হাঙ্গেরিকে বলা হয়ে থাকে ইউরোপের উচ্চশিক্ষার প্রধান কেন্দ্র। বর্তমান সময়ে প্রতিবছর প্রচুর বিদেশী শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য হাঙ্গেরিতে পাড়ি জমায়। হাঙ্গেরিতে উচ্চশিক্ষার মান অত্যন্ত অনুকূল হওয়ায়, জীবনযাত্রার ব্যয় শিক্ষার্থীদের অনুকূলে থাকায়, সুবিধাজনক পাবলিক ট্রান্সপোর্টসহ জীবন যাত্রার জন্য চমৎকার পরিবেশের জন্য ইউরোপ এবং ইউরোপের বাইরের শিক্ষার্থীদের নিকট উচ্চশিক্ষা অর্জনের পছন্দের দেশ হাঙ্গেরি।
হাঙ্গেরিকে বলা হয় ইউরোপের উচ্চ শিক্ষার প্রধান কেন্দ্র; Image source: nyf.hu
হাঙ্গেরিতে এমন একাধিক ঐতিহাসিক স্থান রয়েছে, যা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। পৃথিবীতে যে সকল বিজ্ঞানীরা নোবেল বিজয়ী হয়েছেন, তাদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক হাঙ্গেরির বিজ্ঞানীরা। ভিটামিন সি, রুবিকের ঘনক্ষেত্রসহ অসংখ্য বৈজ্ঞানিক উদ্ভাবন করেছে হাঙ্গেরির বিজ্ঞানীরা। ২০১৩ সাল থেকে হাঙ্গেরি সরকার স্টাইপেন্ড সুবিধাসহ হাঙ্গেরি স্কলারশিপ প্রোগ্রাম শুরু করেছে।
হাঙ্গেরিতে স্কলারশিপ পাওয়া কিছু আফ্রিকান শিক্ষার্থী; Image source: unideb.hu
এই স্কলারশিপের মূল লক্ষ্য হচ্ছে, ঐতিহাসিকভাবে হাঙ্গেরির উচ্চশিক্ষার মানকে আন্তর্জাতিকীকরণ, হাঙ্গেরির একাডেমিক প্রতিষ্ঠান ও গবেষণা প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিকীকরণ এবং প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক সম্পর্ককে আরও শক্তিশালী করা, উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাংস্কৃতিক বৈচিত্র্য বৃদ্ধি করা এবং বিশ্বজুড়ে হাঙ্গেরির উচ্চশিক্ষার মান ও খ্যাতি ছড়িয়ে দেওয়া। এছাড়াও এই প্রোগ্রামটির অন্যতম প্রধান উদ্দেশ্য বিদেশি শিক্ষার্থীদের হাঙ্গেরির ব্যক্তিগত এবং পেশাদার প্রতিষ্ঠানগুলোর সাথে সংযুক্ত করা এবং বিদেশে হাঙ্গেরীয় সংস্কৃতি ও ভাষা প্রচারে শিক্ষার্থীদের অবদান রাখা।
স্কলারশিপের জন্য শিক্ষার স্তর
প্রতিবছর হাঙ্গেরি সরকার ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি সম্পন্ন করতে আসা বিদেশী শিক্ষার্থীদের স্টাইপেন্ড সুবিধাসহ স্কলারশিপ দিয়ে থাকে। হাঙ্গেরি সরকার বিদেশী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ ব্যবস্থাকে দুই ভাগে বিভক্ত করেছে। একটি হলো ওয়ান টায়ার মাস্টার প্রোগ্রাম এবং অন্যটি হচ্ছে ডক্টরাল প্রোগ্রাম।
ওয়ান টায়ার মাস্টার প্রোগ্রাম
হাঙ্গেরিয়ান শিক্ষাব্যবস্থায় স্নাতক এবং স্নাতকোত্তর পড়াশোনা উভয়কেই ওয়ান টায়ার মাস্টার প্রোগ্রাম বা এক স্তর মাস্টার প্রোগ্রাম বলা হয়ে থাকে। তাই যে সকল শিক্ষার্থীরা ব্যাচেলর অথবা মাস্টার্স ডিগ্রী অর্জনের লক্ষ্যে হাঙ্গেরিতে যেতে ইচ্ছুক, তারা সকলেই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
উচ্চশিক্ষার লক্ষ্যে প্রতিবছর হাঙ্গেরিতে বিদেশি শিক্ষার্থীরা পাড়ি জমায়; Image source: aifsabroad.com
তবে ওয়ান টায়ার মাস্টার প্রোগ্রাম ক্যাটাগরির স্কলারশিপ শুধুমাত্র নির্দিষ্ট সাধারণ কিছু বিষয়ের উপর দেওয়া হয়ে থাকে। যেমন: মেডিসিন, ফার্মেসি, ডেন্টিস্ট, স্থাপত্যবিদ্যা, আইন, ভেটোরিনারি সার্জারি, বনজ প্রকৌশল ইত্যাদি।
ডক্টরাল প্রোগ্রাম
বর্তমান হাঙ্গেরিয়ান আইন অনুসারে ডক্টরাল প্রোগ্রামের সময়কাল ৮ সেমিস্টার এবং ৪ বছর। ডক্টরাল প্রোগ্রাম দুই ধাপে সম্পন্ন করতে হয়। এর মধ্যে প্রথম ধাপটি হলো প্রথম ২ বছর পেশাদার প্রশিক্ষণ এবং গবেষণার মাধ্যমে সম্পন্ন করতে হয়। দ্বিতীয় ধাপটি নির্ধারণ করা হয়েছে দ্বিতীয় ২ বছর জুড়ে বিভাগীয় গবেষনা ও গবেষণামূলক প্রবন্ধের জন্য। প্রথম ধাপে শিক্ষার্থীর জন্য থাকবে ৪টি সেমিস্টার।
হাঙ্গেরি সরকার বিদেশি শিক্ষার্থীদের দিচ্ছে স্কলারশিপসহ স্টাইপেন্ড সুবিধা; Image source: study.eu
৪ সেমিস্টার শেষ হওয়ার পর শিক্ষার্থীকে শিক্ষাগত ও গবেষণামূলক অগ্রগতি মূল্যায়নের জন্য একটি জটিল পরীক্ষা দিতে হয়। ডক্টরাল শিক্ষার্থীরা শুধুমাত্র এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই দ্বিতীয় ধাপের ২ বছরের জন্য পড়াশোনা চালিয়ে যেতে পারবে, এবং দ্বিতীয় ধাপে একই পদ্ধতিতে শিক্ষার্থীকে তার ডক্টরাল প্রোগ্রাম শেষ করতে হবে।
স্কলারশিপের সুবিধাসমূহ
টিউশন ফি
এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি কভার করা হবে। অর্থাৎ শিক্ষার্থীকে কোনো প্রকার টিউশন ফি বিশ্ববিদ্যালয়কে দিতে হবে না।
মাসিক ভাতা প্রদান
হাঙ্গেরিয়ান স্কলারশিপ পাওয়া শিক্ষার্থীদের জন্য থাকছে মাসিক স্টাইপেন্ড সুবিধা। অর্থাৎ শিক্ষার্থীদের প্রতি মাসে একটি ভাতা প্রদান করা হবে। ওয়ান টায়ার মাস্টার প্রোগ্রামের শিক্ষার্থীদের প্রতিমাসে ১৩০ ইউরো প্রদান করা হবে শিক্ষার্থীর বাসস্থান খরচ বাবদ। অর্থাৎ, ব্যাচেলর ও মাস্টার্স লেভেলে শিক্ষার্থীদেরকে প্রতিমাসে ১৩০ ইউরো প্রদান করা হবে, শিক্ষার্থীর সম্পূর্ণ কোর্স শেষ হওয়া পর্যন্ত।
হাঙ্গেরির বিশ্ববিদ্যালয়গুলোতে রয়েছে আধুনিক উচ্চ শিক্ষার সুবিধা; image source: med.u-szeged.hu
ডক্টরাল প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য থাকছে স্টাইপেন্ড সুবিধা। ডক্টরাল প্রোগ্রামের শিক্ষার্থীরা তাদের প্রথম ধাপের প্রথম ২ বছরের জন্য প্রতি মাসে ৪৫০ ইউরো করে মাসিক ভাতা পাবে। প্রথম ধাপে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীরা দ্বিতীয় ধাপের দ্বিতীয় ২ বছরের জন্য প্রতি মাসে ৫৫০ ইউরো করে মাসিক ভাতা পাবে।
যোগ্যতা
হাঙ্গেরিয়ান স্কলারশিপ প্রোগ্রামটি নিয়ন্ত্রণ করে থাকে হাঙ্গেরির মানব সম্পদ মন্ত্রণালয়। যে সকল শিক্ষার্থী আবেদন করার মাধ্যমে হাঙ্গেরির মানব সম্পদ মন্ত্রণালয় দ্বারা মনোনীত হবে, শুধু তারাই এই স্কলারশিপ সুবিধা পাবে।
অযোগ্যতা
- হাঙ্গেরির যেকোনো শিক্ষার্থী এই স্কলারশিপের জন্য অযোগ্য। এছাড়াও যে সকল শিক্ষার্থীরা একাধিক দেশের নাগরিক এবং যেসকল শিক্ষার্থী শরণার্থী হিসেবে কোনো দেশে রয়েছে তারা আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবে।
- যে সকল শিক্ষার্থীদের জন্ম ৩১ আগস্ট ২০০১ সালের পর তারা আবেদনের জন্য অযোগ্য বলে বিবেচিত হবে। শুধুমাত্র নৃত্যকলা কোর্সের শিক্ষার্থীদের জন্য এই নিয়মটি প্রযোজ্য নয়।
- যে সকল শিক্ষার্থীরা হাঙ্গেরির কোনো বিশ্ববিদ্যালয়ের নিজ অর্থায়নে ভর্তি হয়েছে অথবা যে সকল শিক্ষার্থীরা নিজ খরচে বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছে তারা আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবে।
- যে সকল শিক্ষার্থীরা হাঙ্গেরিয়ান স্কলারশিপ প্রোগ্রামের অধীনে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছে, তারা আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবে।
আবেদনের শেষ সময়
প্রতিবছরই হাঙ্গেরি সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ আহ্বান করে থাকে। জানুয়ারি মাসে এই আবেদন গ্রহণ করা হয় এবং সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হতে বছরের জুন-জুলাই মাস পর্যন্ত সময় লাগে।
আবেদনের পদ্ধতি
হাঙ্গেরিয়ান স্কলারশিপ প্রোগ্রামের জন্য শিক্ষার্থীদের হাঙ্গেরির টেম্পাস পাবলিক ফাউন্ডেশনের অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেমের মাধ্যমে আবেদন জমা দিতে হবে। টেম্পাস পাবলিক ফাউন্ডেশনের ওয়েব সাইটে নিবন্ধন করার পর আবেদনকারীরা আবেদনের পেইজে প্রবেশ করতে পারবে এবং প্রয়োজনীয় কাগজপত্রগুলো আপলোড করতে পারবে।
হাঙ্গেরীয়ান স্কলারশিপ প্রোগ্রাম সুবিধা পাওয়া কয়েকজন শিক্ষার্থী; inventiveleads.com
তবে শিক্ষার্থীদের অবশ্যই খেয়াল রাখতে হবে একবার আবেদন সাবমিট করার পর আর কোনোভাবেই পুনরায় আবেদন করা যাবে না এবং ডেডলাইন শেষ হওয়ার পর আবেদন গ্রহণযোগ্য হবে না। অনলাইন আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে শিক্ষার্থীরা এই লিংকটি ভিজিট করে দেখতে পারে- www.stipendiumhungaricum.hu
Feature image source: inventiveleads.com