আমাদের মাঝে অধিকাংশই ডান হাতি অর্থাৎ আমরা অধিকাংশই মানুষই আমাদের প্রায় সব কাজ ডান হাতের মাধ্যমে করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। কিন্তু এর মাঝে শতকরা ১০জন রয়েছে যারা কিনা বাঁহাতি। তার মাঝে আমাদের বাঁহাতি স্পিনার সাকিব যখন একের পর এক উইকেট নিজের ঝুলিতে ভরেন তখন আমরা সবাই বাসায় বসে করতালি দিই। কিন্তু আবার এমন অনেক অভিভাবক আছেন যারা কিনা তাদের বাঁহাতি সন্তানদের উপর বকাবকি করেন এবং ডান হাতে সব কাজ করার জন্য চাপ দিন। তা কি ঠিক?
অনেক সময় অনেক ধরণের অসুবিধার সম্মুখীন হওয়ার পাশাপাশি রয়েছে অনেকগুলো বিস্ময়কর ব্যাপার। চলুন জেনে নেওয়া যাক বাঁহাতি হবার বিস্ময়করগুলো ব্যাপার কী কী!
বাঁহাতিদের সফলতার সম্ভাবনা বেশী
“ আমি যখন কলম্বিয়া ল স্কুলে ছিলাম, যা কিনা দেশের স্বনামধন্য স্কুলগুলোর মাঝে একটি। তখন আমরা একটি ব্যাপার লক্ষ্য করেছিলাম। আমরা দেখি যে, আমাদের শ্রেণীর প্রায় বেশীরভাগ ছাত্র বাঁহাতি ছিল।” কথাগুলো বলছিলেন রবার্ট এস হারবেস্ট, যিনি একজন বাঁহাতি এটর্নি, মোটিভেশনাল স্পিকার। তিনি আরও বলেন, “ যারা বাঁহাতি তারা সবাই তাদের ডান মস্তিষ্ক ব্যবহার করে। যারা ডান মস্তিষ্কের ব্যব্হার করে তারা অন্যদের তুলনায় বেশী সৃজনশীল মানসিকতার, উচ্চতর দক্ষতার এবং একসাথে অনেকগুলো ভাষা আয়ত্ত করতে পারে। এইসব গুণাবলী প্রতিটি উকিলের থাকা উচিৎ।” হার্বেস্ট ‘ঈগল স্কাউটের একজন সদস্য ছিলেন। তিনি বলেন, “ আমি আমার জীবনে ঈগল স্কাউটের অনেক মানুষের সাথে কথা বলেছি। যাদের অনেকেই বাঁহাতি, এর মাঝে তিনি মাইকেল বুম্বার্গের কথাও বলেন যিনি কিনা একজন বিলিনিয়ার এবং নিউ ইয়র্ক শহরের সাবেক মেয়র। হয়তো বাঁহাতি হওয়া এবং ডান মস্তিষ্কের ব্যবহার আমাদের মাঝে নেতৃত্বের গুণাবলী ফুটিয়ে তুলেছে। ”
বাঁহাতিদের আয় সবসময়ই বেশী
ক্রিস্টোফার রুইব্যাক, পিএইচডি, ঈস্টনের লাফায়েত কলেজের একজন অর্থনীতিবিদ বাঁহাতি এবং ডানহাতিদের নিয়ে একটি জরিপ করেন। জরিপে দেখা যায় যে, একই কোম্পানীর একই পদে চাকরিরত ডানহাতি কর্মচারীর তুলনায় বাঁহাতি কর্মচারীর আয় বেশী। তিনি আরো বলেন বাঁহাতিরা ডানহাতিদের তুলনায় শতকার ১৫ ভাগ বেশী আয় করেন।
বাঁহাতিরা সবসময় অন্যদের থেকে এগিয়ে থাকে
“ আমার এখনও মনে আছে, আমি যখন কলেজে ছিলাম তখন আমারই এক বন্ধু আমার বাঁহাতি হওয়ার কথায় বিদ্রুপ করে বলে, এক সময় আমি বিকলাঙ্গ হয়ে যাবো।” কথাগুলো বলছিলেন ডেনিয়েল বেকার, একজন মিডিয়া আর্টিস্ট এবং Leftys Right Mind এর প্রতিষ্ঠাতা। তিনি আরো বলেন, ” আমি আমার ক্লাসের একমাত্র বাঁহাতি ছিলাম, কিন্তু কখনও নিজেকে ছোট মনে করিনি। বরং সবসময় আমি আমার বাঁহাতি হবার ব্যপারটা উপভোগ করতাম। আজ বাঁহাতি বলেই আমি আমার লক্ষ্য খুঁজে পেয়েছি, আমি যা তার পুরো কৃতিত্ব আমি আমার বাঁহাতি হওয়াকে দিব।”
কথোপকথন শুরু করার একটি ভালো মাধ্যম
“আমি একজন বাঁহাতি এবং অদ্ভুত ভাবে মানুষ এই ব্যাপারটি লক্ষ্য করে।” বলছিলেন ইংগ্রিড হ্যানস্যান।”এই ব্যাপারটি কারো সাথে কথা শুরু করার খুবই ভালো একটি বিষয়।” তিনি এও লক্ষ্য করেন যে, বেশীরভাগ বাঁহাতিরা অন্তর্মূখী হয়ে থাকেন। তিনি আরো বলেন,”একজন অন্তর্মূখী হিসাবে আমি এমন একটি প্রতিষ্ঠান খুলেছি যা কিনা অন্যান্য অন্তর্মূখীদের কে কথা বলতে, সবার সাথে মিশতে সাহায্য করে।”
বিভিন্ন চ্যালেঞ্জ আপনাকে করবে আরো শক্ত
ভার্জিনিয়ায় বেটসভিলে একটি বামহাতী লেখক কেম মারফি বলেন,”যদিও আমি আমার সৃজনশীলতাকে মূল্যবান বলে মনে করি, তবুও আমি ডান হাতির জগতে বাস করা সহজ কাজ নয়। উদাহরণস্বরূপ, যখন আমি গবেষণার জন্য লাইব্রেরিতে যাই, সেখানে বামপন্থীদের জন্য খুব কমই কম্পিউটার থাকে। প্রতিনিয়ত বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হতে হয়, সবসময়ই পরিবেশ অনেক চ্যালেঞ্জিং থাকে। আর এভাবেই নিজে অনেক শক্ত হই, সব পরিবেশেই নিজেকে মানিয়ে নিতে পারি।”
বাঁহাতিরা সবসময়ই তাদের সৃজনশীলতার পরিচয় দেয়
আমেরিকান সাইকোলজিকাল এসোসিয়েশনের মতে, শতকরা দশ ভাগ মানুষ বাঁহাতি। জরিপে জানা গিয়েছে যে, বাঁহাতিরা অন্যদের থেকে একটু আলাদা ভাবে চিন্তা করে। তারা সবসময় কোনো একটি সমস্যার ভিন্ন সমাধান খুঁজেন। ডান হাতিরা কোনো সমস্যার যে সমাধান দিবে তা হয়তো খুব সাধারণ হবে কিন্তু একজন বাঁহাতি সেই সমস্যার ভিন্ন সমাধান দিবে যা কিনা সবার চিন্তাধারা থেকে আলাদা।
বিভিন্ন দেশের রাস্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছে বাঁহাতিরা
জেমস এ গারফিল্ড, হার্বার্ট হুওভার, হ্যারি এস ট্রুম্যান, জেরাল্ড ফোর্ড, রোনাল্ড রেগ্যান, জর্জ এইচ ডব্লিউ বুশ, বিল ক্লিনটন ও বারাক ওবামা সহ আটজন রাষ্ট্রপতি ছিলেন বাঁহাতি।
আপনি আপনার পরিবারের মাঝেই খুঁজে পাবেন অনেক বাঁহাতি
U.S. National Library of Medicine এর মতে, কোনো ব্যক্তি ডান হাতি হবেন নাকি বাঁহাতি হবেন তা নির্ভর করবে বিভিন্ন ব্যাপারের উপর। যেমন তার জিনগত ব্যাপার, পারিবারিক ব্যাপার। বাঁহাতি হবার পিছনে কাজ করে বিভিন্ন ফ্যাক্টর। প্রথম প্রথম ধারণা করা হতো যে, বাঁহাতি বা ডান হাতি হবার পিছনে কেবলমাত্র একটি জিন কাজ করতো, কিন্তু পরবর্তীতে বিভিন্ন গবেষণায় পাওয়া যায় যে, কোন ব্যক্তি ডান হাতি হবেন নাকি বাঁহাতি তার পিছনে অনেকগুলো জিন কাজ করে। ধারনা করা হয় প্রায় ৪০ ধরণের জিন এর পিছনে দায়ী। প্রতিটি জিনের প্রভাব খুবই সামান্য কিন্তু যখন তারা একত্রে প্রভাব ফেলে তখন তা অনেক বড় আকার ধারণ করে এবং তা-ই নির্ধারণ করে কোন ব্যক্তির বাঁহাতি হবার ব্যাপার। বাঁহাতি বাবা মায়ের সন্তান বাঁহাতি হবার সম্ভাবনা খুব বেশী।
আপনার পরিবারের ডান হাতি সদস্যরা আপনাকে অন্যদের তুলনায় ভালোভাবে বুঝতে পারে
আপনি যদি আপনার পরিবারের একমাত্র বাঁহাতি হয়ে থাকেন তবে আপনার কাছে মনে হতে পারে আপনাকে আপনার পরিবারের কেউ বুঝবে না, কিংবা আপনি যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন তা পরিবারের ডান হাতিরা বুঝবে না। এটি সম্পূর্ণই ভুল ধারণা। অন্যান্যদের তুলনায় আপনার পরিবারের মানুষই আপনাকে বেশী বোঝে।