কয়েকটি স্বাধীন পেশা যা একই সাথে আপনাকে দিবে অর্থ উপার্জন ও জীবন উপভোগের অবারিত সুযোগ

আজ আরও কিছু সৃজনশীল কাজের সন্ধান দিতে চলেছি যা আপনাকে দিবে কাজের স্বাধীনতা, জীবন উপভোগ করার অবারিত সুযোগ আর কাঙ্ক্ষিত রোজগারের নিশ্চয়তা। তবে সবকিছুর জন্য প্রথমে আপনাকে হতে হবে আত্মবিশ্বাসী। চলুন এবার দেরি না করে জেনে নিন এমন আরও কয়েকটি আকর্ষণীয় কাজের ব্যাপারে।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

১. ভ্রমণ উপদেষ্টা

একটি নির্দিষ্ট ও উল্লেখযোগ্য জায়গা বা কোনো আকর্ষণীয় ও দর্শনীয় স্থান সম্বন্ধে বিস্তারিত জেনে এবং কিছু দক্ষতা রপ্ত করে একজন ভ্রমণ উপদেষ্টা হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করা যায়। ভ্রমণ উপদেষ্টারা একটি নির্দিষ্ট এলাকায় অতিথিদের বিশ্বস্ত সহচরের মতো পথপ্রদর্শন করে থাকে। ভ্রমণরত এলাকার উল্লেখযোগ্য বিষয়, ইতিহাস বা দৃশ্য ব্যাখ্যা করে বোঝায় এবং অতিথিদের কৌতূহল মেটাতে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সাথে সাথে সব ধরনের বিপদ এড়াতে প্রয়োজনীয় পথনির্দেশ দিয়ে থাকেন।

photo: see antalya

একজন পর্যটন গাইড হিসেবে কাজের সময়সীমা আপনার পছন্দ করা এলাকা বা বিষয়ের উপর নির্ভর করে। তাছাড়া দৈনন্দিন কাজের পরিমাণ যেকোনো সময়ে বর্তমান থাকা ক্লায়েন্টের সাথে আপনার চুক্তির উপর নির্ভর করে। তবে পর্যটনের কিছু বিশেষ সময় আছে। যেমন সাধারণত জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে বেশিরভাগ কলেজ, বিশ্ববিদ্যালয় ও কর্মজীবীরা দল বেঁধে ভ্রমণে বের হন। আবার আপনি যদি কাজের জন্য কক্সবাজারের মতো বিখ্যাত কোনো জায়গা বেছে নেন তবে আপনার ব্যবসা সারা বছরই চাঙ্গা।

২০১৩ সালের এক হিসাব মতে, উন্নত বিশ্বে ভ্রমণ উপদেষ্টারা গড়ে মাসিক ২৬ থেকে ৩৫ হাজার মার্কিন ডলার আয় করেন।

{ "slotId": "", "unitType": "in-article", "pubId": "pub-6767816662210766" }

২. ফিটনেস প্রশিক্ষক

ফিটনেস প্রশিক্ষকরা নিজেরা সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকেন। সাথে সাথে অন্যদের প্রশিক্ষণ দিতে গিয়ে রোজ সবকিছুর চর্চা হয়, যার ফলে আলাদা করে নিজেদের স্বাস্থ্যের যত্ন নিতে সময় ব্যয় করতে হয় না। এই পেশার মানুষের আলাদা কোনো অফিস ডিউটি থাকে না যে, নিজের স্বাস্থ্য ঠিক রেখে অন্য কাজ করতে হবে। সুতরাং বলা যায়, স্বচ্ছন্দ জীবনযাপনই এখানে কাজ! শুধু ক্লায়েন্টদের যথাযথ সময় দিলেই কাজ হয়ে যায়। তাছাড়া বাড়তি কোনো মানসিক চাপ নেই এই পেশায়।

photo: litton lane training

অথচ এই কাজে অনেক বেশি মানুষের প্রশংসা পাওয়া যায়। তবে এখানে সাফল্য পেতে সবসময় আত্মবিশ্বাস নিয়ে পথ চলতে হয়। ব্যবসার কৌশল হিসেবে ক্লায়েন্টদের বিনামূল্যে আপনার জিমের সদস্যতা দিতে হবে। কেউ চাইলে বিনামূল্যে দুই-এক দিন জিম ব্যবহারের অনুমতি দিতে হবে।

তবে আপনি চাইলে কোনো বড় জিমে চাকরিও নিতে পারেন। আরও আশার কথা হলো জিম ব্যবসা কোনোদিন বন্ধ হওয়ার সম্ভাবনা নেই। কেননা যত সময় গড়াবে মানুষ তত সচেতন হবে আর আপনার জিমে লোক সমাগম বাড়তে থাকবে।

২০১৩ সালের এক হিসাব মতে, উন্নত বিশ্বে একজন ফিটনেস প্রশিক্ষকের গড় মাসিক সম্মানী ৪৩ থেকে ৫৫ হাজার মার্কিন ডলার।

৩. বিক্রয় প্রকৌশলী

একজন সেলস ইঞ্জিনিয়ার হিসাবে আপনার কাজ হল চাহিদা অনুযায়ী বিক্রয় করার জন্য কোম্পানির জটিল পণ্য ও সেবা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান অর্জন করা। মনে রাখতে হবে এটি বিক্রয় চাকরি আর বিক্রয় হল কোনো ব্যবসা প্রতিষ্ঠানের একমাত্র রোজগারের উপায়। সুতরাং কাজটি গুরুত্বপূর্ণ। এই পেশায় কখনো কখনো নির্দিষ্ট সময়ে কোম্পানির কাঙ্ক্ষিত পরিমাণ কাজ করা কঠিন হয়ে পড়ে। এই সমস্যা দূর করতে কাজ নেওয়ার আগেই আপনাকে বিক্রয় প্রকৌশলের উপর প্রশিক্ষণ নিতে হবে।

photo: corpzpro

আপাতদৃষ্টিতে কাজের পরিধি দেখে মনে হতে পারে এটি কোনভাবেই স্বস্তিদায়ক কাজ নয়! তবে বলা যায়, এই কাজের আসল স্বস্তি সম্মানীতে। ২০১৩ সালের এক পরিসংখ্যান মতে, উন্নত বিশ্বে একজন সেলস ইঞ্জিনিয়ার মাসে ৮০ থেকে ১ লাখ মার্কিন ডলার রোজগার করে থাকে।

৪. নিবন্ধনভুক্ত সেবিকা

একজন আরএন বা রেজিস্টার্ড নার্স হওয়ার জন্য, একজন ডাক্তার বা অন্য কোনো মেডিকেল পেশাজীবী হওয়ার মতো সময় আর বিপুল অর্থ খরচ করে পড়াশোনা করার প্রয়োজন হয় না। ডাক্তারদের চেয়ে অপেক্ষাকৃত কম সময়ে একজন রেজিস্টার্ড নার্স হিসেবে সাফল্যের সাথে নিজের ক্যারিয়ার শুরু করা সম্ভব। নার্সরা সাধারণত ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগীদের যথাযথ চিকিৎসা ও স্বাস্থ্যের সার্বিক্ষণিক খোঁজ খবর নিয়ে থাকে।

photo: nursection

রেজিস্টার্ড নার্স হতে হলে যেকোনো সাধারণ বিষয়ে স্নাতক ডিগ্রির সাথে কয়েক মাসের নার্সিং প্রোগ্রাম বা ডিপ্লোমা কোর্সে অংশ নিলেই হয়। এ ছাড়া বিশেষ কোনো প্রশিক্ষণের প্রয়োজন হয় না।

২০১৩ সালের এক হিসাব মতে, উন্নত বিশ্বে সেবিকারা মাসিক ৬৫ থেকে ৮৫ হাজার মার্কিন ডলার সম্মানী পায়।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

৫. মুহুরি

আইনজীবীরা বিভিন্ন ক্লায়েন্টের প্রত্যাশা, আদালতে বিচারাধীন তার একাধিক মামলা ও মামলা সম্পর্কিত বিভিন্ন গবেষণা নিয়ে প্রতিনিয়ত প্রচন্ড চাপের মধ্যে থাকেন। তাই মামলার প্রয়োজনে আইনী গবেষণা ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিভিন্ন ফাইল প্রস্তুত করার চাপ সামলাতে সার্বক্ষণিক একজন মুহুরি তার প্রয়োজন হয়। নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রয়োজনীয় গবেষণা করা সহ সব কাজে মুহুরিরা আইনজীবীদের সাহায্য করে কাজ এগিয়ে নেয়।

photo: jamesriverarmory

এ কাজের জন্য বিশেষ কোনো প্রশিক্ষণের প্রয়োজন হয় না। একজন দক্ষ আইনজীবীর সাথে কাজ করাই এই কাজের সার্টিফিকেট। উন্নত বিশ্বে মুহুরিরা মাসে ৩৩ থেকে ৪৫ হাজার মার্কিন ডলার আয় করে থাকে।

এছাড়াও আরও অনেক পেশা আছে যা একই সাথে স্বাধীন ও আরামদায়ক। পরবর্তী নিবন্ধে এমন আরও কিছু সৃজনশীল কাজ নিয়ে আলোচনার আশা রাখছি।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *