নির্মাণে অংশ গ্রহণ করেন, সেক্ষেত্রে ভিডিওচিত্র তৈরিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা তরুণের বয়স অনুযায়ী বয়স ক্যাটাগরি নির্ধারণ করা হবে।
- আইওএম এবং ইউএনএওসি এর সদস্যদের পরিবারের সদস্যগণ (সহোদর, সন্তান, নাতি-নাতনি) এবং PLURAL+ ভিডিও উৎসবের এর জুরিবোর্ডের কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।
Format:
- সকল ভিডিওচিত্রই ফাইল আকারে ( “.mov” অগ্রাধিকার) dropbox.com, WeTransfer, Google Drive এর মত ফাইল ধারণকারী ওয়েবসাইটের মাধ্যমে প্রদান করতে হবে।অংশগ্রহণকারী ভিডিওচিত্রের ডিভিডি PLURAL + এর মেইল ঠিকানায় মেইলও করতে পারবেন।
- ভিডিওচিত্র ইংরেজি ভাষায় না হলে অবশ্যই ইংরেজি সাবটাইটেল ব্যবহার করতে হবে।
- শিরোনাম এবং সমাপ্তি কৃতজ্ঞতাসহ প্রত্যেক ভিডিওচিত্রের সর্বোচ্চ প্রদর্শনক্ষণ হবে পাঁচমিনিট।
- ভিডিওচিত্রগুলো অবশ্যই অভিবাসন, বৈচিত্র্য, সামাজিক অন্তর্ভুক্তি এবং সংশ্লিষ্ট বিষয় সংক্রান্ত হবে।
Prizes and Awards :
- PLURAL+ জুরি পুরস্কার নিম্নোক্ত তিন বয়সভিত্তিক ক্যাটাগরিতে দেয়া হবে:
১)১২ বছর পর্যন্ত
২)১৩- ১৭ বছর
৩)১৮- ২৫ বছর
- তিনজন বিজয়ীর প্রত্যেককেই PLURAL+ ২০১৬ পুরস্কার অনুষ্ঠানের পর ১০০০ মার্কিন ডলার প্রদান করা হবে।
- প্রত্যেক PLURAL+ আন্তর্জাতিক জুরি পুরস্কার বিজয়ীদের মধ্য থেকে একজন করে প্রতিনিধিকে যাতায়াতখরচ এবং থাকার সুব্যবস্থা সহ নিউইয়র্কে আমন্ত্রণ জানানো হবে যেখানে তারা ২০১৬ এর শরতে প্যালি সেন্টার ফর মিডিয়াতে আয়োজিত PLURAL+ ২০১৬ পুরস্কার উৎসবে তাদের কাজ প্রদর্শনের সুযোগ পাবে।
- একটা ভিডিওর জন্য কেবলমাত্র একজন অংশগ্রহণকারীই একজন সঙ্গীসহ নিউইয়র্ক যাবার সুযোগ পাবেন।
- PLURAL+ এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর পক্ষ হতে অতিরিক্ত আরো পুরস্কার যেমন যন্ত্রপাতি, যাতায়াত এবং পেশাগত সুযোগ সুবিধার ব্যবস্থা করা হতে পারে। তবে আইওএম, ইউএনএওসি বা PLURAL+ এ সকল পুরস্কারের কোন দায়ভার নেবে না।
- বিজয়ী ভিডিওচিত্রগুলো ব্যাপকভাবে সমাদৃত হবে এবং ব্রডকাস্ট, স্যাটেলাইট, ইন্টারনে
ট, চলচ্চিত্র উৎসব এবং ডিভিডির মত মাধ্যমগুলোতে প্রচারিত হবে। - ১৫ই আগস্ট, ২০১৬ এর ভেতরেই বিজয়ীদেরকে জানানো হবে।
একটি আন্তর্জাতিক জুরিবোর্ড ২০১৬ এর শরৎকালে নিউইয়র্কের প্যালি সেন্টার ফর মিডিয়াতে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করবেন।
ভিডিও প্রদানের নিয়মকানুন এবং অন্যান্য তথ্য সম্পর্কে জানতে অফিসিয়াল পেজ ভিজিট করুন।